Mahbub's View

Mahbub's View ⦿ SMM Manager & SEO Specialist
⦿ E-commerce Photo Editor & VA
⦿ Freelancing Researcher

-----------
সারসংক্ষেপঃ
-----------
মাহবুব আলম বাংলাদেশের ময়মনসিংহ জেলার একজন প্রতিভাবান এবং সফল ফ্রিল্যান্সার। তিনি তার জীবন ও কর্মজীবনে প্রতিনিয়ত নিজেকে উন্নত করে চলেছেন। শৈশব থেকে শুরু করে বর্তমান পর্যন্ত তার শিক্ষাজীবন মেধা, অধ্যবসায় এবং সাফল্যের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

• জন্ম ও শৈশব
মাহবুব আলম ১৯৯৫ সালের ২৪ আগস্ট, বৃহস্পতিবার ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার কামারিয়া গ্রামে জন্মগ্রহ

ণ করেন। তার বাবা-মায়ের উৎসাহ ও আদর্শ তার শৈশব থেকে তাকে আত্মবিশ্বাসী করে তুলেছে। ছোট ভাই হাফেজ মামুনর রশিদের সঙ্গে শৈশবের ১২টি বছর কাটে তার জন্মগ্রাম কামারিয়ায়। ২০০৭ সালে তার পরিবার মা-বাবার চাকরিজনিত কারণে কোদালিয়া গ্রামে স্থানান্তরিত হয়।

• শিক্ষাজীবন
• প্রাথমিক শিক্ষা
মাহবুব আলমের শিক্ষাজীবন শুরু হয় ২০০০ সালে, গ্রামের একটি কিন্ডারগার্টেন থেকে। সেখানে চতুর্থ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন। পরবর্তীতে তিনি পঞ্চম শ্রেণিতে ভর্তি হন "কামারিয়া এমদাদিয়া দাখিল মাদ্রাসায়", যেখানে তিনি ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন।

• মাধ্যমিক শিক্ষা
২০০৮ সালে তার পরিবার কোদালিয়া গ্রামে চলে আসলে তিনি "কোদালিয়া ফাজেলিয়া দাখিল মাদ্রাসায়" সপ্তম শ্রেণিতে ভর্তি হন। মাহবুব আলম ২০১২ সালে দাখিল/এসএসসি পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। প্রতিটি শ্রেণিতে তিনি প্রথম সারির ছাত্র হিসেবে পরিচিত ছিলেন।

• উচ্চ মাধ্যমিক শিক্ষা
২০১৩ সালে তিনি "শর্ষিনাবাদ দারুছুন্নাত আলিম মাদ্রাসায়" আলিম শ্রেণিতে ভর্তি হন এবং ২০১৪ সালে আলিম/এইচএসসি পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। তার কঠোর পরিশ্রম এবং লক্ষ্যভিত্তিক মনোভাব উচ্চ শিক্ষার প্রতি তার আগ্রহকে বাড়িয়ে তোলে।

• স্নাতক ও স্নাতকোত্তর
২০১৪ সালে মাহবুব আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেন। সেখানে ফোকলোর বিভাগে সুযোগ পেলেও পছন্দের বিষয় না হওয়ায় পরবর্তী বছর ২০১৫ সালে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নেন।
তিনি ইতিহাস বিভাগে ভর্তি হয়ে ২০১৯ সালে স্নাতক এবং ২০২০ সালে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন।

• ইসলামিক শিক্ষা
শিক্ষাজীবনের সঙ্গে তিনি ধর্মীয় শিক্ষাকেও গুরুত্ব দিয়েছেন। ছোট থেকে মাদ্রাসা শিক্ষায় বেড়ে উঠে সেটি তিনি ধারাবাহিক রাখেন, ২০১৪ সালে তিনি ইসলামিক ইউনিভার্সিটি, কুষ্টিয়ার অধীনে ময়মনসিংহ ডিএস কামিল মাদ্রাসায় ফাজিল শ্রেণিতে ভর্তি হন। দীর্ঘ সেশনজটের কারণে তিনি ২০১৯ সালে ফাজিল ডিগ্রি সম্পন্ন করেন। পরবর্তীতে ২০২১ সালে ইসলামিক আরাবিক ইউনিভার্সিটির অধীনে কামিল শ্রেণিতে ভর্তি হয়ে ২০২৪ সালে কামিল ডিগ্রি অর্জন করেন।

