Fardus Talukder Rony

Fardus Talukder Rony মাটিতে চাপা পড়া
সুপ্ত বীজ টাও একদিন মাথা তুলে দাড়ায় ।
তাই কাওকে অবেহলা নয় , ভালোবাসুন
সুন্দর হোক আপনার ভবিষ্যৎ।

Respect
01/05/2025

Respect

"যে নারী আমার শূন্য পকেটেও পাশে থাকলো, তাকে কি করে হারাতে দেই??" শ্রদ্ধা 💛

হাসপাতালের বারান্দায় শুয়ে থাকা প্রতিটি রোগীর স্বজন জানে, একটা রাত কতটা দীর্ঘ হয়।।
30/04/2025

হাসপাতালের বারান্দায় শুয়ে থাকা প্রতিটি রোগীর স্বজন জানে, একটা রাত কতটা দীর্ঘ হয়।।

23/04/2025

খু'নের সাক্ষী লাগে ১ জন আর বিয়ের সাক্ষী লাগে ৩ জন,তার মানে বিয়ে খু'নের চেয়ে ভ'য়ংকর,😌🙄

যেতে হবে বহুদূর যেখানে আর ফেরা হবে না।
20/04/2025

যেতে হবে
বহুদূর যেখানে আর ফেরা হবে না।

আজিমপুরের একটা কবরে নাম লেখা নেই। শুধু ‘আম্মা’ লেখা। আসলে নাম দিয়ে কী হয়—মানুষটার কয়েকজন সন্তান আছে। সন্তানরা তাদের মাকে...
16/04/2025

আজিমপুরের একটা কবরে নাম লেখা নেই। শুধু ‘আম্মা’ লেখা। আসলে নাম দিয়ে কী হয়—মানুষটার কয়েকজন সন্তান আছে। সন্তানরা তাদের মাকে হারিয়েছেন, তারা মাকে এখানে একা রেখে গেলেন। যেয়ারতকারীদের দোয়া করতে বললেন তাদের ‘আম্মার’ জন্য। কী অসম্ভব জীবন্ত-বেদনাময়-সুন্দর এক এক্সপ্রেশন।❤️

❤️ শুভ রাত্রি  ❤️ফেলে আসা পুরোনো স্মৃতি  (2k22)
12/04/2025

❤️ শুভ রাত্রি ❤️
ফেলে আসা পুরোনো স্মৃতি (2k22)

"ট্রেনের দরজায় ক্লান্ত ঘুম, ঈদের রঙিন স্বপ্ন তার জন্য নয়—সবার স্বপ্ন বাড়ি ফিরে না।" Pic cltd
31/03/2025

"ট্রেনের দরজায় ক্লান্ত ঘুম, ঈদের রঙিন স্বপ্ন তার জন্য নয়—সবার স্বপ্ন বাড়ি ফিরে না।"


Pic cltd

যারা কনটেন্ট মেকিং এ আসতে চাচ্ছেন, তাদের জন্য ছোট্ট কয়েকটা ফ্যাক্ট বলি। ১. কোয়ালিটি কনটেন্ট বানাতে গেলে আপনি টাকা ধরতে প...
27/03/2025

যারা কনটেন্ট মেকিং এ আসতে চাচ্ছেন, তাদের জন্য ছোট্ট কয়েকটা ফ্যাক্ট বলি।

১. কোয়ালিটি কনটেন্ট বানাতে গেলে আপনি টাকা ধরতে পারবেন না। এখানে একবছরের ফেইসবুক এড রেভেনিউ দেখতে পাচ্ছেন। হাস্যকর হলেও এটাই সত্য। টাকা ধরতে হলে আপনাকে র‍্যাপিড কনটেন্ট ক্রিয়েশানে ফোকাস করতে হবে।

২. কোন স্কিল ছাড়া আন্দাজী কনটেন্ট প্রতিনিয়ত দিতে থাকলে এটেনশান এবং টাকা দুইটাই ধরতে পারবেন, সম্মান ধরতে পারবেন না। তবে হ্যাঁ, খুব অল্প সংখ্যক ক্রিয়েটর এটা করতে পারে। কোয়ালিটি এবং কোয়ান্টিটি একই সাথে মেইনটেইন করতে পারে। কিন্তু সেই সংখ্যাটা খুবই কম বাজে কনটেন্টের তুলনায়।

৩. ভার্টিকাল রিলস/শর্টস ভিত্তিক কনটেন্ট বানালে যদি সেটা এডুকেশনাল জনরার না হয়, আপনি আলটিমেটলি যুব সমাজের ক্ষতি করবেন। কিভাবে ক্ষতি করবেন সেটার ব্যাখ্যায় যাবো না। এককথায় বললে আপনি মানুষের ব্রেইনকে রিওয়্যার করে ফেলাতে অবদান রাখবেন, এটেনশান স্প্যান কমাতে অবদান রাখবেন। ডিপ্রেশান বাড়াতে অবদান রাখবেন। এডিকশান বাড়াতে অবদান রাখবেন। এবং এখন এটাই হচ্ছে।

