06/09/2025
শিশু পচা কথা বললে বা গা!লি দিলে কী করণীয়?
১. রিএকশন দেবেন না: বাচ্চারা এধরণের শব্দ বলে বড়দের রিএকশন দেখতে চায়। এটা আসলে ভালো দিক যে ওদের সেন্স অব হিউমার ডেভেলপ করছে। তাই আপনি রিএকশন দিলে, হোক নেগেটিভ বা পজিটিভ, ওরা এটাতে পচা কথাটা বারবার বলতে থাকবে। কিছুই শোনন নি এমন ভাব করবেন।
২. খেয়াল করুন এসব কথা কোথা থেকে শিখছে। যদি টিভি দেখে বা পরিবারের কোন বড় সদস্য থেকে শুনে শেখে, এগুলো বন্ধ করতে হবে, তাদের বুঝিয়ে বলতে হবে।
৩. বাচ্চা যখন বারবার বারবার বলেই যাচ্ছে, আপনি হয়তো অনেক মানুষের মধ্যে আছেন, তখন তৎক্ষনাৎ সেটা বন্ধ করতে শিশুকে ডিস্ট্র্যাক্ট করার, অন্যদিকে মন ঘোরানোর।
৪. শিশু যখন কোন ভালো শব্দ/কথা বলবে, তার অনেক প্রশংসা করুন। "বাহ! তুমি তো খুব সুন্দর কথা বলতে পারো!" এতে ওর ভালো কথা বলার এবং শেখার প্রতি আগ্রহ বাড়বে।
৫. একটু বড়, ৬+ বছর বয়সী বাচ্চারা পচা কথার অর্থ অনেক সময় বুঝেই বলে। সেক্ষেত্রে ওদের শান্তভাবে বুঝিয়ে বলতে হবে কেন এধরণের কথা বলা ঠিক না। সুন্দর ভাষায় কথা বলতে হয়। কেউ বললে তাকেও নিষেধ করতে হয়।
৬. শিশু পরিবারের বাইরে কাদের সাথে মিশছে, তাদের পারিবারিক শিক্ষা কেমন তার ওপর নজর রাখুন। এক্ষেত্রে একটা সুস্থ পরিবেশ বা এলাকায় বাসা নেয়া বাবা মা হিসেবে সামর্থ্য অনুযায়ী আমাদের প্রায়োরিটি হওয়া উচিত।
**যা যা করা উচিত নয়:
- বকা দেবেন না, মা!রবেন না। এতে সে কাজটা আপনার সামনে না করলেও লুকিয়ে করবে।
- হাসবেন না। এতে সে মজা পেয়ে আরও বেশি করে করবে।
- শিশুর সামনে নিজেদের এবং পরিবারের অন্যান্যরা যেনো এধরণের ভাষা ব্যবহার না করে সে ব্যাপারে সতর্ক থাকুন এবং থাকতে বলুন।
- শিশু টিভি বা মোবাইলে কী ধরনের ভিডিও দেখছে এসব সবসময় নজরে রাখুন। ডিভাইস শিশুর হাতের নাগালের বা নিয়ন্ত্রণের বাইরে রাখুন, টিভি দেখতে দিলে রিমোট হাতে দেবেন না।
Fariha Rashid
Parenting Page:The Cycle Breaker Mom