20/05/2024
Original Insulin plant / শতভাগ আসল ইনসুলিন প্লান্ট বা আসল ডায়াবেটিস গাছ | Diabetic Tree
Insulin Plant for Diabetes: এই গাছের একটা পাতা চিবিয়ে খেলেই কমবে সুগার! জানেন Insulin Plant সম্পর্কে…
Diabetes Control: ডায়াবিটিস হল একটি জটিল রোগ। ইনসুলিন প্ল্যান্টের একটি পাতা চিবিয়ে খেলে কমতে পারে সুগার। এশিয়া মহাদেশে এই গাছ পাওয়া যায়। ইনসুলিন প্ল্যান্টে ভালো পরিমাণে প্রোটিন, আয়রন ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে।
ইনসুলিন প্ল্যান্ট বা কোস্টাস ইগনাস গাছটি কোস্টাসিয়া গোষ্ঠীর। আর এই গাছ আপনার সুগার কমাতে পারে বলেই বিভিন্ন গবেষণায় প্রমাণিত হয়েছে। এই গাছ এশিয়া মহাদেশে বেশি পরিমাণে পাওয়া যায়। এর মধ্যে ভালো পরিমাণে প্রোটিন, আয়রন ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এই সব মিলিয়ে রক্তে সুগার কমাতে পারে এই গাছ।
এই গাছের পাতায় রয়েছে নানা জরুরি উপাদান। এক্ষেত্রে প্রোটিন থেকে শুরু করে টেরপেয়নয়েডস, ফ্ল্যাভনয়েডস, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যাসকরবিক অ্যাসিড, আয়রন, বিটা ক্যারোটিন, কোরোসোলিক অ্যাসিড পাওয়া যায় এই গাছের পাতায়। আর এই প্রতিটি পুষ্টিগুণই শরীর ভালো রাখার জন্য যথেষ্ট।
এবার আপনার মনে নিশ্চয়ই প্রশ্ন আসছে যে এই গাছ কী ভাবে কমাতে পারে সুগার। আসলে এর মধ্যে রয়েছে কোরোসোলিক অ্যাসিড। এছাড়া অন্যান্য উপাদানও রয়েছে। এই প্রতিটি যৌগ একত্রে মিলে অগ্ন্যাশয়ের উপর কাজ করে। এক্ষেত্রে এই যৌগ প্যাংক্রিয়াস থেকে ইনসুলিন ক্ষরণ বাড়িয়ে দেয়। ফলে রক্তে Glucose-এর মাত্রা অনেকটাই বেড়ে যায়।
#ডায়াবেটিস
#ডায়াবেটিক