আব্দুল্লাহ আল মিজান

আব্দুল্লাহ আল মিজান দ্বীন প্রচারের উদ্যোশ্যে আমাদের এই পথ চলা,
তাই লাইক, ফলো দিয়ে,কমেন্ট করে আমাদের এডমিন কে উৎসাহিত করুন, ধন্যবাদ,
(এডমিন দ্বারা পরিচালিত)
(2)

প্রিয় মা। প্রিয় বোন আমার।ধ্বংসের পথে যারা ধাবমান, জেনে শুনে ধ্বংসের পথেই যারা আগুয়ান-ধ্বংস তাদের অনিবার্য- এ কোনো বিচিত্...
06/05/2025

প্রিয় মা। প্রিয় বোন আমার।

ধ্বংসের পথে যারা ধাবমান, জেনে শুনে ধ্বংসের পথেই যারা আগুয়ান-ধ্বংস তাদের অনিবার্য- এ কোনো বিচিত্র বা বিস্ময়ের বিষয় নয়। তবে আশ্চর্যের বিষয় হল তাদের অবস্থা -যারা মুক্তির মহা সড়কে উঠে এসেও ছিটকে পড়ে। মনজিলে মকসুদে পৌছুতে পারে না।

শোনো!
তোমাকে রব্বে কা'বার কসম করে বলছি!

জান্নাত হল: এক হিরন্ময় আলো ঝলমল সুগন্ধি বেষ্টিত মহল। বিচিত্র কারুকার্জ মণ্ডিত আভরণ ও উমদা আচ্ছাদনগাহ। জান্নাত সুউচ্চ সুশোভিত এমন বাগ-বাগিচার সমাহার, যার ফলগুলো থাকবে খুব কাছাকাছি। হাতের নাগালে। ভোগের নাগালে। ঝুলন্ত।

তুমি যদি আমাকে জিজ্ঞেস করো জান্নাতে তোমাদের দেহাবয়ব কতটুকু দীর্ঘ হবে? তবে শোনো! তোমাদের দেহের উচ্চতা হবে ষাট মিটার। ঠিক তোমাদের আদি পিতা আদম-র মতো।

আর জানো! তোমাদের বয়সটা তখন কেমন হবে? ঠিক ঈসা-র মতো। অর্থাৎ ঈসা-কে আসমানে তুলে নেয়ার সময় তার বয়স ছিল ৩০ বছর ৩ মাস ৩৩ দিন। জান্নাতে তোমাদের বয়সটাও এমনই হবে।
জান্নাতে তোমাদের ধৈর্যের গুণ হবে আইয়ূব-র মতো।

এখন যদি বলো তোমাদের সৌন্দর্যের কথা- তবে যে সৌন্দর্য দেখে মিশরের নারীরা বিস্ময়ে বলে উঠে ছিল না। এ কোন মানুষ নয়। এ হলো সম্মানিত কোনো ফেরেশতা কিংবা যে সৌন্দর্যের ঝলক দেখে মিশরের নারীরা নিজেদের অজান্তেই নিজেদের হাত কেটে ফেলেছিল; জান্নাতে তোমরা হবে সেই ইউসুফের মতো সৌন্দের্যের অধিকারিণী।

আর তোমাদের আখলাক বা চরিত্র হবে, আখেরী নবী বিশ্বনবী মুহাম্মাদুর রসূলুল্লাহ-র আখলাক; যার ব্যাপারে কোরআনের ঘোষণা-

وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ আপনি অবশ্যই মহান চরিত্রের অধিকারী। [সূরা কলম: ৫]

