Mymensingh ময়মনসিংহ

Mymensingh ময়মনসিংহ ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা ও শেরপুরের সংবাদ নিয়ে DailyMymensingh.com লিখতে পারেন আপনিও Few young Journalist from Mymensingh start this....

📢 ই-কমার্স ব্যবসায় পার্টনার আবশ্যক!📍 ফুলপুর পৌরসভার এলাকাবাসীদের জন্য  চমৎকার সুযোগ।✅ সাইকেল ও স্মার্টফোন থাকতে হবে।✅ পর...
22/06/2025

📢 ই-কমার্স ব্যবসায় পার্টনার আবশ্যক!

📍 ফুলপুর পৌরসভার এলাকাবাসীদের জন্য চমৎকার সুযোগ।

✅ সাইকেল ও স্মার্টফোন থাকতে হবে।
✅ পরিশ্রমী ও দায়িত্বশীল হতে হবে।
✅ স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের অগ্রাধিকার।
✅ বেকার যুবকরাও যোগ দিতে পারবে।

👉 বিস্তারিত জানতে যোগাযোগ করুন:
📞 01735-219210

শোক সংবাদ ময়মনসিংহের ফুলপুর উপজেলার মোঃ মিরাশ উদ্দিন তালুকদার আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।উনার বাড়ি ...
17/06/2025

শোক সংবাদ

ময়মনসিংহের ফুলপুর উপজেলার মোঃ মিরাশ উদ্দিন তালুকদার আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

উনার বাড়ি ফুলপুর উপজেলার বালিয়া ইউনিয়নের সলঙ্গা গ্রামের তালুকদার বাড়ি।

তিনি সোমবার দিবাগত রাত সাড়ে ১২টায় ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান।

তিনি পাইস্কা আকবরী বাজারের প্রতিষ্ঠাতা এবং খড়িয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ছিলেন।

মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৬৭ বছর ১১ মাস। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অনেক গুণগ্রাহী আত্মীয়-স্বজন রেখে গেছেন।

মরহুমের জানাযার নামাজ আজ বেলা ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।

14/06/2025

☁️ ফুলপুরে আজ মেঘে ঢাকা দিন ☁️

সকাল বেলা সূর্য ঢেকে,
মেঘের চাদর চুপটি থাকে।
পাখিরা গায় ক্লান্ত সুর,
ঘুমে ঢুলে পড়ে ফুলপুর।

বেলা গড়ায়, হাওয়া বয়,
আকাশ যেন কিছু বলে হয়।
মেঘের কোলে বজ্র বাজে,
বৃষ্টি নামে মাটির মাঝে।

ধানের খেতে জলছবি,
শিশুরা গায় "বৃষ্টি এল ভাই!"
বৃদ্ধ বলে— আলহামদুলিল্লাহ্,
মরু ভেজে, আসে রহমত বাহ।

বিকেলবেলা ছায়া গাঢ়,
পথে নেই আর কোলাহল ভার।
রাত্রির কোণে বাজে গর্জন,
ফুলপুরে নামে শান্তি-চরণ।

13/06/2025

আজ ফুলপুর (ময়মনসিংহ) এর জন্য এই ঘণ্টাভিত্তিক আবহাওয়া:

🕒 বিকেল ৩–৬: আংশিক মেঘলা আকাশ, তাপমাত্রা ৩৪–৩৬°C। সবচেয়ে গরম সময় তাই বাইরে থাকলে সাবধানতা নিবেন — পর্যাপ্ত পানি এবং হালকা ছাতা বা টুপি সঙ্গে রাখুন।

🌥 সন্ধ্যা ৭–১০: মৃদু মেঘলা থেকে প্রায় পরিষ্কার আকাশ, তাপমাত্রা ধীরে ধীরে ৩১–৩৪°C এ নামছে। বাইরে হাঁটা বা হালকা কাজের জন্য ভালো সময়।

🌜 রাত ১১–রাত ২ টা: রাতের দিকে বজ্রবিদ্যুৎ-বৃষ্টির সম্ভাবনা আছে, তাপমাত্রা থাকবে ২৮–৩০°C। ঘুমানোর আগে দরজা-জানালা বন্ধ রাখুন, নিরাপদে থাকুন।

আলহামদুলিল্লাহ।
04/06/2025

আলহামদুলিল্লাহ।

ব্যবসায়িক পার্টনার চাই যারা পার্টনার হতে পারবেন। ১. পরিশ্রমই কিন্তু বেকার যুবক। ২. ফুলপুরে স্থায়ীভাবে বসবাসকারী।৩. যেস...
04/06/2025

ব্যবসায়িক পার্টনার চাই

যারা পার্টনার হতে পারবেন।
১. পরিশ্রমই কিন্তু বেকার যুবক।
২. ফুলপুরে স্থায়ীভাবে বসবাসকারী।
৩. যেসব শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি ব্যবসা করতে চান।
৪. মাদ্রাসা, কলেজের শিক্ষার্থীরাও যুক্ত হতে পারবেন।

আরো বিস্তারিত জানতে
WhatsApp করুন।
01735-219210

https://amrai-bangladesh.com/politics/news/2178
24/03/2025

https://amrai-bangladesh.com/politics/news/2178

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার স্থানীয় সানাই কমিউনিটি সেন্টারে ....

