Sad mood,,

Sad mood,, - হারিয়ে ফেলেছি মানসিক শান্তি!
কারো"আলোকিত"
শহরে"হাটতে"চাইনা
নিখোঁজ"হয়ে"থাকতে"চাই
আমি"আমার"শহরে

তুমি আমার সাথে কি করছো জানো?শুনবা না?একটু থামো...আমি বলি, তুমি কি করছো!তুমি আমাকে শুধু ঠকাওনি, তুমি আমার সমস্ত বিশ্বাসটা...
16/10/2025

তুমি আমার সাথে কি করছো জানো?
শুনবা না?
একটু থামো...
আমি বলি, তুমি কি করছো!
তুমি আমাকে শুধু ঠকাওনি, তুমি আমার সমস্ত বিশ্বাসটাকেই ভেঙে টুকরো টুকরো করে ফেলেছো।
তুমি এমন ভাবে ভালোবাসার অভিনয় করেছিলে, যেন এই সম্পর্কটাই ছিলো চিরন্তন। অথচ তুমি জানো—
তুমি শুধু অভিনয় করেছিলে,
আর আমি সেটা সত্যি ভেবে নিজের সমস্তটা দিয়ে ভালোবেসে ফেলেছিলাম!
তুমি প্রতিবার এমনভাবে ফিরে আসছো, যেন তুমি শুধু আমার, অথচ বারবার আমাকেই ফেল রে’খে যাচ্ছো নতুন কাউকে ভালোবাসার অজুহাতে।
তুমি জানো না, তোমার এই ব্যবহার আমি কতটা ভেঙে গেছি, তুমি জানো না, আমি কতটা কেঁদেছি একা রাতে,
তুমি জানো না, বিশ্বাস করে ভালোবাসা মানে কতটা সাহস লাগে।
আর সেই ভালোবাসা যখন একপক্ষের হয়—তখন সেই কষ্টটা কতটা যন্ত্রণাদায়ক!
তুমি শুধু ঠকাওনি,
তুমি আমায় খালি করেছো, নিঃস্ব করে দিয়েছো।
তোমার কাছে আমি একটা ‘পাস করা সময়’ ছিলাম হয়তো,
কিন্তু তোমার জন্য আমি ছিলাম আমার নিজেরই সবচেয়ে প্রিয় একটা মানুষ।
আজ আমার মনে হয়—আমি নিজেকেই হারিয়ে ফেলেছি।
তোমাকে ধরে রাখতে গিয়ে আমি আমার হাসি, শান্তি, রাতের ঘুম, আত্মবিশ্বাস—সব কিছু হারিয়ে ফেলেছি।
তুমি কেবল ঠকাওনি, তুমি আমার ভেতর থেকে আমাকেই মেরে ফেলেছো… 💔

তোমাকে কত মানুষ এখনো দেখে-হয়তো প্রতিদিন, হয়তো হেঁটে যেতে যেতে, হয়তো একফাঁকে চোখ পড়ে যায় কারো। তুমি এখন আর আমার জন্য সংরক...
14/10/2025

তোমাকে কত মানুষ এখনো দেখে-হয়তো প্রতিদিন, হয়তো হেঁটে যেতে যেতে, হয়তো একফাঁকে চোখ পড়ে যায় কারো। তুমি এখন আর আমার জন্য সংরক্ষিত কোনো দৃশ্য নও। তুমি এখন সবার জন্য খোলা আকাশের নিচে হাঁটা এক মানুষ। অথচ আমার চোখে ধরা দাও না বহুদিন ধরে। শুধু স্মৃতির পেছনের ছায়া হয়ে রয়ে গেছো।

আমি ভাবি, তুমি কেমন করে হাঁটো এখন? মুখে কি এখনো সেই অভিমানী চাহনি থাকে? তুমি কি এখনো গ্রীষ্মের দুপুরে ছায়া খোঁজো, নাকি শেখে গেছো রোদের সঙ্গে মিশে যেতে?

