ময়না ভাই

ময়না ভাই Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ময়না ভাই, Digital creator, Mymensingh.

আমার এই নতুন পেইজটি সবাই লাইক ফলো করবেন। নিয়মিত গার্মেন্টসের কাজের সকল ধরনের ভিডিও ( অন্যান্য শিক্ষামূলক ও বিনোদন ভিডিও) আপলোড দেওয়া হয় । ✅❤️

কেউ ফলো ব্যাক না পেলে দয়া করে একটা পেইজে কমন্ট করবেন দিবেন ফলো ব্যাক দিব ১০০% ✅✅ এবং ❤️ সাপোর্ট পাবেন ❤️🤍

মানুষ মানুষের জন্য…গতকাল নওরিনের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে আমাদের প্রিয় সংগঠন “বন্ধু হও, হাতটা বাড়াও” এর পক্ষ থেকে ...
15/06/2025

মানুষ মানুষের জন্য…
গতকাল নওরিনের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে আমাদের প্রিয় সংগঠন “বন্ধু হও, হাতটা বাড়াও” এর পক্ষ থেকে ২৫,০০০ (পঁচিশ হাজার) টাকা। এই টাকা গুলো হয়তো কোনো সমাধান নয়, কিন্তু একটি আশার আলো—যে এখনো পাশে দাঁড়ানো মানুষ আছে, বন্ধু আছে।
নওরিনের কঠিন সময়ে পাশে দাঁড়ানোর জন্য "বন্ধু হও, হাতটা বাড়াও" সংগঠনের সকল সদস্যদের প্রতি রইলো হৃদয় নিংড়ানো ভালোবাসা।
নওরিনের পাশে আছি আমরা্—আপনিও থাকুন।
মানবিকতায় এগিয়ে থাকুক আমাদের সমাজ।
নওরিন আক্তার নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলার আদর্শনগর এলাকার কুলপতাক গ্রামের মেয়ে। পেশায় সে একজন শিক্ষার্থী। তার হার্ট ডেমেজ হয়ে গেছে। তার হার্ট ট্রান্সফার এর জন্য ৩০ লক্ষ টাকা প্রয়োজন। ইতোমধ্যে ১২ লক্ষ টাকা উপরে সংগ্রহ করা হয়েছে। আমার ফেসবুক বন্ধুদের মধ্যে থেকে কেউ যদি মানবিক সাহায্য করতে আগ্রহী হন, তাহলে ইনবক্সে আমার সাথে যোগাযোগ করতে পারেন।
★★ আমাদের সংগঠনের খেলার আয়োজনের টাকা ও খেলোয়াড় অংশ গ্রহণ ফি নওরিন এর চিকিৎসা তহবিলে দেওয়া হয়েছে।

★"একতা কল্যাণ ফাউন্ডেশন " সংগঠন কর্তৃক আয়োজিত- ঈদ-উল-আযহা স্পেশাল ফুটবল টুর্নামেন্ট-২০২৫ সম্পূর্ণ শান্তিপূর্ণ ও উৎসবমুখর...
15/06/2025

★"একতা কল্যাণ ফাউন্ডেশন " সংগঠন কর্তৃক আয়োজিত- ঈদ-উল-আযহা স্পেশাল ফুটবল টুর্নামেন্ট-২০২৫ সম্পূর্ণ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়েছে।
★খেলার প্রতিটি মুহূর্ত ছিলো চমৎকার উত্তেজনায় ভরপুর – খেলোয়াড়দের অসাধারণ পারফরম্যান্স, দর্শকদের করতালি আর বন্ধুত্বের দৃঢ় বন্ধন এই আয়োজনকে করেছে আরও প্রাণবন্ত।
🏆 অংশগ্রহণকারী দলগুলো:
★ তারুণ্য একাদশ
★ দুরন্ত একাদশ
★ স্বপ্নচূড়া একাদশ
★ প্রবাসী একাদশ
⚽ টানটান উত্তেজনায় ভরপুর এই টুর্নামেন্টে চূড়ান্তভাবে বিজয়ী হয়েছে তারুণ্য একাদশ।
তাদের দুর্দান্ত দলীয় সমন্বয়, প্রতিভা ও মনোযোগী খেলায় মুগ্ধ হয়েছে দর্শকরা।
🥇 বিজয়ী দল: তারুণ্য একাদশ
🥈 উপ-বিজয়ী দল: [দুরন্ত একাদশ]
★এই আয়োজনের মাধ্যমে আমাদের বন্ধুত্ব, সৌহার্দ্য ও একতার বন্ধন, ভালোবাসার মিলনমেলা আরও দৃঢ় হয়েছে।
চারটি টিমের সকল খেলোয়াড়ই "একতা কল্যাণ ফাউন্ডেশন " সংগঠনের সদস্য।

