AMIR MEDIA

AMIR MEDIA রেশমী সূতার কারুকাজ করা নকশী কলম

নিজের ভয়েসেই বানান অডিওবুক, ভয়েসওভার বা ভিডিও ন্যারেশন—এই ৫টি ফ্রি AI ভয়েস টুল দিয়ে!🎙️___আপনি কি ইউটিউব ভিডিও বানান? অডি...
30/05/2025

নিজের ভয়েসেই বানান অডিওবুক, ভয়েসওভার বা ভিডিও ন্যারেশন—এই ৫টি ফ্রি AI ভয়েস টুল দিয়ে!
🎙️___
আপনি কি ইউটিউব ভিডিও বানান? অডিওবুক তৈরি করতে চান? কিংবা নিজের ভয়েসে ভিডিও ন্যারেশন করতে চান কিন্তু ভয়েস ভালো নয় বা রেকর্ডিং সেটআপ নেই? চিন্তা নেই! AI ভয়েস টুল দিয়ে আপনি নিজেই বানিয়ে ফেলতে পারেন প্রফেশনাল কোয়ালিটির ভয়েসওভার—আপনার স্ক্রিপ্ট থেকে!

১) ElevenLabs.io – মানুষের মতোই স্বাভাবিক ও এক্সপ্রেশনভরা ভয়েস তৈরি করে। বাংলা ও ইংরেজি দুটোই সাপোর্ট করে।

২) TTSMaker.com – কোনো সফটওয়্যার ছাড়াই অনলাইনে টেক্সট-টু-স্পিচ সাপোর্ট। বিভিন্ন ভয়েস অপশন।

৩) Murf.ai – প্রফেশনাল ভয়েসওভার, বিজ্ঞাপন, ভিডিও বা প্রেজেন্টেশনের জন্য অসাধারণ টুল।

৪) Play.ht – AI ভয়েস দিয়ে খুব দ্রুত অডিওবুক বা আর্টিকেল কনভার্ট করা যায়। রেঞ্জ ও গুণগত মান দুর্দান্ত।

৫) VoiceMaker.in – সহজ ইন্টারফেস, বহু ভয়েস অপশন এবং ইমোশন অ্যাড করার সুবিধা।

এইসব টুল দিয়ে আপনি ইউটিউব ভিডিও, প্রমোশনাল ভয়েসওভার, শিক্ষা কনটেন্ট বা নিজের অডিওবুক নিজেই বানাতে পারবেন কোনো রেকর্ডিং সেটআপ ছাড়া!

েসটুল

🌿 এলার্জি! এলার্জি!! এলার্জি!!! এখন সমাধান খুব কাছেই 🌿আপনি কি এলার্জিতে ভুগছেন বহুদিন ধরে?অনেক ওষুধ খেয়েও কোনও স্থায়ী সম...
27/05/2025

🌿 এলার্জি! এলার্জি!! এলার্জি!!! এখন সমাধান খুব কাছেই 🌿
আপনি কি এলার্জিতে ভুগছেন বহুদিন ধরে?
অনেক ওষুধ খেয়েও কোনও স্থায়ী সমাধান পাচ্ছেন না? কোরবানির গোস্ত কিভাবে খাবেন সেটা নিয়ে ভাবছেন? এখন সময় এসেছে হতাশা দূর করার!
H.N.F. নিয়ে এসেছে এক বহু পরীক্ষিত প্রাকৃতিক সমাধান —
এলার্জি ক্লিয়ার
যা ধারাবাহিকভাবে সেবন করলে ইনশাআল্লাহ আপনি চিরদিনের জন্য এলার্জি থেকে মুক্তি পাবেন।
এলার্জির সাধারণ লক্ষণগুলোঃ
✅ শরীরের বিভিন্ন অংশে ফোলা
✅ চুলকানি
✅ লালচে দাগ
✅ রক্ত ও ঠান্ডা জনিত এলার্জি
✅ নির্দিষ্ট খাবারে প্রতিক্রিয়া (যেমন গরুর মাংস, হাঁসের ডিম, চিংড়ি মাছ, বেগুন ইত্যাদি)
এখন থেকে আর নয় কষ্ট!
এলার্জি ক্লিয়ার-এ রয়েছে আল্লাহর তৈরি নিরাময়কারী গাছ-গাছালির নির্যাস, যা আপনার শরীরকে ভেতর থেকে সুস্থ করে তুলবে।
👉৩ মাস নিয়মিত সেবনে ইনশাআল্লাহ এলার্জি থেকে স্থায়ী মুক্তি।
অর্ডার করুন এখনই!
প্রয়োজনে কল করুন:01747416197
অথবা WhatsApp / Messenger এ লিখুনঃ
• নাম:
• ঠিকানা:
• মোবাইল নম্বর:
হোম ডেলিভারি চার্জ:
• গাজীপুরের ভিতর: ৮০ টাকা
• গাজীপুরের বাইরে: ১৩০ টাকা
আপনার সুস্থতা আমাদের অঙ্গীকার!
আজই অর্ডার করুন এবং এলার্জিমুক্ত জীবন শুরু করুন ইনশাআল্লাহ।