তোমাকে আমি দেখি না। অথচ কত কী দেখি-ফেসবুকে কারো ছবি, রাস্তায় ছুটে চলা অচেনা মুখ, ছাদে শুকাতে দেওয়া পুরনো শাড়ি-সব কিছুতেই কখনো না কখনো খুঁজে নিই তোমার অবয়ব। তোমাকে না-দেখার অভ্যেসটা বুঝি এখনো পুরোপুরি রপ্ত হয়নি।

তুমি আছো। কোথাও। কারো দিনে, কারো দৃষ্টিতে। শুধু আমার দিনপঞ্জিকায় অনুপস্থিত।

কি নিদারুন ভাবে আমাকে তুমি ঠকিয়োছো; আর ভেবেছিলে আমি কিছুই টের পাবোনা। আমি বুঝে উঠার আগেই বিলিন হয়ে যাবে দূরের কোথাও।অথছ ...
12/10/2025

কি নিদারুন ভাবে আমাকে তুমি ঠকিয়োছো; আর ভেবেছিলে আমি কিছুই টের পাবোনা। আমি বুঝে উঠার আগেই বিলিন হয়ে যাবে দূরের কোথাও।

অথছ দেখো আমি প্রথম থেকেই সবকিছু জানতাম। আমি জানতাম তুমি আমার থেকে মুক্তি চাচ্ছো। তাই আমি আর অযথা আর বিপত্তি বাড়ালাম না। শুধু দেখতে চেয়েছিলাম কতটা অভিনয়ে তুমি আমাকে ছেড়ে যাও। কতটা আঘাতের পর তোমার ভিতর তৃপ্ততার জন্ম নিবে।

আমি সবকিছু জেনে ওঠার পরও বিকল্প কিছু ভাবিনি। তোমাকে ছেড়ে অন্য কাউকে খুজিনি। তুমি হারিয়ে যাবে জেনেও এক বুক ভালোবাসার মৃত্যু ঘটায় নি। তুমি আমার থাকবেনা জেনেও আমি পাগলামো করেছি তোমার জন্য।

আমার শুধু দেখার বাকি ছিল কতটুকু সময় নিয়ে আমার সাথে অভিনয় করে যাও। ঠিক কতদিন পর তোমার অভিনয় ফুড়িয়ে, আমাকে মারিয়ে নিজেকে গুছিয়ে নিয়ে হারিয়ে যাবে অনেক দূরে। ঠিক কতদিন পর, এই এতটুকুর জন্যই চুপ করে সব দেখে যাচ্ছিলাম। আর তুমি ভেবেছো আমি জানবোই না। অথছ আমি সেদিন থেকেই তোমার সবকিছু জানি। আর তুমি তা জানলেই না। অথচ আমি জানতাম কিন্তু তোমাকে সামান্য টুকু বুঝতে দেইনি।

:চাইনি হারাতে, তবু ভাগ্যের কাছে হেরে গেলাম… শুধু চাই, তুমি সুখে থেকে।” “তুমি আমার হওনি , এ জন্য—আমি তোমার হতে পারলাম না।...
10/10/2025

:চাইনি হারাতে, তবু ভাগ্যের কাছে হেরে গেলাম… শুধু চাই, তুমি সুখে থেকে।” “তুমি আমার হওনি , এ জন্য—আমি তোমার হতে পারলাম না।” “আমার কাছে না থেকেও যদি ভালো থাকো, তাহলে দূর থেকে ও আমি শান্তি পাবো ।” “আমার না হয়েও যদি তোমার জীবন রঙিন হয়, তাহলে আমি সাদা-কালো নিয়েই বেঁচে থাকবো ।” “তুমি আমার হতে চাওনি, কিন্তু আমিও তো চাইনি তোমার ছাড়া বাঁচতে… আজ দু’জনেই আলাদা— তুমি সুখে, আমি কষ্টে।” “তুমি চলে গিয়েছো হাসি মুখে, আর আমি থেকে গেছি ভাঙা হৃদয় নিয়ে… তোমার জন্য হাসি এখনো আছে, কিন্তু আমার জন্য শুধুই কান্না।” __ “আমার স্বপ্ন ছিল, তোমাকে আঁকড়ে ধরা, একটা ভবিষ্যৎ ছিল… কিন্তু ভাগ্য এমন লিখলো— তুমি অন্য কারো, আমি একা অন্ধকারে।” “তুমি আমাকে ভুলে নতুন করে শুরু করেছো, আর আমি আজও ভাঙা স্মৃতিগুলো জড়িয়ে বেঁচে আছি।” “তুমি সুখে থেকো, দোয়া করি— কিন্তু আমায় ভুলে থেকো, কারণ আমার নাম মনে পড়লেই শুধু কষ্ট পাবে।” “আমি চাইনি কিছু, শুধু তোমাকে চেয়েছিলাম… আর আজ আমি সবকিছু হারিয়ে ফেলেও শুধু তোমাকেই হারানোর কষ্ট টা বয়ে বেড়াচ্ছি।” “আমার স্বপ্ন ভেঙে গেলেও প্রার্থনা করি, তোমার সব স্বপ্ন যেনো পূর্ণ হয়।” “আমি হারালাম শুধু তোমাকে, কিন্তু তুমি যেনো কখনো সুখ না হারাও।” “আমার না হওয়াটা হয়তো ভাগ্যের খেলা ছিলো, তবু মনে চাই—তুমি যেনো সব খেলায় জিতে যাও।” “আমি ভাঙা আয়নায় নিজের মুখ দেখি, শুধু চাই তুমি যেনো কখনো ভাঙা স্বপ্ন না দেখো।” “আমার পৃথিবী অন্ধকার হলেও, তোমার আকাশটা যেনো আলোয় ভরে থাকে।” “তুমি আমার হতে পারোনি, তবুও আমার প্রতিটা দোয়া তোমার জন্যই।” “তুমি সুখী থাকলেই আমি শান্তি পাই, যদিও সেই সুখের মাঝে আমি নেই।” “আমার ভালোবাসা প্রমাণ হলো না, তবুও মনে প্রাণে চাই তুমি যেনো ভালোবাসা পাও চিরকাল।” “হাজার মানুষে ভিড়ে থাকো তুমি, তবুও যেনো কখনো একা না মনে হয় তোমার।” “আমার কপালে তুমি ছিলে না, তবুও মন থেকে চাই তুমি সারাজীবন সুখী থাকো।” “আমার ভাগ্যে তুমি না থাকলেও, প্রার্থনা করি তোমার ভাগ্যে যেনো শুধু হাসি আর ভালোবাসা লেখা থাকে।”💔😅

