beautiful media bhaluka

  • Home
  • beautiful media bhaluka

beautiful media bhaluka মোঃ তোফাজ্জল হোসেন (সাংবাদিক) দৈনিক ভোরের পাতা, ভালুকা প্রতিনিধি।
মোবাইল: ০১৭১২-০৬৪৩৯০
(3)

12/08/2025

📢 সাংবাদিক অধিকার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ (খসড়া) চূড়ান্ত হয়েছে। এর মাধ্যমে কোনো সাংবাদিককে হুমকি দিলে হুমকিদাতাকে ১ থেকে ৫ বছরের কারাদণ্ড, ন্যূনতম এক লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে।

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সম্মিলিত কর্তব্য। ✍️🛡️

🕊️ ত্রিশালের সাবেক এমপি রুহুল আমিন মাদানী আমাদের মাঝে নেই।إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَকরুণাময় আল্লাহ তাঁ...
12/08/2025

🕊️ ত্রিশালের সাবেক এমপি রুহুল আমিন মাদানী আমাদের মাঝে নেই।
إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ
করুণাময় আল্লাহ তাঁর সব সৎকর্ম কবুল করে জান্নাতে স্থান দিন। 🤲 আমিন।

11/08/2025

Good night

নি/হ/ত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের দুই অনাথ সন্তানের পাশে মানবিকতার হাত বাড়িয়ে দিলেন 🫶 ময়মনসিংহের পুলিশ সুপার কাজী ...
11/08/2025

নি/হ/ত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের দুই অনাথ সন্তানের পাশে মানবিকতার হাত বাড়িয়ে দিলেন 🫶 ময়মনসিংহের পুলিশ সুপার কাজী আখতার উল আলম 👮‍♂️💙

⚖️ সাংবাদিক তুহিন হ/ত্যার আ/সামিদের বি/রুদ্ধে একাধিক মা/মলার তথ্য উদঘা/টিত 📌ন্যায়বিচার প্রতিষ্ঠায় সবাই সচেতন হই 🕊️✊
09/08/2025

⚖️ সাংবাদিক তুহিন হ/ত্যার আ/সামিদের বি/রুদ্ধে একাধিক মা/মলার তথ্য উদঘা/টিত 📌
ন্যায়বিচার প্রতিষ্ঠায় সবাই সচেতন হই 🕊️✊

📰 ভালুকায় সাংবাদিক তুহিনের স্মরণে মানববন্ধন ✊গাজীপুরের দৈনিক প্রতিদিনের কাগজ–এর সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের মৃ/ত্যুতে ...
09/08/2025

📰 ভালুকায় সাংবাদিক তুহিনের স্মরণে মানববন্ধন ✊

গাজীপুরের দৈনিক প্রতিদিনের কাগজ–এর সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের মৃ/ত্যুতে ন্যা/য়বি/চারের দা/বিতে ময়মনসিংহের ভালুকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শনিবার সকালে ভালুকা প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় সংবাদমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।

🎙️ মানববন্ধনে বক্তারা বলেন— একজন সংবাদকর্মীর অকাল মৃ/ত্যু শুধু সহকর্মীদের নয়, পুরো সংবাদজগতের জন্যই গ/ভীর শো/কের বিষয়। তারা সংশ্লিষ্ট ক/র্তৃপ/ক্ষের প্রতি আহ্বান জানান, যেন দ্রুত ত/দ/ন্তের মাধ্যমে দা/য়ী/দের আ/ই/নের আওতায় এনে সু/ষ্ঠু বি/চার নিশ্চিত করা হয়।

🔍 বক্তাদের মতে, গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা সুরক্ষা রা/ষ্ট্রের দায়িত্ব, এবং ন্যা/য়বি/চার হলে সমাজে ই/তিবা/চক বার্তা যাবে।

📌 মানববন্ধনে ভালুকা প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ স্থানীয় পত্রিকা ও টেলিভিশন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

08/08/2025

🔴 ব্রেকিং নিউজ: সিডস্টোরে হঠাৎ ঘটে গেল ম/র্মা/ন্তিক ঘটনা! 🛑
খু*নের রহস্য উন্মোচনে পুলিশ কাজ করছে। 🚔
📢 বিস্তারিত আসছে…

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হ/ত্যা/র মামলার প্রধান আ/সামি কেটু মিজান, তার সহযোগী স্বাধীন ও গোলাপীকে র‌্যাব ও পু...
08/08/2025

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হ/ত্যা/র মামলার প্রধান আ/সামি কেটু মিজান, তার সহযোগী স্বাধীন ও গোলাপীকে র‌্যাব ও পুলিশের যৌথ অ/ভিযা/নে গ্রে/প্তার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, তদন্তের স্বার্থে তাদের বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।

“আমরা ন্যায়বিচার চাই এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানাই।”

📰 ভালুকায় বিএনপি নেতার বি/রু/দ্ধে অপপ্র/চারের প্র/তিবাদে সংবাদ সম্মেলন📍 স্থান: ভালুকা প্রেসক্লাব📅 তারিখ: ৮ আগস্ট ২০২৫, শ...
08/08/2025

📰 ভালুকায় বিএনপি নেতার বি/রু/দ্ধে অপপ্র/চারের প্র/তিবাদে সংবাদ সম্মেলন
📍 স্থান: ভালুকা প্রেসক্লাব
📅 তারিখ: ৮ আগস্ট ২০২৫, শুক্রবার

