Mahbub's View

Mahbub's View ⦿ SMM Manager & SEO Specialist
⦿ Virtual Assistant & Photo Editor
⦿ Freelancing Researcher & Mentor

-----------
সারসংক্ষেপঃ
-----------
মাহবুব আলম বাংলাদেশের ময়মনসিংহ জেলার একজন প্রতিভাবান এবং সফল ফ্রিল্যান্সার। তিনি তার জীবন ও কর্মজীবনে প্রতিনিয়ত নিজেকে উন্নত করে চলেছেন। শৈশব থেকে শুরু করে বর্তমান পর্যন্ত তার শিক্ষাজীবন মেধা, অধ্যবসায় এবং সাফল্যের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

• জন্ম ও শৈশব
মাহবুব আলম ১৯৯৫ সালের ২৪ আগস্ট, বৃহস্পতিবার ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার কামারিয়া গ্রামে জন্মগ্রহ

ণ করেন। তার বাবা-মায়ের উৎসাহ ও আদর্শ তার শৈশব থেকে তাকে আত্মবিশ্বাসী করে তুলেছে। ছোট ভাই হাফেজ মামুনর রশিদের সঙ্গে শৈশবের ১২টি বছর কাটে তার জন্মগ্রাম কামারিয়ায়। ২০০৭ সালে তার পরিবার মা-বাবার চাকরিজনিত কারণে কোদালিয়া গ্রামে স্থানান্তরিত হয়।

• শিক্ষাজীবন
• প্রাথমিক শিক্ষা
মাহবুব আলমের শিক্ষাজীবন শুরু হয় ২০০০ সালে, গ্রামের একটি কিন্ডারগার্টেন থেকে। সেখানে চতুর্থ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন। পরবর্তীতে তিনি পঞ্চম শ্রেণিতে ভর্তি হন "কামারিয়া এমদাদিয়া দাখিল মাদ্রাসায়", যেখানে তিনি ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন।

• মাধ্যমিক শিক্ষা
২০০৮ সালে তার পরিবার কোদালিয়া গ্রামে চলে আসলে তিনি "কোদালিয়া ফাজেলিয়া দাখিল মাদ্রাসায়" সপ্তম শ্রেণিতে ভর্তি হন। মাহবুব আলম ২০১২ সালে দাখিল/এসএসসি পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। প্রতিটি শ্রেণিতে তিনি প্রথম সারির ছাত্র হিসেবে পরিচিত ছিলেন।

• উচ্চ মাধ্যমিক শিক্ষা
২০১৩ সালে তিনি "শর্ষিনাবাদ দারুছুন্নাত আলিম মাদ্রাসায়" আলিম শ্রেণিতে ভর্তি হন এবং ২০১৪ সালে আলিম/এইচএসসি পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। তার কঠোর পরিশ্রম এবং লক্ষ্যভিত্তিক মনোভাব উচ্চ শিক্ষার প্রতি তার আগ্রহকে বাড়িয়ে তোলে।

• স্নাতক ও স্নাতকোত্তর
২০১৪ সালে মাহবুব আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেন। সেখানে ফোকলোর বিভাগে সুযোগ পেলেও পছন্দের বিষয় না হওয়ায় পরবর্তী বছর ২০১৫ সালে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নেন।
তিনি ইতিহাস বিভাগে ভর্তি হয়ে ২০১৯ সালে স্নাতক এবং ২০২০ সালে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন।

