Ananna Roy Jotey

Ananna Roy Jotey "Narrow Your Aim, Expand Your Success"

অনলাইনে আমার নাম, ছবি ও পরিচয় ব্যবহার করে যারা ভুয়া (ফেইক) অ্যাকাউন্ট খুলে বিভ্রান্তি ছড়াচ্ছে — তাদের জন্য সতর্কবার্তা! ...
26/05/2025

অনলাইনে আমার নাম, ছবি ও পরিচয় ব্যবহার করে যারা ভুয়া (ফেইক) অ্যাকাউন্ট খুলে বিভ্রান্তি ছড়াচ্ছে — তাদের জন্য সতর্কবার্তা! আমি ইতোমধ্যেই সাইবার সেলে অভিযোগ করেছি। কোনো ধরনের অনৈতিক কার্যকলাপে জড়ালে, তার দায়ভার আপনাকেই নিতে হবে। সময় থাকতে সাবধান হোন, নয়তো আইনের পথে হাটতেই হবে!

প্রকৃতি শূন্যস্থান পছন্দ করে না। প্রকৃতিতে সবকিছু একটি  অন্যটির বিকল্প হিসেবে কাজ করে। তাই যেমন প্রকৃতির কোন অংশই কখনো খ...
08/05/2025

প্রকৃতি শূন্যস্থান পছন্দ করে না। প্রকৃতিতে সবকিছু একটি অন্যটির বিকল্প হিসেবে কাজ করে। তাই যেমন প্রকৃতির কোন অংশই কখনো খালি থাকে না তেমনি কারো স্থান কারোর জন্যই ফাঁকা থাকে না।🍃

মা মন দিয়ে কালের কণ্ঠ পত্রিকায় আমার গল্প পড়ছে।Saifur Rahman ভাই ও কালের কণ্ঠ পরিবারকে আন্তরিক ধন্যবাদ।
27/04/2025

মা মন দিয়ে কালের কণ্ঠ পত্রিকায় আমার গল্প পড়ছে।
Saifur Rahman ভাই ও কালের কণ্ঠ পরিবারকে আন্তরিক ধন্যবাদ।

আজকের দিনটি আমার জীবনের একটি বিশেষ অধ্যায়।কালের কণ্ঠ পত্রিকায় নিজের গল্প প্রকাশিত হতে দেখা—এ এক অনন্য অনুভূতি, যা ভাষায় ...
27/04/2025

আজকের দিনটি আমার জীবনের একটি বিশেষ অধ্যায়।
কালের কণ্ঠ পত্রিকায় নিজের গল্প প্রকাশিত হতে দেখা—এ এক অনন্য অনুভূতি, যা ভাষায় প্রকাশ করা কঠিন।

সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাই আমার সৃষ্টিকর্তাকে এবং আমার পরিবারকে, যাদের ভালবাসা, আস্থা ও সহযোগিতা ছাড়া এই যাত্রা কখনোই সম্ভব হতো না।
বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই Safiqur Rahman ভাইয়াকে, যিনি অত্যন্ত আন্তরিকভাবে আমার গল্পটিকে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন।

কালের কণ্ঠ পরিবারকেও আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
এই মুহূর্তটা আমার জীবনের একটি স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে।

কি করছে ক্লাসের আগে এসব?MOAS ACADEMY
20/04/2025

কি করছে ক্লাসের আগে এসব?MOAS ACADEMY

15/04/2025

দেখা হচ্ছে আপনাদের সাথে কোনো একটি ক্লাসে🔥

❝আপনার কনটেন্ট যতই ইনফরমেটিভ হোক না কেন, যদি সেটা মানুষের মনে ছাপ না ফেলে—তাহলে কেউ থামে না, পড়ে না, মনে রাখেও না।❞এখনকা...
12/04/2025

❝আপনার কনটেন্ট যতই ইনফরমেটিভ হোক না কেন, যদি সেটা মানুষের মনে ছাপ না ফেলে—তাহলে কেউ থামে না, পড়ে না, মনে রাখেও না।❞

এখনকার ডিজিটাল যুগে মানুষ ‘ফ্যাক্ট’ নয়, ‘ফিলিংস’ খোঁজে।
আর ফিলিংস আসে গল্প থেকে।
এই কারণেই স্টোরিটেলিং হচ্ছে কনটেন্ট লেখার সবচেয়ে শক্তিশালী অস্ত্র।

আজ আমরা শিখব এমন একটা স্টোরিটেলিং ফ্রেমওয়ার্ক, যেটা ব্যবহার করে আপনি যেকোনো সাধারণ ঘটনাকেও রূপ দিতে পারেন এক অনুপ্রেরণাদায়ক জার্নিতে।

