Inspire with Jakir

Inspire with Jakir "স্বপ্নই জীবনের গন্তব্য, অধ্যবসায় তার পথ।"
"অনুপ্রেরণার জন্য ফলো করুন আমাদের পেইজ!"

17/12/2025

"যে অবান্ছিত কেশ তুমি ছিঁড়তে পারবে না, সে অবান্ছিত কেশ তুমি টানাটানি করতে যেয়ো না।"

22/11/2025

খেলাধুলা করছে ছাত্ররা-অবসর সময় ❤️

08/11/2025

মন খারাপ গুছাতে গুছাতে, নিজের জীবনটাই যেন ধ্বং'সস্তূপে ঢেকে গেছে।

08/11/2025

দুঃখ বলি কারে?
দুঃখ বলি যারে,
সে দেয় - উপর উপর স্বান্তনা;
ভেতর ভেতর যন্ত্রণা!
আমি দুঃখ বলি কারে?
দুঃখের কথা বলতে গেলেই
দুঃখ আমার বাড়ে।

—দুঃখবিলাস

06/11/2025

যখন মানুষ বুঝে যায়,
নিজের দুঃখ, কষ্ট, বেদনার দায় কেবল তাঁর নিজেই।

তখন মানুষ নিজেকে লুকিয়ে একা বেঁচে থাকতে শুরু করে।
সে জেনে যায়:-
এই পৃথিবীতে সবাই যার-যার তাঁর-তাঁর,
কারো জন্য কেউ নয়।

সম্ভাবনা না থাকলে— ইতি টানা ভালো। সময়মতো না থামলে— ক্ষয়ের পরিমাণ কেবল বাড়ে।

06/11/2025

আমি যেন মায়ের উদর থেকে জন্ম নেওয়া
অভিশপ্ত এক জান্নাত বিতাড়িত আদম সন্তান।

বিষণ্নতাই আমার পৃথিবীর একমাত্র ঋতু
ব্যর্থতাই আমার একমাত্র পরম আত্মীয়
দুঃখোই আমার জন্মগত মৌলিক অধিকার

সময়ের সাথে আমার কোন দুশমনি নেই
তবুও মনে হয় যেন সে তার সমস্ত বারুদ মজুদ করে রাখে কেবল আমাকেই পোড়াতে;

দুঃসময় সময় —
এক মানুষকে আর কতটুকু পোড়াবে
এক জীবনে আর কত দেখাবে ভয়
ভাগ্যহীন চিরশূন্য হাতেও তো একদিন
ধরা দেয় এসে পৃথিবীর সকল বিস্ময়।

06/11/2025

রাস্তায় বাস এর খেলা চলে -সৌখিন বাস

02/11/2025

দিতে দিতে নিজেকে যে মানুষ নিঃস্ব করে ফেলে, এই পৃথিবী সেই মানুষের মূল্য বোঝেনি কোনওদিন। স্নেহ, মায়া, যত্ন, ভালোবাসা, চেষ্টা, সময়, পাশে থাকা ইত্যাদি কার জন্য কতটা খরচ করতে হয় না বুঝেই যে নিঃস্ব করেছে নিজেকে; সে পরিবর্তে পেয়েছে চরম অবহেলা, ভীষণ হ্যালাফ্যালা। দিনশেষে সে মানুষটা একটা এমন মানুষ পায়নি যে তাকে জিজ্ঞেস করবে, 'তুমি ঠিক আছো?'

স্বার্থে ভরা এই পৃথিবীতে যে মানুষ দিতে দিতে নিজেকে শূন্য করে ফেলে, তার অভাবে তাকে, 'তোমার কী কিছু প্রয়োজন? আমায় বলো, আমি তো আছি।', বলার মতো লোক জোটে না সহজে। তাই কোনও সম্পর্কে নিজের সমস্তটুকু খরচ করার আগে একটু বুঝে নেওয়া প্রয়োজন উল্টোদিকের মানুষটা একইভাবে তোমার জন্য নিজেকে নিংড়ে দিতে প্রস্তুত কিনা! নাহলে, তার জন্য ততটুকুই হাঁটো যতটুকু সে তোমার জন্য হাঁটে, ততটুকুই ভেজো যতটুকু সে তোমার জন্য ভেজে।

নিজেকে ভালো রাখাটা খুব প্রয়োজনীয়। নিজেকে ভালোবাসাটা আরও বেশি প্রয়োজনীয়। এই পৃথিবীতে মানুষ তারই মূল্য দেয়, যে নিজের মূল্য বোঝে...

20/10/2025

বলছিলাম ২ হালি -দিলাম মাত্র ১ হালি🤣

19/10/2025

Business play!!
ব্যাবসায় ফিল্ডে নামুন -দারুণ খেলা হবে লাইফে

17/10/2025

Play

14/10/2025

মিস করি😭

Address

Mymensingh
Mymensingh
692231

Website

Alerts

Be the first to know and let us send you an email when Inspire with Jakir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Inspire with Jakir:

Share