• ইসলামিক শিক্ষা
শিক্ষাজীবনের সঙ্গে তিনি ধর্মীয় শিক্ষাকেও গুরুত্ব দিয়েছেন। ছোট থেকে মাদ্রাসা শিক্ষায় বেড়ে উঠে সেটি তিনি ধারাবাহিক রাখেন, ২০১৪ সালে তিনি ইসলামিক ইউনিভার্সিটি, কুষ্টিয়ার অধীনে ময়মনসিংহ ডিএস কামিল মাদ্রাসায় ফাজিল শ্রেণিতে ভর্তি হন। দীর্ঘ সেশনজটের কারণে তিনি ২০১৯ সালে ফাজিল ডিগ্রি সম্পন্ন করেন। পরবর্তীতে ২০২১ সালে ইসলামিক আরাবিক ইউনিভার্সিটির অধীনে কামিল শ্রেণিতে ভর্তি হয়ে ২০২৪ সালে কামিল ডিগ্রি অর্জন করেন।

• তথ্যপ্রযুক্তি শিক্ষা
২০১৩ সালে কারিগরি শিক্ষা বোর্ড হতে তিনি কম্পিউটার প্রশিক্ষণ গ্রহণ করেন। তথ্যপ্রযুক্তির প্রতি তার আগ্রহ তাকে আরও দক্ষ করে তোলে। ২০২৩ সালে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইআইটি (Institute of Information Technology) থেকে পিজিডিআইটি (PGDIT) ডিগ্রিতে ভর্তি হন এবং ২০২৪ সালে সফলভাবে প্রথম বিভাগে এই ডিগ্রি সম্পন্ন করেন।

আজকের ইসলামী আন্দোলনের মহাসমাবেশে লাখো মানুষের ঢল,আল্লাহ ইসলামের জন্য এই রাজনৈতিক দলকে কবুল করুন, আমিন।
28/06/2025

আজকের ইসলামী আন্দোলনের মহাসমাবেশে লাখো মানুষের ঢল,
আল্লাহ ইসলামের জন্য এই রাজনৈতিক দলকে কবুল করুন, আমিন।

বিনামূল্যে ৩ হাজারের বেশি কবর খোঁড়া সেই মনু মিয়া আজ মৃতবরণ করেছেন।আল্লাহ তায়ালা এই মানবিক ব্যক্তিকে  জান্নাতুল ফেরদৌস ...
28/06/2025

বিনামূল্যে ৩ হাজারের বেশি কবর খোঁড়া সেই মনু মিয়া আজ মৃতবরণ করেছেন।

আল্লাহ তায়ালা এই মানবিক ব্যক্তিকে জান্নাতুল ফেরদৌস দান করুন, আমিন।

সবাই উনার জন্য দোয়া করবেন।

এরা যা শুটিং শুরু করছে,বাঙালির আর নাটক-সিনামা দেখার দরকার নাই।
27/06/2025

এরা যা শুটিং শুরু করছে,
বাঙালির আর নাটক-সিনামা দেখার দরকার নাই।

উকি দিক আর যাই করুক,😀আমাদের আপাই সেরা, জয় বাংলা আপা।
26/06/2025

উকি দিক আর যাই করুক,😀
আমাদের আপাই সেরা, জয় বাংলা আপা।

এই দেশটা কার জন্য?এই দেশের অনেক নেতা-মন্ত্রীর ছেলেমেয়ে জেলখানায় বসেও পরীক্ষা দেওয়ার সুযোগ পায়।চিকিৎসার নামে হাসপাতালে বস...
26/06/2025

এই দেশটা কার জন্য?

এই দেশের অনেক নেতা-মন্ত্রীর ছেলেমেয়ে জেলখানায় বসেও পরীক্ষা দেওয়ার সুযোগ পায়।
চিকিৎসার নামে হাসপাতালে বসে পরীক্ষার ব্যবস্থা হয় চোর-বাটপারদের জন্য।

কিন্তু পায় না, পিতাহীন এক এতিম মেয়ে — যে মা'র স্ট্রোক হওয়া সত্ত্বেও তাকে হাসপাতালে রেখে ছুটে এসেছিল পরীক্ষাকেন্দ্রে।🥲

দেরি করায় তাকে পরীক্ষা দিতে দেওয়া হয়নি।

এই কি আমাদের শিক্ষা ব্যবস্থা?
যেখানে মানবতা নেই, সেখানে কীসের শিক্ষা?

