27/03/2025
যারা কনটেন্ট মেকিং এ আসতে চাচ্ছেন, তাদের জন্য ছোট্ট কয়েকটা ফ্যাক্ট বলি।
১. কোয়ালিটি কনটেন্ট বানাতে গেলে আপনি টাকা ধরতে পারবেন না। এখানে একবছরের ফেইসবুক এড রেভেনিউ দেখতে পাচ্ছেন। হাস্যকর হলেও এটাই সত্য। টাকা ধরতে হলে আপনাকে র্যাপিড কনটেন্ট ক্রিয়েশানে ফোকাস করতে হবে।
২. কোন স্কিল ছাড়া আন্দাজী কনটেন্ট প্রতিনিয়ত দিতে থাকলে এটেনশান এবং টাকা দুইটাই ধরতে পারবেন, সম্মান ধরতে পারবেন না। তবে হ্যাঁ, খুব অল্প সংখ্যক ক্রিয়েটর এটা করতে পারে। কোয়ালিটি এবং কোয়ান্টিটি একই সাথে মেইনটেইন করতে পারে। কিন্তু সেই সংখ্যাটা খুবই কম বাজে কনটেন্টের তুলনায়।
৩. ভার্টিকাল রিলস/শর্টস ভিত্তিক কনটেন্ট বানালে যদি সেটা এডুকেশনাল জনরার না হয়, আপনি আলটিমেটলি যুব সমাজের ক্ষতি করবেন। কিভাবে ক্ষতি করবেন সেটার ব্যাখ্যায় যাবো না। এককথায় বললে আপনি মানুষের ব্রেইনকে রিওয়্যার করে ফেলাতে অবদান রাখবেন, এটেনশান স্প্যান কমাতে অবদান রাখবেন। ডিপ্রেশান বাড়াতে অবদান রাখবেন। এডিকশান বাড়াতে অবদান রাখবেন। এবং এখন এটাই হচ্ছে।
৪. প্রতিদিন র্যাপিডলি কনটেন্ট প্রডিউস করলে আপনার ভিডিও মেকিং স্কিল ডেভেলাপ হবে না, হলেও সেটা উপযুক্ত হবে না বা ধীরে ধীরে হবে। লাখ লাখ টাকা মাসের কামায় এরকম অনেক ক্রিয়েটর বলতে পারে না Resolution আর Aspect Ratio এর পার্থক্য কি? ফেইসবুকে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার থাকবে, কিন্তু তার ইউটিউবে গেলে দেখবেন মানুষজন দেখেই না। কারন কি? বলতেছি। ইউটিউবে ব্রাউজ করে ভিডিও দেখাটা 2 step discovery process. আপনার ভিডিও মানুষের ফিডে আসলেই সেটাতে ভিউ হবে না। স্টেপ ১ঃ ফিডে যাবে। স্টেপ ২ঃ ক্লিক করে ৩০ সেকেন্ড দেখবে। দুইটি স্টেপ পূরণ হলে সেটা একটা ভিউ জেনারেটেড হবে। রিলস বা শর্টস ফরম্যাট 1 step discovery process. ফেইসবুক যদি একটা রিলকে মানুষের সামনে বেশি নিয়ে যায়, তাহলেই সেটাতে বেশি ভিউ হবে। মানুষের অপছন্দ হলেও ভিউ হবে। কারনে এখানে, কেবল স্ক্রল করে মানুষ আনমনে দেখে। থাম্বনেইলে ক্লিক করে পছন্দ করে বেছে নেওয়ার অপশান নাই। কিন্তু ইউটিউবে ভিউ আনতে হলে আগে ক্লিক করাতে হবে। মানুষকে আকর্ষন করতে জানতে হবে। যদি আপনি নতুন আসতে চান, দোহাই লাগে ইউটিউবের উপর ফোকাস করেন। অডিয়েন্স স্যাটিসফেকশানের উপরে ফোকাস করেন। স্কিলের উপরে ফোকাস করেন। সস্তাএটেনশানের পেছনে ছুটলে টাকা ধরতে পারবেন দ্রুত, কিন্তু সেটা ক্ষনস্থায়ী, আপনি সহজেই রিপ্লেসমেন্ট