Mim's Colours

Mim's Colours This page is about vloging,cooking,education,tour,etc....

06/10/2025



যত্ন বেবি শপ

তোমারে ফুটাইতে গো আমার চোখের নিচে কালি…একজন মা সন্তান জন্ম দেওয়ার মুহূর্তে মৃত্যুর দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকেন।শরীর ছিঁড়...
30/09/2025

তোমারে ফুটাইতে গো আমার চোখের নিচে কালি…

একজন মা সন্তান জন্ম দেওয়ার মুহূর্তে মৃত্যুর দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকেন।
শরীর ছিঁড়ে যায়, রক্ত ঝরে, নিঃশ্বাস থমকে আসে।
কিন্তু সেই যন্ত্রণা ভুলে গিয়ে তিনি শুধু প্রার্থনা করেন—
"আমার সন্তানের যেন কিছু না হয়।"

ডেলিভারির পর তাঁর শরীর দুর্বল হয়, হরমোন বদলায়,
রাতে ঘুম ভাঙে বারবার, বুকের দুধে ভিজে থাকে জামা,
অভিমান জমে, মন খারাপ হয়, তবু তিনি কিছু বলেন না।
কারণ তিনি জানেন, তাঁর কষ্টের চেয়েও বড় তাঁর সন্তানের হাসি।

চোখের নিচে কালি, অগোছালো চুল, শরীরে ব্যথা—
এসবের পেছনে লুকিয়ে থাকে একটাই সত্য—
একজন মা নিজের জীবন ভেঙে গড়ে দেন সন্তানের জীবন।

একজন মায়ের প্রতিদিন এই ত্যাগ।
প্রতিটি মায়ের চোখে ক্লান্তির আড়ালে অগাধ শক্তি।
প্রতিটি মায়ের হাতে রক্ত-মাখা অথচ সবচেয়ে পবিত্র ভালোবাসা।

মা-রা কখনোই বলেন না তাঁরা কতটা কষ্টে আছেন।
তাঁরা শুধু বলেন—“সন্তানটা যেন ভালো থাকে।”

এই পৃথিবীর সবচেয়ে বড় যোদ্ধা কোনো সেনা নয়, কোনো রাজা নয়।
সবচেয়ে বড় যোদ্ধা হলো—মা।

30/09/2025

জীবন বড়ই বেদনা বিধূর🫥

আমাদের নেত্রকোনার গর্ব বালিশ মিষ্টি।
29/09/2025

আমাদের নেত্রকোনার গর্ব বালিশ মিষ্টি।

25/09/2025

ভালো লাগে নাহ কিছু......

কেউ শেখায় না, সন্তান বড় হয়ে গেলে যে নীরবতা মায়ের জীবনে নেমে আসে—সেই নীরবতার জন্য কোনো প্রস্তুতি থাকে না।এটা ঘর খালি হওয়া...
23/09/2025

কেউ শেখায় না, সন্তান বড় হয়ে গেলে যে নীরবতা মায়ের জীবনে নেমে আসে—
সেই নীরবতার জন্য কোনো প্রস্তুতি থাকে না।

এটা ঘর খালি হওয়ার নীরবতা নয়,
বরং বুকের ভেতরে জমে ওঠা এক অদৃশ্য শূন্যতা।

যখন তারা আর জিজ্ঞেস করে না— “এটা করব তো?”
যখন আর মায়ের পরামর্শ খোঁজে না।
যখন তারা শিখে যায় মায়ের বাইরে বাঁচতে।

হ্যাঁ, মা তখনও হাসেন।
কারণ তিনি চান সন্তান উড়ুক, নিজের পায়ে দাঁড়াক।
কিন্তু সত্যি বলতে—ভেতরে ভেতরে কিছুটা ভেঙে যায়।

প্রাপ্তবয়স্ক সন্তানের মা হওয়ার বাস্তবতা—

ভুল দেখেও চুপ থাকা।

ফোন না ধরলেও অভিমান না করা।

ভালোবাসা সীমার মধ্যে থেকে প্রকাশ করা।

যত্ন নেওয়া কিন্তু আঁকড়ে না ধরা।

পথ দেখানো, কিন্তু আড়াল থেকে।
সন্তানরা কখনো মাকে কাছে টেনে নেয়,
আবার হঠাৎ দূরে সরে যায়।
মা ভান করেন এতে কষ্ট পাচ্ছেন না,
কিন্তু বুকের ভেতরটা হালকা করে ব্যথা করে।

তবুও মায়ের ভালোবাসা থেমে থাকে না।
সন্তান এলে পছন্দের খাবার রান্না করেন।
ঘরে সাজিয়ে রাখেন সেই ছবি,
যেগুলো একসময় তারা খুব ভালোবাসত।

আর রাতের নীরবতায়—
মা চোখের জল লুকিয়ে শুধু দোয়া করেন।
যেন আল্লাহ তাদের সব ঝড় থেকে রক্ষা করেন।

শেষ কথা:
সন্তান বড় হলে মা মেনে নেন,
তিনি আর তাদের জীবনের কেন্দ্র নন।

তবু ভালোবাসা একটুও কমে না।
কারণ কিছু ভালোবাসা ফিকে হয় না—
শুধু শিখে নেয় অপেক্ষা করতে… নীরবতায়। 😞🤍🖤