বাবা নেই, মা স্ট্রোকে আক্রান্ত—এই অবস্থাতেও দায়িত্ববোধ নিয়ে পরীক্ষায় অংশ নিতে চাওয়া এক সাহসী মেয়ের আর্তনাদ পৌঁছায়নি কর্তৃপক্ষের কানে।
যারা পরীক্ষা নিতে পারেন, কিন্তু অনুভব করতে পারেন না একজন শিক্ষার্থীর বাস্তবতা, আমরা চাই না এমন ক্যারিয়ার ধ্বংসকারী মানবতাহীন কর্তৃপক্ষ।

এই বাংলাদেশে দরকার সহানুভূতিশীল, মানবিক শিক্ষা ব্যবস্থা —
যাঁরা শিক্ষা দেবেন শুধু পাঠ্যবইয়ের নয়, মানবতারও।

আল্লাহ এই দায়িত্বশীল, সাহসী মেয়েকে ধৈর্য ধরার তৌফিক দান করুন এবং তার মাকে দ্রুত সুস্থতা দান করুন। 🙏

কন্টেন্ট মনিটাইজেশন থেকে যা আর্নিং হয়েছে তার বেশির ভাগই স্টোরি আর ফটো থেকে।যারা এই পোস্টটা দেখবেন,সবার মনিটাইজেশন এর অবস...
26/06/2025

কন্টেন্ট মনিটাইজেশন থেকে যা আর্নিং হয়েছে তার বেশির ভাগই স্টোরি আর ফটো থেকে।

যারা এই পোস্টটা দেখবেন,
সবার মনিটাইজেশন এর অবস্থা কমেন্ট করে যান, আপনাদের রিচও বাড়বে।

🔴 সতর্কবার্তা – সকল অভিভাবকের জন্য অত্যন্ত জরুরি! আমার ছোট ভাই পঞ্চগড় বিপি স্কুলে পড়ে। প্রতিদিনের মতো স্কুলে যাওয়ার পথে ...
25/06/2025

🔴 সতর্কবার্তা – সকল অভিভাবকের জন্য অত্যন্ত জরুরি!

আমার ছোট ভাই পঞ্চগড় বিপি স্কুলে পড়ে। প্রতিদিনের মতো স্কুলে যাওয়ার পথে বাসে তার সঙ্গে এক অচেনা লোকের পরিচয় হয়। লোকটি নিজেকে আটোয়ারী হাই স্কুলের শিক্ষক বলে পরিচয় দেয় এবং আমার ভাইকে প্রলুব্ধ করে তার ফোন নম্বর দিতে। পরে লোকটি নিজেই তার সঙ্গে যোগাযোগ রাখে এবং বলে বিষয়টি যেন বাবা-মাকে না বলে।

এরপর লোকটি একাধিকবার ফোনে আমার ভাইকে লোভ দেখায় — নতুন ফোন কিনে দেবে, শপিং করাবে, ইত্যাদি। ভাগ্যক্রমে আমার ভাই বিষয়টি আমাদের মা-বাবার সঙ্গে শেয়ার করে।

কালকে লোকটি স্কুল মাঠে আমার ভাইকে নিতে আসে। কিন্তু আমাদের বাবা আগে থেকেই সেখানে উপস্থিত ছিলেন। তিনি সরাসরি লোকটিকে ধরে ফেলেন। প্রথমে লোকটি বিভিন্ন মিথ্যা পরিচয় দিলেও শেষে স্বীকার করে যে সে একজন পাচারকারী।
পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

🛑 আপনার সন্তানের নিরাপত্তার জন্য সন্তানের প্রতি সবসময় খেয়াল রাখুন।
নতুন কারো সাথে পরিচয় হলে সে সম্পর্কে আপনাদের অবগত করতে সন্তানদের শিক্ষা দিন।

