Marof Hasan Rafe

Marof Hasan Rafe Muslim By Born
Human By Religion
JazakAllha for visiting.

31/10/2025

কিছু মুখোশধারী মানুষ আছে, যারা শুধু সময়ের সদ্ব্যবহার করে অন্যকে ঠকিয়ে যায়।

30/10/2025

যে পরিমাণ মোবাইল টিপি মনে হচ্ছে আমার কোর্সের নাম-Bachelor of Mobile & Bachelor of Scrolling (MBBS)🙂

29/10/2025

ইদানীং অনেকের সাথে কথা হয় না। খোঁজ-খবর রাখা হয় না। কিছুটা ইচ্ছে করে অথবা ইচ্ছে থাকা সত্ত্বেও সময় হয়ে উঠে না। সময় ভীষণ পালটে নিয়েছে এই আমাকে। সমস্ত আড্ডা একদিন এক ঘরের কামরায় আমাকে বন্দী করে ফেলেছে। এই ঘর, হতাশা, কিছুটা আশা, অথবা আরও কিছু পাওয়ার তীব্র ইচ্ছায় এমন একটা ঘরের কামরায় বন্দী। একদিন আড্ডা হবে হয়তো। আরও একদিন অনেকের সাথে চা খেতে খেতে এসব দিনের গল্প জমাবো।

বহু হতাশার ব্যাপার স্যাপার ঘটে যাচ্ছে এই ঠুনকো জীবনে, জীবন হঠাৎ বদলে গেলো।

28/10/2025

দুনিয়ার সবচেয়ে 'অসহায়' মানুষ কারা জানেন?
যারা রাগ,অভিমান করলে সেটার 'দাম' পায়না!

26/10/2025

মানুষকে ছোট করে কথা বলার অভ্যাস বন্ধ করুন, একদিন দেখবেন সময় আপনাকে এমন জায়গায় ছোট করবে, যেখানে আপনি সম্মান পাওয়ার অনেক যোগ্য ছিলেন!

21/10/2025

মন,ম'স্তি'ষ্ক, দেহ,শরীর,চেহারা, সুরত, ব্রেইন, পড়াশোনা, হাসিখুশি সব ন*ষ্ট হয়ে গেছে.!🎃

05/10/2025

আপনি কখনই নিজেকে অযোগ্য মনে করবেন না, নিজেকে সব সময় Capable মনে করুন, নিজের improvement এর দিকে নজর দিন, নিজের সেরাটা পাওয়ার জন্য Struggle করুন। ছোট ছোট ভুলগুলোকে শুধরে নিয়ে ভালো কিছু করার Try করুন। মানুষের কথায় কান না দিয়ে নিজের বেস্ট ভার্সনটা খুঁজে বের করুন। দিনশেষে অবশ্যই জয় আপনার হবে!

মনে রাখবেন! don't wait for the perfect moment, take the moment and make it perfect. 🤍

05/10/2025

সময় থেমে থাকে না!

ব্যর্থতা আর অপ্রাপ্তির ভিড়ে হাঁটতে হাঁটতেই হঠাৎ একদিন বুঝে যাই-সবকিছু আমাদের জন্য নয়। প্রতিটি না-পাওয়া, প্রতিটি হোঁচ'ট যেন আমাদের একটু একটু করে মানুষ করে তোলে। আনন্দ, দুঃখ, হার-জিত সব মিলিয়েই জীবন। আর এই জীবনটাই শেখায়, বুঝিয়ে দেয়, কখনো না চাইলেও আমরা বদলে যাই, পরিণত হয়ে উঠি। এভাবেই বয়স বাড়ে, কিন্তু তার চেয়েও বেশি বাড়ে উপলব্ধি।

প্রিয় অক্টোবর, অনেক কিছু হারিয়েছি, নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করেছি, স্রোতের প্রতিকূলে গিয়ে ফিরে আসার চেষ্টা করেছি, পরিপক্ক হয়েছি, একটু ম্যাচিউর হয়েছি। দিনশেষে নিজেকে শান্ত করেছি।

05/10/2025

যারা আমাকে উচিত শিক্ষা দিয়েছে তাদেরকেও জানাই শিক্ষক দিবসের শুভেচ্ছা।

03/10/2025

সময়কে মনে রাখুন! কোন সময়ে কোন মানুষ কীরকম আচরণ করেছে, এটা খুব দরকারি! 🖤

02/10/2025

'ক্লাসমেট বনাম বন্ধু'

পড়ালেখা শেষ হয়ে যাওয়ার পর যাদের সাথে আমাদের আর যোগাযোগ থাকে নি, তারা আমাদের ক্লাসমেট ছিল । আর পড়ালেখারে বাদ দিয়াও যোগাযোগ থেকে গেছে যাদের সাথে, তারা আমাদের বন্ধু... ❤

25/09/2025

লাইফের কোথাও না কোথাও আমরা Saif Hassan এর মতো! একাই লড়ে যাই, 'সাপোর্ট' পাইনা!
সাপোর্ট পেলে পরিস্থিতি টা অন্য রকম হয়ে যেতো!

Address

Bidyagonj
Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when Marof Hasan Rafe posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share