ভালোবেসে না পাওয়ার মতো কষ্ট, এই দুনিয়ায় আর কিছুতেই নেই। কারণ সেখানে মৃত্যু নেই, আছে শুধু প্রতিদিন বেঁচে থাকার শাস্তি।যাক...
10/10/2025

ভালোবেসে না পাওয়ার মতো কষ্ট, এই দুনিয়ায় আর কিছুতেই নেই। কারণ সেখানে মৃত্যু নেই, আছে শুধু প্রতিদিন বেঁচে থাকার শাস্তি।

যাকে একদিন প্রাণের চেয়েও বেশি চেয়েছিলে, সে আজ অন্যের পাশে নির্ভার হাসে-আর তুমি? নিজের বুকের ভেতর এক অদৃশ্য কবর বয়ে বেড়াও।

না-পাওয়া মানে শুধু দূরত্ব না, না-পাওয়া মানে প্রতিটি নিঃশ্বাসে তার গন্ধ খোঁজা, যে গন্ধ আর কোনোদিন পাওয়া যাবে না।

রাতের নিস্তব্ধতায় কান পাতলে আজও শুনি, তার নামটা ধীরে ধীরে ভেসে আসে হাওয়া হয়ে, কিন্তু ছুঁইতে পারি না, দেখতে পারি না-শুধু অনুভব করি এক অসহ্য শূন্যতা।

ভালোবেসে না পাওয়াই বোধহয় মানুষকে সবচেয়ে বেশি মানুষ বানায়-কারণ তখনই সে শেখে, কষ্ট কী, ত্যাগ কী, আর ভালোবাসা আসলে কতটা অমর।

দিবে কী 💔🥲
09/10/2025

দিবে কী 💔🥲

কেউ যখন আজও তোমার কথা জিজ্ঞেস করে, আমি প্রথমে মুচকি হাসি দেই, সেই হাসিতে নেই কোনো আলো, নেই কোনো আনন্দ, শুধু আছে একরাশ নী...
08/10/2025

কেউ যখন আজও তোমার কথা জিজ্ঞেস করে, আমি প্রথমে মুচকি হাসি দেই, সেই হাসিতে নেই কোনো আলো, নেই কোনো আনন্দ, শুধু আছে একরাশ নীরবতার বেদনা আর অজস্র দহন।

তারপর খুব ধীরে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলি-"কই মনে পড়ে না তো তেমন..."