আর যদি জান্নাতে তোমাদের মর্যাদার কথা বলো, শ্রেষ্ঠত্বের কথা জিজ্ঞেস করো, তবে বলতে দ্বিধা নেই, জান্নাতে তোমরা হবে হুরদের চাইতেও মর্যাদায় শ্রেষ্ঠ। কারণ, তারা (হুরেরা) কোনদিন আমলের কষ্টের মুখোমুখি হয়নি। ইবাদত-ইতাআত কোনটাই করেনি। মুয়ামালাত, মুয়াশারাত, সামাজিক লেনদেন, আচার-আচরণ যেমন তাদের কোনদিন করতে হয়নি, করতে হয়নি তাদের কোন হুকুমের গোলামী কিংবা নিষেধাজ্ঞার পাবন্দী। আর তোমরা হলে আল্লাহ-র এমন বান্দী, যাদের উপরে রয়েছে রব্বে কারীমের আনুগত্যের গুরু দায়িত্ব। তার ইবাদাত-ইতাআতের সঙ্গে নিজেদের সন্তান লালন-পালন, স্বামীর আনুগত্য ও সেবার মধ্য দিয়ে তার মন জোগানোর মহা দায়িত্বও তোমাদের কাঁধেই ন্যাস্ত ছিল। অথচ এই সব হুরদের এ কোনটাই ছিল না। এজন্য তোমরা হুরদের চেয়ে শ্রেষ্ঠ। তোমরাই তাদের সরদার।

যদি বলো জান্নাতে তোমাদের খাবার কেমন কী হবে? তবে পাখির সুস্বাদু গোশত হবে তোমাদের পছন্দের খাবার। পছন্দের বিচিত্র স্বাদে ভরপুর নানান ফলমূল থাকবে তোমাদের খাবার তালিকায়।

জান্নাতের পানীয় সম্বন্ধে যদি জানতে চাও- তবে তা হবে এমন দুধ; যার রুচি কোনদিন ফিরবে না। সেই সাথে তোমরা পান করবে এমন শরাব- যা পান করতেই মনটা এক অভাবনীয়-অতুলনীয় প্রফুল্লতা আর আনন্দে ভরে ওঠবে। শরীর হয়ে ওঠবে চনমনে। অবশ্য এতে কোন ধরনের অনিষ্ট নেই। মাথাধরা-মাথা ব্যাথা নেই। থাকবে না কোন মাদকতা-মাতলামী কিংবা দেমাগ খর্বতা। আর জান্নাতে রয়েছে স্বচ্ছ সুমিষ্ট এমন পানি, যার স্বাদ-রং আর ঘ্রাণ থাকবে অপরিবর্তিত। পেয়ালা ভর্তি মধুও থাকবে তোমাদের জন্য।

এখন তোমাদের মন যদি চায় দুধ, শরাব, মধু, পানি সব এক করে শরবত খেতে, তবে তৈরী হয়ে যাবে মিশ্র শরবতের পেয়ালা। প্রস্তুত থাকবে অসাধারণ-অনাস্বাদিত শারাবান তহুরা।

কেউ যদি বল, জান্নাতীদের মলমূত্র তথা বর্জ্য- এগুলো যাবে কোথায়? তবে ভালো করে শুনে রাখো! জান্নাতে মল-মূত্র, ঘাম-সর্দি, হায়েয-নেফাস থাকবে না। থাকবে না কোন বিড়ম্বনা, অস্থিরতা। অসুখ-বিসুখ, ক্লান্তি-শ্রান্তি, ডর-ভয়, বিপদ-মুসিবত, অক্ষমতা-দুর্বলতা, চিন্তা-পেরেশানী, মন খারাপ এ জাতীয় কোন কিছুই জান্নাতীকে স্পর্শ করবে না।

পারস্পারিক বিরাগ-শত্রুতা, হিংসা-বিদ্বেষ, লড়াই-ঝগড়া, ছিদ্রান্বেষণের মতো বিষয়গুলোও জান্নাতে থাকবে না।

ধোঁকাবাজী, চালবাজী, গর্ব-অহংকার, আত্মসাৎ, ফেতনা-ফাসাদও থাকবে না। থাকবে না অশীলতা, নীতিহীনতা, নাপাকী-নোংরামী বলতে কোনো কিছু। জান্নাতে নামাজ, রোজা, হজ্জ, যাকাত আর যুদ্ধ-জিহাদের বিষয়গুলোও থাকবে না। যা খাবে পেটে গিয়ে

কস্তুরীর সুঘ্রাণযুক্ত একটা ঢেকুরে বেরিয়ে আসবে। আর অমনি সবকিছু হজম হয়ে যাবে। এখানে বদহজমী, পেট খারাপ কিংবা অস্বস্তি বলতে কিছু থাকবে না।

