
23/05/2025
সুখী নয়, সুখী মনে করি।
আমি আমার জীবনে কিছু বিষয় সবসময় মেনে চলার চেষ্টা করি যা আমাকে হাজারো কষ্ট, না পাওয়ার তীব্র যন্তণা, একাকিত্ব, মানুষের কথার আঘাত, এবং আরও অনেক কিছুই যা প্রতিনিয়ত মোকাবেলা করতে হয়,
এত কিছুর পরেও আমি হাস্যজ্বল, পজিটিভ, ও নিজেকে সুখী মনে করি।
যে ০৬ টি বিষয় মেনে চলি চাইলে তোমরাও মেনে চলতে পারো।
1. Trust on allah
( আল্লাহ উপর ভরসা রাখা)
তুমি যে অবস্থান ই থাক, যাই ই করো, ব্যর্থতার একদম সর্বনিম্ন স্তরে থাকো সেটা কোন ম্যাটার না তুমি জাস্ট আল্লাহ পাকের উপর ভরসা রাখো।
2) Believe in yourself.
(নিজেকে বিশ্বাস করো)
তুমি যদি তোমাকেই বিশ্বাস করতে না পারো, তোমার মাঝে যে সম্ভাবনা, শক্তি, আর হাল না ছেড়ে দিয়ে সামনে এগিয়ে যাওয়ার যে যে অদম্য শক্তি তোমার রয়েছে সেটা যদি তুমি বিশ্বাস না করো তাহলে কিভাবে সফল বা সুখী হবে।
3) make sure your income is halal.
( নিশ্চিত করো তোমার উপার্জন হালাল)
তুমি যাই উপার্জন করো সেটা হালাল, আর তার জন্য সবকিছু ইভেন যদি অফিস ছেড়ে দিয়ে জুতা সেলাই করতে হয় তাও করো।
4) make your parents happy.
(মা-বাবা কে খুশি রাখা)
উজাড় করে দেও নিজেকে, যেমনটা তুমি শিশু কালে পেয়েছিলে তোমার মা-বাবার কাছ থেকে।
তোমার মা-বাবা খুশি মানেই তুমি সবচেয়ে বড় সফল ও সুখী মানুষ।
5) never betrays with anyone,just forgive.
(কারো সাথে বেঈমানী করো না, জাস্ট ক্ষমা করে দাও)
কে আমাকে আঘাত করেছে,চূর্ণবিচূর্ণ করে দিয়েছে, ক্ষত-বিক্ষত করে দিয়ে আজ ভালো আছে এই সব ভূলে গিয়ে একটা মুচকি হাসি দিয়ে আকাশের দিকে তাকিয়ে মাফ করে দাও আর তোমার সাথে এমন টা হয়েছে তাই তুমি ই অন্যজনের সাথে একই কাজ করবে তা থেকে বাহির হয়ে এসো
6) Remember those faces who helped you when you were in trouble.
(তোমার বিপদে যারা পাশে ছিলো তাদের মনো রেখো)
সেই মুখ গুলো কে কোন দিন ভূলে যেযো না সে মানুষ গুলো তোমার দু:সময়ে ছায়ার মত ছিলো, তোমাকে সাহায্য করেছে,,,বিশেষ করো তোমার বন্ধু-বান্ধব যারা তোমার পাশে ছিলো বলেই আজ তুমি এখানে।
তাদের আগলে রাখো, সময় দাও, তুমি যেনো তাদের পাশে থাকতে পারো তার চেষ্টা করো।
এই ০৬ টি বিষয় তোমরা মেনে চলো ইনশাআল্লাহ, ভালো থাকবে, মানসিক শান্তি আর তৃপ্তি পাবে তাহলে নিজেকে সফল আর সুখী মনে হবে।