
30/08/2025
অদ্য ভরাডোবা ইউনিয়নের নিশিন্দা গ্রামে গোলাম মোস্তফা বিডিআরের ফিশারিতে মাছের খাদ্য হিসাবে মৃত মুরগীর নাড়িভুড়ি ব্যবহার করায় মৎস্য ও মৎস্য পণ্য(পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন, ২০২০ এর ৩১(২) ধারা মোতাবেক ১০,০০০/-(দশ হাজার টাকা) অর্থদন্ড প্রদান করা হয়েছে। অভিযান এখনও চলমান আছে। জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে।