
08/07/2025
আকুল আবেদন,
জালশুকা কুমুদগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ২০২২ ব্যাচের তামিম ব্লাড ক্যান্সারে আক্রান্ত সকলের সহযোগিতা প্রয়োজন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে সদ্য চান্সপ্রাপ্ত আমাদেরই মেধাবী ভাই তামিম।
তামিম এর বাড়ি পূর্বধলা উপজেলাধীন পাবই গ্রামে। পিতাহারা তামিমের মা আর ছোট বোন রয়েছে তার পরিবারে।
জালশুকা কুমুদগঞ্জ উচ্চ বিদ্যালয় এ মাধ্যমিক এবং আনন্দ মোহন কলেজে উচ্চ মাধ্যমিক পড়েছে সে।
মানবিক আবেদন তামীম ব্লাড ক্যান্সারে আক্রান্ত ওর অবস্থা অবনতির দিকে,আপনার ক্ষুদ্র অবস্থান থেকে মেধাবী অসহায় ভাইটির পাশে দাড়ান।
ওর জীবনটা কষ্ট কেটে গেল,যখন থেকে বাবা হারা হলো। নাই বড় ভাই নাই বড় বোন। ছোট একটা বোন আছে ৮ ম শ্রেণীতে পড়ে।
তার খরচও সে বহন করতো।
তার আশ্রয় স্থল ছিল কেটে খাওয়া চাচা আর দাদা- দাদু। আর্থিক ভাবে তারা সবাই দূর্বল।
কলেজের টাকা জোগাড় করতো কখনো বা বন্ধু মহল থেকে ধার করে কখনো বা টিউশনি কখনো বা কাজ করে।
PSC, JSC, SSC,HSC সব গুলোতে গোল্ডেন (A+) কাজ করে কাজ করে শহরে ঠিকে তাকাটাও এতটা সহজ ছিল না।
তার অবস্থা এখন খুবই গুরুতর তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হবে,,,, সবার কাছে অনুরোধ নিজ নিজ জায়গা থেকে একটু এগিয়ে আসুন। তার পরিবারের পক্ষে এত টাকা খরচ বহন করার মতো ক্ষমতা নাই। সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিন।
সবাই দয়া করে শেয়ার করবেন প্লিজ।
যোগাযোগ এবং টাকা পাঠানোর নাম্বার:
01964920938 ( বি-কাশ পারসোনাল) তামিমের বন্ধু শাহাদাৎ হোসেন
01403708699( ন-গদ পারসোনাল) তামিমের কাকা ( বারেক )
আল্লাহ তুমি তামিমের সহায় হও। আমিন
゚ ゚viralシviralシfypシ゚viralシalシ