18/12/2023
আমারে ভুইলা যাওয়া যদি তোমার কাছে সহজ হয়, তাইলে তুমি আমারে ভুইলা যাও। যেমন কইরা মানুষ ভুইলা যায় রাত্তিরে দেহা দুঃস্বপ্ন।
আমার লগে কথা কইতে তোমার যদি একরত্তিও ভালো না লাগে, যদি মনে হয় আমার লগে কথা কওয়া অত জরুরী না, তাইলে তুমি আমার লগে কথা কওয়া বন্ধ কইরা দাও। যেমন কইরা মইরা যাওয়া মানুষ কথা বন্ধ কইরা দেয় দুনিয়ার লগে।
আমার প্রেম যদি তোমার মনের ভিত্রে দোলা না দেয়, আমার উপস্থিতিতে যদি তোমার মনের মইধ্যে আঞ্চান আঞ্চান না করে, আমার না থাকাতে যদি তোমার বুকের মইধ্যে হা-হুতাশ না লাগে, আমারে ছাড়া যদি তোমার গোটা একখান দিন হাইসা খেইলা কাইটা যায়, তাইলে তুমি যাও। অন্য নদীতে সাঁতার কাটো।
আমার অভিমান, আমার রাগ, আমার ঠুকরে ঠুকরে করা কান্না, আমার গলাকাটা মুরগীর মতো ছটফট করে মইরা যাওয়া নির্ঘুম রাইত যদি তোমারে ছুঁইবার না পারে। বুকের মইধ্যে জালা না হয়। তাইলে তুমি অন্য কোনো আঙুল ছুঁও, অন্য কারোর ভুলের ডালে ফুল হইয়া ফোটো, অন্য কারো নয়ন জল মুছার হাত হও। আদর হও, চাদর হও, ঘুম হও। আমার না হইয়্যা, তুমি অন্যকারো হও।
ভাঙার হইলে একবারে ভাঙো, দুঃখ দিলে দু-হাত ভইরা এক্কেবারে দাও, ছাইড়া যাইবার মন চাইলে এক্কেবারে যাও। এই ভালোবাসাহীন রোজ মইরা মইরা বাঁইচা থাকা জীবন আমার বড্ড ছারখার লাগে। দম আঁটকাইয়া আহে।
মানুষ ভাতের অভাব সহ্য করবার পারে, কিন্তু ভালোবাসার অভাব সহ্য করবার পারে না। আমিও পারি না। তুমি যাও, তুমি যাও। ভালোবাসাহীন স্বর্গে থাকার চাইতে নিঃসঙ্গ নরকে থাকা অধিক শ্রেয়। 🙂