আনন্দ অশ্রু

আনন্দ অশ্রু হাজার কষ্টের মাঝেও আনন্দ খুঁজে নেবার নামই জীবন!

12/07/2024

কত বাক্যের পরও কথা রয়ে যায় কত বাকি,
শূণ্য দৃষ্টি কত গল্পের আড়ালে দেয় ফাঁকি।
যার হাসির পরে কষ্ট লুকানো- তাকে করিনাই মায়া,
কার বুক খালি করে সে হারালো শত জন্মের ছায়া।
ধিকি ধিকি পিঞ্জিরার মধ্যে মৃদু জানটুকু রয়,
না তাকে বেঁচে থাকা বলে, না তার জানাযা হয়।
তারে যদি দেখো প্রাচীরের শেষে, ওখানেই বলো থামুক!
তারে শুদ্ধ করে এমন বৃষ্টি আর কখনো না নামুক।


🔰অশুদ্ধ
✍️চিরঅধরা
১২ জুলাই, ২০২৪

30/05/2024

আহা কতকাল ধরিয়া আপন বৃত্তান্তে সহায় রহিয়া আছি,
কিছু দূর হাটিয়া আসিতেই আর কিছু দূর গিয়া বসি,
কতশত ডালে পাখাটি উড়ায়ে কত দেখিনু স্বাধীনতা,
আমার দুবাহু শূণ্য পড়িয়া, নাই সারল্যের ছিটেফোঁটা,
সরু আশার আলো আহা অসার পড়িয়া রয়,
কত ঝলমলে সুর,
কাহার তরে কে বা পড়িয়া থাকে,
এইটুকু জীবনের মৃত আঁকেবাকে,
আপনার তরে লড়াই করিয়া আপনাকেই সইতে হয়।
সব কিছু সময়কে তার সময় মতো বুক ভরে গ্রাস করে নিয়ে যাওয়ার ক্ষমতা প্রকৃতি দেয়নাই।
স্মৃতি কেড়ে নেয়া যায়না,
ক্ষত ত্বকের সাথে মেশেনা,
মিথ্যা কারো গল্পে হারায়না,
ধোঁকার কোনো শেষ ঠিকানা নেই,
কান্নার একা রাত গুলো কেউ ভাগ করে নেয়না,
বুকের মাঝখানে যে যন্ত্রণাটা হচ্ছে....কখনোই থামবেনা,
ব্যস্ততার অজুহাতে দায়িত্বের ভীড়ে বেঁচে থাকার তাগিদে জীবন নামের গাড়িটাকে মৃত্যুর আগ অব্দি একা টেনে নেওয়াকে "সময় সব ঠিক করে দেয়" নাম দিওনা...
যার ঘর পোড়ে সে জানে, এই ছাই ধোয়াগুলো কোথায় হারায়।

🔷সময়
✍️চিরঅধরা
৩০/৫/২০২৪

29/05/2024

আমি প্রচন্ড ইটপাথুরে মানুষ,
কথার হাতুড়িতে ভেঙে পড়ি রোজ!
আমি প্রচন্ড কনক্রিট শক্ত হৃদয়,
কখনো পায়ের নিচের শক্ত রাস্তা,
কখনো আবার দালানে মোড়ানো নিরাপদ আশ্রয়!!
আমি তথাকথিত পুরুষ!
কখনো প্রেমিক, কখনো স্বামী!
কখনো পরিবারের ঢাল, নিরাপদ বলয়!
আমি অগ্নি, আমি ঝড়
পান থেকে চুন খসলেই
তুই মর তুই মর!! ( সংক্ষেপিত )

২৯/৫/২৪
#নীল

31/03/2024

একসাথে থাকার চুক্তিতে যে সংবিধানটা তৈরি হয়েছিল
বেশিদিন তা টিকেনি!
অলিখিত সংবিধান ক্ষণস্থায়ী অনুপমা!!!

#নীল

29/03/2024

কি দোষে যে পাপী
হবো আমি আজ
একা থাকার মাঝেও
ভীরের বসবাস!!...

01/03/2024

কত আঘাতের পর তোমার জন্য আমার অনুভুতির দরজার হাতল ভেঙে গেল,
লণ্ডভণ্ড হলো সাজানো শখের আবদারের ঝাড়বাতি,
নিজের মায়ার শেকলে পা কেটে কেটে হলো রক্তাক্ত!
তবু তোমার চোখের কোণে আমি আমার ছবিটা পাইলামনা....
তুমি কেমন প্রেমিক পুরুষ বলোতো?
প্রেমের জন্য কাতর হয়ে যারে কাছে পেতে আকুল,
তারে শখের নারী করে রাখতে কত কার্পণ্যতা!
তোমার জন্যও বিধাতা পৃথিবীতে ভালোবাসা বরাদ্দ করে রাখলো,
আর আমারে দিলো ভয়াবহ শূণ্যতা...

📍 শেকল
✍️চিরঅধরা
১/৩/২০২৪

29/02/2024

আমি যেন এক বিধ্বস্ত ফিলিস্তিন!
অসহায় রিফিউজি ভেবে আশ্রয় দেওয়া তুমিটা যেন বেঈমান ইসরায়েলের মত আমার বুকে ধ্বংসযজ্ঞ চালাও!!

#নীল

23/12/2023

শব্দচয়নে আমি বরাবরই ব্যর্থ!
এই যেমন,যে আমার কলিজায় ব্যথা দিয়েছিলো; তাকে আমি কলিজা বলে সম্বোধন করতাম 🙂

#নীল

19/12/2023

নিরবে, নিভৃতে খুব যত্নে
তোমার জন্যে চোখের কোণে যে জল বয়ে যেতো;
সালোয়ার একটু উঁচু করে
তুমি সেই জল ভেঙে ভেঙে রাস্তা পার হয়ে গেলে---
এতো যত্নে, এতো সাবধানে, যেন বা জলের গায়ে আঘাত না লাগে!!

#নীল

18/12/2023

আমারে ভুইলা যাওয়া যদি তোমার কাছে সহজ হয়, তাইলে তুমি আমারে ভুইলা যাও। যেমন কইরা মানুষ ভুইলা যায় রাত্তিরে দেহা দুঃস্বপ্ন।
আমার লগে কথা কইতে তোমার যদি একরত্তিও ভালো না লাগে, যদি মনে হয় আমার লগে কথা কওয়া অত জরুরী না, তাইলে তুমি আমার লগে কথা কওয়া বন্ধ কইরা দাও। যেমন কইরা মইরা যাওয়া মানুষ কথা বন্ধ কইরা দেয় দুনিয়ার লগে।
আমার প্রেম যদি তোমার মনের ভিত্রে দোলা না দেয়, আমার উপস্থিতিতে যদি তোমার মনের মইধ্যে আঞ্চান আঞ্চান না করে, আমার না থাকাতে যদি তোমার বুকের মইধ্যে হা-হুতাশ না লাগে, আমারে ছাড়া যদি তোমার গোটা একখান দিন হাইসা খেইলা কাইটা যায়, তাইলে তুমি যাও। অন্য নদীতে সাঁতার কাটো।
আমার অভিমান, আমার রাগ, আমার ঠুকরে ঠুকরে করা কান্না, আমার গলাকাটা মুরগীর মতো ছটফট করে মইরা যাওয়া নির্ঘুম রাইত যদি তোমারে ছুঁইবার না পারে। বুকের মইধ্যে জালা না হয়। তাইলে তুমি অন্য কোনো আঙুল ছুঁও, অন্য কারোর ভুলের ডালে ফুল হইয়া ফোটো, অন্য কারো নয়ন জল মুছার হাত হও। আদর হও, চাদর হও, ঘুম হও। আমার না হইয়্যা, তুমি অন্যকারো হও।
ভাঙার হইলে একবারে ভাঙো, দুঃখ দিলে দু-হাত ভইরা এক্কেবারে দাও, ছাইড়া যাইবার মন চাইলে এক্কেবারে যাও। এই ভালোবাসাহীন রোজ মইরা মইরা বাঁইচা থাকা জীবন আমার বড্ড ছারখার লাগে। দম আঁটকাইয়া আহে।
মানুষ ভাতের অভাব সহ্য করবার পারে, কিন্তু ভালোবাসার অভাব সহ্য করবার পারে না। আমিও পারি না। তুমি যাও, তুমি যাও। ভালোবাসাহীন স্বর্গে থাকার চাইতে নিঃসঙ্গ নরকে থাকা অধিক শ্রেয়। 🙂

17/12/2023

আমি চেয়েছিলাম কিছুটা অন্ধকার-
সূর্য থেকে জ্যোস্না থেকে দূরে
কিছুটা আঁধাররচিত প্রেমনির্মাণ!
চাইনি ; কসম; আমি চাইনি অতোটা অন্ধকার,
যে আঁধারে হারিয়ে গেছো তুমি
পাইনি খুঁজে আর--!!!

#নীল

তুমিও না 😅
12/12/2023

তুমিও না 😅

Address

Sherpur
Mymensingh
2100

Telephone

+8801611134932

Website

Alerts

Be the first to know and let us send you an email when আনন্দ অশ্রু posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আনন্দ অশ্রু:

Share