Alhamdulillah- আলহামদুলিল্লাহツ

Alhamdulillah- আলহামদুলিল্লাহツ Page টি ভালো লাগলে Like দিয়ে আমাদের পাশে থাকুন🖤🥀

24/04/2025

আমি সেদিন ইন্সটায় একজন শায়েখের ভিডিও দেখসি। দেখিও নাই ঠিক, এটা মানে আল্লাহ আমারে চোখে আঙ্গুল দিয়ে দেখাইসেন মতো একটা ব্যাপার ছিলো।। উনি বলতেসিলেন, "হিজাব শুধু চোখ নিচে নামানো অথবা নিজের সৌন্দর্যকে ঢাকা না। ইয়াতীমের সামনে নিজের বাবার আদর নিয়ে কথা না বলা হিজাব, বিধবার সামনে নিজের স্বামীর প্রশংসায় ভেসে না যাওয়া হিজাব, যার সন্তান হয়নাই তার কাছে গিয়ে সন্তান থাকার উপকারিতা বর্ণনা না করা, যার টাকা নাই তার কাছে বিলাসীতার গল্প না করাও হিজাব।"
এরপর তিনি একটা হাদীস বললেন যেখানে রাসূল (সা:) বসে কিছু বাচ্চাদের খেলা দেখতেসিলেন। এমন সময় বাচ্চাদের মধ্য থেকে একজনের বাবা এসে বললেন, "আমার ছেলেকে নিয়ে যেতে এসেছি।"
তখন রাসূল (সা:) বললেন, তোমার ছেলের নাম কি?
তখন তিনি নাম বলার পর রাসূল (সা:) বললেন, "তুমি তোমার ছেলেকে আমার ছেলে বলে না ডেকে নাম ধরে ডেকো।" তখন সেই লোক খানিকটা অবাক হয়েই জানতে চাইলেন কেন?
তখন তিনি বললেন, এখানে খেলারত বাচ্চাদের মধ্যে অনেক ইয়াতীম আছে। তুমি তোমার ছেলেকে "আমার ছেলে" বলে যখন ডাকো, তখন ওদের মন খারাপ হয়।
[এই ঘটনাটা আমি মনে আছে যেভাবে সেভাবে লিখলাম। এক্যুরেট রেফারেন্স নাই। দুঃখিত।]

এভাবে আমি কখনো ভাবিনাই আসলে। নিয়ামত নিয়ে আমাদের আচরণের বহিঃপ্রকাশেও বিনয়ী হওয়া উচিৎ।
We must not forget that each of us is actually living someone else's dream life. জীবন আমাদের যা কিছু দিছে সেখানে আমাদের কোনো ক্রেডিট নাই, যা দেয়নাই সেখানেও আমাদের কোনো দোষ নাই।
তাই যেটা নাই সেটা নিয়ে যেমন হতাশ হওয়া যাবেনা, তেমনি যা আছে সেটা নিয়েও ঔদ্ধত্য দেখানোরও সুযোগ নাই।

লেখা:Shamsun Nahar Priya

19/04/2025

আমার বেলায় আব্বু নেই।😔

এই দু:খ আমি কীভাবে সামলায়।😭

দিন দিন নিজেকে মানসিক রোগী মনে হচ্ছে!😭

10/04/2025

আমার দুর্দান্ত ফলোয়ারদের জানাই ‘ফলো-ভার্সারি’-র শুভেচ্ছা। সমর্থন করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ! Nirmol Rayhan

10/04/2025

এটাই শেষ”—মাত্র দুটি শব্দ। অথচ এই ছোট্ট বাক্যের ভেতরে লুকিয়ে থাকে এক আকাশ সমান কান্না, এক মহাসাগরের মতো তলহীন যন্ত্রণা।

শব্দগুলো যতটা সহজ, তার ভেতরের কষ্ট ততটাই জটিল।
এই দুইটা শব্দের উচ্চারণে মুখে হয়তো কাঁপুনি আসে না,
কিন্তু বুকের ভেতর যেন একটা ঝড় বইতে থাকে, নিঃশব্দে সবকিছু ভেঙে চুরমার করে দেয়।

এটাই শেষ” মানে আর কিছু বলার নেই, আর কোনো ব্যাখ্যা নেই, কোনো সুযোগ নেই, আশা নেই। যেখানে অনুভূতিরা জমা হয়ে থাকে গলার কাছে, কিন্তু এক ফোঁটা অশ্রুও গড়ায় না, কারণ কান্নারও যেন ক্ষমতা ফুরিয়ে যায় তখন।

