অনুভুতি

অনুভুতি ♥️▦═══██🖤██═══▦♥️
☬━━━♗・🖤・♗━━━☬
☬━━━♗・🖤・♗━━━☬
☬━━━♗・🖤・♗━━━☬
☬━━━♗・🖤・♗━━━☬
♥️▦═══██🖤██═══▦♥️

29/10/2025

বুঝলে প্রিয় আবেগ দিয়ে ভালোবাসা যায় 🥰🥰
কিন্তু বাস্তবতা অনেক কঠিন💔💔💔😢😢😢

27/10/2025

এই পৃথিবীর অনেক মানুষ প্রকাশে।🌎
কিংবা আড়ালে ভালোবাসা।🫣💞
কিন্তু সবাই ভালোবাসার ,💞
ভাগ্য সহায় হয় না।💔🥀😭

19/10/2025

হুমায়ূন ফরিদী বলেছেন,
যত দিন বোকা হয়ে থাকবে 🫥,
তত দিন সম্পর্ক ঠিক থাকবে।👌
যখন ভুলকে ভুল ,✖️❌
সঠিক কে সঠিক বলা শুরু করবে।☑️✅ಠ⁠︵⁠ಠ
ঠিক তখনই সম্পর্কটা শেষ হয়ে যাবে।🏁🔚•́⁠ ༎ຶ⁠‿⁠༎ຶ

18/10/2025

"প্রিয় জিনিস না পাওয়া"
"আফসোস একটু ,
বেশি থাকে। 💔🥀

16/10/2025

আমি এক রূপবতী,
মেয়ের চোখে মায়া পড়ে ছিলাম।
আমি জানি তাকে পাওয়া অসম্ভব।
তবু তাঁর চোখে ,
মায়া হারিয়ে যেতে ছিলাম।

13/10/2025

ও প্রিয়।
সময় থাকতে মুল্যে দিও। হারিয়ে গেলে মুল্যে দিও না।

12/10/2025

কাউকে পছন্দ করা।
খুব সহজ,
শেষ পর্যন্ত আগলে রাখা।
অনেক কঠিন।

10/10/2025

একটি ছেলে জীবনের পিছনে উন্নতি এবং অবনতি একজনের হাত থাকে। একজন মেয়ে।

01/10/2025

কেউ কারো আপন না।

    #27        ゚viralシfypシ゚viralシ
25/07/2025

#27 ゚viralシfypシ゚viralシ

   #26
23/07/2025

#26

রবীন্দ্রনাথ ঠাকুর স্কুল পালিয়েছেন। নজরুল তো বেশি পড়তেই পারলো না। লালন তো বুঝলই না স্কুল কি? আজ মানুষ তাঁদেরকে নিয়ে গব...
27/12/2024

রবীন্দ্রনাথ ঠাকুর স্কুল পালিয়েছেন। নজরুল তো বেশি পড়তেই পারলো না। লালন তো বুঝলই না স্কুল কি?

আজ মানুষ তাঁদেরকে নিয়ে গবেষণা করে পিএইচডি ডিগ্রী অর্জন করছে। আন্ড্রু কার্নেগীকে তো ময়লা পোশাকের জন্য পার্কেই ঢুকতে দেয় নি।আবার ৩০ বছর পরে উনি সেই পার্কটি কিনে ফেলেন আর সাইন বোর্ড লাগিয়ে দেন “সবার জন্য উন্মুক্ত”। স্টিভ জব শুধু মাত্র ১ দিন ভাল খাবারের আশায় ৭ মাইল দূরে পায়ে হেটে মন্দিরে যেতেন।

ভারতের সংবিধান প্রণেতা আম্বেদকর নিম্ন বর্ণের হিন্দু ছিলেন বলে স্কুলের বারান্দায় বসে বসে ক্লাস করতেন। কোন গাড়ি তাঁকে নিতেন না। মাইলের পর মেইল হেঁটে পরীক্ষা দিয়েছেন।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর বাজার থেকে চাঁদা তুলে পড়া লেখা করেছেন। উনি সবার ঋণ শোধ করতে পারলেও ওই চাঁদার টাকা শোধ করতে কোন দিন সাহস পান নি।

সুন্দর চেহারার কথা ভাবছেন? শেখ সাদী এর চেহারা যথেষ্ট কদাকার ছিল, লতা মুংগেস্কারের চেহারা মোটেই সুশ্রী নয়। তৈমুর লং খোঁড়া ছিলেন, নেপোলিয়ন বেটে ছিলেন। শচীন টেল্ডুল্কারের উচ্চতা তো সবার জানাই আছে। আব্রাহাম লিঙ্কনের মুখ ও হাত যথেষ্ট বড় ছিল।

স্মৃতি শক্তির কথা ভাবছেন? আইনস্টাইন নিজের বাড়ীর ঠিকানা ও ফোন নাম্বার মনে রাখতে পারতেন না।

সুতরাং কোন কিছুই আপনার উন্নতির পিছনে বাঁধা হতে পারে না। যদি কোন কিছু বাঁধা হয়ে দাঁড়ায় তবে তা আপনার ভিতরের ভয়। ভয়কে দূরে রেখে জয় করা শিখুন সাফল্য ধরা দিবেই ❤️

Address

Mymensingh

Telephone

+8801729155345

Website

Alerts

Be the first to know and let us send you an email when অনুভুতি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share