Network Error

Network Error আমি যদি অন্যদের মতোই হই,

তাহলে আর আমার নিজের গল্প রইলো কই...
(1)

বাংলাদেশ এবং চীনের যৌথ প্রযোজনায় নির্মিত হবে শাকিব খানের প্রিন্স🔥৯০ দশকের আন্ডার ওয়ার্ল্ডের গল্প নিয়ে নির্মিত হবে প্রিন্...
19/08/2025

বাংলাদেশ এবং চীনের যৌথ প্রযোজনায় নির্মিত হবে শাকিব খানের প্রিন্স🔥

৯০ দশকের আন্ডার ওয়ার্ল্ডের গল্প নিয়ে নির্মিত হবে প্রিন্স।প্রিন্সের স্ক্রিপ্ট লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন & মোহাম্মদ নাজিম উদ্দীন।নির্মাতা হিসেবে আছেন আবু হায়াত মাহমুদ।প্রযোজনা করছে শিরিন সুলতানা & ক্রিয়েটিভ ল্যান্ড।

প্রিন্সের গল্পটিতে ক্রাইম,লাভ,ইমোশন,একশান সব থাকবে।৩ জন হিরোইন থাকবে।চীনের কোনো হিরোইন থাকেন কিনা।
প্রি প্রডাকশনের কাজ চলছে।সিনেমা টি দর্শকমন্ডিত আর সফল করার জন্য দেশ এবং বিদেশের বিভিন্ন টিম কাজ করে যাচ্ছে।
নভেম্বর থেকে শুটিং শুরু হবে।আগামী বছরের ঈদুল ফিতরে মুক্তি পাবে প্রিন্স,একই সাথে চীনেও মুক্তি পাবে।

এখনকার মেক্সিমাম সিনেমা লাভাররা অজস্র রোমান্টিক সিনেমা দেখছে বিভিন্ন ইন্ডাস্ট্রির।এজন্য প্রিন্সের গল্পে কিছু নতুনত্ব থাকুক এটাই প্রত্যাশা।
দর্শক এখন মৌলিক গল্প চায় যা থেকে সে কিছু আয়ত্ত করতে পারে, রিলেট করতে পারে।

শুভকামনা রইল প্রিন্সের টিমের জন্য।

ময়মনসিংহ মেডিকেল কলেজের হোস্টেল কক্ষ থেকে শরিফা ইয়াসমিন সৌমা নামের মেডিকেল ছাত্রীর ম*র*দেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যু আগ...
13/08/2025

ময়মনসিংহ মেডিকেল কলেজের হোস্টেল কক্ষ থেকে শরিফা ইয়াসমিন সৌমা নামের মেডিকেল ছাত্রীর ম*র*দেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যু আগে চিরকুটে লিখে যান...

অনুগ্রহ করে আমাকে ক্ষমা করার উপায় খুঁজে বের করো, যদি পারো। এটা যেন আকাশের লাখো তারা থেকে একটিমাত্র আলোর চলে যাওয়ার মতো। আমি কোথাও একটা মজার কবিতা পড়েছিলাম, যার কয়েকটি লাইন আমাকে ছুঁয়ে গেছে—‘নক্ষত্রের মতো ঝলমলে মানুষরা নেমে আসে পৃথিবীতে আলো বিলাতে, কিন্তু কখনো কখনো তারা ফিরে যায়, যখন সময়ের আগে ডাক আসে।’

আম্মা, আপনার কাছে নিজের ভুল স্বীকার করা খুব কঠিন। আমি সবসময় চেষ্টা করেছি আপনাকে খুশি রাখতে, কিন্তু এই ব্যর্থতা মেনে নেওয়া আমার পক্ষে কঠিন। আপনার জন্য আমি পৃথিবীর সবচেয়ে ভালো মেয়ে হতে পারিনি বলে নিজেকে ক্ষমা করতে পারছি না। আমি জানি আপনি সবসময় আমার মঙ্গল চেয়েছেন, কিন্তু আমি আপনাকে কষ্ট দিয়েছি। আমি চেষ্টা করেছি, কিন্তু তাও আপনাকে হতাশ করেছি। দয়া করে আমার জন্য কাঁদবেন না, নিজের স্বাস্থ্যের যত্ন নেবেন। নিজের জীবনটা শান্তিতে কাটাবেন, কারণ কিছু ভুলের জন্য এত কষ্ট পাওয়ার কিছু নেই। আবারও বলছি, আমি দুঃখিত আম্মা, আমি সত্যিই দুঃখিত।

আমি ছেড়ে দিতে চেয়েছিলাম। এমনকি এই তীব্র অবস্থা টানা এক সপ্তাহ চলেছিল। আমি খেতে পারতাম না, দিনে ৪–৫ বার বমি করতাম, মনে হতো আমার হৃদয় ফেটে যাবে। তবুও বেঁচে গেছি। ভেবেছিলাম এটা স্বাভাবিক—প্রথম ধাপ পার হলেই মানিয়ে নেবো। হয়তো সময়ের সাথে পছন্দ করব। কিন্তু আমি ভুল ছিলাম।

আবার আমি ভোরে মাঠের মধ্যে দৌড়াচ্ছি, শ্বাস নেওয়ার জন্য হাপাচ্ছি। পড়াশোনায় ব্যর্থ হচ্ছি, কাজের বোঝা জমে যাচ্ছে, ফাঁকা চেয়ে থাকি পাতার দিকে ঘন্টার পর ঘন্টা। কখনো মনে হয় চিৎকার করে কেঁদে ফেলি, কিন্তু এখানেও সেটা সম্ভব নয়। তাই আমি পায়ের দাগগুলোর দিকে তাকাই এবং মনে করি, জীবনে শুধু পড়াশোনা ছাড়াও অনেক কিছু আছে।

