Al Saud Agro & Hatchery

Al Saud Agro & Hatchery Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Al Saud Agro & Hatchery, Digital creator, Mymensingh.

খামার সম্পর্কিত সকল ধরনের পরামর্শ পেতে আমাদের পেইজটি ফলো দিয়ে রাখুন। এখানে মূলতঃ খামার ব্যাবস্থানা, হাঁস- মুরগী, পশু- পাখি পালন পদ্ধতি, পরিচর্চা, ভিবিন্ন রোগবালাই সম্পর্কে বিস্তারিত তথ্য সেবা প্রদান করা হয়।
ধন্যবাদ।

কেউ ১২ হাজার টাকা ধার দিলে উপকৃত হতাম 🙂
19/07/2025

কেউ ১২ হাজার টাকা ধার দিলে উপকৃত হতাম 🙂

জুলাই আইকনিক দুঃখ বিলাশ ❤️‍🩹
19/07/2025

জুলাই আইকনিক দুঃখ বিলাশ ❤️‍🩹

 #ফাউল_কলেরাঃ (Fowl Cholera) – বিস্তারিত বিশ্লেষণজানুন,সচেতন হউন-ফাউল কলেরা একটি মারাত্মক ব্যাকটেরিয়াজনিত রোগ,যা Pasteur...
19/07/2025

#ফাউল_কলেরাঃ (Fowl Cholera) – বিস্তারিত বিশ্লেষণ
জানুন,সচেতন হউন-
ফাউল কলেরা একটি মারাত্মক ব্যাকটেরিয়াজনিত রোগ,যা Pasteurella multocida নামক ব্যাকটেরিয়ার কারণে হয়। এটি সাধারণত মুরগি, হাঁস, কোয়েলসহ অন্যান্য পাখির মধ্যে ছড়ায় এবং মৃত্যুহার খুব বেশি হতে পারে। বাংলাদেশের পোল্ট্রি খামারে ফাউল করেলা একটি মারাত্মক ক্ষতির কারন,তাই এই রোগ নিয়ে প্রাথমিক ধারণা থাকলে, এই রোগের ক্ষয়ক্ষতি এড়িয়া চলা সম্ভব।

❖ #ফাউল_কলেরা_কীভাবে_ছড়ায়?

এই রোগটি মূলত নিচের কয়েকটি উপায়ে ছড়ায়:

1. #সংক্রমিত পাখির সংস্পর্শে – আক্রান্ত মুরগির শরীরের লালা, মল-মূত্র বা নিঃসরণ থেকে সংক্রমণ ঘটে।
2. #দূষিত খাদ্য ও পানি – রোগাক্রান্ত পাখির মল বা নিঃসরণের মাধ্যমে খাদ্য ও পানি দূষিত হয়ে গেলে তা খেলে সুস্থ মুরগি সংক্রমিত হয়।
3. #বাতাসের মাধ্যমে – রোগটি ফার্মের বাতাসে ছড়িয়ে অন্যান্য মুরগির শ্বাসতন্ত্রে প্রবেশ করতে পারে।
4. #ইঁদুর ও অন্যান্য প্রাণী – ইঁদুর, বন্য পাখি বা অন্যান্য প্রাণী রোগের জীবাণু বহন করতে পারে।
5. #নিয়মিত পরিস্কার-পরিচ্ছন্নতার অভাব – অপরিষ্কার খামার, অপরিষ্কার পানির পাত্র ও খাবারের জায়গায় জীবাণুর সংক্রমণ দ্রুত হয়।
6. #পোল্ট্রি শ্রমিকদের পোশাক বা সরঞ্জাম – সংক্রমিত ফার্ম থেকে অন্য ফার্মে পোশাক বা যন্ত্রপাতির মাধ্যমে রোগ ছড়াতে পারে।

❖ #ফাউল কলেরার লক্ষণ ও প্রভাবঃ

▶ #তীব্র_সংক্রমণঃ (Acute Infection):

🔘আকস্মিক মৃত্যু (খুব দ্রুত ছড়িয়ে পড়ে)।
🔘মুরগি হাঁপাতে থাকে, নিঃশ্বাস নিতে কষ্ট হয়।
🔘ঝিমিয়ে থাকা, খাবার কম খাওয়া।
🔘গা গরম হয়ে যাওয়া এবং পাখনা ঝুলে যাওয়া।
🔘হলুদ বা সবুজ বর্ণের পাতলা মল।

▶ #দীর্ঘস্থায়ী_সংক্রমণঃ (Chronic Infection):

