Abul Khayer Nurullah Official

Abul Khayer Nurullah Official সেই ব্যক্তিদের পথে চলতে চাই, যারা রবের নিয়ামত প্রাপ্তদের অন্তর্ভুক্ত।

05/09/2025

২৯শে আগষ্ট বনাটি - আউটারগাতী বাজার। বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত এমপি প্রার্থী, বিডিপির চেয়ারম্যান এড. আনোয়ারুল ইসলাম চান

05/09/2025

ইসলামী মানুষ ক্ষমতায় গেলে পরিবর্তন আসবেই, ইনশাআল্লাহ 🌿
যখন আল্লাহভীরু, আমানতদার ও সৎ মানুষ নেতৃত্ব গ্রহণ করে,
তখন সমাজে সত্যের আলো জ্বলে ওঠে, মিথ্যার অন্ধকার ভেঙে পড়ে।
তাদের হাতে থাকে ন্যায়বিচারের পাল্লা, দুর্নীতি পিছু হটে,
গরিবের হক আদায় হয়, শোষিত মানুষ হাসিমুখে পথে।
ইসলামী নেতৃত্ব মানে—আদর্শের পুনর্জাগরণ,
মানুষের জীবনে শান্তি, সুখ ও নিরাপত্তার ঘোষণা।
তাদের রাজনীতি ক্ষমতার লোভে নয়, বরং দায়িত্বের আমানত,
যেখানে থাকে ইবাদতের রঙ, আর দুনিয়া-আখেরাতের বরকত।
ইনশাআল্লাহ, যখন ইসলামী মানুষ ক্ষমতায় আসবে,
তখন পরিবর্তন হবে অবশ্যম্ভাবী—
ন্যায়ের শাসন কায়েম হবে,
আর অন্যায়, জুলুম ও অশান্তি হবে বিলীন।

ইসলামের দৃষ্টিতে মুছীবাত, চিকিৎসা ও মৃত্যু লেখক : মুফতি আবুল খায়ের মোহাম্মদ নুরুল্লাহ রহ.
02/09/2025

ইসলামের দৃষ্টিতে মুছীবাত, চিকিৎসা ও মৃত্যু
লেখক : মুফতি আবুল খায়ের মোহাম্মদ নুরুল্লাহ রহ.

01/09/2025

বাংলাদেশ জামায়াতে ইসলামী নান্দাইল উপজেলা শাখার ৬নং ইউনিয়ন, ৯নং ওয়ার্ডের কেন্দ্র কমিটি সভার চিত্র।
আল্লাহ ইসলামের পক্ষে আমাদেরকে কবুল করুন। আমিন

15/08/2025

আজ শুক্রবার
১৫ আগস্ট ২০২৫
২০ সফর ১৪৪৭ হিজরি
------------------------
ফজর- ৪:১৩ মিনিট
জোহর- ১২:০৭ মিনিট
আসর- ৪:৩৯ মিনিট
মাগরিব- ৬:৩৮ মিনিট
ইশা- ৭:৫৬ মিনিট
---------------------------
আজ সূর্যাস্ত- ৬:৩২ মিনিট
আজ সূর্যোদয়- ৫:৩৩ মিনিট

13/08/2025

ভালো ও মন্দ কাজের প্রতিদান

طلع البدر علينا
09/08/2025

طلع البدر علينا

08/08/2025

طلع البدر علينا

#نشيد

06/08/2025

মৃত্যুর পর মানুষের ৯টি আফসোস :

১. "হায়! আমি যদি মাটি হয়ে যেতাম।"( সূরা-নাবা, ৪০)

২. "হায়! যদি পরকালের জন্য কিছু করতাম।"( সূরা- ফজর, ২৪)

৩. "হায়! আমাকে যদি আমার আমলনামা না দেওয়া হতো। "(সূরা-হাক্কাহ্, ২৫)

৪. "হায়! আমি যদি শয়তানকে বন্ধুরূপে গ্রহণ না করতাম।"(সূরা-ফুরকান, ২৮)

৫. "হায়! আমরা যদি আল্লাহ ও আল্লাহর রাসূল (স.) এর আনুগত্য করতাম।"(সূরা-আহযাব, ৬৬)

৬. "হায়! আমি যদি রাসূল (স.) এর সৎপথ অবলম্বন করতাম।"(সূরা-ফুরকান, ২৭)

৭. "হায়! আমিও যদি তাদের সঙ্গে থাকতাম, তাহলে বিরাট সফলতা লাভ করতে পারতাম।"(সূরা-আন নিসা, ৭৩)

৮. "হায়! আমি যদি আমার রবের সঙ্গে কাউকে শরীক না করতাম।"( সূরা-কাহাফ, ৪২)

৯. "হায়! এমন যদি কোনো সুরত হতো -- আমাদের কে আবার দুনিয়াতে পাঠানো হতো, আমরা আমাদের প্রভুকে মিথ্যা প্রতিপন্ন না করতাম আর আমরা হতাম ঈমানদারের শামিল।"(সূরা-আনআম, ২৭)

Address

Nandail
Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abul Khayer Nurullah Official posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share