ধন্যবাদান্তে
এডমিন প্যানেল, মূখপাত্র প্যানেল ও স্বেচ্ছাসেবক প্যানেল।
★একতা কল্যাণ ফাউন্ডেশন ★
(একটি সামাজিক ও মানবিক সংগঠন)
আলিপুর, হাটনাইয়া, আদর্শনগর, নেত্রকোণা।

Big shout out to my newest top fans! 💎 মনি মনি মনি, Md Ibrahim Md Ibrahim, Mst Maho Muda, কন্যা কুমারী, Jihad Islam, Sum...
13/06/2025

Big shout out to my newest top fans! 💎 মনি মনি মনি, Md Ibrahim Md Ibrahim, Mst Maho Muda, কন্যা কুমারী, Jihad Islam, Sumi Akther

Drop a comment to welcome them to our community,

13/06/2025

যে পরিমান গরম পড়ছে, কারো রুমে ঢোকার আগে নক দিয়া ঢু-কি-য়ে-ন🙂

08/06/2025

শুভ সকাল বন্ধুরা

ঈদের  সালামি দিতে বসছি....অবিবাহিত=100টাকা......বিবাহিত=70 টাকা.....প্রেম চলিতেছে=1000 টাকা.......সিঙ্গেল =10 টাকা.....ছ...
07/06/2025

ঈদের সালামি দিতে বসছি....
অবিবাহিত=100টাকা......
বিবাহিত=70 টাকা.....
প্রেম চলিতেছে=1000 টাকা.......
সিঙ্গেল =10 টাকা.....
ছ্যাকা খোরদের= 300টাকা.....
প্রেম করতে চায় কিন্তু পারে না তাদের জন্য= 50 টাকা.....
কেউ ধাক্কা ধাক্কি করবেন না... সবাই লাইনে দাঁড়ান..... গতবছর ধাক্কা ধাক্কি করে আমার inbox er দরজা জানলা ভেঙ্গে গেছে।🤭😕😕😁😁😁😁😁😆😆

07/06/2025

ঈদ মোবারক ❤️

সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা

যেখানে ব্রাজিল ২০২৬ বিশ্বকাপ জিতে গেছে, সেখানে বাকি ম্যাচ গুলো জেতা বিলাসিতা ✅
06/06/2025

যেখানে ব্রাজিল ২০২৬ বিশ্বকাপ জিতে গেছে, সেখানে বাকি ম্যাচ গুলো জেতা বিলাসিতা ✅

বাঘ এ বন ছেড়ে অন্য বনে যাচ্ছে 💪
05/06/2025

বাঘ এ বন ছেড়ে অন্য বনে যাচ্ছে 💪

টাকা উপহার দিয়ে এভাবে অপমান 😅
05/06/2025

টাকা উপহার দিয়ে এভাবে অপমান 😅

ঈদ মোবারক  ঈদ-উল-আযহা।  নিরাপদ ঈদযাত্রা সমূহের বিষয়ে নিম্নে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হলো:ঈদের আনন্দকে আরও বৈধভা...
05/06/2025

ঈদ মোবারক

ঈদ-উল-আযহা। নিরাপদ ঈদযাত্রা সমূহের বিষয়ে নিম্নে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হলো:

ঈদের আনন্দকে আরও বৈধভাবে করতে এবং দূর যাত্রার বিষয় সামনে রেখে আপনাদের নিরাপত্তার বিষয়ে বিশেষভাবে সচেতনতা অবলম্বনের অনুরোধ করা হচ্ছে:

পরিচয়পত্র (ভোটার আইডি, অফিস আইডি, স্টুডেন্ট আইডি ইত্যাদি) সাথে রাখুন।

বাসাবাড়িতে তালা দেয়া নিশ্চিত করুন এবং চাবি বাইরে লুকিয়ে না রেখে নিরাপদ স্থানে রাখুন।

টাকা বা মূল্যবান জিনিসপত্র বহনের সময় সতর্ক থাকুন। বিশেষত ব্যাংক থেকে টাকা উত্তোলনের সময়।

অপরিচিত কাউকে আর্থিক লেনদেন, যেমন নগদ টাকা দেয়া থেকে বিরত থাকুন।

রাস্তায় চলাচলের সময় অতিরিক্ত সতর্ক থাকুন। ব্যাগ বা পার্স নিজের শরীরের সামনে রাখুন। অতিরিক্ত সোনা/গয়না না পরিধান করাই শ্রেয়।

মিশ্র পরিবেশে সন্দেহভাজন কিছু লক্ষ্য করলে নিকটস্থ পুলিশ বা আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করুন।

মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে টাকা লেনদেন করার সময় সতর্ক থাকুন। লেনদেনের তথ্য কাউকে জানাবেন না।

টিকিট/পাস ইত্যাদি সংরক্ষণ করে রাখুন এবং প্রয়োজন ছাড়া কাউকে তা দেখাবেন না।

হাট থেকে পশু কেনার সময় ক্রয় রশিদ সংগ্রহ করুন।

হাটে গেলে শিশুদের হাত ছেড়ে দেবেন না। শিশুদের পরিচয়পত্র তাদের পকেটে রাখুন অথবা হাতে লিখে দিন।

হাট বা গণপরিবহনে গেলে মাস্ক পরিধান করুন ও হাত ধোয়ার ব্যবস্থা রাখুন।

খাদ্য গ্রহণের ক্ষেত্রে সতর্ক থাকুন, বাইরের খোলা খাবার গ্রহণ এড়িয়ে চলুন।

নিজ এলাকায় অজানা বা সন্দেহজনক ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখলে স্থানীয় আইন-শৃঙ্খলা বাহিনীকে জানিয়ে দিন।

গরু বা ছাগল জবাইয়ের সময় স্বাস্থ্যবিধি মেনে চলুন এবং যথাযথ জায়গায় কোরবানির বর্জ্য ফেলার ব্যবস্থা করুন।

গরু বা ছাগলের রশি শক্তভাবে বাঁধা আছে কিনা তা নিশ্চিত করুন, যাতে মানুষের ক্ষতি না হয়।

কোরবানির পশু পরিবহনের সময় সতর্ক থাকুন, গাড়ি চলন্ত অবস্থায় কেউ যেন ঝুঁকিপূর্ণভাবে দাঁড়িয়ে না থাকে।

গরুর হাট বা কোরবানির স্থানে নিজের পরিচয় নিশ্চিত করতে পরিচয়পত্র সাথে রাখুন।

কেউ যদি নিজেকে পুলিশ বা র‍্যাব পরিচয় দেয়, তবে পরিচয় যাচাই করুন।

হুজুগে পড়ে গুজবে কান দেবেন না, সব সময় তথ্য যাচাই করুন।

গরুর হাটে বা বাজারে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও প্রয়োজনীয় ওষুধ সাথে রাখুন।

সবশেষে, আপনারা সবাই সতর্ক থাকবেন, পরিবারের নিরাপত্তা নিশ্চিত করবেন এবং সবার ঈদ হোক আনন্দময় ও নিরাপদ।

এই তোমার ছোটবেলার পিক ❤️ ❤️  ゚
04/06/2025

এই তোমার ছোটবেলার পিক ❤️ ❤️ ゚

Address

Mymensingh

Alerts

Be the first to know and let us send you an email when ময়না ভাই posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share