🔘মাথা, ঝুঁটি, কান ও মুখ ফুলে যায়।
🔘চোখ ও নাক থেকে পুঁজের মতো নিঃসরণ বের হয়।
🔘গিঁট বা জয়েন্ট ফুলে যায়, পা ও ডানা অবশ হয়ে যেতে পারে।
🔘ডিম উৎপাদন কমে যায়।
🔘দীর্ঘস্থায়ী ক্ষেত্রে মৃত্যুর হার কম হলেও উৎপাদনশীলতা হ্রাস পায়।

❖ #প্রতিরোধ ও প্রতিকারক

✔ #প্রতিরোধ_ব্যবস্থাঃ

1. টিকাদান:
🔘নিয়মিত ফাউল কলেরা ভ্যাকসিন (Killed vaccine বা Live vaccine) প্রয়োগ করতে হবে।
🔘হাঁসের জন্য আলাদা টিকা রয়েছে ( প্রানি চিকিৎসকের পরামর্শ নিন)

2. #পরিচ্ছন্নতা:

🔘ফার্মের চারপাশ সবসময় পরিষ্কার রাখা।
🔘নিয়মিত খাবারের পাত্র ও পানির পাত্র জীবাণুমুক্ত করা।
🔘মৃত মুরগি দ্রুত ফার্ম থেকে সরিয়ে পুড়িয়ে বা মাটিতে পুঁতে ফেলতে হবে।
3. ইঁদুর নিয়ন্ত্রণঃ
ইঁদুর, বিড়াল ও অন্যান্য জীবাণুবাহক প্রাণী থেকে ফার্ম মুক্ত রাখা।
4. নতুন মুরগি আলাদা রাখাঃ
নতুন আনা মুরগিকে অন্তত ১৫ দিন আলাদা (Quarantine) রেখে পর্যবেক্ষণ করা।
5. পরিবেশ নিয়ন্ত্রণঃ
পর্যাপ্ত আলো ও বায়ু চলাচলের ব্যবস্থা রাখতে হবে।
মেঝে শুষ্ক ও পরিষ্কার রাখতে হবে।
6. সঠিক খাদ্য ও পুষ্টিঃ
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য ভিটামিন ও মিনারেলযুক্ত খাবার নিশ্চিত করা।

✔ #প্রতিকার_ব্যবস্থা (চিকিৎসা)
1. অ্যান্টিবায়োটিকঃ
সালফোনামাইড, টেট্রাসাইক্লিন, এনরোফ্লক্সাসিন, অ্যামোক্সিসিলিন ইত্যাদি ওষুধ ব্যবহার করা হয়, তবে অবশ্যই অভিজ্ঞ প্রানি চিকিৎসকের পরামর্শে ওষুধ প্রয়োগ করতে হবে।
2. নির্দিষ্ট টিকা প্রয়োগঃ
রোগ দেখা দিলে সুস্থ মুরগির জন্য ফাউল কলেরা ভ্যাকসিন প্রয়োগ করা যেতে পারে।
3. সাপোর্টিভ কেয়ারঃ
ইলেকট্রোলাইট ও ভিটামিন খাওয়ানো যেতে পারে।
4. সংক্রমিত মুরগি আলাদা করাঃ
রোগাক্রান্ত মুরগিকে আলাদা (Isolation) রেখে চিকিৎসা করা উচিত।
5. মৃত মুরগির যথাযথ নিষ্পত্তিঃ
সংক্রমণ রোধে মৃত মুরগি দ্রুত সরিয়ে ফেলা দরকার।
উপসংহার

🔘 #পোল্ট্রির ফাউল কলেরায় আক্রান্ত হলে পোস্টমর্টেম লক্ষণঃ
ফাউল কলেরায় আক্রান্ত পোল্ট্রির অভ্যন্তরীণ অঙ্গগুলোতে স্পষ্ট পরিবর্তন দেখা যায়। প্রধান লক্ষণগুলো হলো:

1. #রক্তক্ষরণ (Hemorrhage):
হৃদপিণ্ড, যকৃৎ (লিভার), অন্ত্র এবং পেশিতে ছোট ছোট রক্তক্ষরণ দেখা যায়।
অন্ত্রের মিউকোসায় গাঢ় লাল দাগ দেখা যায়।
2. #যকৃৎ (Liver) পরিবর্তনঃ
ফোলা এবং গাঢ় লাল বা কালচে রঙের হয়ে যায়।
সাদা বা হলুদ রঙের ছোপ (Necrotic foci) দেখা যেতে পারে।
3. #প্লীহা (Spleen) বৃদ্ধিঃ
স্বাভাবিকের তুলনায় অনেক বড় এবং কালচে হয়ে যায়।
4. #ফুসফুসে পরিবর্তনঃ
ফুসফুস ফুলে যায় এবং রক্ত জমাট বাঁধতে পারে।
কখনো কখনো ফুসফুসে পুঁজ বা তরল পদার্থ জমতে পারে।
5. #পেরিকার্ডিয়াল তরল বৃদ্ধিঃ
হৃদপিণ্ডের চারপাশে তরল জমে যেতে পারে (Pericarditis)।
6. #সাইনোভিয়াল ফ্লুইড বৃদ্ধিঃ
হাঁটুর জয়েন্টগুলো ফুলে যায় এবং তরল জমতে পারে।
7. #অন্ত্রের প্রদাহ (Enteritis):
অন্ত্রের লাইনিং লালচে ও ক্ষতযুক্ত হতে পারে।
8. #ডিম্বাশয়ে ক্ষতঃ
স্ত্রীরোগী মুরগির ডিম্বাশয়ে ক্ষত বা বিকৃত ডিম দেখা যেতে পারে।

🐔 #ফাউল_কলেরা একটি দ্রুত ছড়িয়ে পড়া রোগ, যা সময়মতো প্রতিরোধ করা না গেলে ব্যাপক ক্ষতি করতে পারে। তাই নিয়মিত পরিচ্ছন্নতা, সঠিক টিকা, খাদ্য ও পানি সরবরাহ এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করলে এই রোগ থেকে খামারকে রক্ষা করা সম্ভব।

লেখক
অঞ্জন মজুমদার
পোল্ট্রি সাপ্লাই চেইন স্পেশালিষ্ট।

#বিঃদ্রঃ যে কোন ঔষধ ব্যহারের জন্য অবশ্যই অভিজ্ঞ প্রানি চিকিৎসকের পরামর্শ নিতে ভুলবেন না।

15/07/2025

সামাজিক বিনোদনঃ রুবেল ভাই ❤️

যাদের অল্প পরিমাণে বিজ ডিম লাগবে তারা যোগাযোগ করতে পারেন। #বিঃদ্রঃ ডেলিভারি সম্ভব না❌অবশ্যই ফার্ম থেকে ডিম সংগ্রহ করতে হ...
13/07/2025

যাদের অল্প পরিমাণে বিজ ডিম লাগবে তারা যোগাযোগ করতে পারেন।
#বিঃদ্রঃ ডেলিভারি সম্ভব না❌
অবশ্যই ফার্ম থেকে ডিম সংগ্রহ করতে হবে ✅

12/07/2025

আসসালামু আলাইকুম
শুভ রাত্রি,
যেখানে ই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নিজেকে নিরাপদে রাখুন।
ধন্যবাদ সবাইকে🫡

সোহাগকে পা'থর দিয়ে যেখানে মা'রা হয়, ঠিক তার পাশেই ছিলো আনসার ক্যাম্প। যেহেতু সে সময় আনসার সদস্যরা কাঠের চশমা পড়ে ছিলেন। ...
12/07/2025

সোহাগকে পা'থর দিয়ে যেখানে মা'রা হয়, ঠিক তার পাশেই ছিলো আনসার ক্যাম্প। যেহেতু সে সময় আনসার সদস্যরা কাঠের চশমা পড়ে ছিলেন।

তাই ক্যাম্পের আনসারদের জন্য উপহার হিসেবে শাড়ি চুরি নিয়ে এসেছে শিক্ষার্থীরা....!

11/07/2025

অবস্থা যা বুঝতেছি,
আগামীকাল ঢাকার সব কলেজ সম্ভবত রাস্তায় নামবে🙂🇧🇩

🥚 ডিম ফুটার আগেই ছানা ছেলে না মেয়ে — কীভাবে বুঝবেন?আপনি কি জানেন, মাত্র ৫-৭ দিনের ডিমেই আপনি জানতে পারেন সেই ডিম থেকে ছে...
06/07/2025

🥚 ডিম ফুটার আগেই ছানা ছেলে না মেয়ে — কীভাবে বুঝবেন?
আপনি কি জানেন, মাত্র ৫-৭ দিনের ডিমেই আপনি জানতে পারেন সেই ডিম থেকে ছেলে (নর) না মেয়ে (মাদি) ছানা বের হবে?

হ্যাঁ, এটা সম্ভব!
এই চমকপ্রদ পদ্ধতির নাম "ক্যান্ডেলিং" (Candling)।

এই পদ্ধতিতে একটি বিশেষ আলো ব্যবহার করে ডিমের ভেতরের ব্রণ (ভ্রূণ) ও রক্তনালীর গঠন দেখে আপনি ছানার লিঙ্গ সম্পর্কে ধারণা নিতে পারেন।

🔍 নর ও মাদি ছানা চেনার সহজ উপায়:
🟡 ডিমে আলো দিলে যদি রক্তনালীগুলো ডান-বাম দুই দিকে সমানভাবে ছড়ানো থাকে, তাহলে এটি হতে পারে নর ছানা (ছেলে)।

🟣 আর যদি রক্তনালীগুলো একদিকে বেশি ঘনভাবে ছড়ানো থাকে, যা গাছের ডালের মতো দেখায়, তাহলে সেটা হতে পারে মাদি ছানা (মেয়ে)।

এভাবে নিরীক্ষণের মাধ্যমে অনেক খামারি শুরুতেই মাদি ছানা বেছে নিতে পারেন, যা ডিম উৎপাদনের জন্য বেশি উপযোগী।

🧪 কীভাবে এই পদ্ধতি কাজ করে?
👉 ক্যান্ডেলিং হলো এমন একটি পদ্ধতি যেখানে হালকা আলো ব্যবহার করে ডিমের ভেতর দেখা হয়। সাধারণত ৫-৭ দিন বয়সী ডিমে এই পদ্ধতি সবচেয়ে ভালো কাজ করে।

👉 আলো ফেলার সময় ডিমের ভিতরের রক্তনালী ও ব্রণের গঠন পর্যবেক্ষণ করা হয়, আর সেই থেকেই ছানার লিঙ্গের ইঙ্গিত মেলে।

✅ এই পদ্ধতির উপকারিতা:
✔️ ছানা ফুটার আগেই লিঙ্গ শনাক্ত করা যায়
✔️ খামারের খরচ কমে যায়
✔️ উৎপাদন পরিকল্পনা সহজ হয়
✔️ শুধু মাদি রেখে ডিম উৎপাদনে মনোযোগ বাড়ানো যায়
✔️ ব্যবসায়িক সফলতা দ্রুত অর্জন করা সম্ভব।

⚠️ সতর্কতা:
🔸 ১০০% নির্ভুলতা সব সময় পাওয়া যায় না
🔸 অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ অত্যন্ত জরুরি
🔸 একাধিক ডিম পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নিন।

আপনি যদি একজন পাখি বা মুরগি পালনকারী হয়ে থাকেন, তাহলে এই তথ্যটি আপনার খামারের সাফল্যের চাবিকাঠি হতে পারে!
একবার চেষ্টা করে দেখুন — আর নিজের অভিজ্ঞতা আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না।

📌 এই তথ্য আপনার কাজে লেগে থাকলে, অন্য খামারিদের সাথে শেয়ার করুন।
কারণ জ্ঞান ছড়ালে যেমন সম্মান বাড়ে, তেমনি সবাই উপকৃত হয়।

"আপনার খামারকে অন্যদের থেকে এগিয়ে রাখার জন্য এমন ছোট কিন্তু কার্যকরী জ্ঞানই সবচেয়ে বড় হাতিয়ার!

fans Al Saud Agro & Hatchery #ডিমেরব্রণ
#পাখিপালন #মুরগিপালন #ছানাসনাক্তকরণ
#খামারিকৌশল #মুরগিরছানা
#পোলট্রিফার্মিং

দুঃসংবাদ--  ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহি উর রাজিউনগফরগাঁও উপজেলার  (বাশিয়া সাহা-বাড়ি) সংলগ্ন নদীর ঘাটে নদী পার হতে গিয়ে...
01/07/2025

দুঃসংবাদ--
ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহি উর রাজিউন
গফরগাঁও উপজেলার (বাশিয়া সাহা-বাড়ি) সংলগ্ন নদীর ঘাটে নদী পার হতে গিয়ে স্কুলের দুই শিক্ষার্থী নিখোজ, এবং জেলেদের জাল দিয়ে একজনের মৃত দেহ উদ্ধার।শিক্ষার্থীরা বিরই নদীর পাড় দাখিল মাদরাসা শিক্ষার্থী, একজন নবম শ্রেণির আর দুই জন এবতেদায়ীর শিক্ষার্থী।

Address

Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al Saud Agro & Hatchery posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share