অবণিতা হস্তশিল্প এন্ড ফ্যাশন হাউজ জামালপুর

  • Home
  • Bangladesh
  • Mymensingh
  • অবণিতা হস্তশিল্প এন্ড ফ্যাশন হাউজ জামালপুর

অবণিতা হস্তশিল্প এন্ড ফ্যাশন হাউজ জামালপুর সুঁই সুতার বুননে অপূর্ব হাতের কাজের �

অবণিতা হস্তশিল্প এন্ড ফ্যাশন হাউজ এর পক্ষ হতে আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন !এখানে আপনারা পাচ্ছেন জামালপুরের হাতের কাজের নিপুন ছোঁয়ায়

ওয়ান-পিছ, টু-পিছ, থ্রি-পিছ, বিছানার চাদর, শাড়ী ও কটি নকশি কাঁথা ইত্যাদি ।

এবং হস্তশিল্পজাত যাবতীয় দ্রবাদি পাইকারী ও খুচরা বিক্রয় করা হয়। আর, আমরা সর্বদাই চেষ্টা করি গ্রাহকদের ভাল ও গুণগত পণ্য সেবা দিতে, নিজস্ব উৎপাদনকৃত পণ্য তাই গুনগত মানের নিশ্চয়তা #ইনশাআল্লাহ

আমরাই দিতে পারি ।

এস এ পরিবহন ও সুন্দরবন কুরিয়ার এর মাধ্যমে সারা বাংলাদেশে কন্ডিশনে পাঠানো হয় । আপনার পছন্দের ড্রেসের বিস্তারিত জানতে এবং অর্ডার করতে পছন্দের ছবির স্ক্রিনশট দিয়ে মেসেজ করুন আমাদের পেইজে।

সরাসরি যোগাযোগ করতে চাইলে ফোন করুন এই নাম্বারে 01949-937945

30/03/2023

তুমি বলেছিলে রাতে তোমার ঘুম হয় না,
আমি বুঝেছিলাম সময় চাইছো;

তুমি বলেছিলে "আকাশে কী মেঘ করেছে দেখো?",
আমি বুঝেছিলাম তোমার মন খারাপ।

তুমি বলেছিলে "চুলে জট বেধেছে";
আমি বুঝেছিলাম তুমি স্পর্শ চাইছো।

তুমি বলেছিলে আজ বিকেলে তুমি বারান্দায় থাকবে;
আমি বুঝেছিলাম সাক্ষাত চাও।

তুমি বলেছিলে,অন্ধকারে আমার বড্ড ভয়;
আমি বুঝেছিলাম তোমার আমাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে;

তুমি বলেছিলে সমুদ্রে যাবে;
আমি বুঝেছিলাম পাশাপাশি হাত ধরে হাঁটতে চাইছো।

তুমি বলেছিলে নীল প্রিয় রঙ,
আমি বুঝেছিলাম তোমার কষ্ট হচ্ছে;

তুমি বলেছিলে ঠোঁট ফেটেছে,
আমি বুঝেছিলাম চুমু খেতে চাইছো;

তুমি বলেছিলে অংক ভালো লাগেনা,
আমি বুঝেছিলাম তুমি কবিতা ভালোবাসো;

তুমি বলেছিলে " আজ তাড়াতাড়ি ঘরে ফিরতে হবে",
তুমি বলেছিলে,এই হুটহাট দেখা করা,অসময়ে ফোন করা আর তোমার ভালোলাগছেনা;
আমি বুঝে গিয়েছিলাম,বিচ্ছেদ চাইছো।

তারপর অলিখিত সাক্ষরে তুমি যখন ইনভিজিবল কোর্টে আমার বিরুদ্ধে বিচ্ছেদের মামলা ঠুকে দিলে;
আমি বুঝেছিলাম তুমি মুক্তি চাও।

এরপর সব বুঝে যখন আমি দার্শনিক,
সব মিটিয়ে তুমি যখন অন্য ঘরের শো-পিস,
একদিন আমাদের দেখা হলো তখন;

তুমি জিজ্ঞেস করেছিলে,"কেমন আছো?"
আমি বুঝে গিয়েছিলাম তুমি ভালো নেই।

স্যার হুমায়ূন_ফরিদী...🌼🍂

Address

Jamalpur Sodor
Mymensingh
2000

Alerts

Be the first to know and let us send you an email when অবণিতা হস্তশিল্প এন্ড ফ্যাশন হাউজ জামালপুর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to অবণিতা হস্তশিল্প এন্ড ফ্যাশন হাউজ জামালপুর:

Share