🎯 The Hero’s Journey – ১২ ধাপের গল্প কাঠামো
এই ফ্রেমওয়ার্কটি বিশ্বজুড়ে বিখ্যাত লেখক, চলচ্চিত্র পরিচালক আর কনটেন্ট ক্রিয়েটররা ব্যবহার করেন—কারণ এটা কাজ করে।

চলুন দেখি, কিভাবে আপনি এই ১২ ধাপে একটা গল্প গঠন করবেন:

1. Ordinary World – সবকিছু শুরু হয় স্বাভাবিক জীবন থেকে।
(যেমন: একজন চাকরিজীবী, যার দিন কাটে একঘেয়েভাবে।)

2. Call to Adventure – হঠাৎ একটা সুযোগ বা সমস্যা সামনে আসে।
(যেমন: নিজের কিছু করার ইচ্ছা জাগে বা চাকরি চলে যায়।)

3. Refusal of the Call – ভয় আসে, সিদ্ধান্ত নিতে দ্বিধা হয়।
(‘আমি পারবো তো?’)

4. Meeting the Mentor – তখন একজন গাইড বা মেন্টরের দেখা মেলে।
(যিনি সাহস দেন, পথ দেখান।)

5. Crossing the Threshold – এবার শুরু হয় অজানার পথে যাত্রা।
(চাকরি ছেড়ে ফেলা, নতুন কিছু শুরু করা...)

6. Tests, Allies, Enemies – পথে নানা বাধা আসে, আবার সাহায্যও আসে।
(ক্লায়েন্ট পেতে সমস্যা, পরিবারে বিরোধ, আবার বন্ধুদের সাপোর্টও...)

7. Approach to the Inmost Cave – মূল চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া।
(ব্যবসা চলবে তো? টাকা আসবে তো?)

8. Ordeal – সবচেয়ে ভয়ানক মুহূর্ত।
(শেষ সঞ্চয় শেষ হয়ে যাচ্ছে...)

9. Reward – অবশেষে আসে সাফল্য, বিজয়।
(প্রথম বড় ক্লায়েন্ট, প্রথম লাখ টাকা ইনকাম...)

10. The Road Back – আবার পুরোনো জীবনে ফিরে যাওয়ার চেষ্টা।
(কিন্তু আপনি আর আগের মতো নন...)

11. Resurrection – আপনি বদলে গেছেন। নতুন আপনি তৈরি হয়েছে।
(আত্মবিশ্বাসী, সফল, অভিজ্ঞ...)

12. Return with the Elixir – এখন আপনি অন্যদের শেখাতে পারেন।
(আপনার অভিজ্ঞতা এখন অন্যদের অনুপ্রেরণা দিতে পারে।)

🎯 একটা বাস্তব উদাহরণঃ
একজন মানুষ যিনি একসময় কর্পোরেট চাকরি করতেন। নিজের কিছু করার সাহস পাচ্ছিলেন না। হঠাৎ একদিন এক মেন্টরের কথা শুনে সাহস করে ব্যবসা শুরু করেন। বহু বাধা আসে, অনেক কিছু শেখেন। আজ তিনি সফল উদ্যোক্তা। এখন তিনিও অন্যদের গাইড করেন।

এটাই তো Hero’s Journey!

উত্তরাধিকার ৭১ নিউজকে এবং রির্পোটার শোভন ভাইকে অসংখ্য ধন্যবাদ। নিউজ লিংক :https://m.u71news.com/article/279324/index.htm...
06/04/2025

উত্তরাধিকার ৭১ নিউজকে এবং রির্পোটার শোভন ভাইকে অসংখ্য ধন্যবাদ।

নিউজ লিংক :
https://m.u71news.com/article/279324/index.html

চারপাশে প্রচুর মানুষের সাথে দেখা হবে, অনেক ভিড় ঠেলে এগোতে হবে, অনেকরকম কথা কানে আসবে শুধু আপনাকে যেটা করতে হবে সেটা হলো...
27/03/2025

