23/07/2025
মানবতার ওপরে রাজনীতি নয় – আবারও প্রমাণ দিল ভারত
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মর্মান্তিক দুর্ঘটনায় দগ্ধ হওয়া শিক্ষার্থীদের জন্য চিকিৎসক ও বিশেষজ্ঞ দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত। এই ঘটনাটি আবারও আমাদের মনে করিয়ে দিল, কূটনৈতিক সম্পর্ক যতই জটিল হোক না কেন, মানবিক বিপর্যয়ের সময় কেউ কেউ রাজনীতি ভুলে পাশে দাঁড়ায়।
ভারত, বাংলাদেশ ও মিয়ানমার – তিনটি প্রতিবেশী দেশ, যাদের মধ্যে বিভিন্ন ইস্যুতে দ্বিমত ও কূটনৈতিক চাপা উত্তেজনা থাকেই। তবে অতীতে বহুবার দেখা গেছে, প্রকৃত বিপদের সময় ভারত তার মানবিক দায়িত্ব এড়িয়ে যায়নি। চিকিৎসা সহায়তা হোক, দুর্যোগে ত্রাণ হোক কিংবা কোভিডের সময় ভ্যাকসিন সহযোগিতা – ভারত তার প্রতিবেশীদের প্রতি সহানুভূতির হাত বাড়িয়েছে।
এই সংকটেও ব্যতিক্রম হয়নি। আমাদের সন্তানেরা যখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে, তখন সাহায্যের এই হাত সত্যিই স্বস্তির নিঃশ্বাস এনে দেয়।
এমন সময়ে আমাদের উচিত সব ভেদাভেদ ভুলে মানবতার পক্ষে একসাথে দাঁড়ানো।
মানবতা কোনো ভৌগোলিক সীমারেখা মানে না।