মুখের এই ছোট্ট বাক্যটাই আমার সবচেয়ে বড় অভিনয়, কারণ ভিতরের আমি তখনও প্রতিটি শ্বাসে তোমার নামটাই কাঁপিয়ে কাঁপিয়ে উচ্চারণ করি।

যে হাতের মুঠোয় একসময় স্বপ্নগুলো গড়ে তুলেছিলাম তোমার জন্য, সে হাতগুলো আজ নিঃশব্দে ভেঙে যাওয়া আশার কবর চাপা দিয়েছে।

যে চোখগুলো একসময় তোমার হাসি খুঁজে বেড়াতো, সেই চোখগুলো আজ ভিজে থাকে স্মৃতির কাঁটার আঁচড়ে।

তুমি চলে গেছো, আমিও নাকি "ভুলে গেছি"-এই মিথ্যা কথাটাই আমি এখনো বলি নিজেকে বাঁচিয়ে রাখার জন্য।

তুমি ছিলে আমার সবচেয়ে প্রিয় কবিতা, এখন তুমি আমার সবচেয়ে ভয়ঙ্কর নীরবতা। তুমি ছিলে আমার জীবনের রঙ, এখন তুমি আমার ভেতরের শূন্যতার ছায়া।

যারা বলে সময় সব ভুলিয়ে দেয়, তারা কখনো তোমার মতো কাউকে হারায়নি, তারা জানে না,

ভুলে যাওয়া মানে প্রতিদিন নতুন করে মৃত্যুর মতো বেঁচে থাকা।
আজও কেউ তোমার খোঁজ নিলে আমি হাসি, দীর্ঘশ্বাস ফেলি আর বলি-

"কই মনে পড়ে না তো তেমন..."

কিন্তু অন্তরের সেই ডুবন্ত মানুষটা নীরবে ফিসফিস করে বলে-

"তুমি আছো, সবখানেই আছো... শুধু আমার পাশে নেই..!





ভালোই হইছে তোমারে আমি পাইনাই, তোমারে পায়া গেলে আমার অহংকার বেড়ে জেতো, মানুষের কাছে তোমারে নিয়ে অহংকার করতাম, মানুষের কাছ...
06/10/2025

ভালোই হইছে তোমারে আমি পাইনাই, তোমারে পায়া গেলে আমার অহংকার বেড়ে জেতো, মানুষের কাছে তোমারে নিয়ে অহংকার করতাম, মানুষের কাছে পূর্ণতার গল্প করতাম, ভালোই হইছে আমি তোমারে পাইনাই তোমারে পাইলে কষ্ট কি বুঝতামি না, তোমারে পাইলে কষ্টের সাথে আমার কখনো পরিচয় হইতো বলে মনে হয় না, কষ্টের সাধ পাওয়া হইতো না, বিচ্ছেদের যন্ত্রণা পাওয়া হতো না তোমারে পাইলে,,,!

ভালোই হইছে তুমি আমার হওনাই তুমি আমার হইলে তোমারে নিয়া অনেক কিছু ভাবা লাগতো, ভাবা লাগতো কি করলে তোমারে আমি আগলে রাখতে পারমু, কি করে তোমারে শুখে রাখতে পারমু,,.!

তুমি আমার না হয়ে ভালোই করছো, এখোন আর নিয়ম করে কাওকে ভালোবাসি কথাটা আমার বলা লাগবোনা, কাওকে নিয়া আর অতো চিন্তাও করা লাগবোনা,,,! ভালোই হইছে তুমি অন্য কারো হইছো, তুমি যদি আমার হইতা ভালোবাসা যে এতো নিষ্ঠুর এটা আমি কখনোই বুঝতামি না, বুঝতাম না মানুষ এমন করেও পরিবর্তন হতে পাড়ে,,

তুমি যদি এখোনো আমারে ভালোবাসতা, তাহলেনিজের শরীলের খুব যত্ন নিতাম, তখন আর চোখের নিচের কালো দাগ দেখতে পেতাম না, কারো কথা ভাবতে ভাবতে কি ভাবে রাত জাগতে হয় তাও জানা হইতো না জাগতে হয়

ভালোই হইছে তুমি আমার হওনাই, তুমি আমার হইলে প্রতিদিন তোমার সাথে গল্প করতে ইচ্ছে করতো, খুব ভালোবাসতে ইচ্ছে করতো তোমারে, তোমার বুকে মাথা রেখে ঘুমাইতে খুব ইচ্ছে করতো আমার, ভালোই হইছে তুমি অন্য কারো

ভালোই হইছে তোমারে আমি পাইনাই, তোমারে পায়া গেলে আমার অহংকার বেড়ে জেতো, মানুষের কাছে তোমারে নিয়ে অহংকার করতাম, মানুষের কাছ...
04/10/2025