ময়মনসিংহের ভালুকায় এক গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের বিরু/দ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান মি/থ্যা ও উদ্দে/শ্যমূলক অপপ্র/চারের প্রতিবাদে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক জননেতা আলহাজ্ব মুর্শেদ আলম এবং অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

🗣️ বক্তারা বলেন—

> “সামাজিক যোগাযোগমাধ্যমে গু/জব ও মি/থ্যা তথ্যের ভিত্তিতে আমাদের নে/তাকে হয়রানি করার চেষ্টা করা হচ্ছে। আমরা এর তী/ব্র নি/ন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং দোষীদের বি/রু/দ্ধে আইনানুগ ব্য/বস্থা গ্রহণের দাবি জানাই।”

তারা আরও জানান, দলের মধ্যে বি/ভ্রান্তি ছড়াতে একটি মহল পরি/কল্পিত/ভাবে এসব অপপ্রচার চালাচ্ছে, যা কখনোই সফল হবে না।
সংবাদ সম্মেলনে উপস্থিত নেতা-কর্মীরা মুর্শেদ আলমের পক্ষে একতাবদ্ধ ও দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেন।

📢 তারা আহ্বান জানান— ➡️ অ/পপ্রচারকা/রীদের বি/রুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ
➡️ সামাজিক যোগাযোগমাধ্যমে গু/জব রোধে সক্রিয় নজরদারি
➡️ দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান।

🔴 ম/র্মা/ন্তি/ক সড়ক দু/র্ঘ/টনা!ভালুকা টু গফরগাঁও সড়কের নন্দীবাড়ী এলাকায় আজ এক হৃদয়বিদারক সড়ক দু/র্ঘট/নায় এক পথচারী মহি/ল...
08/08/2025

🔴 ম/র্মা/ন্তি/ক সড়ক দু/র্ঘ/টনা!

ভালুকা টু গফরগাঁও সড়কের নন্দীবাড়ী এলাকায় আজ এক হৃদয়বিদারক সড়ক দু/র্ঘট/নায় এক পথচারী মহি/লা গু/রু/তর আ/হত হয়েছেন।

🌴“ভালুকার মোতালেব ভাই গড়লেন ইতিহাস!”🌴📍 স্থান: ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও গ্রাম।👤 নায়ক...
07/08/2025

🌴“ভালুকার মোতালেব ভাই গড়লেন ইতিহাস!”🌴

📍 স্থান: ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও গ্রাম।

👤 নায়ক: সফল খেজুরচাষি – মোতালেব ভাই।

✅ ইতিহাসের সূচনা:

বাংলাদেশের কৃষিক্ষেত্রে নতুন ইতিহাস গড়লেন পাড়াগাঁও গ্রামের মোতালেব ভাই। 🌍💚
তিনি বাংলাদেশে প্রথম সৌদি আরবের খেজুর গাছ বাংলাদেশের মাটিতে রোপণ করে সফলভাবে ফলন করেছেন। 🌴🍯
এটি শুধু একটি কৃষি সাফল্য নয়, বরং বাংলাদেশের গর্বের নতুন অধ্যায়। ✨🇧🇩

🌱 পরিশ্রম, স্বপ্ন আর সাফল্যের গল্প:

মোতালেব ভাই বিশ্বাস করতেন –
"অসম্ভব বলে কিছু নেই, শুধু প্রয়োজন সাহস আর দৃঢ় মনোবল।"
এই বিশ্বাসের শক্তিতেই তিনি শুরু করেছিলেন খেজুর চাষের যাত্রা। 🌞💪
উর্বর মাটি, সঠিক পরিচর্যা আর অদম্য ইচ্ছাশক্তির ফলে আজ খেজুর গাছগুলো সোনালি ফলের ভারে নুয়ে পড়েছে। 🌴💛

📸 সৌন্দর্যের বর্ণনা:

পাড়াগাঁও গ্রামের খেজুর বাগানে ঢুকলেই চোখে পড়ে –
উঁচু খেজুর গাছের সারি, পাতার ফাঁকে ফাঁকে ঝুলে থাকা সোনালি খেজুরের থোকা।
মৃদু বাতাসে দুলছে খেজুর গাছের পাতা, চারদিকে শান্তির আমেজ। 🌬️🌴
এই দৃশ্য যেন এক টুকরো সৌদি আরবের মরূদ্যান চলে এসেছে বাংলার মাটিতে। ❤️✨

💬 মোতালেব ভাইয়ের ভাষায়:

"শ্রম ও বিশ্বাস থাকলে অসম্ভব কিছুই নয়। আমি চাই বাংলাদেশের অন্যান্য কৃষকরাও খেজুর চাষে এগিয়ে আসুক। একদিন আমাদের দেশও খেজুর উৎপাদনে বিশ্বে পরিচিতি পাবে, ইনশাআল্লাহ।" 🙌🌍

📢 গর্বের মুহূর্ত:

মোতালেব ভাইয়ের এই সাফল্যের খবর ছড়িয়ে পড়েছে চারদিকে। সাংবাদিক থেকে শুরু করে সাধারণ মানুষ – সবাই এখন দেখতে ছুটে আসছেন এই খেজুর বাগান। 📷✨
স্থানীয়রা গর্বের সাথে বলছেন –
“এখন থেকে পাড়াগাঁ শুধু নামেই নয়, সাফল্যের গল্পেও পরিচিত হবে।” 👏❤️

06/08/2025

ময়মনসিংহের ভালুকার পড়াগাও গ্রামের খেজুর মোতালেবের বাগান পরিদর্শনে বিভাগীয় কমিশনার।

Address


Alerts

Be the first to know and let us send you an email when beautiful media bhaluka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share