• তথ্যপ্রযুক্তি শিক্ষা
২০১৩ সালে কারিগরি শিক্ষা বোর্ড হতে তিনি কম্পিউটার প্রশিক্ষণ গ্রহণ করেন। তথ্যপ্রযুক্তির প্রতি তার আগ্রহ তাকে আরও দক্ষ করে তোলে। ২০২৩ সালে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইআইটি (Institute of Information Technology) থেকে পিজিডিআইটি (PGDIT) ডিগ্রিতে ভর্তি হন এবং ২০২৪ সালে সফলভাবে প্রথম বিভাগে এই ডিগ্রি সম্পন্ন করেন।

হিজাব নিয়ে কটাক্ষের শিকার সাবিকুন্নাহার তামান্না, ১০ হাজারের বেশি ভোট পেয়ে সদস্য পদে প্রথম 🙂এদেশে ইসলামকে যতবেশি পিছিয়ে ...
10/09/2025

হিজাব নিয়ে কটাক্ষের শিকার সাবিকুন্নাহার তামান্না,
১০ হাজারের বেশি ভোট পেয়ে সদস্য পদে প্রথম 🙂

এদেশে ইসলামকে যতবেশি পিছিয়ে রাখার চেষ্টা করা হবে, ইসলাম ততবেশি এগিয়ে যাবে ইনশাআল্লাহ ❤️

আলহামদুলিল্লাহ,আজ বার্সেলোনা বন্দর থেকে যাত্রা শুরু করেছে “অটলতার নৌবহর”।প্রায় ২০টা জাহাজ আর নৌকা নিয়ে এই বহরে যোগ দিয়েছ...
03/09/2025

আলহামদুলিল্লাহ,
আজ বার্সেলোনা বন্দর থেকে যাত্রা শুরু করেছে “অটলতার নৌবহর”।
প্রায় ২০টা জাহাজ আর নৌকা নিয়ে এই বহরে যোগ দিয়েছেন ৪০+ দেশের কর্মী আর সংহতি প্রকাশকারীরা 🌍✊
এ আন্তর্জাতিক উদ্যোগের লক্ষ্য হলো গা. জা উপত্যকায় আরোপিত অবরোধ ভাঙা।

এই নৌবহরটি গা. জার সাধারণ নাগরিকদের প্রতি সংহতির বার্তা বহন করছে, পাশাপাশি সেখানে চলমান মানবিক দুর্দশার প্রতি আন্তর্জাতিক সমাজের দৃষ্টি আকর্ষণ করছে।
সবকিছু ঠিকঠাক থাকলে, নৌবহরটা মধ্য সেপ্টেম্বরে গাজায় পৌঁছাবে।

সবাই দোয়া করেন এই বহরটি যাতে সফল ভাবে গাজায় পৌঁছাতে পারে। তাহলে গাজার অসহায় মানুষ গুলো কিছুটা হলেও আশার আলো দেখবে।

কতটা হৃদয়বিদারক ঘটনা!“ঘরে ঘরে আজও অজস্র আবু জাহেল আছে…”এক বাবা ইমুতে ছেলের মেসেজ পেলেন—“বাবা, আপনার নামে ২০ হাজার টাকা প...
29/08/2025

কতটা হৃদয়বিদারক ঘটনা!