কিন্তু তারপরও মনে হয় আমি এখানে মানিয়ে নিতে পারছি না। সবসময় মনে হয় আমি যেন বহিরাগত—সবাইয়ের মধ্যে আলাদা, যেন কেউই আমাকে চায় না। আমি এত সাধারণ যে আলাদা করে চোখে পড়ি না—শুধুই অদৃশ্য। আমার মধ্যে কোনো বিশেষ গুণ নেই, নেই তীক্ষ্ণ বুদ্ধি, নেই অন্য প্রতিভা, এমনকি সুন্দর মুখও নয়। আমি প্রায় নীরব হয়ে যাই সপ্তাহের পর সপ্তাহ। আর বিশ্বাস করো, এই একাকীত্ব…

#সংগৃহীত

শাকিব খান প্রথমবার সেনাবাহিনীর মেজর চরিত্রে অভিনয় করবেন। ২০২০ সালের মেজর সিনহা হত্যাকাণ্ড ভিত্তিক সিনেমাটি সাকিব ফাহাদের...
12/08/2025

শাকিব খান প্রথমবার সেনাবাহিনীর মেজর চরিত্রে অভিনয় করবেন। ২০২০ সালের মেজর সিনহা হত্যাকাণ্ড ভিত্তিক সিনেমাটি সাকিব ফাহাদের পরিচালনায় তৈরি হচ্ছে এবং বিজয় দিবসের আগে মুক্তির পরিকল্পনা রয়েছে। শিগগিরই শুটিং শুরু হবে।

Khan

সাদ্দাম হোসেনকে  ফাঁসি দেওয়ার পর যখন তাঁর মরদেহ বাহিরে রাখা হল, তখন একদল মানুষ সেখানে এসে এই মানুষটার মৃতদেহের ওপরে থুতু...
04/08/2025

সাদ্দাম হোসেনকে ফাঁসি দেওয়ার পর যখন তাঁর মরদেহ বাহিরে রাখা হল,
তখন একদল মানুষ সেখানে এসে এই মানুষটার মৃতদেহের ওপরে থুতু ছিটিয়েছিল,
যারা প্রত্যেকেই ইরাকের নাগরিক;
পক্ষান্তরে তার নিরাপত্তায় নিয়োজিত সেই ১২ জন আমেরিকান সেনা সদস্যের প্রত্যেকেই কেঁদেছিল।

ইন্দিরা গান্ধীর পরিণতি হয়েছিল আরও করুণ।
শত্রুর গুলিতে না, তার মৃত্যু হয়েছিল নিজেরই দেহরক্ষীর গুলিতে।

ইতিহাসের পৃষ্ঠায় পৃষ্ঠায়, এক একটা সাম্রাজ্যের পতন হয়েছে তাদের সব চাইতে কাছের মানুষদের হাত ধরে। সৌদি আরবের বাদশা ফয়সাল যখন তার ভাইপোকে আলিঙ্গন করার উদ্দেশ্যে দু হাত বাড়িয়ে দিলেন, প্রতি উত্তরে হঠাৎই পকেট থেকে পিস্তল বের করে পরপর তিনটা গুলি করে বসলেন।

গোয়েন্দারা আসামী সনাক্ত করার জন্য অনেক গুলো পদ্ধতি অবলম্বন করে থাকে,
তার একটি হল প্রত্যেককেই সন্দেহের দৃষ্টিতে দেখা।
সব চাইতে বেশি সন্দেহ তাকে করা যাকে মনে হবে সব চাইতে কম সন্দেহজনক।

ইতিহাস আমাদের বার বার শিখিয়ে গেছে,
মানুষের জীবনের সব চাইতে বড় যে শত্রু তাকে কখনোই চেনা যায় না,
সে থাকে সব থেকে কাছের বন্ধুর মত করে।

আপনার ব্যক্তিগত জীবনেও তাই...

আপনি সব চাইতে বেশি প্রতারিত হবেন আপনার কাছের মানুষদের কাছ থেকে।

আপনাকে সব চাইতে বেশি কষ্ট দেয়া মানুষের তালিকা করলে সেখানে শত্রু না,আপন মানুষদের নাম দেখতে পাবেন।
শত্রু কখনো বিশ্বাস ঘাতক হয় না,বিশ্বাস ঘাতকতা করে কেবল আপন মানুষরাই।


অমানবিক আমাদের আচরণ...অটোরিকশায় দগ্ধ শিক্ষার্থীকে নিচ্ছে না অতিরিক্ত ভাড়ার আশায়....... পুড়ছে অথচ সাহায্য না করে ভিডিও চল...
22/07/2025

অমানবিক আমাদের আচরণ...
অটোরিকশায় দগ্ধ শিক্ষার্থীকে নিচ্ছে না অতিরিক্ত ভাড়ার আশায়.......
পুড়ছে অথচ সাহায্য না করে ভিডিও চলছে।
গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অথচ আসছে যখন সবাই পরিশ্রান্ত ঘুমে....😭😭😭😭😭😭

যেখানে মানুষ মানুষের পাশে দাঁড়ানোর কথা,
সেখানে আমরা মুখ ফিরিয়ে নিই।
ভুলে যাই, একদিন আমরাও কারো করুণা চাইতে পারি।
মানবতা যেন শুধু বইয়ের পাতায়,
বাস্তবে শুধু স্বার্থ আর অবহেলার গল্প!

Address

Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when Network Error posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category