কেউ বুঝে না—এই সহজ কথার পেছনে কত রাত নির্ঘুম কেটেছে, কত স্বপ্ন কবর হয়েছে, আর কতবার বুক ভেঙে গেছে নিঃশব্দে। এই দুটো শব্দে কখনো শেষ হয়ে যায় একটি সম্পর্ক, কখনো এক জীবনভর আশা, আর কখনো নিজেকেই হারিয়ে ফেলার একান্ত চুপচাপ স্বীকারোক্তি।

এটাই শেষ”—বলতে যতটা সহজ,বোঝা ঠিক ততটাই ভারী…
যা কাঁধে নয়, বুকের ভেতর বয়ে নিয়ে চলতে হয় চিরকাল।

08/04/2025

একদিন আবু হানীফা রহ. ইশার নামায পড়ছিলেন। তিনি সূরা যিলযাল তিলাওয়াত করলেন। নামায শেষে ইমাম আবু হানীফা সূরাটি নিয়ে ভাবতে আরম্ভ করলেন। সূরায় উল্লিখিত কিয়ামত ও বিচার-বিষয়ক আলোচনা তার ভাবনার জগতে ঝড় তুলল। ভেতর থেকে দীর্ঘশ্বাস বের হতে লাগল। কাঁদো কাঁদো স্বরে বলছিলেন, হে ওই সত্তা—যিনি ছোট থেকে ছোট নেক কাজের প্রতিদান দেবেন এবং তুচ্ছ থেকে তুচ্ছ পাপের শাস্তি দেবেন—যদি আমায় পাকড়াও করেন, আমার কী উপায় হবে!

মসজিদে টিমটিম করে বাতি জ্বলছিল। মুআজ্জিন সাহেব দেখলেন, আবু হানীফা রহ. মসজিদে। কিছুক্ষণ পর হয়তো চলে যাবেন, আর আমি গিয়ে বাতি নিভিয়ে দেব। এই ভেবে মুআজ্জিন সাহেব চলে গেলেন। এদিকে আবু হানীফা রহ. আয়াতের গভীরে ডুবে আছেন।

অনেকক্ষণ পর যখন মুআজ্জিন সাহেব বাতি নেভানোর জন্য হাত বাড়ালেন, তখন আবু হানীফা রহ. বুঝতে পারলেন, হয়তো কেউ বাতি নেয়ার জন্য এল। জিজ্ঞেস করলেন, বাতি নেয়ার জন্য এলেন? মুআজ্জিন সাহেব বললেন, না। এখন তো সকাল হয়ে গেছে।

[কুরআনের গভীরে : কেন ও কীভাবে, ১৭৪-১৭৫]

03/04/2025

গোটা একটা জেনারেশন কার্টুন হতে চাচ্ছে, আল্লাহর সৃষ্টি তাদের পছন্দ হচ্ছে না।
নাউজুবিল্লাহ।

03/04/2025

কোথা শান্তি পাবো কোথায় গিয়ে😔

02/04/2025

বাবাতেই শক্তি!❤️

মায়ে অনুপ্রেরণা🌸

02/04/2025

একদিন গরম পানি' আর বড়ই পাতা, পৃথিবীর সব মায়া ধুয়ে দিবে!😅❤️‍🩹

02/04/2025

আব্বা মূলত কবরে না আছে আমার বুকে
বুকটা আমার কবর কবর লাগে।

শেষ গন্তব্য"
01/04/2025

শেষ গন্তব্য"

31/03/2025

ঈদ মোবারক আব্বু!🙂

কখনো বলা হয়নি অনেক বেশিই ভালোবাসি তুমায়।
তুমি ছিলা বলেই তুমার মেয়েটা হাসতো মন খুলে।
তুমি ছিলা বলেই তুমার মেয়েটা বাঁচতো স্বাধীনভাবে।

তুমি না থাকার অভাব টা কিছু দিয়ে পূর্ণ হবার নয়।

তুমার সাথে কাটানো ঈদ গুলো মধ্যে শেষ ঈদ ছিল ২০২৩ এ।

বার বার বলছিলা আমি চলে আসাতে তুমি নাকি একা হয়ে গেছো।

আজ আমি বলি- তুমি চলে যাওয়াতে তুমার মেয়েটা বড্ড একা হয়ে গেছে।

আব্বু তুমাদের এখানেও কি ঈদ পালন হয়!😔

Address

Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when Alhamdulillah- আলহামদুলিল্লাহツ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category