সচেতনতার জন্য পোস্টটি শেয়ার করে দিন।

©️Collected

ক্লাইন্টের কাজ যখন আসতে থাকে, তখন সব একসাথে আসতে থাকে। আর যখন থাকে না মনে হয় সব গুলা একসাথে ডিল করে কাজ দেওয়া অফ করে।ঈদে...
25/06/2025

ক্লাইন্টের কাজ যখন আসতে থাকে, তখন সব একসাথে আসতে থাকে।
আর যখন থাকে না মনে হয় সব গুলা একসাথে ডিল করে কাজ দেওয়া অফ করে।

ঈদের পর থেকে কাজের উপর কাজ, মনে হচ্ছে সব ক্লাইন্ট ঈদ খেয়ে একবারে আসছে আমারে খাইতে।😀

স্থানীয় কাতারিরা যেখানে মিসাইলের ভয়ে বাংকারে আশ্রয় নিচ্ছে,সেখানে আমাদের বাঙালিরা মিসাইল দেখতে ছাদে আর রাস্তায় ভিড় জমাচ্ছ...
24/06/2025

স্থানীয় কাতারিরা যেখানে মিসাইলের ভয়ে বাংকারে আশ্রয় নিচ্ছে,
সেখানে আমাদের বাঙালিরা মিসাইল দেখতে ছাদে আর রাস্তায় ভিড় জমাচ্ছে!
হাতে নিয়ে মিসাইল পরিক্ষা করে দেখতেছে! 😅

সাহসের দেখছোচ কি?😀
আমাদের কাছে মিসাইল-টিসাইল কোনো ব্যাপার না! 😏🇧🇩

📸 ছবিগুলো কাতারে হামলা করা মিসাইলের আর বাঙালিদের😀

AI এর এক ভয়ংকর পৃথিবী আসছে অচিরেই যা আমাদের কল্পনারও বাহিরে।এই যে মেয়েরা যখন-তখন যেমন খুশি তেমন ছবি ভিডিও অনলাইনে শেয়ার ...
23/06/2025

AI এর এক ভয়ংকর পৃথিবী আসছে অচিরেই যা আমাদের কল্পনারও বাহিরে।
এই যে মেয়েরা যখন-তখন যেমন খুশি তেমন ছবি ভিডিও অনলাইনে শেয়ার দিচ্ছে, এআই দিয়ে এইসকল ছবি ভিডিও নিয়ে এমন কোনো অপকর্ম নাই যা করা যায় না।

একই সাথে এআই ভবিষ্যতে ছেলেদের জন্যও অনেক বড় হুমকি হয়ে আসছে, যা কল্পনাতীত।

এখনও সময় আছে, যুগের সাথে তাল মিলিয়ে হিসাব করে অনলাইনে কার্যক্রম পরিচালনা করুন।

মানুষের সতর্কতার জন্য পোস্টটি শেয়ার করুন।

ফ্রিল্যান্সিংয়ে প্রতিযোগিতা অনেক,কিন্তু যে শেখা বন্ধ করে না, তাকে আটকানো যায় না।
20/06/2025

ফ্রিল্যান্সিংয়ে প্রতিযোগিতা অনেক,
কিন্তু যে শেখা বন্ধ করে না, তাকে আটকানো যায় না।

ইরান আমার চুরি করা বাড়িটি ধ্বংস করেছে। এখন আমাকে আরেকটি বাড়ি চুরি করতে হবে।ইসরা*য়েলী চোর😀😀
20/06/2025

ইরান আমার চুরি করা বাড়িটি ধ্বংস করেছে। এখন আমাকে আরেকটি বাড়ি চুরি করতে হবে।

ইসরা*য়েলী চোর😀😀

Address

Dhaka
2200

Alerts

Be the first to know and let us send you an email when Mahbub's View posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mahbub's View:

Share