Allahu Akbar

Allahu Akbar اخْلِصُ دِينَكَ يَكْفُكَ الْعَمَلُ الْقِلَيلُ
- তোমার ঈমানকে খাটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। ❤️🌸

07/03/2025

– রাসূল (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন,

কোন রোযা পালনকারীকে যে ব্যক্তি ইফতার করায় সে লোকের জন্যও রোযা পালনকারীর সমপরিমাণ সাওয়াব রয়েছে। কিন্তু এর ফলে রোযা পালনকারীর সাওয়াব থেকে বিন্দুমাত্র কমানো হবে না।

তিরমিযি: ৮০৭

06/03/2025

আকস্মিক মৃত্যু থেকে বাঁচতে মহানবী (সা.) একটি বিশেষ দোয়া পড়তেন। দোয়াটি হলো -

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَدْمِ وَأَعُوذُ بِكَ مِنَ التَّرَدِّي وَأَعُوذُ بِكَ مِنَ الْغَرَقِ وَالْحَرَقِ وَالْهَرَمِ وَأَعُوذُ بِكَ أَنْ يَتَخَبَّطَنِي الشَّيْطَانُ عِنْدَ الْمَوْتِ وَأَعُوذُ بِكَ أَنْ أَمُوتَ فِي سَبِيلِكَ مُدْبِرًا وَأَعُوذُ بِكَ أَنْ أَمُوتَ لَدِيغًا উচ্চারন: আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল হাদমি ওয়া আউজুবিকা মিনাত তারাদ্দি, ওয়া আউজুবিকা মিনাল গারাকি ওয়াল হারকি ওয়াল হারাকি ওয়াল হারামি ওয়া আউজুবিকা আঁইয়াতাখব্বাতানিশ শাইতনু ইংদাল মাওতি ওয়া আউজুবিকা আন আমুতা ফি সাবিলিকা মুদবিরান ওয়া আউজুবিকা আন আমুতা লাদি-গান।

অর্থ: হে আল্লাহ, আপনার কাছে চাপা পড়ে মারা যাওয়া থেকে আশ্রয় চাই, গহ্বরে পড়ে মারা যাওয়া থেকে আশ্রয় চাই, আপনার কাছে পানিতে ডুবে ও আগুনে পুড়ে মৃত্যুবরণ থেকে এবং অতিবার্ধক্য থেকে আশ্রয় চাই। আপনার কাছে মৃত্যুকালে শয়তানের প্রভাব থেকে আশ্রয় চাই, আপনার পথে যুদ্ধ থেকে পলায়নপর অবস্থায় মারা যাওয়া থেকে আশ্রয় চাই এবং আপনার কাছে বিষাক্ত প্রাণীর দংশনে মারা যাওয়া থেকে আশ্রয় চাই।
(আবু দাউদ: ১৫৫২; নাসায়ি: ৫৫৪৬; হাকিম: ১ / ৫৩১)

আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম ‘আলা নাবিয়্যিনা মুহাম্মাদ ﷺ 🤍✨
31/01/2025

আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম ‘আলা নাবিয়্যিনা মুহাম্মাদ ﷺ 🤍✨

– যখন পৃথিবীর কেউ আপনাকে বুঝতে চেষ্টা করে না, তখন এতটুকু মনে রাখুন আল্লাহ্ আপনাকে বুঝেন। --- ড. বিলাল ফিলিপ্স
29/01/2025

– যখন পৃথিবীর কেউ আপনাকে বুঝতে চেষ্টা করে না, তখন এতটুকু মনে রাখুন আল্লাহ্ আপনাকে বুঝেন। --- ড. বিলাল ফিলিপ্স

29/01/2025

❤️🌸

“তোমরা দুনিয়ার জীবনকে ভালোবাসো, কিন্তু আখিরাতের চিন্তা করো না।” – (আল-কুরআন, সূরা আল-কিয়ামাহ: ২০-২১)
29/01/2025

“তোমরা দুনিয়ার জীবনকে ভালোবাসো, কিন্তু আখিরাতের চিন্তা করো না।” – (আল-কুরআন, সূরা আল-কিয়ামাহ: ২০-২১)

– রাসুল (সাঃ) বলেন,কেউ যদি আমাকে স্বপ্নে দেখে তাহলে সত্যই দেখেছে; কারণ শয়তান আমার রুপ ধরতে পারেনা। (বুখারীঃ৬৭২৪)
28/01/2025

– রাসুল (সাঃ) বলেন,কেউ যদি আমাকে স্বপ্নে দেখে তাহলে সত্যই দেখেছে; কারণ শয়তান আমার রুপ ধরতে পারেনা।

(বুখারীঃ৬৭২৪)

28/01/2025

সুবহানআল্লাহ.!
কি চমৎকার কোরআন তিলাওয়াত।
যত শুনবেন ততই বেশি মুগ্ধ হবেন.!🌸🤎

29/12/2024

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

قُلۡ هُوَ ٱللَّهُ أَحَدٌ

ٱللَّهُ ٱلصَّمَدُ

لَمۡ يَلِدۡ وَلَمۡ يُولَدۡ

وَلَمۡ يَكُن لَّهُۥ كُفُوًا أَحَدُۢ

১. বলুন, তিনিই আল্লাহ এক ও অদ্বিতীয়।
২. আল্লাহ কারো মুখাপেক্ষী নন। (আমরা সবাই আল্লাহর মুখাপেক্ষী)
৩. তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি।
৪. আর তিনি আল্লাহর কোন সমকক্ষও নেই।

— সূরা ইখলাস!!

25/12/2024

_____আপনাকে ভালোবাসি ইয়া রাসুলুল্লাহ' ﷺ 💝
❛❛আল্লাহুম্মা সল্লি ওয়া'সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ❜❜ ﷺ💖😔🤲

24/12/2024

নিঃস্ব অবস্থা কি দোয়া পড়বেন?

🎙️ আবু ত্বহা মুহাম্মদ আদনান ❤️

Address

Mymensing

Telephone

+8801999217104

Website

Alerts

Be the first to know and let us send you an email when Allahu Akbar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Allahu Akbar:

Share