MR. ZAT=Z

MR. ZAT=Z শহরের বড় বিলবোর্ডগুলোতে
নিঃসংকোচে লিখে দিতে চাই

আমি নষ্ট মানব, আমার কোনো শাখা-প্রশাখা নাই

16/12/2024

টুঙ্গীপাড়ার ঢঙ্গি মেয়েটা আজ থাকলে,
"শোকে" কালো শাড়ি পড়তো,
নাকে থাকতো পানি, হাতে থাকতো টিস্যু,
আর মুখে থাকতো স্বজন হারানোর বেদনা 😎

প্রতিটা পুরুষ তার পছন্দের নারীর কাছে এরচেয়ে বেশি কিছুই চায়না। বিশ্বাস করুন আর কিচ্ছু না।পুরুষ তার পছন্দের নারীর কাছে এরক...
09/11/2024

প্রতিটা পুরুষ তার পছন্দের নারীর কাছে এরচেয়ে বেশি কিছুই চায়না। বিশ্বাস করুন আর কিচ্ছু না।

পুরুষ তার পছন্দের নারীর কাছে এরকম বিশ্বস্ততা পেলে সবটুকু উজাড় করে দিয়ে ভালোবাসে। সে কোনো স্বার্থ ছাড়া পুরো পৃথিবীর বিপক্ষে চলে যেতে প্রস্তুত থাকবে।

আপনাকে শুধু এতটুকু ভরসা দিতে হবে- আমি শুধুমাত্র একান্তই তোমার। আমার তোমার সঙ্গ ছাড়া আর কোনো পুরুষের সঙ্গ চাইনা। ক্লান্তিতে মাথা ঠেকাতে আমার আজীবন তোমার কাঁধ টাই চাই। 🥰

07/11/2024

important topic

06/11/2024

কেবল পেয়েই নয়;
না পেয়েও শুকরিয়া আদায় করুন।

কেননা, মহান আল্লাহ বান্দাদের যা দেয়, এবং যা দেয় না
উভয়ই মঙ্গলকর।
আলহামদুলিল্লাহ।

22/10/2024

এতো কিছুর পরও তার সন্তানের প্রতি কোনো অভিযোগ নেই।
অভিশাপ দিতে হবে না মা🥲
অভিশাপ তো এমনি লেগে যাবে 😔

15/10/2024

ডিপ্রেশনে থাকা মানুষগুলো কে কখনো সামনে দাড়িয়ে কাঁদতে দেখতে পাবেন না 😔

দেখবেন....
হয়তো পাগলামি করে মাতিয়ে রাখছে,
নয়তো মন খুলে হাসছে।

14/10/2024

হারানো শৈশব 😔❤️

11/10/2024

কতটা নির্বিক কন্ঠবাদী ,প্রতিটি 'মা' কেই উৎসর্গ করলো গানের কিছু প্রশ্ন ঝড়া বাক্য।

24/09/2024

পাহাড়ি মেয়েদের পক্ষে আছি💪💪
আর ছেলেদের বিষয়টা আর্মি ভাইয়েরা দেখেন
আপনারা যা ভালো মনে করেন😑😑

15/09/2024

আমার সাথে আছি আমি, আর আমার আত্মাডা 😔🥲

08/09/2024

যারা কখনো কারো হবে না
আমরা কেন শুধু তাদেরকেই ভালোবেসে যাই 🥀

06/09/2024

বাড়ি ছেড়েছি, ২০১৭ সালে।
বাড়ি ছাড়ার পর আর বাড়িতে টানা এক সপ্তাহ থাকা হয় নি।
যাই আর আসি! খুব জরুরী না হলে বাড়িতে যাওয়া হয় না।
গ্রামে থেকেছি আর কত বছর? ১৬ বা ১৭ বছর বয়স পর্যন্ত! তারপর থেকেই এই শহরে থাকি।
কত জায়গায় কতভাবেই এই শহরে থাকা হয় বা হয়েছে!
হলে-হোস্টেলে-মেসে-বাসা বাড়িতে- অফিসে-ফ্যাক্টরীতে, - কত রকমভাবেই থেকেছি!
তারুন্য ভরা জীবন নিয়ে এসেছিলাম এখন চুল সাদা হতে শুরু করেছে।
এতটা বছর এতটা সময় এ শহরে চোখের পলকে চলে গেলো, জীবন নিয়ে ভাবতেই পারি নি, অবসর নেই, অবকাশ নেই।
জ্ঞান-বুদ্ধি-শিক্ষা-শ্রম- সময় সব আমি এ শহরকেই দিয়ে গেছি অকাতরে!
তবু এ শহর আমার আপন হয়ে উঠে নি। আমি এ শহরের কোন কিছুর প্রতিই কোন টান অনুভব করি না।
আমার টান আছে, আমার মাটির ভিটার টিনের চালের গ্রামের ঘরটার প্রতি!
আমি অনুভব করি.....….😔
যে নদীতে সাঁতার শিখেছিলাম তার বয়ে চলা স্রোত! যে মেঠো পথ ধরে হাঁটতে হাঁটতে স্কুলে যেতাম সেই পথ আমাকে টানে!
পাল তোলা নৌকা, কলা গাছের ভেলা, জাম্বুরার বল, কচু পাতার ছাতা আমাকে টানে!
মাঝে মাঝে ভাবনা হয়,
যে বন্ধুগুলো গ্রামে থেকে গেল, ওরাই ভাল আছে! এ শহরে আসার খুব একটা প্রয়োজন ছিল না।
শহরের বিষন্নতা, হতাশা, একাকিত্ব, মানসিক যন্ত্রনা, মেকী বন্ধুত্ব, অকারণ ব্যস্ততা, অপ্রয়োজনীয় বস্তুর অবাধ ব্যবহার আমাকে পীড়া দেয়।
এ শহরকে যা দিয়েছি, তা আমার জন্মস্থান গ্রামের পাওনা ছিল।
এ শহর নিতান্ত স্বার্থপর শহর. পাষান শহর, অভিনয়ের শহর।
অর্থ-বিত্তের জৌলুসে ভরপুর জটিল সমীকরণের এই শহর।
মানুষের জীবন যেন পোকামাকডের জীবনের মতো 🥲
১৬ বছর পর্যন্ত যারা আপন হয়ে উঠেছিল তাঁরাই জীবন শেষে আপন, পাখির কিচির মিচির, সন্ধ্যায় ঝিঁঝি পোকার আওয়াজ, ডাহুক পাখির ডাক, রাতেভোর শিয়ালের হুক্কাহুয়া।
পূর্নীমা রাতে শুকনো বাঁশঝাড়ের মরনর শব্দ।
০৮ বছরে আমি এই শহরকে আপন করে নিতে পারি নি,
এ শহরও আমাকে আপন ভাবে না!
প্রয়োজন ভাবে 😔

Address

Mymensingh

Alerts

Be the first to know and let us send you an email when MR. ZAT=Z posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share