23/02/2024
অনেকদিন দেখা হবে না,
তারপর একদিন দেখা হবে।
দুজনেই দুজনকে বলবো,
অনেকদিন দেখা হয়নি।
এইভাবে যাবে দিনের পর দিন,
বছরের পর বছর,
তারপর একদিন হয়তো জানা যাবে
বা জানা যাবে না,যে
তোমার সঙ্গে আমার
অথবা;
আমার সঙ্গে তোমার
আর দেখা হবে না !!
#নীরা