Exposed Generation

Exposed Generation ☆╬══✪ Tera Yaar✪══╬☆

আওয়ারা মুভির ভিলেন টা না?
24/05/2025

আওয়ারা মুভির ভিলেন টা না?

মেয়েটা ছেলেটার পায়ের কাছে গিয়ে বসে পড়লো! আরেকটু হলেই পা টাও ধরে ফেলতো! ছেলেটা সে সুযোগ দিলো না! মেয়েটা উঠে দাঁড়ালো, নিজে...
20/05/2025

মেয়েটা ছেলেটার পায়ের কাছে গিয়ে বসে পড়লো! আরেকটু হলেই পা টাও ধরে ফেলতো! ছেলেটা সে সুযোগ দিলো না! মেয়েটা উঠে দাঁড়ালো, নিজের চোখ মুছলো!
ভিডিও টা দূর থেকে করা তাই আসল কারন বোঝা গেলো না, তবে একটা জিনিস আবার একবার টের পাওয়া গেলো! 'মন থেকে উঠে গেলে কারো চোখের পানিও আর সেই মানুষ টা কে মনে জায়গা করে দিতে পারেনা!'

অনেক সময় এমন হয়না? মানুষ টার 'অবহেলা' আপনি নিতে পারতেছেন না, আপনি তার কাছে ভালোবাসা ভিক্ষা চান! তার কাছে কাঁদতে কাঁদতে রিকোয়েস্ট করেন যাতে আপনাকে ভালোবাসে!

সেই মানুষ টার আপনার কান্না দেখেও কোনো ফিল আসেনা কারন সে আপনাকে ভালোবাসে না! আপনি তার মনে আর নাই!

এইসব মানুষ দের জন্য আমার খারাপ ই লাগে, এরা বেশি কিছু চায় না। একটু ভালোবাসা ই চায় আর কিচ্ছু না!
কিন্তু দীর্ঘনিঃশ্বাস! তারা সেটাও পায়না!
দুনিয়া টাই এমন, যে অল্প চায়, তার জন্য সেই অল্প টাও থাকেনা!!!

Risha Niti সৌম্যর গার্লফ্রেন্ড ছিলো। ওর আইডি টা একটু scroll করলে আপনার মন খারাপ হয়ে যাবে। তার একটা পোস্ট "Amar Shammo R ...
18/05/2025

Risha Niti সৌম্যর গার্লফ্রেন্ড ছিলো। ওর আইডি টা একটু scroll করলে আপনার মন খারাপ হয়ে যাবে। তার একটা পোস্ট "Amar Shammo R nai" মানুষ টা তার ছিলো। 😅

আল্লাহ তার সামনের জীবন টা সুন্দর করুক, এটাই চাওয়া।❤️

17/05/2025
আসলেই! 🙂
16/05/2025

আসলেই! 🙂

Me watching BLUE FAIRY LAILA  &  PRINCE MAMUN 's video 💀
13/05/2025

Me watching BLUE FAIRY LAILA & PRINCE MAMUN 's video 💀

😊
12/05/2025

😊

🙂
12/05/2025

🙂

যাদের 'চুলকানি'র সমস্যা আছে, তাদের জন্য গুরুত্বপূর্ণ পোষ্ট!রাত ২:৩৭ মিনিট।ঘুম ভেঙে গেছে রাবেয়ার।চোখ খোলার আগে হাত চলে গ...
25/04/2025

যাদের 'চুলকানি'র সমস্যা আছে, তাদের জন্য গুরুত্বপূর্ণ পোষ্ট!

রাত ২:৩৭ মিনিট।
ঘুম ভেঙে গেছে রাবেয়ার।
চোখ খোলার আগে হাত চলে গেছে কনুইতে।
চুলকাচ্ছে।
চুলকাতে চুলকাতে এবার হাত গেছে আঙুলের ফাঁকে, পেটের পাশে, এমনকি কোমরের নিচে…

“আল্লাহ! এই কীসের চুলকানি!”

ঘুমের মধ্যে পাশেই ঘুমানো ছোট বোনও উঠে পড়েছে।

তারও একই জ্বালা।

এটা শুধু রাবেয়া না—এটা এখন দেশের শতশত মানুষের গল্প।

এই চুলকানির নাম স্ক্যাবিস (Scabies)।



স্ক্যাবিস কী?

একটা ক্ষুদ্র কীট – নাম Sarcoptes scabiei।

চামড়ার নিচে সুড়ঙ্গ খোঁড়ে।

সেই সুড়ঙ্গেই ডিম পাড়ে।

চুলকানি আর জ্বালাপোড়ার রাজত্ব গড়ে তোলে।



চেনার উপায়?

• রাত বাড়ার সাথে সাথে চুলকানি বেড়ে যায়।

• আঙুলের ফাঁকে, কনুইয়ে, কোমরে, বুকের নিচে ছোট ছোট ফুসকুড়ি দেখা যায়।

• একই বিছানায় থাকা অন্যেরও চুলকানি শুরু হয়।

• চুলকাতে চুলকাতে ঘুম হারাম হয়ে যায়।



কেন এমন হচ্ছে এখন?

• প্রচণ্ড গরম ও ঘাম

• একই বিছানা, তোয়ালে, বালিশ ব্যবহার

• অপ্রয়োজনীয় স্টেরয়েড মলম

• একজনের থেকে আরেকজনের গায়ে গায়ে ছড়িয়ে পড়ছে প্রতিদিন



কি করবেন?

১. একজন না, পুরো পরিবারকে একসাথে চিকিৎসা নিতে হবে।

২. Permethrin cream বা Ivermectin সঠিক নিয়মে ব্যবহার করতে হবে।

৩. জামা-কাপড়, চাদর, তোয়ালে গরম পানিতে ধুয়ে ৩ দিন রোদে শুকাতে হবে।

৪. তোয়ালে, বালিশ, কম্বল শেয়ার নয়।

৫. রোগ লুকাবেন না—লজ্জা না, সচেতনতা জরুরি।



চুলকানি মানেই এলার্জি না—

চুলকানি মানেই ঘরোয়া মলম না—

চুলকানি মানেই হতে পারে স্ক্যাবিস!

তাই এখনই একসাথে রুখে দাঁড়ান।

নয়তো চুলকাতে চুলকাতে আপনি নিজেও…

রাত ২:৩৭-এ ঘুম ভাঙার তালিকায় ঢুকে যাবেন।



©ডা.তোফায়েল আহমেদ

22/04/2025

কিছু বলার ভা'ষা নেই ভাই..! 😅

Address

Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when Exposed Generation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category