“ঘরে ঘরে আজও অজস্র আবু জাহেল আছে…”

এক বাবা ইমুতে ছেলের মেসেজ পেলেন—
“বাবা, আপনার নামে ২০ হাজার টাকা পাঠিয়েছি। এ টাকা দিয়ে ডাক্তার দেখাবেন, ফল কিনে খাবেন। গোপন নাম্বারে পাঠিয়েছি, শুধু আইডি কার্ড নিয়ে জনতা ব্যাংকে গেলেই টাকা পেয়ে যাবেন।”
(গোপনীয়তার স্বার্থে পিন নম্বরটি দেওয়া হলো না)।

ছেলের কথা মতো বাবা আজ গৌরীপুর জনতা ব্যাংক শাখায় এসেছেন টাকা তুলতে। শরীর বেশ অসুস্থ, কোনোমতে লাঠিতে ভর দিয়ে হাঁটেন। আমি বললাম—
“এই শরীর নিয়ে একা একা আসা ঠিক হয়নি।”
তিনি উত্তর দিলেন—
“সাথে আনার মতো কেউ ছিল না, তাই কষ্ট করে একাই এসেছি। টাকা তুলে ডাক্তার দেখিয়ে তারপর বাড়ি ফিরব।”

আমি ভদ্রলোককে রুমে বসিয়ে সহকর্মীকে বললাম টাকা পে-আউট করতে। কিছুক্ষণ পর সহকর্মী জানালেন— এই টাকার বেনিফিশিয়ারি তিনি নন, অন্য কেউ। আমি নিজে পিন নম্বর কয়েকবার মিলিয়ে দেখলাম, সত্যিই টাকাটা তাঁর নামে নয়।

আমি ভদ্রলোককে জিজ্ঞেস করলাম, যার নামে টাকা এসেছে আপনি কি ওই ব্যক্তিকে চেনেন?
নাম শোনার সঙ্গে সঙ্গেই তাঁর চোখ থেকে অশ্রুধারা বয়ে গেল!
অভাগা বাবা কাঁদতে কাঁদতে লাঠিতে ভর দিয়ে ব্যাংক থেকে বেরিয়ে গেলেন…

সেই মুহূর্তে নায়ক রাজ্জাকের সিনেমা “বাবা কেনো চাকর” মনে পড়ে গেল। মনে বাজতে লাগল—
“আমার মতো এমন সুখী নেই তো কারো জীবন…”

আসলে, ছেলে মেসেজটি নিজের বাবাকে না পাঠিয়ে ভুলক্রমে শ্বশুরের ফোনে পাঠিয়ে দিয়েছিলেন। প্রায় দেড় ঘণ্টা পর এক তরতাজা ভদ্রলোক এসে টাকা তুলে নিলেন। তাঁর সাথেও কথা হল। আমি জিজ্ঞেস করলাম—
“কে টাকা পাঠিয়েছেন?”
মাঝবয়সী ভদ্রলোক হেসে বললেন—
“আমার জামাই, নবীর দেশে থাকে। খুব ভালো ছেলে, প্রতি কয়েক মাস পর পর শরীর চেকআপের জন্য টাকা পাঠায়। পাগল একটা জামাই! দোয়া করবেন স্যার।”

আমি কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইলাম। মনে মনে ভাবলাম—
“বাবা ছেলেকে বড় করে নবীর দেশে পাঠালেন বটে, কিন্তু আজ সেই ছেলে আবু জাহেলের দেশে বাস করছে…”

✍️
জসীম উদ্দিন ভাই
ব্যবস্থাপক, জনতা ব্যাংক পিএলসি, গৌরীপুর শাখা এর ওয়াল থেকে।

ভাই আপনাকে অনেক মিস করতেছি 🤣দেশে বিরাট চোর পুলিশ খেলা চলতেছে,কিন্তু Motivation এর অভাবে পুলিশ ভাইরা বড় চোরদের ধরতে পারতে...
26/08/2025

ভাই আপনাকে অনেক মিস করতেছি 🤣

দেশে বিরাট চোর পুলিশ খেলা চলতেছে,

কিন্তু Motivation এর অভাবে পুলিশ ভাইরা বড় চোরদের ধরতে পারতেছে নাহ।
পই পই করে হিসাবও নিতে পারতেছে না।

এই মুহূর্তে পুলিশ ভাইদের আপনার Motivation খুব দরকার,

ভাই আপনি একটা পই পই এর সেমিনার এর আয়োজন করেন শুধু।

আমরা আপনার অপেক্ষায়😄

গতকাল একজনের সাথে পরিচয় হলো। তিনি কাস্টমসে জব করেন। পরিচয়ের এক পর্যায়ে তিনি খুব বুক ফুলিয়ে বলছিলেন, বসুন্ধরার অমুক ব্লকে...
22/08/2025

গতকাল একজনের সাথে পরিচয় হলো। তিনি কাস্টমসে জব করেন। পরিচয়ের এক পর্যায়ে তিনি খুব বুক ফুলিয়ে বলছিলেন, বসুন্ধরার অমুক ব্লকে ১৮০০ স্কয়ারফীটের একটা নতুন ফ্ল্যাট নিয়েছেন। চাকুরীর প্রথম ৪ বছর খুব পরিশ্রম করেছে।

এরপর আমি জিজ্ঞেস করেছিলাম, ভাই আপনার বেতন কত?
পরিশ্রম বেশী করলে কি বেতন বাড়িয়ে দেয়?

তারও কয়েক মাস আগে দেশের একটা সরকারী ব্যাংকে চাকুরী করে এমন একজন বড় ভাইয়ের সাথে দেখা হলো। তিনি জাপানে মাস্টার্স করতে এসেছিলেন। যে জায়গায় দাড়িয়ে কথা বলছিলাম তা শিনজুকুতে। শিনজুকু হলো টোকিওর প্রাণকেন্দ্র। হটাত একটা খুব সুন্দর দামী গাড়ি গেল, আমি সেদিকে তাকিয়ে বললাম, প্রাইভেট কারটা খুব সুন্দর।

তিনি মিটমিট হেসে বললেন,
গত বছর ডিসেম্বেরে এটা নিয়েছি।
আমি ওনার কথা শুনে বললাম, এটার তো এদিকেই ২৮ লক্ষ দাম, দেশে তো এটার দাম কোটির উপড়ে। লোন করে কিনেছেন?

তিনি বলেছিলেন আরে না, আমি অনেক দিন ধরে অডিট সেকশনে কাজ করি। এখানে পরিশ্রম করতে হয় বেশী।

এরপর আমি জিজ্ঞেস করেছিলাম,
ভাই আপনার বেতন কত? পরিশ্রম বেশী করলে কি বেতন বাড়িয়ে দেয়?

দুজনেই আমাকে তাদের সম্পদ তথা ফ্ল্যাট এর সাইজ, দাম, গাড়ির মডেল, দাম সব বলেছেন নিজের ইচ্ছাতে গর্ব করে, খুশীতে,
কিন্তু যখন নিজের বেতনের কথা জিজ্ঞেস করেছি তখন আর কিছু বলেন নি।

বেতন কত জিজ্ঞেস করায় তারা, মাথা নিচু করে ফেলেছিলেন।

আপনারাও জিজ্ঞেস করবেন। যখন কেউ চাকুরী করে, দুই নাম্বারি করে, ঘুষ খেয়ে, সম্পদ করে আপনার সামনেই ফুটানি মারবে, বুক ফুলিয়ে নিজের চুরির কথা বলবে, তখন জিজ্ঞেস করবেন,

ভাই আপনার বেতন কত?

ভাই আপনি বেতন কত পান?

চোরকে চোরের ফিলিংস দিন।
আমি-আপনি চুরি করিনি, সেটা আমাদের দুর্বলতা না। এটা আমাদের শক্তি, অহংকার।

যে অনবরত চুরি করে যাচ্ছে, তাকে প্রশ্ন করুন, আপনার বেতন কত?

চুরিও করবেন, আবার ফুটানিও মারবেন, দুইটা একসাথে করা ঠিক না। চুরির সম্পদ লুকিয়ে লুকিয়ে ভোগ করুন। আর চুরির সম্পদ নিয়ে চাপাবাজি মারতে আসলেই জিজ্ঞেস করুন,

ভাই আপনার বেতন কত?

©️

স্বপ্ন দেখাই প্রথম পদক্ষেপ; কাজই সেটিকে বাস্তবে রূপ দেয়।
20/08/2025

স্বপ্ন দেখাই প্রথম পদক্ষেপ; কাজই সেটিকে বাস্তবে রূপ দেয়।

গত এপ্রিল মাসে গিয়েছিলাম সাদা-পাথর ঘুরতে,জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল।আজ দেখি সে জায়গার সব পাথর লুটপাট হয়ে গেছে।সেই সৌন্...
12/08/2025

গত এপ্রিল মাসে গিয়েছিলাম সাদা-পাথর ঘুরতে,
জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল।

আজ দেখি সে জায়গার সব পাথর লুটপাট হয়ে গেছে।
সেই সৌন্দর্য আর নাই।

আমি অবশ্য এই পাথরটা আনতে চাইছিলাম,

এখন এই পাথর লোটের অভিযোগ কি আমার বিরুদ্ধে আসে কিনা সেটা নিয়ে চিন্তায় আছি।🤔🤔🤔

দেব আর শুভশ্রী যদি হাঙ্গা করতো, অনলাইন বাসীরা আনন্দে খাওয়া দাওয়া ছেড়ে শুধু নাচানাচি করতো! 😄প্রেরণা পেয়ে মিথিলা ফিরে যেত ...
09/08/2025

দেব আর শুভশ্রী যদি হাঙ্গা করতো, অনলাইন বাসীরা আনন্দে খাওয়া দাওয়া ছেড়ে শুধু নাচানাচি করতো! 😄
প্রেরণা পেয়ে মিথিলা ফিরে যেত তাহসানের কাছে, শাকিব খানও ফিরিয়ে নিতো অপু বিশ্বাসকে।
সেক্ষেত্রে সৃজিত বিয়ে করত বুবলিকে,
রাজ চক্রবর্তী রুক্মিণীকে,
আর রোজা আহমেদ হয়ে যেতো নতুন কারো।

হুমায়ূন আহমেদ কবর থেকে উঠে এসে শাওনকে ডিভোর্স দিয়ে দিতো,
হুমায়ূন ফরিদী আবার ফিরে পেত সুবর্ণা মোস্তাফাকে।
ড. ইউনূস থাকত আমেরিকায়,
আপা থাকত বাংলাদেশে।

আর আমি থাকতাম আয়না ঘরে… 😄

আপনারা কে কোথায় থাকতেন বলে যেতে পারেন.........

দেশে ফিরেছিলেন ২ বছর ৭ মাস পর। স্বপ্ন ছিল পরিবারকে বুকে টেনে নেবেন।ফিরে পেলেন ৭টা লাশ।এই প্রবাসী ভাইয়ের কণ্ঠে কষ্ট আর ক্...
07/08/2025

দেশে ফিরেছিলেন ২ বছর ৭ মাস পর। স্বপ্ন ছিল পরিবারকে বুকে টেনে নেবেন।
ফিরে পেলেন ৭টা লাশ।

এই প্রবাসী ভাইয়ের কণ্ঠে কষ্ট আর ক্ষোভ—একটা না, বড় কিছু অভিযোগ তিনি তুলে ধরেছেন:

---

১. ড্রাইভার চাইলেই সবাইকে বাঁচাতে পারতো!
গাড়িটা যখন খালে পড়ে, তখন একদম নৌকার মতো ভাসছিল।
ড্রাইভার একটু বুদ্ধি খাটালেই সবাইকে নামিয়ে ফেলা যেত।
কিন্তু সে নিজে দরজা খুলে বেরিয়ে পালিয়ে গেল।
—নিজের জানটাই তার কাছে মুখ্য ছিল! কিন্তু সে দরজা গুলো খোলে দিলেই সবাই বেঁচে যেতো।