চারপাশে প্রচুর মানুষের সাথে দেখা হবে, অনেক ভিড় ঠেলে এগোতে হবে, অনেকরকম কথা কানে আসবে শুধু আপনাকে যেটা করতে হবে সেটা হলো ইগনোর। জীবনে কিছু মানুষ আবর্জনা ছড়াতে আসবে, তাদেরকে আগাছার মতো উপড়ে ফেলে দিতে হবে, লাইফ আপনার বাউন্ডারি আপনাকেই সেট করতে হবে, নেগেটিভিটি যেখানে দেখবেন সটান সেখান থেকে দূরে সরিয়ে নেবেন নিজেকে।
শুনতে খারাপ হলেও আপনার কাছের অনেক মানুষ আপনাকে খারাপ দেখতে চায়, তারা চায় সহানুভূতি নামক মলমের তলে একটু কাটা ঘায়ে নুন ছিটাতে, আপনি সিম্পলি সেই সুযোগ টাই দেবেন না, অযথা তর্কে যাবেন না, বোঝাতে যাওয়ার কোনো প্রয়োজন নেই, আপনার সামনে কেউ যদি বলে আপনি মূ'র্খ তাই মেনে হেসে বেরিয়ে আসুন, ওই যে সময় আর এনার্জি বাঁচিয়ে নিলেন, ব্যাস কেল্লাফতে। যে যা বলছে শুনে নিন, আর মুচকি হেসে শিরদাঁড়া সোজা করে নিজের সিদ্ধান্তটা নিজেই নিন, যারা নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে তারা আসলেই জীবন চেনে, বোঝে।
আপনাকে নিয়ে যখন বাকিরা সমালোচনা করতে ব্যস্ত থাকবে আপনি ঠিক সেই সময় গাছ লাগান, ঘুরে আসুন, রং তুলি নিয়ে ক্যানভাস সাজান, বাড়ি গোছান, কুরআন পড়ুন, গল্প পড়ুন, আরো দুটো সাহিত্য পড়ুন, নিজের পুরোনো ফটো দেখুন, ব্যাডমিন্টন খেলুন, ফটো তুলুন, চা খেতে বেরিয়ে পড়ুন, সেলাই করুন, পুজো করুন, মোটকথা তাদের কথায় রিয়েক্ট করবেন না, যা বলছে বলুক, আপনার কানে এলেও ফেলে দিন, দিনশেষে আপনি জানেন আপনি কি, কেমন, আর এটাও জানেন যারা বলছে তারা আপনার কাছে জাস্ট ম্যাটার করেনা ঠিক এইটাই।
একটা বাউন্ডারি সেট করুন, একদম যাদের বা যার বুকে মিশে আপনি শ্বাস নেবেন, যার সামনে আপনি আয়নার মতো দাঁড়াতে স্বাচ্ছন্দ্য বোধ করেন ঠিক তাদের কাছেই ওপেন আপ হন, তাদের কাছেই এক্সপ্লেন করুন, তাদের কাছেই ঝুঁকতে শিখুন, কারণ হয়তো তারা বা সে আপনাকে খারাপ দেখতে চাইবে না।
বাদবাকি দুনিয়াকে ' মালা ঘুরা ' করে ঝেড়ে ফেলে দিন।
একটা কথা মাথায় রাখবেন জীবন অনেক সুন্দর, আপনি যে জীবন টা বাঁচতে পারছেন সেটা অনেক সুন্দর, আপনাকে শুধু মাঝে মাঝে গজিয়ে ওঠা আগাছা গুলো মিটিয়ে ফেলতে হবে অথবা কোণে একটা কাঁটাঝোর দেখতে পেলে সাইড কাটিয়ে চলে আসতে হবে, সবকিছুর উত্তর দিতে নেই, সবকিছুতে রিয়েক্ট করতে নেই, সবাইকে বোঝানোর কোনো প্রয়োজন নেই, এগুলো বাদ না দিতে পারলে, লস টা আপনারই।

উচিত জবাব কথায় নয়, কাজে দিতে হয়!ফেরুচ্চিও ল্যাম্বোরগিনি, এক সাধারণ ট্রাক্টর মেকানিক, নিজের দক্ষতা ও জেদের মাধ্যমে সুপারক...
27/03/2025

উচিত জবাব কথায় নয়, কাজে দিতে হয়!

ফেরুচ্চিও ল্যাম্বোরগিনি, এক সাধারণ ট্রাক্টর মেকানিক, নিজের দক্ষতা ও জেদের মাধ্যমে সুপারকার ব্র্যান্ড Lamborghini প্রতিষ্ঠা করেন। আর হ্যাঁ, বাধা আসবেই, উপহাস হবে—কিন্তু আত্মবিশ্বাস হারালে চলবে না!

নিজেকে এমনভাবে গড়ে তুলুন, যাতে একদিন আপনার কাজই হয়ে ওঠে আপনার সবচেয়ে বড় জবাব!

Address

Mymensingh
2200

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ananna Roy Jotey posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ananna Roy Jotey:

Share