এই হল জান্নাত। তোমাদের ঠিকানা। এখন কেউ যদি তোমরা জিজ্ঞেস কর, জান্নাতের জীবনটা কেমন হবে স্থায়ী না অস্থায়ী? তো শুনে রাখো, ওখানে জীবন হবে চিরস্থায়ী। সেখানে তোমরা থাকবে চিরকাল। সেখানে ক্ষয়-লয়, ভয় কোন কিছু নেই। এবং একবার জান্নাতে প্রবেশ করলে সেখান থেকে বহিষ্কারের কোন নিয়মও নেই। আলাহ কত চমৎকার বলেছেন- انَ خَلِدِينَ فِيهَا أَبَدًا সেখানে চিরকাল থাকবে।] [সূরা তালাক: ১১]

Editor: Abdullah Al Mijan

সম্মানিত দ্বীনি ভাই/বোনেরা,  ছনধরা এতিমখানাইআপনার ফেতরা,যাকাত, মান্নত,কাফফারা সহ সকল প্রকার দান করুন, আপনার সামান্য দানে...
22/02/2025

সম্মানিত দ্বীনি ভাই/বোনেরা, ছনধরা এতিমখানাই
আপনার ফেতরা,যাকাত, মান্নত,কাফফারা সহ সকল প্রকার দান করুন, আপনার সামান্য দানে এতিম বাচ্চাদের দ্বীন শিক্ষার কাজে অনেক ফায়দা হবে ইনশাআল্লাহ,
আমাদের যোগাযোগ ও বিকাশ নম্বর, 01715-161686

আলহামদুলিল্লাহ আমাদের মোমেনশাহী জেলার টঙ্গী বিশ্ব ইজতেমার জেলার ম্যাপ।
25/01/2025

আলহামদুলিল্লাহ
আমাদের মোমেনশাহী জেলার টঙ্গী বিশ্ব ইজতেমার জেলার ম্যাপ।

মহানবী (সা.)-কে অবমাননার দায়ে ইরানে পপ তারকার মৃত্যুদণ্ডআন্তর্জাতিক | 20th January, 2025 4:15 pmইরানের জনপ্রিয় গায়ক আম...
22/01/2025

মহানবী (সা.)-কে অবমাননার দায়ে ইরানে পপ তারকার মৃত্যুদণ্ড
আন্তর্জাতিক | 20th January, 2025 4:15 pm
ইরানের জনপ্রিয় গায়ক আমির হোসেন মাগসুদলু। যিনি ‘তাতালু’ নামে বেশ পরিচিত দেশটিতে। তবে মহানবী (সা.)-কে অবমাননার দায়ে দোষী সাব্যস্ত হওয়ার পর তাকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। সোমবার (২০ জানুয়ারি) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ধর্ম অবমাননাসহ বিভিন্ন অপরাধে পূর্ববর্তী পাঁচ বছরের কারাদণ্ডের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট প্রসিকিউটরের আপত্তি মেনে নিয়েছে দেশটির আদালত।

এতে বলা হয়েছে, মামলাটি পুনরায় খোলা হয়েছে। সেই সাথে আসামী ‘তাতালু’-কে মহানবী (সা.)-কে অবমাননার দায়ে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে যে রায়টি চূড়ান্ত নয় এবং চাইলে এখনও আপিল করা যেতে পারে। ৩৭ বছর বয়সী এই সঙ্গীতশিল্পী ২০১৮ সাল থেকে ইস্তাম্বুলে বসবাস করছিলেন। তারপর থেকে ২০২৩ সালের ডিসেম্বরে তুর্কি পুলিশ তাকে ইরানের কাছে হস্তান্তর করে।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদন পাওয়া যাবে এখানে।

‘পতিতাবৃত্তি’ প্রচারের জন্য তাতালুকে ১০ বছরের কারাদণ্ড-ও দেয়া হয়েছিলো। ইসলামিক প্রজাতন্ত্রের বিরুদ্ধে ‘প্রচার’ এবং ‘অশ্লীল বিষয়বস্তু’ প্রকাশের অভিযোগ আনা হয়েছিলো এই পপ তারকার বিরুদ্ধে।

এমনকি, ২০১৭ সালে, অতি-রক্ষণশীল ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সাথে একটি বেমানান টেলিভিশন বৈঠকও করেছিলেন তাতালু।

