Point of view

Point of view Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Point of view, Publisher, Mymensingh.

রংপুরের গঙ্গাচড়ায় হিন্দু সম্প্রদায়ের বসতঘরে হা'মলা, ভা'ঙচুর, লু'টপাট ও নি'র্যাতনের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জগন্নাথ হলে...
29/07/2025

রংপুরের গঙ্গাচড়ায় হিন্দু সম্প্রদায়ের বসতঘরে হা'মলা, ভা'ঙচুর, লু'টপাট ও নি'র্যাতনের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জগন্নাথ হলের মশাল মিছিল।

জগন্নাথ হলের শিক্ষার্থীদের সাথে সংহতি জানাচ্ছি।

~ Sarder Nadim Mahmud Shuvo

28/07/2025

বিসিএস ভাইভা বোর্ডের মেম্বার সাহেবকে দেখার পর BCS এর উপর বাকি যা আগ্রহ ছিল সেটাও নাই হয়ে গেছে!

“আবার আসিব ফিরে” — এ বাংলার রূপেই টানে বারবার~ Mahat Hasan
28/07/2025

“আবার আসিব ফিরে” — এ বাংলার রূপেই টানে বারবার

~ Mahat Hasan

28/07/2025

Bicycle Riding in 90's 🩶🫰

Remember!

আমি এখন আর জুলাই নিয়ে গর্ব করবো না। যা হয়েছে আসলে এসব কিছুই না। কারণ জুলাইতে যদি নিকৃষ্টতর হত্যাযজ্ঞ কারো ওপর করা হয়ে থা...
27/07/2025

আমি এখন আর জুলাই নিয়ে গর্ব করবো না। যা হয়েছে আসলে এসব কিছুই না। কারণ জুলাইতে যদি নিকৃষ্টতর হত্যাযজ্ঞ কারো ওপর করা হয়ে থাকে সেটা হবে গাজার কোনো মুসলিমের ওপর সর্বোৎকৃষ্ট হত্যার সমপরিমাণ।

আমি মনে করি সমগ্র দুনিয়া সহ আমাদের একমাত্র কনসার্ন এখন গাজার দিকে হওয়া উচিৎ।

দুই তিন চার সপ্তাহ, এক মাস না খেয়ে থেকে যখন ত্রাণ আনতে যাচ্ছে, সেখানে জায়োনিস্ট বাহিনী তাদের ওপর গুলি চালাচ্ছে। গেস হোয়াট!! তারা পালাচ্ছে??? না!!! তপ্ত রোদে হামাগুড়ি দিয়ে যাচ্ছে ত্রাণ নিতে, ত্রাণ কি?? এক বস্তা আটা!!!!! এক বস্তা আটা!!
একেকটা বুলেট বালুর উপর গরম পানির মত ফুটতে থাকে। তবুও তারা যায় না।

একটা ভিডিও দিয়েছিলাম কালকে। একটা বাচ্চার মাথা অর্ধেক নাই, নাড়িকেল ভাঙ্গলে যেমন দেখায় অমন, ভেতরে মস্তক নাই সব দেখা যাচ্ছে, আর পেটের নিচের বাকি শরীরের অংশ নাই। দেখে মনে হবে একটা রোবট যার নিচের অংশ বিধ্বস্ত হয়ে উড়ে গেছে আর নাড়িভুড়ির বদলে হয়ত রোবটের তার ঝুলে আছে।

আমাকে বলেন এই এক বছর বয়সী বাচ্চার ওপর যা হলো তা আমাদের জুলাইতে হওয়া কোন সিনারিওর সাথে তূলনা করবেন!!

চোখের সামনে মানবজাতির একটা অংশ নাই হয়ে যাইতেসে, আমরা কিছু করতে পারতেছি না এটাই আমাদের জন্য শাস্তি।

মিশরের বর্ডারে ৯০০ ট্রাক আটকে আছে যেখানে মেডিক্যাল এইড আর খাবার আছে। জায়োনিস্ট কুত্তার বাচ্চারা যেতে দিচ্ছে না।

আমরা কয়টা মার্চ ফর গাজা করতে পারি??
✍ আবু আব্দুল্লাহ

In a city of forgotten smiles, someone carries happiness.~ Rafeur Rahman Rafe
27/07/2025

In a city of forgotten smiles, someone carries happiness.

~ Rafeur Rahman Rafe

১২ সঙ্গের অধিকারী ছেলেটি চাঁদাবাজের অভিযোগে গ্রেফতার। (মাত্র ৫০ লক্ষ টাকা চাঁদা দাবি করে ১ম কিস্তিতে ১০ লক্ষ টাকা নেয়) ...
26/07/2025

১২ সঙ্গের অধিকারী ছেলেটি চাঁদাবাজের অভিযোগে গ্রেফতার। (মাত্র ৫০ লক্ষ টাকা চাঁদা দাবি করে ১ম কিস্তিতে ১০ লক্ষ টাকা নেয়) 😅
ভাইটির সাথে আবার ৪ জন সঙ্গীও ছিল।
বিস্তারিত জানতে কমেন্ট বক্সে লিংক দেওয়া হলো...

"জীবন কাটে যুদ্ধ করেপ্রাণের মায়া সাঙ্গ করেজীবনের স্বাদ নাহি পাই.........." ~ Rezwanul Alam
26/07/2025

"জীবন কাটে যুদ্ধ করে
প্রাণের মায়া সাঙ্গ করে
জীবনের স্বাদ নাহি পাই.........."

~ Rezwanul Alam

I said: I look ugly! Allah says, I created people in the most beautiful shape! - (Surah Tyn: 4) I said: I have no one! A...
24/07/2025

I said: I look ugly!
Allah says, I created people in the most beautiful shape!
- (Surah Tyn: 4)

I said: I have no one!
Allah says, do not be afraid, I am with the believers!
-(Surah Tawa-Ha:46)

I said: My sins are too much!
Allah says, I love the repentant!
-(Surah Baqarah: 222)

উনাকে স্বাস্থ্য উপদেষ্টা বানানো হোক, বদলাতে পারে দেশের স্বাস্থ্য ব্যবস্থা। ব্রিগেডিয়ার নাসির উদ্দিন একজন অবসরপ্রাপ্ত সা...
24/07/2025

উনাকে স্বাস্থ্য উপদেষ্টা বানানো হোক, বদলাতে পারে দেশের স্বাস্থ্য ব্যবস্থা।

ব্রিগেডিয়ার নাসির উদ্দিন একজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা এবং বর্তমানে বারডেম জেনারেল হাসপাতালের পরিচালক। তিনি পূর্বে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মো. নাসির উদ্দিন আহমেদ:
একজন প্রাক্তন সামরিক কর্মকর্তা, যিনি বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল পদ থেকে অবসর গ্রহণ করেছেন। একজন সৎ, পরিশ্রমী, অভিজ্ঞ মানুষ হিসেবে তিনি বারবার নিজেকে প্রমাণ করেছেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি হাসপাতালের বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য সুনাম অর্জন করেছিলেন।

তিনি একজন চিকিৎসক এবং তার পিতা ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য।

23/07/2025

একেই বলে সাংবাদিকতা, W journalist.! 🗿💥👏🏻

23/07/2025

Brother has cleared 'the whole matter'. 🩶

Credit: Makes meme for sad people

Address

Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when Point of view posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category