
24/03/2025
বাচ্চাকে কেনো কোনো স্ক্রিনটাইম (টিভি , মোবাইল )দেই না ? ছোট একটা উদাহরণ দেই।
গতকাল মেয়েকে (বয়স : ২ বছর ১১ মাস) সাথে নিয়ে আমি আমার চুল কাটতে গিয়েছিলাম। চুল কাটা , ব্লো ড্রাই সব মিলিয়ে দেড় ঘন্টা সময় লেগেছে। পুরো সময় ও কোনো খেলনা ,একটিভিটি ছাড়া বসে ছিল। আগ্রহ নিয়ে চারপাশের জিনিসপত্র ,আমার চুল কাটা এগুলা দেখে পুরো সময় ও পার করেছে। একটুও বিরক্ত বা অধৈর্য্য হয়ে যায়নি। আমি নিজেই এতক্ষন এভাবে বসে থাকতে পারতাম না !
স্ক্রিন আমাদের মনোযোগ দিন দিন কমিয়ে দিচ্ছে , অস্থিরতা বাড়িয়ে দিচ্ছে। ছোট বাচ্চাদের ব্রেন যেহেতু ডেভেলপেড না তাই ওদের উপর স্ক্রিনের প্রভাব আরো বেশি ভয়ঙ্কর।
আজকে যদি আমি আমার বাচ্চাকে ডিভাইস দিতাম তাহলে এভাবে এতক্ষন চুপচাপ বসে থাকার মতো ধৈর্য্য ওর থাকতো না। এটা জাস্ট একটা উদাহরণ ছিল। বাচ্চাকে এখন পর্যন্ত স্ক্রিন ফ্রি রাখার অসংখ্য সুফল আমরা প্রতিদিন পাচ্ছি।
-Farah Mehnaz