17/07/2025
নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলায় বসবাসকারী ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর ০৭ টি অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে গৃহ নির্মাণের সহায়তা সরুপ ঢেউটিন ও নগদ অর্থের চেক বিতরণ করেন বারহাট্টা উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার জনাব খবিরুল আহসান, এসময় উপস্থিত ছিলেন জনাব Papon Singha চেয়ারম্যান, ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন, বারহাট্টা - নেত্রকোনা।
Uno Barhatta Netrokona