২০১৫ সালে, তাতালু ইরানের পারমাণবিক কর্মসূচির সমর্থনে একটি গান প্রকাশ করেছিলেন যা পরে ২০১৮ সালে ডোনাল্ড ট্রাম্পের শাসনকালে উন্মোচিত হয়েছিলো।

/এআই

হে আল্লাহ, তুমি নতুন বছরের উসিলায় আমাদের ভুল ত্রুটি মার্জনা করে নতুন জীবন দান করো,
01/01/2025

হে আল্লাহ, তুমি নতুন বছরের উসিলায়
আমাদের ভুল ত্রুটি মার্জনা করে নতুন জীবন দান করো,

ছনধরা এতিমখানার লিল্লাহ বোর্ডিং এ চাউলের খুব প্রয়োজন, আপনারা সাধ্যনুযায়ী শরিক থাকবেন ইনশাআল্লাহ, এতিম বাচ্চাদের কুরআন শি...
29/10/2024

ছনধরা এতিমখানার লিল্লাহ বোর্ডিং এ চাউলের খুব প্রয়োজন, আপনারা সাধ্যনুযায়ী শরিক থাকবেন ইনশাআল্লাহ, এতিম বাচ্চাদের কুরআন শিক্ষার কাজে শরিক থাকবেন ইনশাআল্লাহ, যোগাযোগ ও বিকাশ 01715-161686

আলহামদুলিল্লাহ, বাইতুল মোকাররম, একজন যোগ্য খতিব পেয়েছেন, আলহামদুলিল্লাহ
25/10/2024

আলহামদুলিল্লাহ, বাইতুল মোকাররম,
একজন যোগ্য খতিব পেয়েছেন,
আলহামদুলিল্লাহ

যার হৃদয় আল্লাহর জন্য ভালোবাসায় পরিপূর্ণ সে অন্য কারো সমালোচনা বা তিরস্কার জমে যায় না বরং এগুলো তাকে আরো শক্তভাবে দিন...
09/10/2024

যার হৃদয় আল্লাহর জন্য ভালোবাসায় পরিপূর্ণ সে অন্য কারো সমালোচনা বা তিরস্কার জমে যায় না বরং এগুলো তাকে আরো শক্তভাবে দিনকে আঁকড়ে ধরতে প্রেরনা যোগায়।
বই: কখনো ঝড়ে যেও না
ইমাম ইবন তাইমিয়্যাহর ( রাহিমাহুল্লাহ )

নিশ্চয় সন্তান বড়ই মূল্যবান এক নিয়ামত।রাসুলুল্লাহ ﷺ  বলেছেন,আল্লাহ তা'আলা জান্নাতে তার কোনো কোনো নেক বান্দার মর্যাদা বাড়ি...
09/10/2024

নিশ্চয় সন্তান বড়ই মূল্যবান এক নিয়ামত।

রাসুলুল্লাহ ﷺ বলেছেন,
আল্লাহ তা'আলা জান্নাতে তার কোনো কোনো নেক বান্দার মর্যাদা বাড়িয়ে দেবেন। এ অবস্থা দেখে সে বলবে, হে আমার রব! আমার এ মর্যাদা কিভাবে বৃদ্ধি হলো? তখন আল্লাহ তা'আলা বলবেন, তোমার জন্য তোমার ছেলে-মেয়ের ক্ষমা প্রার্থনা করার কারণে।
(মিশকাত; হাদীসঃ ২৩৬৪)

আল্লাহ ﷻ বলেছেন,যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ কর তাহলে আমি আল্লাহ অবশ্যই তোমাদের জন্য (আমার নি‘য়ামাত) বৃদ্ধি করে দেব।(সূরা ই...
08/10/2024

আল্লাহ ﷻ বলেছেন,
যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ কর তাহলে আমি আল্লাহ অবশ্যই তোমাদের জন্য (আমার নি‘য়ামাত) বৃদ্ধি করে দেব।
(সূরা ইব্রাহীম, আয়াত ০৭)

Address

Phulpur
Mymensingh
2250

Telephone

+8801924805768

Website

Alerts

Be the first to know and let us send you an email when আব্দুল্লাহ আল মিজান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share