ভালোই হইছে তোমারে আমি পাইনাই, তোমারে পায়া গেলে আমার অহংকার বেড়ে জেতো, মানুষের কাছে তোমারে নিয়ে অহংকার করতাম, মানুষের কাছে পূর্ণতার গল্প করতাম, ভালোই হইছে আমি তোমারে পাইনাই তোমারে পাইলে কষ্ট কি বুঝতামি না, তোমারে পাইলে কষ্টের সাথে আমার কখনো পরিচয় হইতো বলে মনে হয় না, কষ্টের সাধ পাওয়া হইতো না, বিচ্ছেদের যন্ত্রণা পাওয়া হতো না তোমারে পাইলে,,,!

ভালোই হইছে তুমি আমার হওনাই তুমি আমার হইলে তোমারে নিয়া অনেক কিছু ভাবা লাগতো, ভাবা লাগতো কি করলে তোমারে আমি আগলে রাখতে পারমু, কি করে তোমারে শুখে রাখতে পারমু,,.!

তুমি আমার না হয়ে ভালোই করছো, এখোন আর নিয়ম করে কাওকে ভালোবাসি কথাটা আমার বলা লাগবোনা, কাওকে নিয়া আর অতো চিন্তাও করা লাগবোনা,,,! ভালোই হইছে তুমি অন্য কারো হইছো, তুমি যদি আমার হইতা ভালোবাসা যে এতো নিষ্ঠুর এটা আমি কখনোই বুঝতামি না, বুঝতাম না মানুষ এমন করেও পরিবর্তন হতে পাড়ে,,

তুমি যদি এখোনো আমারে ভালোবাসতা, তাহলেনিজের শরীলের খুব যত্ন নিতাম, তখন আর চোখের নিচের কালো দাগ দেখতে পেতাম না, কারো কথা ভাবতে ভাবতে কি ভাবে রাত জাগতে হয় তাও জানা হইতো না জাগতে হয়

ভালোই হইছে তুমি আমার হওনাই, তুমি আমার হইলে প্রতিদিন তোমার সাথে গল্প করতে ইচ্ছে করতো, খুব ভালোবাসতে ইচ্ছে করতো তোমারে, তোমার বুকে মাথা রেখে ঘুমাইতে খুব ইচ্ছে করতো আমার, ভালোই হইছে তুমি অন্য কারো হয়েছো

ভেবে দেখছো....!!একদিন আমি আর থাকবো না.... তোমার অপেক্ষায় থাকতে থাকতে একদিন সত্যিই নিঃশ্বাস থেমে যাবে। হয়তো কোনো এক সন্ধ্...
04/10/2025

ভেবে দেখছো....!!

একদিন আমি আর থাকবো না.... তোমার অপেক্ষায় থাকতে থাকতে একদিন সত্যিই নিঃশ্বাস থেমে যাবে। হয়তো কোনো এক সন্ধ্যায় তোমার নাম ধরে চোখ ভিজতে ভিজতে আমি চিরতরে হারিয়ে যাবো। তখন চারপাশে কান্নার শব্দ হাহাকার, মানুষের ভিড়- সবাই বলবে, 'সে আর নেই।

'খবরটা বাতাসের মতো তোমার কাছেও পৌঁছে যাবে সেই।

মুহূর্তে তুমি কি থেমে যাবে বুকের ভিতরটা কেমন জানি খালি খালি লাগবে না?

হয়তো তুমি একবার শেষ বারের মতো দেখতে আসবে আমাকে। আসবে তো??

এসে দেখবে সাদা কাপড়ে ঢাকা আমার নিথর দেহ, চারপাশেই কান্নার ঝড়, কোলাহল, আর আমি নিশ্চুপ চিরতরে নীরব। যে ঠোঁট একদিন শুধু তোমার নাম উচ্চারণ করতো, আজ তা বন্ধ; যে চোখ একদিন তোমাকে খুঁজে ফিরেতো, আজ চিরতারে নিভে গেচে। অথচ এই হৃদয় ছিলে তোমার জন্য বেঁচে থাকার সবচেয়ে বড় কারণ। তুমি যখন আমার দিকে তাকাবে, হয়তো তোমার বুকের ভেতরটা হাহাকার করবে করে উঠবে। বাবে সে মানুষটাই তোমাকে তার সবটুকু ভালোবাসা দিয়ে বেঁধে রেখেছিল। হয়তো তোমার আশ্রয় ঝরবে, কিন্তু আমি তো আর কিছু দেখতে পাবো না। আমার তখন শুধু নিথর শুয়ে থাকবো, চারপাশে কান্নার শুনতে পাবো না, শুধু ঠান্ডা হাওয়ায় মিলিয়ে যাবো।

