Shyamgonj News

Shyamgonj News সত্য ও উন্নয়নের স্বার্থে সবার কথা বলে

আকুল আবেদন, জালশুকা কুমুদগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ২০২২ ব্যাচের তামিম ব্লাড ক্যান্সারে আক্রান্ত সকলের সহযোগিতা প্রয়োজন। চট্টগ...
08/07/2025

আকুল আবেদন,
জালশুকা কুমুদগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ২০২২ ব্যাচের তামিম ব্লাড ক্যান্সারে আক্রান্ত সকলের সহযোগিতা প্রয়োজন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে সদ্য চান্সপ্রাপ্ত আমাদেরই মেধাবী ভাই তামিম।
তামিম এর বাড়ি পূর্বধলা উপজেলাধীন পাবই গ্রামে। পিতাহারা তামিমের মা আর ছোট বোন রয়েছে তার পরিবারে।
জালশুকা কুমুদগঞ্জ উচ্চ বিদ্যালয় এ মাধ্যমিক এবং আনন্দ মোহন কলেজে উচ্চ মাধ্যমিক পড়েছে সে।
মানবিক আবেদন তামীম ব্লাড ক্যান্সারে আক্রান্ত ওর অবস্থা অবনতির দিকে,আপনার ক্ষুদ্র অবস্থান থেকে মেধাবী অসহায় ভাইটির পাশে দাড়ান।

ওর জীবনটা কষ্ট কেটে গেল,যখন থেকে বাবা হারা হলো। নাই বড় ভাই নাই বড় বোন। ছোট একটা বোন আছে ৮ ম শ্রেণীতে পড়ে।
তার খরচও সে বহন করতো।

তার আশ্রয় স্থল ছিল কেটে খাওয়া চাচা আর দাদা- দাদু। আর্থিক ভাবে তারা সবাই দূর্বল।
কলেজের টাকা জোগাড় করতো কখনো বা বন্ধু মহল থেকে ধার করে কখনো বা টিউশনি কখনো বা কাজ করে।

PSC, JSC, SSC,HSC সব গুলোতে গোল্ডেন (A+) কাজ করে কাজ করে শহরে ঠিকে তাকাটাও এতটা সহজ ছিল না।
তার অবস্থা এখন খুবই গুরুতর তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হবে,,,, সবার কাছে অনুরোধ নিজ নিজ জায়গা থেকে একটু এগিয়ে আসুন। তার পরিবারের পক্ষে এত টাকা খরচ বহন করার মতো ক্ষমতা নাই। সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিন।
সবাই দয়া করে শেয়ার করবেন প্লিজ।
যোগাযোগ এবং টাকা পাঠানোর নাম্বার:
01964920938 ( বি-কাশ পারসোনাল) তামিমের বন্ধু শাহাদাৎ হোসেন
01403708699( ন-গদ পারসোনাল) তামিমের কাকা ( বারেক )
আল্লাহ তুমি তামিমের সহায় হও। আমিন
゚ ゚viralシviralシfypシ゚viralシalシ

শ্যামগঞ্জ বাজার, শহীদ সুধীর বড়ুয়া রোড এর  দীপংকর রায় গৌরব  সোয়াই নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা গেছে। তার আত্মা...
05/07/2025

শ্যামগঞ্জ বাজার, শহীদ সুধীর বড়ুয়া রোড এর দীপংকর রায় গৌরব সোয়াই নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা গেছে। তার আত্মার শান্তি কামনা করছি

আজ, শ্যামগঞ্জ সচেতনতাবাসীর উদ্যোগে ময়লা পরিষ্কার ও পানির চলাচলের জন্য ষ্টেশন রোডে  কাজ চলছে।
05/07/2025

আজ, শ্যামগঞ্জ সচেতনতাবাসীর উদ্যোগে ময়লা পরিষ্কার ও পানির চলাচলের জন্য ষ্টেশন রোডে কাজ চলছে।

একটি শোক সংবাদশ্যামগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামসুল কবির খান স্যার আজ বিকাল ৫.০০ ঘটিকায়...
03/07/2025

একটি শোক সংবাদ
শ্যামগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামসুল কবির খান স্যার আজ বিকাল ৫.০০ ঘটিকায় ইন্তেকাল করেছেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

18/06/2025

ময়মনসিংহ অলাকা নদী বাংলা মোবাইলের দোকান থেকে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। আনুমানিক কোটি টাকার মোবাইল নিয়ে গেছে বলে জানিয়েছেন দোকান মালিক।

গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে শ্যামগঞ্জ বার্তা নামক একটি ফেসবুক পেইজ থেকে ভুয়া ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রচার ক...
10/05/2025

গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে শ্যামগঞ্জ বার্তা নামক একটি ফেসবুক পেইজ থেকে ভুয়া ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রচার করা হচ্ছে।

এতে স্থানীয় ব্যবহারকারীদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে এবং অনেকেই "শ্যামগঞ্জ নিউজ" কে ভুলবশত শ্যামগঞ্জ বার্তা পেইজের সাথে সংশ্লিষ্ট ভাবছেন।

শ্যামগঞ্জ নিউজ এবং শ্যামগঞ্জ বার্তা নামক পেইজ দুটির (এডমিন), মালিকানা বা কার্যক্রমের মধ্যে কোনো সম্পর্ক নেই।

25/04/2025

শতাব্দীর রহস্যে ঘেরা রাজধলা বিল
#রাজধলাবিল #প্রকৃতি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও চরপাড়ায় মোবাইল কোর্ট: দা/লা/ল/দে র কা/রা/দ/ণ্ড ও ফার্মেসিকে জরিমানা।আজ, ২২শে এপ্রিল, ২০...
22/04/2025

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও চরপাড়ায় মোবাইল কোর্ট: দা/লা/ল/দে র কা/রা/দ/ণ্ড ও ফার্মেসিকে জরিমানা।

আজ, ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ, মঙ্গলবার সকাল ১০:৩০ থেকে দুপুর ১:৩০ পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও চরপাড়ার বিভিন্ন ফার্মেসিতে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মুফিদুল আলমের নির্দেশে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত এই অ/ভি/যা/নে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ জন দা/লা/ল/কে বিভিন্ন মেয়াদে কা/রা/দ ণ্ড ও অ/র্থ/দ/ণ্ড প্রদান করা হয়েছে। এদের মধ্যে কেউ ১৫ দিন আবার কেউ ২ মাসের কারাদণ্ডাদেশ পেয়েছেন।

এছাড়াও, চরপাড়া এলাকার ৩টি ফার্মেসিতে অভিযান চালিয়ে অ/বৈ/ধ ঔষধ রাখার প্রমাণ পাওয়া যায়। এই অ/প/রা/ধে ফার্মেসিগুলোকে সম্মিলিতভাবে ১২ হাজার টাকা অর্থদ/ণ্ড করা হয়েছে।

22/04/2025

SHYAMGONJ NEWS
সত্য ও উন্নয়নের স্বার্থে সবার কথা বলে।

Youtube Channel: https://youtube.com/

Telegram Channel: https://t.me/shyamgonjnews

সাবস্ক্রাইব করে সাথে থাকুন।

19/04/2025
গৌরীপুরে ১ হাজার ৮০০ পিস ই/য়া/বা সহ জামাই-শ্বশুরকে গ্রে/প্তা/র করেছে মা/দ/কদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।শনিবার উপজেলার বোকা...
19/04/2025

গৌরীপুরে ১ হাজার ৮০০ পিস ই/য়া/বা সহ জামাই-শ্বশুরকে গ্রে/প্তা/র করেছে মা/দ/কদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শনিবার উপজেলার বোকাইনগর ইউনিয়নের টাঙ্গাটিপাড়া গ্রাম থেকে তাদের গ্রে/প্তা/র করা হয়।
গ্রে/প্তা/রকৃতরা হলেন- বোকাইনগর ইউনিয়নের টাঙাটিপাড়া এলাকার আব্দুল কদ্দুছের ছেলে সজিব আহমেদ ও তার শ্বশুর মো. রইছ উদ্দিন।

মা/দ/কদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের পরিদর্শক চন্দন গোপাল সুর জানান, গোপন খবরে টাঙাটিপাড়া এলাকায় অ/ভি/যা/ন চালায় তারা।

এ সময় সজিবের দেহ ও ঘর তল্লাশি করে এক হাজার ৮০০ পিস ই/য়া বা জ/ব্দ করা হয়। তিনি বলেন, শ্বশুর রইছ উদ্দিনের ভোটার আইডি কার্ড দিয়ে মোবাইলে সিম তুলে তা দিয়ে সজিব মা/দ/কে/র কারবার করে আসছিল। ই/য়া/বা জব্দের ঘটনায় গৌরীপুর থানায় নিয়মিত মা ম/লা হয়েছে।

18/04/2025

শ্যামগঞ্জ একটি দোকানে নষ্ট মাংস বিক্রিতে ক্রেতার তীব্র ক্ষোভ

ভিডিও কমেন্টে....

Address

2411 Shyamgonj
Mymensingh
2411

Telephone

+8809678514642

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shyamgonj News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shyamgonj News:

Share