 
                                                                                                    24/08/2025
                                            ছবির তুলার প্যাকেজটি তৈরি হয়েছে গাঁ*জা (H**p) থেকে। এরপর তা দিয়েই তৈরি হয়েছে এই শার্টটি। 
গাঁ*জা বা H**p একটি বাস্ট ফাইবার৷ অর্থাৎ এই গাছের কান্ড দিয়ে আঁশ বা ফাইবার সংগ্রহ করে তা দিয়ে তুলা বানানো হয়। এরপর ফেব্রিক তৈরির পর রং করা এবং অন্যান্য বিভিন্ন ধাপ পাড় করে শেষে এটি দিয়ে টেক্সটাইলের বিভিন্ন সামগ্রী তৈরি করা হয়৷ এর মধ্যে শার্ট সহ আছে টি-শার্ট, ব্যাগ, প্যান্ট, দড়ি, কাগজ ইত্যাদি। প্রাকৃতিক ফাইবার হওয়ায় এগুলো পরিবেশের ক্ষতিও করে না৷ তবে সাধারণ পরিধেয় পোশাক বানানোর ক্ষেত্রে এই ফাইবারকে তুলার সাথে মিশ্রিত করে এরপর সুতা বানানো হয়! 
বাংলাদেশে আগে এটি দিয়ে বিভিন্ন টেক্সটাইল সামগ্রী বানানো হলেও মাঝে নিষিদ্ধ করা হয়৷ বর্তমানে আবার কিছু স্থানে এটি নিয়ে কাজ চলছে। পাশাপাশি দেশেই গবেষণা হচ্ছে নতুন করে এটি দিয়ে বিভিন্ন টেক্সটাইল পণ্য তৈরির কার্যকারীতা নিয়ে!                                        
 
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                         
   
   
   
   
     
   
   
  