
09/07/2025
ধানের মাঠে ভিজে মাটি, পায়ের তলায় কাদা,
ছাতার নিচে দুই শিশুর, খুশির কোনো সাড়া!
বর্ষার দিনে কাঁচা রাস্তায়, হেসে হেসে হাঁটে,
জলে ভেজা শৈশব যেন, স্বপ্ন জাগায় রাতে।
নদীর পাড়ে ঢেউয়ের নাচন, বাতাসে এক গান,
সবুজ ধানে ঝরার ছোঁয়ায় বাজে প্রাণের তান।
বাংলার গাঁয়ের এমন ছবি, মনে গাঁথা হয়,
শুধু ছবি নয়, এ যে মাটির, জীবনের এক পরিচয়।