মহাকাশ ও বিজ্ঞান

মহাকাশ ও বিজ্ঞান মহাকাশ ও বিজ্ঞান বিষয়ে নিয়মিত আপডেট পেতে পেজটিতে ফলো ও লাইক দিয়ে সাথে থাকুন https://youtube.com/c/Mohakasobiggan

সালটা ১৯৯২। লিন্ডা আর্চার্ড এবং তাঁর স্বামীর ডিম্বাণু ও শুক্রাণু মিলিয়ে আইভিএফ পদ্ধতিতে মোট চারটি ভ্রূণ তৈরি করা হয়। তার...
03/08/2025

সালটা ১৯৯২। লিন্ডা আর্চার্ড এবং তাঁর স্বামীর ডিম্বাণু ও শুক্রাণু মিলিয়ে আইভিএফ পদ্ধতিতে মোট চারটি ভ্রূণ তৈরি করা হয়। তার মধ্যে একটি ব্যবহার করে ১৯৯৪ সালে অন্তঃসত্ত্বা হন লিন্ডা। জন্ম নেয় তাঁদের কন্যাসন্তান। সেই মেয়ের বয়স এখন ৩০ বছর, মেয়েটির নিজেরও এখন ১০ বছরের এক সন্তান রয়েছে।

বাকি ভ্রূণ সংরক্ষণের সিদ্ধান্ত নেন লিন্ডা ও তাঁর প্রাক্তন স্বামী। তাঁদের বিবাহবিচ্ছেদের পর ওই ভ্রূণর উপর লিন্ডার একার অধিকার কায়েম হয়। সেই সময়েই ভ্রূণ দত্তক দেওয়া যায় বলে জানতে পারেন তিনি।
নিঃসন্তান এক দম্পতিকে ওই ভ্রূণ দত্তক দিতে আগ্রহী ছিলেন লিন্ডা। ভ্রুণ দত্তক নেওয়ার আগে সাত বছর ধরে সন্তানধারণের চেষ্টা করেন লিন্ডসে এবং টিম। সফল না হয়ে শেষ পর্যন্ত লিন্ডার একটি ভ্রূণ দত্তক নেন তারা।

তিন দশকেরও বেশি সময় ধরে হিমায়িত করে রাখা ভ্রূণ থেকে শেষমেশ জন্ম নিল শিশু। লিন্ডসে এবং টিমের কোলে জন্ম নিয়েছে তাঁদের পুত্রসন্তান থাডিউস ড্যানিয়েল পিয়ার্স। তাকে পৃথিবীর সবচেয়ে ‘প্রবীণ শিশু’ বলে উল্লেখ করছেন কেউ কেউ । এত দীর্ঘ সময় হিমায়িত অবস্থায় থাকা ভ্রূণ থেকে শিশুর জন্মের অন্য নজির চিকিৎসাজগতে এই প্রথম।

লিন জানিয়েছেন, তিনি এবং কোলের সন্তান, দু’জনই একেবারে সুস্থ। লিন্ডা জানিয়েছেন, ছেলের ছবি তাঁকে পাঠিয়েছেন লিন্ডসে। তাঁর মেয়ের সঙ্গে মুখের মিল রয়েছে শিশুটির। যে আইভিএফ ক্লিনিক এই অসাধ্যসাধন করেছে, তার প্রধান জন গর্ডন বলেন, ‘‘জমিয়ে রাখা ভ্রূণগুলি যাতে পৃথিবীতে আসার সুযোগ পায়, সেই চেষ্টাই করছেন তাঁরা।

#মহাকাশওবিজ্ঞান

#30 years

19/07/2025

Hi everyone! 🌟 stay with us.

শূকরের শরীরে বাস করা এই পরজীবিটি শূকরের মলের মাধ্যমে মাটিতে ছড়িয়ে পড়ে। সেই মাটি যদি কোনোভাবে আমাদের দৈনন্দিন জীবনে আহ...
18/07/2025

শূকরের শরীরে বাস করা এই পরজীবিটি শূকরের মলের মাধ্যমে মাটিতে ছড়িয়ে পড়ে। সেই মাটি যদি কোনোভাবে আমাদের দৈনন্দিন জীবনে আহার্য সবজির গায়ে লেগে যায়, তাহলে সেই সবজির মাধ্যমে এটি মানুষের শরীরে প্রবেশ করে এবং খুব সহজেই এটি মানুষের মস্তিষ্কে পৌঁছে কারো মৃত্যু ঘটাতে পারে।

মাটির কাছাকাছি জন্মানো সবজিতে এই ঝুঁকি বেশি থাকে। যেমন—বাঁধাকপি, ফুলকপি, কচুপাতা, ব্রকোলি, পালং শাক, গাজর, ক্যাপসিকাম ইত্যাদির মাধ্যমে এই পরজীবিটি সহজেই মানুষদের আক্রান্ত করতে পারে।