১২/১৪ হাজার টাকায় সারা মাস গোলামের মত খেটে যাই অন্য স্বাধীন ব্যবসা বাদ দিয়ে। আমরা ভাবি লোকে কী ভাব্বে? অথচ এসব চিন্তা মা...
27/05/2025

১২/১৪ হাজার টাকায় সারা মাস গোলামের মত খেটে যাই অন্য স্বাধীন ব্যবসা বাদ দিয়ে।
আমরা ভাবি লোকে কী ভাব্বে? অথচ এসব চিন্তা মাথা থেকে সরিয়ে এমন একটা পানের টঙ লইয়া বসে থাকলেও মাসে ৩০ হাজার টাকা উপার্জন করা যায় অনায়াসে।

23/05/2025

সফল ব্যবসায়ীদের চিন্তাধারা এবং মানসিকতা তাদের সাফল্যের মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাদের কিছু সাধারণ বৈশিষ্ট্য ও চিন্তাধারা হলো:

১. লক্ষ্য-নির্ধারণ ও পরিকল্পনা:
পরিষ্কার ও নির্দিষ্ট লক্ষ্য স্থির করেন।
দীর্ঘমেয়াদী এবং স্বল্পমেয়াদী পরিকল্পনা তৈরি করেন।
ঝুঁকি বিবেচনা করে কৌশলগত সিদ্ধান্ত নেন।

২. সমস্যা সমাধানের মনোভাব:
সমস্যাকে চ্যালেঞ্জ হিসেবে দেখেন এবং সমাধান খুঁজতে মনোযোগ দেন।
ব্যর্থতাকে শিক্ষার অংশ মনে করেন এবং তা থেকে শিক্ষা নেন।
ক্রমাগত উন্নতির জন্য উদ্ভাবনী ধারণা প্রয়োগ করেন।

৩. ঝুঁকি নেওয়ার সাহস:
গণনা করে ঝুঁকি নেওয়ার জন্য প্রস্তুত থাকেন।
নতুন উদ্যোগ বা ব্যবসার ক্ষেত্র যাচাই করে এগিয়ে যান।
ব্যর্থতার ভয় কাটিয়ে ওঠার মানসিকতা গড়ে তোলেন।

৪. সময় ব্যবস্থাপনা:
সময়ের সঠিক ব্যবহার নিশ্চিত করেন।
গুরুত্বপূর্ণ কাজগুলো অগ্রাধিকার দিয়ে সম্পন্ন করেন।
সময় নষ্ট না করে কাজে ফোকাস করেন।

৫. নেটওয়ার্কিং ও সম্পর্ক:
ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলেন এবং বজায় রাখেন।
পেশাদারদের সঙ্গে যোগাযোগ বাড়ান।
গ্রাহকদের চাহিদা বুঝে তাদের সন্তুষ্ট রাখার চেষ্টা করেন

৬. উদ্ভাবনী চিন্তাধারা:
নতুন পণ্য বা সেবা নিয়ে আসেন।
ক্রেতাদের সমস্যার সমাধান দিতে নতুন পদ্ধতি প্রয়োগ করেন।
বাজারের চাহিদা বুঝে কাজ করেন।

৭. ইতিবাচক মানসিকতা:
আত্মবিশ্বাসী এবং দৃঢ় মনোবল রাখেন।
চাপ ও চ্যালেঞ্জ সামলানোর জন্য ইতিবাচক চিন্তাভাবনা করেন।
ব্যর্থতার মধ্যেও সুযোগ খুঁজে বের করেন।

