01/10/2025
🚀 অনলাইন বিজ্ঞাপন ও ROI (Return on Investment) নিয়ে কিছু বাস্তব কথা
আমাদের অনেকেই অনলাইনে এড চালানোর আগে লাভ-ক্ষতি বা ROI নিয়ে বেশি চিন্তা করি। কিন্তু একবার ভেবে দেখুন—
1️⃣ আপনি কি কখনও 📺 টিভিতে বিজ্ঞাপন দেখে সাথে সাথে দোকানে গিয়ে কিছু কিনেছেন?
2️⃣ আপনি কি কখনও 🏙️ বিলবোর্ড দেখে সাথে সাথে প্রোডাক্ট কিনেছেন?
3️⃣ আপনি কি কখনও 📻 রেডিওতে বিজ্ঞাপন শুনে সাথে সাথে কিছু কিনেছেন?
4️⃣ আপনি কি কখনও 📩 মোবাইলে SMS এড দেখে সাথে সাথে মিনিট/ডেটা কিনেছেন?
5️⃣ আপনি কি কখনও 📰 পত্রিকার বিজ্ঞাপন দেখে সাথে সাথে কেনাকাটা করেছেন?
👉 বাস্তবতা হলো—প্রতিষ্ঠানগুলো কোটি কোটি টাকা খরচ করে এসব প্ল্যাটফর্মে এড দেয়, কিন্তু তারা ইনস্ট্যান্ট রিটার্ন আশা করে না।
তাহলে আপনি কেন আশা করছেন, আজ বিজ্ঞাপন চালালেন আর সাথে সাথে মানুষ ঝাঁপিয়ে পড়বে আপনার প্রোডাক্ট কিনতে? 🤔
✅ হ্যাঁ, অনলাইন বিজ্ঞাপনের ROI অন্যসব প্ল্যাটফর্মের তুলনায় সহজে মাপা যায়।
কিন্তু এর মানে এই নয় যে আজ এড চালালেন আর কালই সব টাকা উঠে আসবে।
🔥 ব্যবসা মানেই ধৈর্য্যের খেলা।
অন্য কেউ ভালো করছে দেখে মনে হতে পারে আপনিও পারবেন, কিন্তু আপনার যদি বিজনেসের Core বিষয়গুলো পরিষ্কার না থাকে, তাহলে শুরু করতে পারবেন বটে—কিন্তু দীর্ঘমেয়াদে টিকে থাকা কঠিন হবে।