এই কারণে বিশেষজ্ঞরা পরামর্শ দেন, এই ধরনের সবজিগুলো ভাল করে পরিষ্কার করে ভাপিয়ে পানি ফেলে তারপর রান্না করা উচিত। এতে আমরা এই কৃমি থেকে নিরাপদ থাকতে পারি।

#ফিতাকৃমি #মহাকাশওবিজ্ঞান

খ্রিস্টপূর্ব ৩০ সাল।অ্যালেকজান্দ্রিয়ার রাজপ্রাসাদে গভীর রাতে একটি গোপন গবেষণাগারে কাজ করছিলেন রানী ক্লিওপেট্রা ও তার রাজ...
26/06/2025

খ্রিস্টপূর্ব ৩০ সাল।
অ্যালেকজান্দ্রিয়ার রাজপ্রাসাদে গভীর রাতে একটি গোপন গবেষণাগারে কাজ করছিলেন রানী ক্লিওপেট্রা ও তার রাজদর্শনপণ্ডিত বন্ধু ইমহোটেপ। ক্লিওপেট্রা শুধু রূপে নয়, জ্ঞানেও ছিলেন অতুলনীয়। তিনি বিশ্বাস করতেন, মানুষ শুধু রাজনীতি বা খেলোয়াড় হয়ে নয়, বরং জ্ঞান ও বিজ্ঞানের মাধ্যমেও চিরকাল বেঁচে থাকতে পারে।

ইমহোটেপ মিশরের প্রাচীন গ্রন্থ থেকে এক রহস্যময় serum আবিষ্কার করেছিলেন, যা নাকি কোষের মৃত্যুকে ধীর করে দিতে পারে। এটি ছিল এমন এক তরল, যেটি কোষে ঢুকে তাদের মাইটোকন্ড্রিয়ার শক্তি উৎপাদন ক্ষমতা কয়েক হাজার বছর পর্যন্ত টিকিয়ে রাখতে পারত।

রানী ক্লিওপেট্রা নিজের উপর সেই গবেষণার প্রথম পরীক্ষাটি চালাতে রাজি হন।

সিরাম ইনজেকশনের পর ক্লিওপেট্রা কয়েক ঘণ্টার জন্য অচেতন হয়ে পড়েন। তার অচেতন মন মিশে যায় এক কোয়ান্টাম স্বপ্ন জগতে। যেখানে সময়ের ধারা ভবিষ্যতের দিকে প্রবাহিত হচ্ছে।

সেখানে তিনি ভবিষ্যতের পৃথিবী দেখতে পান। তিনি দেখতে পান উড়ন্ত গাড়ি, উড়ন্ত মেশিন-মানব, রোবটদের আধিপত্য, রোবট মানুষের রাজনীতি, এমনকি কৃত্রিম সূর্যও।

ঘুরতে ঘুরতে তিনি চলে যান এক জাদুঘরে। সেখানে তিনি নিজেই দাঁড়িয়ে ছিলেন সেই জাদুঘরের একটি কাচের ঘরে। কাঁচের দেয়ালের নিচে বোর্ডে লেখা ছিলো “The Immortal Queen of the Nile”.

তিনি জেগে উঠলেন। বাস্তব ফিরে এলো। কিন্তু তার হৃদস্পন্দন ছিল ধীর, নিঃশ্বাস ছিল গভীর, শরীরে ছিল এক অদ্ভুত শক্তি। গবেষণাগারে ইমহোটেপ বলল, “রানী, আপনি এখন আর শুধু ইতিহাস নন। আপনি বিজ্ঞান!”

ততোক্ষণে রোমান সেনারা তখন প্রাসাদ ঘিরে ফেলেছে। ক্লিওপেট্রা সিদ্ধান্ত নেন আত্মহত্যার মিথ্যে গল্প ছড়িয়ে দিয়ে গোপনে একটি ক্রায়ো-চেম্বারে নিজেকে সংরক্ষিত করবেন।

২০২৫ সাল। মিশরের একটি মরুভূমিতে প্রত্নতত্ত্ববিদরা খুঁজে পান এক রহস্যময় ধাতব বাক্স। এর ভেতরে রাখা একজন নারী। যিনি জীবন্ত কিন্তু ঘুমন্ত। এক বিজ্ঞানী চমকে ওঠে। সেই নারীর DNA ম্যাচ করল রানী ক্লিওপেট্রার সঙ্গে।

প্রেম ও রাজনীতি শেষ হলেও বিজ্ঞান টিকে থাকবে।
(কল্পকাহীনি)

#ক্লিওপেট্রা

একটি শ্বেত বামন! দেখতে কী নিরীহ, কী শুভ্র! কিন্তু এর ভিতরেও লুকিয়ে আছে ভয়ংকর কিছু। একটি শ্বেত বামনের ভর সূর্যের প্রায় স...
25/06/2025

একটি শ্বেত বামন!
দেখতে কী নিরীহ, কী শুভ্র! কিন্তু এর ভিতরেও লুকিয়ে আছে ভয়ংকর কিছু।
একটি শ্বেত বামনের ভর সূর্যের প্রায় সমান হলেও এর আকার পৃথিবীর আকারের মতো ছোট। এ কারণে এদের ঘনত্ব অনেক বেশি হয়।

