
09/12/2024
বৃহত্তর ময়মনসিংহ বিভাগের ৭৪ বছরের ঐতিহ্যবাহী ইসলামী বিদ্যাপীঠ জামিয়া গাফুরিয়া দারুসসুন্নাহ ইসলামপুর এই মাদ্রাসার তাকমীল (মাস্টার্স) ও হিফজ সমাপনী ২০২৪-২৫ শিক্ষাবর্ষ উপলক্ষ্যে ময়মনসিংহের ইসলামিক সাংস্কৃতিক ফোরাম নাশিদ মিশনের স্পন্সরে এই প্রথম তারানায়ে গাফুরিয়া নামে একটি নাশিদ(গজল) প্রকাশিত হয়েছে।