---

২. মানুষজন ভিডিও করেছে, কেউ বাঁচাতে আসেনি!
গাড়ি খালে পড়ার পর আশেপাশে বহু মানুষ জমে গিয়েছিল।
প্রবাসী ভাই কাঁদতে কাঁদতে সবার কাছে চিৎকার করে সাহায্য চেয়েছে—
কিন্তু কেউ পানিতে নামেনি।
সবাই দাঁড়িয়ে থেকে ভিডিও করতেছে, লাইভ দিচ্ছে, ঠেলাঠেলি করে সেরা অ্যাঙ্গেল খুঁজছে।
এই দৃশ্যটা কি আমাদের সমাজের সবচেয়ে ভয়ংকর রূপ না?

---

৩. বউটা তখনো বেঁচে ছিল, কিন্তু হাসপাতাল ভর্তি নিল না!
২ ঘণ্টা পর ফায়ার সার্ভিস এসে গাড়িটা টেনে তোলে, একে একে ৭ জনকে বের করা হয়।
তার স্ত্রী তখনো শ্বাস নিচ্ছিল, অক্সিজেন দেওয়া হয়, পাশের হাসপাতালে নেয়া হয়।
ওরা বলে, আইসিইউ দরকার, প্রাইম হসপিটালে নিয়ে যান।

প্রাইম হসপিটালে যাওয়ার পর ডাক্তাররা বলে—
“দুর্ঘটনার রোগী? পুলিশ ছাড়া ভর্তি নেব না।”
পুলিশ আসতে দেরি, এর মধ্যেই মারা গেলো সে স্ত্রী, যার সঙ্গে মাত্র ৪০ দিন সংসার করেছিল…

---

৪. মেয়েটাকে শুধু একবার কোলে নিতে পেরেছিল…
বিয়ে করে মাত্র ৪০ দিন ছিল দেশে, এর ৮ মাস পরে মেয়ে জন্ম নেয়।
এয়ারপোর্টে নেমে জীবনে প্রথম ও শেষবার নিজের মেয়েকে কোলে নিয়েছিল।
বাসায় ফিরল তখন, আর হাতে ছিল তার ছোট্ট মেয়ের নিথর দেহ...

---

বিপদে পড়লে কার দিকে তাকাবেন?
লাইভে আসা লোকজনের?
না অসহায় হয়ে কাঁদলেও বিবেকহীন কন্টেন্ট ক্রিয়েটরদের?
এই দেশে/সমাজে প্রকৃত মানুষ কয়জন?

ড. ইউনূস আজকে জানিয়ে দিলেন—আগামী ১ থেকে ১৭ ফেব্রুয়ারি ২০২৬ এর মধ্যে নির্বাচন হবে।মানে, আর বেশি দেরি নেই—এই মানুষটা আমাদে...
07/08/2025

ড. ইউনূস আজকে জানিয়ে দিলেন—
আগামী ১ থেকে ১৭ ফেব্রুয়ারি ২০২৬ এর মধ্যে নির্বাচন হবে।

মানে, আর বেশি দেরি নেই—এই মানুষটা আমাদের কাছ থেকে চিরতরে বিদায় নিয়ে চলে যাবেন।

আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন, মুখে অনেকটাই হতাশার ছাপ, কণ্ঠে ক্লান্তির সুর। দেখেই বোঝা যাচ্ছিল—তিনি ভেতর থেকে ভেঙে পড়েছেন।

এই মানুষটা রাজনীতিবিদ না, ক্ষমতার খিদেও ছিল না,
তবুও দেশের ভয়াবহ অবস্থায় ছাত্রদের অনুরোধে হাল ধরেছিলেন—ভাবছিলেন দেশে কিছুটা পরিবর্তন আনবেন।
কিন্তু এ দেশে পরিবর্তন আনা কি এত সহজ?