৮. শিক্ষার প্রতি আগ্রহ:
ক্রমাগত শেখার মানসিকতা রাখেন।
বই পড়া, সেমিনার, ওয়ার্কশপ এবং বিশেষজ্ঞদের সঙ্গে আলাপচারিতার মাধ্যমে জ্ঞান বাড়ান।
বাজার ও প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে মানিয়ে চলেন।

৯. দলবদ্ধ কাজের দক্ষতা:
একটি দক্ষ দল গড়ে তোলেন এবং তাদের কাজে উৎসাহ দেন।
দলের প্রত্যেকের অবদানকে মূল্যায়ন করেন।
নেতৃত্বের গুণাবলী প্রদর্শন করেন।

১০. আর্থিক দক্ষতা:
ব্যয়ের চেয়ে আয়ের দিকে মনোযোগ দেন।
বিনিয়োগে সতর্ক থাকেন এবং লাভের সুযোগ সৃষ্টি করেন।
সঞ্চয় ও পুনঃবিনিয়োগে মনোযোগী হন।

১১. ধৈর্য ও অধ্যবসায়:
সময়মতো সাফল্যের আশা না করে ধৈর্য ধরেন।
দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনে স্থির থাকেন।
কাজের প্রতি প্রতিশ্রুতিশীল হন।

সফল ব্যবসায়ীদের এসব গুণাবলী ও চিন্তাধারা তাদের শুধু ব্যবসায় নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল হতে সাহায্য করে।

ব্যবসা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা।

সুস্বাস্থের কম্বো প্যাকেজের উপকারীতাঃস্থায়ী ভাবে স্বাস্থ্যবান হন।⬛  #ছেলে  #মেয়ে  #উভয়ে সেবন করে স্থায়ী ভাবে মোটা স...
22/05/2025

সুস্বাস্থের কম্বো প্যাকেজের উপকারীতাঃ

স্থায়ী ভাবে স্বাস্থ্যবান হন।

⬛ #ছেলে #মেয়ে #উভয়ে সেবন করে স্থায়ী ভাবে মোটা স্বাস্থ্য ও সুঠাম দেহের অধিকারি হন।
📣 চিকন স্বাস্থ্য স্থায়ী ভাবে মোটা করুন,।

পুরো_শরীর_চিকন_স্বাস্থ্য_স্থায়ী_ভাবে_মোটা_করুন ।
💯% কার্যকর। 💯% অরিজিনাল
উপকারিতাঃ
✅ স্থায়ীভাবে মোটা হবেন।
✅ খাবারে রুচি বাড়াবে
✅ ৫/৭ কেজি ওজন বাড়বে।
✅ শরীর দুর্বলতা কমাবে।

✅ পেট ফাঁপা দূর করে

✅ হালকা পাতলা শরীরকে ওজন বাড়িয়ে চেহারাকে করে তোলে সুন্দর এবং স্মার্ট
✅ এটি গ্রহণের পাশাপাশি ব্যায়াম করলে শরীর দৃঢ় এবং সুগঠিত হয়

✅ হজম শক্তি বৃদ্ধি করে
✅ ক্ষুধা মন্দা দূর করে
✅ শরীরকে শক্তিশালী করে
✅ কোনো রকম সাইড এফেক্ট ছাড়া।
সম্পূর্ণ_প্রাকৃতিক_উপাদান_দিয়ে_তৈরি_তাই_কোনো_পার্শ্বপ্রতিক্রিয়া_নেই

🌸 অর্ডার করতে আপনার, পূর্ণ নাম ঠিকানা এবং ফোন নাম্বার পাঠিয়ে অর্ডার কনফার্ম করুন। ২ থেকে ৩ দিনের মধ্যে আপনার প্রোডাক্ট আপনার হাতে পৌঁছে যাবে ইনশাআল্লাহ।
নাম,....................
গ্রাম,....................
ইউনিয়ন,..............
থানা,....................
জেলা,...................
মোবাইলঃ...............
👉আরো বিস্তারিত জানতে আমাদেরকে কল করুন
01747416197 (whatsapp এবং ইমো আছে)

👉বিশেষ দ্রষ্টব্যঃআমরা বিদেশেও ঔষধ পাঠিয়ে থাকি

22/05/2025

Address

দেওখোলা বাজার
Mymensingh
2200

Telephone

+8801747416197

Website

Alerts

Be the first to know and let us send you an email when AMIR MEDIA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to AMIR MEDIA:

Share