তখন হয়তো তোমার মনে প্রশ্ন জাগবে- আমি কেন এভাবে চলে গেলাম? কিন্তু উত্তর তোমার হাতে নেই। একটা লুকিয়ে থাকবে আমার দীর্ঘ অপেক্ষার রাতগুলোতে, যে রাতগুলোতে আমি তোমার জন্য জেগে ছিলাম। লুকিয়ে থাকবে আমার বেজা বালিশ, যে বালশি তোমার নাম ধরে কান্না করেছিলাম। লুকিয়ে থাকবে আমার ভাঙ্গা হৃদয়ের প্রতিটা টুকরোতে। তখন তুমি বুঝবে- ভালোবাসা হারিয়ে
গেলে কেমন লাগে, অবহেলিত মানুষ একদিন কেমন করে অচেনা হয়ে যায়। তখন হয়তো তুমি অপেক্ষা করবে-যদি একটু আগেই বুঝতে যদি একটু আগে ফিরে আসতে! কিন্তু তখন আর কিছু করার থাকবে না। আমার জীবন তখন শেষ হয়ে যাবে শুধু রয়ে যাবে আমার ভালোবাসার স্মৃতি আর তোমার বুকের ভেতর জমে থাকা অনুশোচনা.!
゚viralシfypシ゚

"আমি তোমার সাথে থাকতে চাই!তোমার হাত ধরে বাকি পথটুকু পাড়ি দিতে চাই, আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকে ভালোবাসতে চাই।জীবন য...
03/10/2025

"আমি তোমার সাথে থাকতে চাই!

তোমার হাত ধরে বাকি পথটুকু পাড়ি দিতে চাই, আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকে ভালোবাসতে চাই।

জীবন যতই কঠিন হোক না কেন, আমি চাই প্রতিটি সকাল তোমার হাসি দিয়ে শুরু হোক আর প্রতিটি রাত তোমার নাম নিয়ে শেষ হোক। আমি চাই দুঃখে তুমি আমার কাঁধে মাথা রাখো, আমি চাই আনন্দে তুমি প্রথমে আমাকেই খুঁজে নাও।

ভালোবাসা আমার কাছে কেবল একটা শব্দ নয়, এটা একধরনের প্রতিজ্ঞা-তুমি যতই দূরে থাকো, যতই কষ্ট আসুক, আমি কখনো তোমাকে ছেড়ে যাবো না।

আমার শেষ দিন পর্যন্ত, শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি শুধু তোমাকেই আঁকড়ে ধরতে চাই।

কারণ তোমার ভেতরে আমি খুঁজে পেয়েছি ঘর, তোমার চোখে খুঁজে পেয়েছি শান্তি, তোমার ভালোবাসায় খুঁজে পেয়েছি আমার পুরো পৃথিবী।

তাই বলি-

তুমি আমার জন্য কোনো সাময়িক অধ্যায় নও, তুমি আমার জীবনকাহিনির শেষ লাইন পর্যন্ত লিখা একমাত্র নাম-!!

রুহুতে আজ ভীষণ ব্যথা কিছু না পাওয়ার হাহাকার, আবার কিছু পেয়েও-অচেনা এক শূন্যতায় হারানোর আঘাত।স্বপ্নগুলো হাতছোঁয়া হয়েও, মু...
03/10/2025

রুহুতে আজ ভীষণ ব্যথা কিছু না পাওয়ার হাহাকার, আবার কিছু পেয়েও-অচেনা এক শূন্যতায় হারানোর আঘাত।

স্বপ্নগুলো হাতছোঁয়া হয়েও, মুঠোর ভেতর বালুর মতো ঝরে যায়। হৃদয়ের ভেতর গোপন কান্না, কথার আড়ালে চাপা দীর্ঘশ্বাস।

কিছুই পুরোপুরি থাকেনি, না পাওয়া কিংবা হারানোর মাঝে-অভাগা রুহু আজও কাঁদে নীরবে।

゚viralシfypシ゚

Address

Mymensingh

Alerts

Be the first to know and let us send you an email when Sad mood,, posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share