Ahad In pain- যন্ত্রণা"র আহাদ

Ahad In pain- যন্ত্রণা"র আহাদ _কতশত কবিতা জমে গিয়েছে মস্তিষ্কে; আহঃ জীবন কতটা দূর্বিসহ!💔😅

14/05/2025

আর কোনো কষ্টের ক্যাপশন পোস্ট করি না!
কারণ প্রতি সময় এখন ভালোবাসার দেওয়ার মানুষ আছে।
সে ভালোবাসে ভুলিয়ে দিয়েছে অতীতের সব কষ্টের কথা।
আর এখন তো অতীতে কি বা কে ছিলেন
কিছুই মনে পরে নাহ। কে ছিলো কিন্তু এটা না যে নতুন পেয়ে পুরাতন মানুষ কে ভুলে গেছি মনে আছে একজন প্রতারক 🤔

Ahad In pain- যন্ত্রণা"র আহাদ
আমি নিজে লিখছি গভীর রাতে ঘুম হয় না তো কিছু কথা মনে পড়ে আর কী!

https://www.youtube.com/-f4yসবাই সাবস্ক্রাইব করেন প্লিজ
06/04/2025

https://www.youtube.com/-f4y
সবাই সাবস্ক্রাইব করেন প্লিজ

Like . Subscribe please . Lo-fi Ahad

27/03/2025

তুমি বলেছিলে, "নিজের যত্ন নিও"
কিন্তু আমি চেয়েছিলাম তুমি বলো,
"আমার জন্য তোমার নিজের যত্ন নিতে হবে।

তুমি বলেছিলে, "রাত জেগোনা"
কিন্তু আমি চেয়েছিলাম তুমি বলো,
"তোমার প্রতিটি নির্ঘুম রাতে আমি সঙ্গ দেবো।"

তুমি বলেছিলে, "ঠিকমতো ঔষধ খেও"
কিন্তু আমি চেয়েছিলাম তুমি বলো,
"আমার ভালো থাকার জন্য তোমার সুস্থতা প্রয়োজন।"

তুমি বলেছিলে, "স্বপ্ন পূরণ করো"
কিন্তু আমি চেয়েছিলাম তুমি বলো,
"আমি তোমার সব স্বপ্ন পূরণের সাক্ষী হতে চাই।"

তুমি বলেছিলে, "সফল হও"
কিন্তু আমি চেয়েছিলাম তুমি বলো,
"আমি তোমার ব্যর্থতাতেও পাশে থাকবো।"

তুমি বলেছিলে, "ভালো থেকো"
কিন্তু আমি চেয়েছিলাম তুমি বলো,
"তোমার ভালো থাকার দায়িত্ব আমি নিলাম।"

তুমি বলেছিলে, "সব ঠিক হয়ে যাবে"
কিন্তু আমি চেয়েছিলাম তুমি বলো,
"চিন্তা করছো কেন? আমি আছি তো

Rj Ahad Jan 🌺

03/03/2025

চালু করছি 'ডেকে তোলা' সার্ভিস! নিউজফিড জুড়ে অনেকের আফসোস দেখলাম, সেহেরির সময় ডেকে তোলার মানুষ নেই দেখে। এখানে সুলভ মূল্যে ডেকে তোলা হয়।রেট-

মিসড কল প্রতি- ১০০৳ টাকা
ঘুম থেকে জাগানোর পর ৩০ সেকেন্ড কথা বললে - ১৫০ টাকা
১মিনিট কথা বললে - ২০০৳ টাকা
৫ মিনিট কথা বললে- ২১০ টাকা

প্রিমিয়াম প্যাকেজ
'ওগো ঘুম থেকে ওঠো' প্যাকেজ -২০০০ টাকা
সেহেরির আগ পর্যন্ত কথা বলা -৫০০০টাকা! 🙂

02/03/2025

"কিভাবে ছেড়ে দিবো তাকে "আল্লাহ প্রথম রাকাত থেকে শুরু করে শেষ রাকাত পর্যন্ত তার কথাই ভাবি.!❤️‍🩹)

28/02/2025

..তু'মি না থেকেও মনে থাকলা, ভাবনায় থাকলা, মস্তিষ্কে থাকলা, থাকলা না শুধু কপালে!💔😅

20/02/2025

- চিৎকার করে বলতে ইচ্ছে করে, খুব ভালোবাসি তোমায়!💔🥹

20/02/2025

ভাগ্যক্রমে যদি কখনো দেখা হয়ে যায়, একটাই কথা বলব বড্ড ঠকালে আমায়!! 💔😌

14/02/2025

সকলের কাছে দোয়ার দরখাস্ত
মুক্তির মহিমান্বিত রাত আজ!
হে আল্লাহ ☝️
রাব্বির হাম হুমা কামা রাব্বায়ানী ছাগীরা!
আমার মা-বাবাকে জান্নাতের উঁচু মাকাম দান করুন। আমিন। 🤲
আজ শবে বরাত এই দিনে
যাদের মা,বাবা জীবিত নেই সেই সকল মা-বাবাকে আল্লাহ যেন জান্নাত বাসি করেন! আর যাদের মা-বাবা জীবিত আছেন তাদের জন্য সবাই দোয়া করি আল্লাহ পাক নেক হায়াত দান করুক
আমিন 🤲🤲

11/02/2025

আপনাকে ছেড়ে দিয়েছি,ডাক্তার যেভাবে ছেড়ে দেয় শেষ চেষ্টার পর মৃত্যু পথ যাত্রী রোগীকে 😅💔

Address

Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ahad In pain- যন্ত্রণা"র আহাদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share