আর এ ঘনত্ব এতোটাই বেশি যে, আপনি যদি এর উপর দাঁড়াতে চান, তবে আপনার পায়ের নিচে চাপ হবে এত বেশি যে আপনি নিজেই গুঁড়িয়ে যাবেন। 😵‍💫

মহাকাশ ও বিজ্ঞান

Excited to have you onboard! Thanks to all Jabed Babo, Rafiqul Islam, Zakir Hossain, Lalin Sadek, Q.B. Shimanto, Mahmoud...
25/06/2025

Excited to have you onboard! Thanks to all Jabed Babo, Rafiqul Islam, Zakir Hossain, Lalin Sadek, Q.B. Shimanto, Mahmoud Miaji, Philanthropist Sourav Bhuiya, Hossain Mahmood Hanif, Toufiqul Alam Shovon, Md Salim Jabed, Kaisar Khan, M A Kaosher, Abul Hasan Babu, সজীব আহমেদ, Qumruzzaman Mohammad, Motiur Rahman, Robiul Hasan Jowel, Anas Al Siddique, Akash Shikder, Md Rafi Ahmed, Hafijur Rahaman, Muhammad Kamrul Islam, Mohammad Shahzalal Mir, Onuvuti Shamim, Saimon Khan, Abirhasan Muhin, Jesus Alberto Sulbaran, Sabir Ali Molla, Alamin Asn, Shah Khan, Dilroba Nasrin, Nazrul Islam, Ashik Lovon, Surajit Acharjee, Nu Polas, Ovijit Biswas, Sajib Ahmed, S.m. Shamim, Sumon Mollik, Md Babu, Habib Skylark, Raihan Hassan, Shahid Kabir Polash, Masum Yazaz, Milon Minhaz, Babu Babu, Imran Khan, Mamun Rashid, Panna Khandaker, MD Nurul Islam Hero

24/06/2025

আমাদের মিল্কিওয়ে ছায়াপথের ঠিক মাঝখানে যে বিশাল ‘ব্ল্যাক হোল’ রয়েছে, তা প্রচন্ড গতিতে তার নিজের অক্ষের চারপাশে ঘুরছে।

সে ঘুর্ণন গতি এতো বেশি যে, এটি
আমাদের সূর্যের মতো প্রায় ৪৩০০০০০ সূর্যকে একসাথে দুমড়ে মুচড়ে নিজের ভিতর নিয়ে নিতে পারে! ভাবুন আমাদের ছায়াপথের সেই ব্ল্যাক হোল কত জোরে ঘুরছে!!

24/06/2025

I got over 3,000 reactions on my posts last week! Thanks everyone for your support! 🎉

15/06/2025

I got over 500 reactions on one of my posts last week! Thanks everyone for your support! 🎉

আগামী ৫০ বছরের মধ্যে ১ হাজার ফুট উচ্চতার মেগা সুনামির আশঙ্কাবিজ্ঞানীরা বলছেন, এক প্রলয়ংকর মেগা-সুনামি আসতে পারে বাস্তবে...
01/06/2025

আগামী ৫০ বছরের মধ্যে ১ হাজার ফুট উচ্চতার মেগা সুনামির আশঙ্কা

বিজ্ঞানীরা বলছেন, এক প্রলয়ংকর মেগা-সুনামি আসতে পারে বাস্তবে। আমেরিকার ভার্জিনিয়া টেক বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় উঠে এসেছে এ চাঞ্চল্যকর তথ্য।

গবেষণায় বলা হয়েছে, আগামী ৫০ বছরের মধ্যে এমন একটি ভূমিকম্পের সম্ভাবনা ১৫ শতাংশ। এতে পৃথিবীর উপকূলীয় অঞ্চল ৬ ফুটের বেশি দেবে যেতে পারে।

সাধারণ সুনামির চেয়ে এই মেগা-সুনামিগুলো অনেক দ্রুতগামী ও উচ্চতর হয়। এই বিপর্যয় থেকে পালানোর সুযোগ প্রায় নেই বললেই চলে।

আগাম সতর্কতা ব্যবস্থা থাকলেও এর ক্ষতি কমানো খুব কঠিন। সর্বশেষ ২০০৪ সালের ভারত মহাসাগরের সুনামি আজও ইতিহাসে ভীতিকর উদাহরণ হয়ে আছে, যেখানে ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, ভারত ও থাইল্যান্ডসহ ১৪টি দেশে প্রাণ হারিয়েছিলেন ২ লাখ ৩০ হাজারেরও বেশি মানুষ।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

30/05/2025

Hi everyone! 🌟 stay with মহাকাশ ও বিজ্ঞান. Know the Universe, Grow yourself.

Address

Mymensingh

Alerts

Be the first to know and let us send you an email when মহাকাশ ও বিজ্ঞান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মহাকাশ ও বিজ্ঞান:

Share