13/04/2025
প্রেমিকার আপত্তিকর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করায় ২ এপিবিএন কর্তৃক প্রেমিক গ্রেফতার।
মিডিয়া সেল, ২ এপিবিএন
তারিখ- ১৩/০৪/২০২৫
ভিকটিম বর্ষা আক্তার (১৭) (ছদ্মনাম) এর সাথে বিবাদী ১। মোঃ তাজিমুল ইসলাম রিয়ন(২০), পিতা- মোঃ আব্দুল মান্নান, মাতা- শরিফা বেগম, সাং- চাপুরিয়া, থানা- মুক্তাগাছা, জেলা- ময়মনসিংহ এর আনুমানিক ০২ বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেমের সম্পর্ক হয়। সেই সুবাদে বিবাদীর সাথে ভিকটিমের নিয়মিত ফেসবুক ম্যাসঞ্জারে কথা হতো। মাঝে মধ্যেই বিবাদী ভিকটিমকে শারীরিক সম্পর্ক করার জন্য কূ-প্রস্তাব দিত। কিন্তু ভিকটিম বিবাদীর কূ-প্রস্তাবে রাজি না হলে বিবাদী ভিকটিমকে তার সাথে দেখা করার জন্য চাপ দিতে থাকে এবং হুমকি প্রদান করে যে, ভিকটিম যদি বিবাদীর সাথে দেখা না করে তাহলে উক্ত বিবাদীর সাথে ভিকটিমের প্রেমের সর্ম্পকের কথা এলাকার সবাইকে জানিয়ে ভিকটিম এবং তার পরিবারের সম্মান নষ্ট করবে। ভিকটিম তার সম্মানের কথা চিন্তা করে তার সাথে দেখা করার জন্য রাজি হয়। বিবাদী ভিকটিমের সাথে গত ইং ০৬/০৪/২০২৫খ্রিঃ তারিখ মুক্তাগাছা জমিদার বাড়ীতে দেখা করে কৌশলে ভিকটিমের অজ্ঞাতসারে তার মোবাইল নিয়ে নেয় এবং ভিকটিমের মোবাইলে থাকা তার ব্যাক্তিগত কিছু আপত্তিকর ছবি ও ভিডিও নেয়। পরবর্তীতে বিবাদীর কাছে থাকা ভিকটিমের আপত্তিকর ছবি ও ভিডিও দিয়ে ভিকটিমকে ব্লাক মেইল করতে থাকে, বিবাদীর সাথে ভিকটিমকে শারীরিক সম্পর্ক করার জন্য ক্রমাগত চাপ দিতে থাকে এবং হুমকি দেয় যে, ভিকটিম যদি বিবাদীর সাথে শারীরিক সম্পর্ক না করে তাহলে ভিকটিমের উক্ত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে ভিকটিম এবং তার পরিবারের সম্মান নষ্ট করবে। ভিকটিম বিবাদীর উক্ত কূ-প্রস্তাবে রাজি না হলে বিবাদী রাগে ক্ষোভে ভিকটিমের নাম ও ছবি ব্যবহার করে ০২ (দুই) টি ফেইক ফেসবুক আইডি তৈরি করে এবং উক্ত ফেইক ফেসবুক আইডির ম্যাসেঞ্জারের মাধ্যমে ভিকটিমের আপত্তিকর ছবি ও ভিডিও ভিকটিমের এবং তার কলেজের বান্ধবিসহ পরিচিত জনের কাছে প্রেরন করে। যা ভিকটিম গত ইং ০৯/০৪/২০২৫খ্রিঃ তারিখ দুপুর ১৪.৫০ ঘটিকার সময় তার নিজ বাড়ীতে অবস্থানকালে তার ব্যবহৃত ফেসবুক ম্যাসেঞ্জারে দেখতে পায়। উক্ত বিবাদীর এরুপ কার্যকলাপে ভিকটিম ভয়ে লজ্জায় কলেজে যেতে এবং এলাকায় মুখ দেখাতে পারছে না। বিবাদীর এরুপ কার্যকলাপে ভিকটিমের পরিবারের সম্মান বাচাতে এবং আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য ভিকটিম জাতীয় জরুরী সেবা ‘৯৯৯’ এ কল দিলে ‘৯৯৯’ থেকে ভিকটিমকে ২ এপিবিএন, মুক্তাগাছা, ময়মনসিংহের সাইবার ক্রাইম সেলে আসার পরামর্শ প্রদান করে। পরবর্তীতে ভিকটিমের বাবা ২ এপিবিএন, মুক্তাগাছা, ময়মনসিংহের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) বরাবর একটি অভিযোগ দায়ের করে। বাদীর উক্ত অভিযোগের প্রেক্ষিতে ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বাংলাদেশ পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) জনাব মোঃ কুতুব উদ্দিন মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় ২ এপিবিএন সাইবার ক্রাইম সেল এপিবিএন হেডকোয়ার্টার্স এলআইসি/সিআইএ শাখার উন্নত তথ্য প্রযুক্তির সহায়তায় উক্ত বিবাদীর বর্তমান অবস্থান সনাক্ত করে। পরবর্তীতে ২ এপিবিএন এর এসআই(নিঃ) মোঃ আমির খসরু’র নেতৃত্বে একটি অভিযানিক দল ইং ১২/০৪/২০২৫ তারিখ দুপুর ১৫.৩০ ঘটিকার সময় ময়মনসসিংহ জেলার মুক্তাগাছা থানাধীন চৌরাঙ্গীর মোড় নামক স্থানে অভিযান চালিয়ে বিবাদী ১। মোঃ তাজিমুল ইসলাম রিয়ন(২০) কে গ্রেফতার করে।
উপস্থিত সাক্ষিদের সামনে তার শরীর তল্লাশি করে তার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করে এবং জব্দকৃত মোবাইল পর্যালোচনায় ভিকটিমের একাধিক আপত্তিকর ছবি, ভিডিও এবং আসামীর তৈরিকৃত ০২ (দুই) টি ফেইক ফেইসবুক আইডিসহ উক্ত আইডির ম্যাসেঞ্জার থেকে ভিকটিমের আপত্তিকর ছবি ও ভিডিও ভিকটিমের বিভিন্ন পরিচিতজনসহ ভিকটিমের নিজের আইডিতে পাঠানোর তথ্য পাওয়া যায়। ধৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করে।
পরবর্তীতে ধৃত আসামীকে মুক্তাগাছা থানায় সোপর্দ করা হয়। ধৃত আসামীর বিরুদ্ধে মুক্তাগাছা থানার মামলা নং-১৩, তারিখ-১৩/০৪/২০২৫খ্রিঃ, ধারা- পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইন, ২০১২ এর ৮(১/২/৩) ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়।
সংগৃহীত : 2 APBN Mymensing অফিসিয়াল পেইজ থেকে