কত বাধা পেয়েছেন তিনি?
রাজনৈতিক দলগুলোর প্যাঁচে প্রতিদিনই জর্জরিত হতে হয়েছে।
বিএনপি কখনো রাজপথ ছাড়ে না, আওয়ামী লীগ সরকারের ফেলে যাওয়া আমলারা ফাইলও নাড়ায় না।

সেনাপ্রধান চেইন অফ কমান্ড মানে না, পুলিশ নিরাপত্তা দিতে পারে না, কোনো সিস্টেম ঠিক মত ফাংশান করে না, কেউ দুর্নীতি ছাড়তে চায় না।
এই এক বছরে দেশে প্রায় ১৭৪টা আন্দোলন, কয়েকটা ভয়াবহ বন্যা, একটা বিমান দুর্ঘটনা, কোটির উপর মানুষ বেকার—তারমাঝে কতশত রাজনৈতিক চাপ ও সহযোগিতা।

পিলখানার বিডিআর হত্যার মামলাটা আবার খোলার চেষ্টা করেছিলেন, তাতেও সেনাপ্রধান ওয়াকার বাধা দিলেন।
সত্যি বলতে, কেউই উনাকে সাহায্য করতে চায়নি। উল্টো সবাই কাঁটা বিছিয়ে রেখেছে পথে।

দেশে বিনিয়োগ আনার জন্য দৌড়ঝাঁপ করলেন, ৩০ বিলিয়ন ডলার রিজার্ভ পর্যন্ত উঠেছিল। কিন্তু বাকি কাজ গুলো করতে গিয়ে দেখলেন এদেশের মানুষের রক্তের সাথে দুর্নীতি, চাঁদাবাজি , অনিয়ম জড়িত। রাজনীতিবিদ থেকে আমলা কেউ দুর্নীতিমুক্ত কাজ করতে আগ্রহী না।

মানুষটা চেয়েছিল—
একটা ভেঙে পড়া দেশকে দাঁড় করাতে, একটা ভীত জনগণকে আস্থা দিতে, একটা দেউলিয়া প্রায় অর্থনীতিকে শক্ত করতে।

কিন্তু কী পেলেন?
একটা ভাঙাচোরা সিস্টেম, একটা সহনশীলতা হারানো জাতি, সম্পূর্ণ দুর্নীতিগ্রস্ত সিস্টেম আর অসহযোগিতা।

সবচেয়ে কষ্টের ব্যাপার কী জানেন?
আপনি ড. ইউনূসকে “সুদখোর”, “আমেরিকার দালাল” "মা-বাপ তোলে গালাগালি দিতে পারেন—কেউ আপনাকে কিছু বলে না।
তবে অন্য কোনো সরকার থাকলে?
তখন ফেসবুকে একটা স্ট্যাটাস দিলেও আপনার সোমবার চিন্তা করতে হবে, যেকোনো বিষয়ে বিরোধিতা করলেও আপনি সব দিক থেকে হুমকির সম্মুখীন হতে পারেন। কোনো দুর্নীতি, চাঁদাবাজি, অন্যায় দেখেও বোবার মত সব সহ্য করে যেতে হবে।

ড. ইউনূস যুদ্ধবিধ্বস্ত একটা বাংলাদেশকে একটু গুছিয়ে দিতে চেয়েছিলেন।
কিন্তু দিনশেষে দেশের সিস্টেমের অসহযোগিতার কষ্ট মনে নিয়ে একজন পরাজিত সৈনিকের মতো নিজের ব্যাগ গুছিয়ে চলে যাবেন।
ভবিষ্যতে হয়তো আফসোস করব আমরা— হয়তো অনেকে তখন বলতেও পারে
“এক -দেড় বছর আমরা স্বাধীন ছিলাম, সেই স্বাধীনতা আমরা হারালাম”

শেষ কথাটা বলি—
দেশটা আবার কার হাতে যাবে জানি না, কিন্তু এমন মুক্ত স্বাধীনতা আমরা হয়তো আর কোনোদিনও পাব না।

Address

Dhaka
2200

Alerts

Be the first to know and let us send you an email when Mahbub's View posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mahbub's View:

Share