৪. প্রতিদিন র‍্যাপিডলি কনটেন্ট প্রডিউস করলে আপনার ভিডিও মেকিং স্কিল ডেভেলাপ হবে না, হলেও সেটা উপযুক্ত হবে না বা ধীরে ধীরে হবে। লাখ লাখ টাকা মাসের কামায় এরকম অনেক ক্রিয়েটর বলতে পারে না Resolution আর Aspect Ratio এর পার্থক্য কি? ফেইসবুকে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার থাকবে, কিন্তু তার ইউটিউবে গেলে দেখবেন মানুষজন দেখেই না। কারন কি? বলতেছি। ইউটিউবে ব্রাউজ করে ভিডিও দেখাটা 2 step discovery process. আপনার ভিডিও মানুষের ফিডে আসলেই সেটাতে ভিউ হবে না। স্টেপ ১ঃ ফিডে যাবে। স্টেপ ২ঃ ক্লিক করে ৩০ সেকেন্ড দেখবে। দুইটি স্টেপ পূরণ হলে সেটা একটা ভিউ জেনারেটেড হবে। রিলস বা শর্টস ফরম্যাট 1 step discovery process. ফেইসবুক যদি একটা রিলকে মানুষের সামনে বেশি নিয়ে যায়, তাহলেই সেটাতে বেশি ভিউ হবে। মানুষের অপছন্দ হলেও ভিউ হবে। কারনে এখানে, কেবল স্ক্রল করে মানুষ আনমনে দেখে। থাম্বনেইলে ক্লিক করে পছন্দ করে বেছে নেওয়ার অপশান নাই। কিন্তু ইউটিউবে ভিউ আনতে হলে আগে ক্লিক করাতে হবে। মানুষকে আকর্ষন করতে জানতে হবে। যদি আপনি নতুন আসতে চান, দোহাই লাগে ইউটিউবের উপর ফোকাস করেন। অডিয়েন্স স্যাটিসফেকশানের উপরে ফোকাস করেন। স্কিলের উপরে ফোকাস করেন। সস্তাএটেনশানের পেছনে ছুটলে টাকা ধরতে পারবেন দ্রুত, কিন্তু সেটা ক্ষনস্থায়ী, আপনি সহজেই রিপ্লেসমেন্ট

আপনি যদি Facebook থেকে ইনকাম করেন এবং সেটার টাকা ব্যাংক বা PayPal-এর মাধ্যমে নিতে চান, তাহলে আপনাকে Payout Account সেটআপ...
26/03/2025

আপনি যদি Facebook থেকে ইনকাম করেন এবং সেটার টাকা ব্যাংক বা PayPal-এর মাধ্যমে নিতে চান, তাহলে আপনাকে Payout Account সেটআপ করতে হবে। নিচে ধাপে ধাপে সহজভাবে নিয়ম দেওয়া হলো—
১. Payouts Hub-এ যান
প্রথমে Meta Business Suite খুলুন।
সেখান থেকে Monetization → Payouts অপশনে যান।
এরপর "Set Up Payouts" বা "Add Payout Account" বাটনে ক্লিক করুন।
২. প্রয়োজনীয় তথ্য দিন
ব্যক্তিগত তথ্য:
আপনার পূর্ণ নাম (জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট অনুযায়ী)।
ঠিকানা ও ফোন নম্বর এবং মেইল
ট্যাক্স সংক্রান্ত তথ্য
পেমেন্ট নেওয়ার মাধ্যম নির্বাচন করুন:
ব্যাংক অ্যাকাউন্ট (টাকা সরাসরি ব্যাংকে পেতে চাইলে)।
PayPal (যদি আপনার দেশে সাপোর্ট করে)।
ব্যাংক অ্যাকাউন্টের তথ্য দিন:
অ্যাকাউন্ট হোল্ডারের নাম।
ব্যাংক অ্যাকাউন্ট নম্বর।
SWIFT কোড (আন্তর্জাতিক লেনদেনের জন্য)।
রাউটিং নম্বর (যদি প্রয়োজন হয়)।
৩. Facebook আপনার তথ্য চেক করবে।
৪. Payout Type যেহেতু সবাই কম বেশি কন্টেন্ট তৈরি করেন ( Individual) দিবেন এবং ০% ট্যাক্স ইনফরমেশন সাবমিট করবেন মনে রাখবেন অবশ্যই সরকারি ডকুমেন্টস অনুযায়ী সব তথ্য দিবেন যেন কোনো সময় পে আউট ভেরিফাই খুঁজলে তথ্য গুল

26/03/2025

মনে কোনো হিংসা নেই কারণ যার পোস্ট সামনে আসে তার পোস্টেই রিয়েক্ট দেই।

26/03/2025

নয় টাকার কমে কোনো সিগারেট থাকবে না সিগারেট খোর গুলা কি করবে এখন

Address

Mymensingh
2200

Alerts

Be the first to know and let us send you an email when Fardus Talukder Rony posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category