
14/07/2025
🕯️ শোকস্তব্ধ ভালুকা! 🕯️
________ তিনজনকে জবাই করে হ'ত্যা !!
৭ নম্বর ওয়ার্ড, টিএন্ডটি রোড — আজ সকালে আমাদের ভালুকা পৌরসভা জেগে উঠলো এক বিভীষিকাময় খবর নিয়ে।
এক মর্মান্তিক ঘটনায় এক মা ও তার দুটি নিষ্পাপ শিশু সন্তানকে জবাই করে নির্মমভাবে হত্যা করা হয়েছে। 😢
এই কি আমাদের সমাজ? কোথায় আজ নিরাপত্তা ?
এমন একটা সকাল দেখান যে ১১ মাসে ভালো একটা নিউজে ঘুম থেকে উঠেছেন?
দেশজুড়ে যেন অপরাধের থাবা থেমে নেই — হত্যা, ধর্ষণ, লুটপাট চলছে একের পর এক।
একটা সকাল কি আমরা ভালো কোনো খবরে শুরু করতে পারি না ?
🔴 #বিস্তারিত
ভালুকায় মা সন্তান সহ ৩ জনকে জ*বাই করে হ*ত্যা।
সোমবার (১৪ জুলাই) সকালে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের একটি বাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- গৃহবধূ ময়না আক্তার (৩০), তার মেয়ে রাইসা (৭) এবং ছেলে নীরব (২)। নিহতদের স্বামী রফিকুল ইসলাম নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সেনের বাজার এলাকার বাসিন্দা। তিনি ভালুকার রাসেল স্পিনিং মিল নামে একটি পোশাক কারখানা চাকরি করেন। পরিবার নিয়ে তিনি পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের টিএন্ডটি রোডে হায়উম মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৯টার দিকে কাজে যাওয়ার পর বাসায় ফিরে এসে রফিকুল বাড়ির দরজায় তালা লাগানো দেখতে পান। অনেক ডাকাডাকির পর সাড়া না পেয়ে তিনি তালা ভেঙে ঘরে প্রবেশ করেন। এরপরই স্ত্রী ও দুই সন্তানের গলাকাটা মরদেহ দেখতে পান। ঘটনার খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরিকল্পিতভাবে তিনজনকে গলাকেটে হত্যা করা হয়েছে।
এদিকে রফিকুলের ছোট ভাই নজরুল ইসলামও তাদের সঙ্গে একই বাসায় থাকতেন। ঘটনার পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে ভালুকা মডেল থানার ওসি হুমায়ুন কবির কালবেলাকে বলেন, এটি একটি মর্মান্তিক হত্যাকাণ্ড। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছি। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
🕊️ আমরা এই হৃদয়বিদারক ঘটনার তীব্র নিন্দা জানাই এবং নিহতদের আত্মার শান্তি কামনা করি।
🙏 সৃষ্টিকর্তা যেন এই ভয়াবহ ঘটনার শিকার পরিবারের প্রতি সহানুভূতি বর্ষণ করেন।
📢 আমরা চাই নিরাপদ বাংলাদেশ। শান্তিপূর্ণ সমাজ। সুস্থ মানসিকতা।
এখনই সময় একসাথে এগিয়ে আসার — অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর।
#ভালুকা #মর্মান্তিক_ঘটনা #বাংলাদেশ #নিরাপত্তা #জীবনের_মূল্য #বিচার_হোক #সংবেদনশীলতা #হত্যা
#ধর্ষণ