10/04/2025
আমার 4মাস প্রেগন্যান্সিতে আমি কারও সাপোর্ট পায়নি,এ ঈদে সবাই হাজবেন্ডর টাকা দিয়ে শপিং করছে , কিন্তু আমি পারিনি,আমার শশুর শাশুড়ি এবং আমার হাজবেন্ড পর্যন্ত বলেনি যে তোমার কি লাগবে কি নিবা ,তারপর ও আমি সব কিছু হাঁসি মুখে মেনে নিলাম ,ব্যাপার না শপিং ছাড়াও ঈদ হয় ,তাদের সবার জন্য শপিং করলাম কিন্তু আমাকে একবার ও আমার হাজবেন্ড বলনা যে তোমার জন্য কিছু নিও ,আমি সব সময় চেষ্টা করি তাদের কোনটা দিলে খুশি হবে ,দেওয়ার পর আমি অপরাধী আমার দূষ সব কিছুতেই সবাই আমার দূষ গুলো দেখে,আমি একটা অপরাধ করছি যে আমার হাজবেন্ডর অন্য একটা সখ ছিল ,আমি তার জন্য কিছু্ই করতে পারি নাই ,সে সবার কাছে ছোট হয়ছে আমাকে অসম্মান করে কথা বলতে দুইবার ভাবলনা যে স্ত্রী প্রেগন্যান্ট বাজে কথা না বলি ,আমার বাবা ভাই কেউ নেই আমার মা কে পর্যন্ত কিছু দেয়নি তাও আমার মা কিছুই বলে নাই আর ও বলছে জামাইকে দিয়ে দিছ ,আর আমার হাজবেন্ড বলে তুই মরে যা এটা সে নতুন বলেনা আগেও বললে তেমন কিছু মনে করতাম না এখন তো আমি প্রেগন্যান্ট এখন সেটা আমি মানতে পারিনি ,আমি মরে গেলে তার আর বেশি ভালো হয় সে আরেকটা বিয়ে করতে পারবে ,আমি থাকার পর ও দ্বিতীয় নারীর খুঁজে আর যাই হোক সে কোন দিন আমাকে ভালোবাসিনি,শখ তো আমার আছে ক ই আমি তো তোমাকে চাপ দেয় না বা কোন বাজে কথা বলি না কারন আমার শখ কবর দিয়ে দিছি , কিন্তু তাদের কোন কিছুতে উনিশ থেকে বিশ হলে গালিগালাজ শুরু করে দেয় গাছের ঘুরি যেমন আগাও তেমন ,আমি তার কাছে দামি কোন কিছু আজ পর্যন্ত চাইনি ,সবাইকে তো দেখি কত দামি পোশাক কিনে জামাই কিনে দেয় ,সবাই বলে তাদের দুনিয়া তাদের সাথে আছে কে কি বলল তাতে যাই আসে না ,আর আমার কি কপাল যারে আমার দুনিয়া বলব সে মানুষ টা আমাকে অসম্মান করতে দুইবার ভাবে ,অন্য মানুষের জন্য আমাকে কথা শুনা একবার চিন্তা করে না আমার বিপদের সময় আমার বউ ছাড়া অন্য কাউকে পাশে থাকবে না আজকে যদি আমার জন্য পুরো দুনিয়ার সাথে লড়াই করতা তাহলে নিজেকে ভাগ্য বান মনে করতাম ,কিন্তু সবার জন্য তুমি আমার সাথে লড়াই কর , তুমি আমার আমাদের সন্তানের কথা তুমি কোন সময় চিন্তা করনা,সবাই সবার সারত নিয়ে ব্যস্ত।