Abid Vai 01

Abid Vai 01 Let's Join Our Learn ICT Page

Learn ICT With Aowal
(1)

03/05/2025
05/04/2025

HSC-এর ডাক পড়েছে, বাজছে প্রস্তুতির ঘণ্টা,
পড়াশোনার মাঝেই এখন কাটে সকাল-দুপুর-রাত।
বই খাতা আর প্রশ্নপত্র, সবার সাথেই যুদ্ধ,
সাফল্যের স্বপ্ন আঁকে, করে কঠিন চেষ্টা শুদ্ধ।

রুটিন মেনে পড়ে যারা, সফল হবে তারা,
অলস যারা ঘুমায় শুধু, পিছিয়ে যাবে সারা।
ভয় নয়, চলো সাহস নিয়ে, প্রস্তুত হই আবার,
এইচএসসির জয় হোক, আসুক সোনালি সেই বার্তা বারবার।

05/04/2025

ফুল অ্যাডার (Full Adder) সম্পর্কিত একটি সৃজনশীল প্রশ্ন নিচে দেওয়া হলো, যা HSC পর্যায়ের জন্য উপযুক্ত:

---

সৃজনশীল প্রশ্ন:

রাকিব একটি ডিজিটাল ঘড়ি তৈরির জন্য একটি ডিজিটাল সার্কিট ডিজাইন করছে। সে চায় তার সার্কিটটি এমন হবে যেন এটি তিনটি বিট ইনপুট থেকে যোগফল নির্ণয় করতে পারে। এজন্য সে ফুল অ্যাডার সার্কিট ব্যবহারের পরিকল্পনা করে।

ক) ফুল অ্যাডার বলতে কী বোঝায়?
খ) হাফ অ্যাডার ও ফুল অ্যাডারের পার্থক্য লেখ।
গ) নিচের তিনটি ইনপুট (A = 1, B = 1, Carry in = 1) এর জন্য ফুল অ্যাডার ব্যবহার করে আউটপুট (Sum ও Carry out) নির্ণয় কর।
ঘ) ব্যাখ্যা কর যে, কীভাবে একাধিক ফুল অ্যাডার ব্যবহার করে বৃহত্তর বিটের বাইনারি যোগফল নির্ণয় করা যায়।

31/03/2025

1. কে সর্বপ্রথম মহাশূন্যে কৃত্রিম উপগ্রহ প্রেরণ করে?

উত্তরঃ ১৯৫৭ সালে ৪ অক্টোবর সোভিয়েত ইনিয়ন পৃথিবীর প্রথম কৃত্রিম উপগ্রহ “স্পুটনিক- ১” মহাশূন্যে প্রেরণ করেন।

19/03/2025

মনোযোগ, অধ্যবসায়, এবং আত্মবিশ্বাস—এইচএসসি পরীক্ষায় তোমার জয় নিশ্চিত!

18/03/2025

1. বর্তমান গণিতের জন্ম হয়েছে-

(ক)অংক থেকে
(খ) গণনা থেকে
(গ)গণিত থেকে
( ঘ)সংখ্যা থেকে

18/03/2025

১. সি ভাষায় ইন্টিজার ডেটা টাইপ কত বিটের?
ক) 8
খ) 16
গ) 32
ঘ) 48

"নীল আকাশের ছোঁয়ায় পাহাড়ের নীরবতা"
16/03/2025

"নীল আকাশের ছোঁয়ায় পাহাড়ের নীরবতা"

16/03/2025

1. সবচেয়ে বড় হেডিং ট্যাগ কোনটি?
(ক) (খ)
(গ) (ঘ)

15/03/2025

১. নিচের কোনটি যৌগিক গেইট?
(ক) OR Gate (খ) AND Gate
(গ) NOT Gate (ঘ) X-OR Gate

14/03/2025

1. ASCII - 7 নিচের কোনটি সঠিক?
(ক) 256 (খ) 128
(গ) 245 (গ) 127

14/03/2025

BCD কোড কত বিট

Address

Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abid Vai 01 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share