Amir Hamja999

Amir Hamja999 যোগ্যতার চেয়ে বেশি দাম দিলে
কুকুর ও নিজেকে সিংহ মনে করে 💀
(1)

ভাইরে ভাই চারপাশে যে অবস্থা কয়েকদিন পর দেখা যাবে একটা বালুও নাই... 😬!
13/08/2025

ভাইরে ভাই চারপাশে যে অবস্থা কয়েকদিন পর দেখা যাবে একটা বালুও নাই... 😬!

30/07/2025
আরো কতো কি দেখা লাগবো 🤔
30/07/2025

আরো কতো কি দেখা লাগবো 🤔

Happy 38th Birthday 🎂😍THE G O A T 🐐Leo Messi ❤️‍🩹
24/06/2025

Happy 38th Birthday 🎂😍

THE G O A T 🐐

Leo Messi ❤️‍🩹

27/05/2025

নবাব সিরাজউদ্দৌলাকে যখন বন্দী করে টেনে হিচঁড়ে নিয়ে যাওয়া হয়, তখন অসংখ্য মানুষ হা করে নীরব দর্শকের মতো সেই দৃশ্য উপভোগ করেছিল। শুধু তাই নয়, পিঠে ছুরিকাঘাত করার পূর্বে নবাবকে কাঁটাওয়ালা সিংহাসনে বসিয়ে ও ছেঁড়া জুতা দিয়ে পিটিয়ে যখন অপমান করা হচ্ছিল, তখন হাজার হাজার মানুষ সেই তামাশা দেখে ব্যাপক বিনোদিত হয়েছিল! মাস সাইকোলজিটা একটু খেয়াল করে দেখুন, এই জাতি দুইশত বছরের গোলামি সাদরে গ্রহণ করেছিল ওভাবেই।

একটি মজার তথ্য দেই। লর্ড ক্লাইভ তার ব্যক্তিগত ডায়েরিতে লিখেছেন, নবাবকে যখন ধরে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন দাঁড়িয়ে থেকে যারা এসব প্রত্যক্ষ করেছিল তারা যদি একটি করেও ঢিল ছুঁড়ত তবে ইংরেজদের করুণ পরাজয় বরণ করতে হতো। আরো চমকপ্রদ তথ্য হচ্ছে, প্রায় ১০ হাজার অশ্বারোহী, ৩০ হাজার পদাতিক এবং অসংখ্য কামান, গোলাবারুদ সহ বিশাল সুসজ্জিত সৈন্যবাহিনী নিয়েই পলাশীর ময়দানে এসেছিলেন নবাব সিরাজউদ্দৌলা । কিন্তু তার বিপরীতে রবার্ট ক্লাইভের সৈন্যসংখ্যা ছিলো মাত্র ৩ হাজার, যার মধ্যে ৯ শত জনই ছিল হাতেপায়ে ধরে নিয়ে আসা সৌখিন ব্রিটিশ অফিসার যাদের অধিকাংশেরই তলোয়ার ধরার মতো সুপ্রশিক্ষণ ছিল না, এরা কোনোদিন যুদ্ধও করেনি।

এত কিছু জেনেও রবার্ট ক্লাইভ যুদ্ধে নেমেছিলেন এবং জিতবেন জেনেই নেমেছিলেন। কারণ, তিনি খুব ভালো করেই জানতেন একটি হীনমন্য ব্যক্তিস্বার্থলোভী দ্বিধাগ্রস্ত জাতিকে পরাস্ত করতে খুব বেশি আয়োজনের প্রয়োজন নেই, বড় সৈন্যবাহিনী এদের জন্য মশা মারতে কামান দাগার মতো। যাদেরকে সামান্য দাবার চালেই মাত করে দেয়া যায়, তাদের জন্য হাজার হাজার সৈন্যের জীবনের ঝুঁকি তিনি কেন নেবেন? এছাড়াও, মীরজাফরকে যখন নবাবীর টোপ গেলানো হয়, রবার্ট ক্লাইভ তখনই সিদ্ধান্ত নিয়ে নেন যে, সিরাজকে পরাজিত করার পর এই বদমাশটি সহ বাকিগুলোর পরিণতিও তাদের নবাবের মতোই হবে এবং হয়েছেও তাই। ইতিহাস সাক্ষ্য দেয়, মীরজাফর, উমিচাঁদ, রায়বল্লভ, ঘষেটি বেগম সহ প্রত্যেকটি বেইমানের করুণ মৃত্যু হয়েছে।

রবার্ট ক্লাইভ মীরজাফরের বেঈমানির উপর ভরসা করে যুদ্ধ করতে আসেননি। তিনি যুদ্ধে নেমেছিলেন বাঙালির মানসিকতা নিখুঁতভাবে বিশ্লেষণের মাধ্যমে ভবিষ্যৎ আন্দাজ করে। তিনি জানতন, যুদ্ধশেষে জনসম্মুখে নবাবকে হেনস্থা করলে এই জাতি বিনোদনে দাঁত কেলাবে কিংবা হা করে চেয়ে চেয়ে দেখবে। তাই বিনা দ্বিধায় সার্টিফিকেট দেয়াই যায়, বাঙালি জাতির মানসিকতা সবচেয়ে নিখুঁতভাবে মাপতে পারা ইতিহাসের প্রথম ব্যক্তিটির নাম রবার্ট ক্লাইভ!

যেই দিন Real Madrid খেলায় কাম-বেক করবে ঐই  পরতে বসবো 😁🥴
27/04/2025

যেই দিন Real Madrid খেলায় কাম-বেক করবে ঐই পরতে বসবো 😁🥴

হাসি দেওয়াটাও অন্যায়
20/04/2025

হাসি দেওয়াটাও অন্যায়

01/04/2025

কারো ঈদের ছবিতে যদি
রিয়েট দেওয়া বাকি থাকে তাহলে
মাফ করবেন 🙄🙃

তাকাব্বালাল্লাহু মিন্না ওয়ামিনকুমসবাইকে ঈদুল ফিতরের  শুভেচ্ছা। ঈদ মোবারক 🥰Eid Mubarak …💓
30/03/2025

তাকাব্বালাল্লাহু মিন্না
ওয়ামিনকুম
সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা।
ঈদ মোবারক 🥰
Eid Mubarak …💓

21/02/2025

আজকে দেখলাম ভাষা প্রেমিক রা
ফুল নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়
সাতে আবার friends দের কেউ নিছে ফুল দিতে

তরা আর ভালো হইলি না 😵‍💫🥴
08/02/2025

তরা আর ভালো হইলি না 😵‍💫🥴

কেউ ঘুরুক বা না ঘুরুক ১৪ ই ফেব্রুয়ারিতে আমি একাই ঘুরবো 😁🙄🥴
06/02/2025

কেউ ঘুরুক বা না ঘুরুক ১৪ ই ফেব্রুয়ারিতে আমি একাই ঘুরবো 😁🙄🥴

Address

Bhaluka
Mymensingh
2240

Telephone

+8801779746750

Website

https://www.youtube.com/@Amir-Hamja999

Alerts

Be the first to know and let us send you an email when Amir Hamja999 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Amir Hamja999:

Share