12/05/2024
আলহামদুলিল্লাহ, এবার আমার প্রায় ২০ জন কম বেশি হতে পারে এস এস সি পরীক্ষায় অংশগ্রহণ করেছে।
অনেকের ফলাফল ভালো হয়েছ।
অনেকের সামান্যের জন্যে এ+ মিস হয়েছে।
যাদের ফলাফল ভালো হয়েছে তাদের এটাই সাফল্য নয় এখনো গন্তব্যে পৌঁছাতে অনেক সময় দরকার ,জীবনে কখন কার উত্থান পতন হয় এটা কারো জানা নাই।
তাই তাদের জন্যে আমার উপদেশ হলো নিজেকে আরও শক্তিশালী হতে হবে,ভালো কলেজ পছন্দমত দিয়ে সামনে আরো ভালো কিছু করতে হবে।
ফাল দিয়ে যেন আকাশে না ওঠো,
নিচে পড়ে গেলে আর ওঠে দাঁড়াতে পারবে না।
আবেগ কন্ট্রোল করো।
তোমার ভালো রেজাল্ট এর পোস্ট তোমার বন্ধুর মন ক্ষত বিক্ষত হচ্ছে।
তাই এসব করা থেকে বিরত থাকো।
যদি পড়াশোনার রেসে থাকো একটা সময় গিয়ে আফছোস করতেই হবে নিজেকে মনে হবে এ+ না পেলেই ভালো হতো।
আর যাদের আশানুরূপ ফল হয়নি শোকরিয়া আদায় করে যেকোন একটা রাস্তা ফিক্সড করো।
আমার কথাটা মিলিয়ে নাও ভবিষ্যতে তোমার বন্ধুরা তোমাকে দেখে আফছোস করবে।
এটার ফয়সালা হবে শেষে কার রিযিক কত বেশি ,
জীবনের অপ্রিয় সত্য হলো যাদের রেজাল্ট খারাপ বা আশানুরূপ হয়নি তাদের অবস্থান বর্তমান ভালো ফলাফল করনেওয়ালা থেকে খুব হাই প্রোফাইলে চলে যায়।
সো চিন্তার কোন কারন নাই লক্ষ্য ঠিক রেখে সামনে এগিয়ে যেতে হবে মনে রাখবা জীবনের মোড় তোমার একদিন ঘুরে যাবে ইনশাআল্লাহ।
যা বলেছি আগামী ৪/৫ বছরের মধ্যে মিলিয়ে নিয়ো
জীবনের বাস্তবতা থেকেই বলা।
শুভ কামনা সবার জন্যে
Shakib sir, English Medicine