সন্তানের ভবিষ্যৎ সিকিউর করতে গিয়ে তার বর্তমান নষ্ট করছেন না তো? আপনার অতিব্যস্ততা, স্ট্রেস, টেনশন—এ সবকিছুর প্রভাব পড়ে স...
23/09/2025

সন্তানের ভবিষ্যৎ সিকিউর করতে গিয়ে তার বর্তমান নষ্ট করছেন না তো? আপনার অতিব্যস্ততা, স্ট্রেস, টেনশন—এ সবকিছুর প্রভাব পড়ে সন্তানের ওপর। বাড়ি, গাড়ি, ভালো স্কুল, ভালো খাবার, দামী পোশাক, দামী গ্যাজেট/স্টাফ—এগুলো আপনার সন্তানকে সুখী করার জন্য যথেষ্ট নয়। বৈষয়িক আতিশয্যে হয়তো বাচ্চাদেরকে কমফোর্ট দেয়া যায়, পুরোপুরি সুখী করা যায় না! বাচ্চার কাছে সবচেয়ে বড় উপহার হলো আপনার উপস্থিতি আর উচ্ছলতা। যে লাইফস্টাইল মেইনটেইন করতে আপনাকে সবসময় বাড়তি এফোর্ট দিতে হয় আর সবসময় টেনশনে থাকতে হয়, সেই লাইফস্টাইল আপনাকে বৈষয়িকভাবে ধনী করে তুললেও মানসিকভাবে দরিদ্র করে তোলে। কারণ স্ট্রেস, টেনশন, ওয়ার্কলোড আর বৈষয়িক দম্ভ মানুষকে অনেক সময় টক্সিক করে তোলে।

সবাই অফেন্ডেড হবেন না। বিষয়গুলো সবার জন্য একরকম নয়। পারিবারিকভাবে বা নিজের যোগ্যতা বলে সম্পদশালী হওয়া সৌভাগ্যের বিষয়। কিন্তু বাড়তি সম্পদ অর্জনের প্রয়াস যেন আপনার পরিবারকে, বিশেষ করে বাচ্চাদেরকে, ডিপ্রাইভ না করে। সবাই পরিবার নিয়ে সময় উপভোগ করতে জানে না, সবাই ছোট ছোট খুশি উদযাপন করতে জানে না। কখনো কখনো একজন বিলিওনিয়ার বাবাও সন্তানের কাছে এক আতঙ্কের নামান্তর, আবার একজন দিনমজুর বাবা তার বাচ্চাদের কাছে সুপারহিরো।
পুরো বিষয়টিই মানসিকতার, উপলব্ধির।

বাচ্চারা শৈশবে যেভাবে আনন্দ পায়, যেভাবে উদযাপন করে—বড় হওয়ার পরে তাদের মধ্যে সেই ‘র’ ফিলিংটা থাকে না। আপনি নিজে একবার ভাবুন তো, ছোটবেলায় ঈদ/পূজায় যতটা আনন্দ পেতেন, সেই একই আনন্দ কি আজও আপনার মধ্যে কাজ করে? সুতরাং, আপনার সন্তানের রঙিন শৈশবটাকে ধূসর করে দিবেন না। বাচ্চার জন্য সবচেয়ে বড় উপহার হলো আপনার আনন্দপূর্ণ উপস্থিতি, সবচেয়ে বড় লাক্সারি হলো আপনার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত। এগুলো থেকে সন্তানকে বঞ্চিত করে বৈষয়িক উপহার দিয়ে বিষয়গুলোকে রিপ্লেস করা মানে—‘গাছের গোড়া কেটে আগায় পানি দেয়া।’

মা হওয়া কখনোই সহজ নয়।সন্তানকে পৃথিবীতে আনার আগে থেকেই শুরু হয় ত্যাগের গল্প।গর্ভের কষ্ট, প্রসবের যন্ত্রণা, তারপর নিদ্র...
19/09/2025

মা হওয়া কখনোই সহজ নয়।
সন্তানকে পৃথিবীতে আনার আগে থেকেই শুরু হয় ত্যাগের গল্প।
গর্ভের কষ্ট, প্রসবের যন্ত্রণা, তারপর নিদ্রাহীন রাত কাটিয়ে সন্তানের খাওয়া-দাওয়া, হাঁটা-চলা শেখানো—সবই মায়ের অক্লান্ত পরিশ্রম আর সীমাহীন ভালোবাসার ফল।

মা নিজের স্বপ্ন ভুলে যায় সন্তানের স্বপ্ন পূরণ করার জন্য।
নিজের কষ্ট আড়াল করে হাসি দিয়ে বলেন— “আমি ভালো আছি, শুধু আমার সন্তান ভালো থাকুক।”

💖 মা হওয়া শুধু একটা সম্পর্ক নয়, মা হওয়া মানে প্রতিদিন নতুন করে জন্ম নেওয়া।
পৃথিবীর সবচেয়ে সুন্দর আর কঠিন ভূমিকা—মা।

সখ পূরণ
05/09/2025

সখ পূরণ

Address

Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mim's Colours posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share