ফুলপুরে সাংবাদিকতা প্রশিক্ষণ:সাংবাদিকতায় প্রেস্টিজিয়াস ও এলিট ক্যারিয়ার গড়তে "দৈনিক আমরাই বাংলাদেশ" ও "ফুলপুর প্রেসক্লাব...
19/09/2024

ফুলপুরে সাংবাদিকতা প্রশিক্ষণ:

সাংবাদিকতায় প্রেস্টিজিয়াস ও এলিট ক্যারিয়ার গড়তে "দৈনিক আমরাই বাংলাদেশ" ও "ফুলপুর প্রেসক্লাব" যৌথ উদ্যোগে নিয়ে এসেছে সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণের সুযোগ!

🌟 কোর্সের সময়সীমা এক মাস (১২ ঘন্টা)।
🌟 কোর্স ফি মাত্র এক হাজার টাকা।

⛔কোর্স শেষে রয়েছে সিভি ড্রপ করার সুযোগ।
⛔কোর্স শেষে সার্টিফিকেট প্রদান করা হবে।
⛔কোর্স শেষে দৈনিক আমরাই বাংলাদেশে লেখার সুযোগ দেয়া হবে।

আমাদের কাছে কেন কোর্স করবেন?

কারণ, আমরাদের রয়েছে তাত্বিক ও ব্যবহারিক ক্লাস। যার মাধ্যমে ছাত্র/ছাত্রীরা মাঠের সাংবাদিকতার পাশাপাশি রিপোর্ট রাইটিং, রিপোর্ট সংগ্রহ, তথ্য সংগ্রহের কৌশল সম্পর্কে বাস্তব অভিজ্ঞতায় জানতে পারবে ও শিখতে পারবে। এছাড়াও অভিজ্ঞ ও জাতীয় দৈনিক ও টেলিভিশনের তারকা সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে ক্লাস নিয়ে থাকবেন। এই কোর্সে দুই অফলাইন ও অনলাইন দুই ভাবে ক্লাস হবে।

✅✅আমাদের ক্লাস নিবেন যারা:
✅ শাহানা জাহান, প্রেজেন্টার এটিএন নিউজ
✅ এসএম রহমান, সিনিয়র রিপোর্টার, এনটিভি
✅ মো: নাজিম উদ্দিন, সভাপতি, ফুলপুর প্রেসক্লাব
সহ বরেণ্য সাংবাদিকগণ ক্লাস নিবেন।

🔥যোগাযোগের ঠিকানা: ফুলপুর প্রেসক্লাব, ফুলপুর, ময়মনসিংহ।
🔥অথবা বইমেলা লাইব্রেবী, থানা রোড, ফুলপুর, ময়মনসিংহ।
🔥 অথবা সরাসরি ফোনে যোগাযোগ করুন: 01735219210 ( What's app)

সাংবাদিকতা প্রশিক্ষণ:সাংবাদিকতায় প্রেস্টিজিয়াস ও এলিট ক্যারিয়ার গড়তে "দৈনিক আমরাই বাংলাদেশ" ও "ফুলপুর প্রেসক্লাব" যৌথ উদ...
19/09/2024

সাংবাদিকতা প্রশিক্ষণ:

সাংবাদিকতায় প্রেস্টিজিয়াস ও এলিট ক্যারিয়ার গড়তে "দৈনিক আমরাই বাংলাদেশ" ও "ফুলপুর প্রেসক্লাব" যৌথ উদ্যোগে নিয়ে এসেছে সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণের সুযোগ!

🌟 কোর্সের সময়সীমা এক মাস (১২ ঘন্টা)।
🌟 কোর্স ফি মাত্র এক হাজার টাকা।

⛔কোর্স শেষে রয়েছে সিভি ড্রপ করার সুযোগ।
⛔কোর্স শেষে সার্টিফিকেট প্রদান করা হবে।
⛔কোর্স শেষে দৈনিক আমরাই বাংলাদেশে লেখার সুযোগ দেয়া হবে।

আমাদের কাছে কেন কোর্স করবেন?

কারণ, আমরাদের রয়েছে তাত্বিক ও ব্যবহারিক ক্লাস। যার মাধ্যমে ছাত্র/ছাত্রীরা মাঠের সাংবাদিকতার পাশাপাশি রিপোর্ট রাইটিং, রিপোর্ট সংগ্রহ, তথ্য সংগ্রহের কৌশল সম্পর্কে বাস্তব অভিজ্ঞতায় জানতে পারবে ও শিখতে পারবে। এছাড়াও অভিজ্ঞ ও জাতীয় দৈনিক ও টেলিভিশনের তারকা সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে ক্লাস নিয়ে থাকবেন। এই কোর্সে দুই অফলাইন ও অনলাইন দুই ভাবে ক্লাস হবে।

✅✅আমাদের ক্লাস নিবেন যারা:
✅ শাহানা জাহান, প্রেজেন্টার এটিএন নিউজ
✅ এসএম রহমান, সিনিয়র রিপোর্টার, এনটিভি
✅ মো: নাজিম উদ্দিন, সভাপতি, ফুলপুর প্রেসক্লাব

সহ বরেণ্য সাংবাদিকগণ ক্লাস নিবেন।

🔥যোগাযোগের ঠিকানা: ফুলপুর প্রেসক্লাব, ফুলপুর, ময়মনসিংহ। অথবা বইমেলা লাইব্রেবী, থানা রোড, ফুলপুর, ময়মনসিংহ।
🔥 অথবা সরাসরি ফোনে যোগাযোগ করুন: 01735219210 ( What's app)

পূর্বধলা রেলস্টেশনে ট্রেন অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. খবিরুল আহসান ও সেনাবাহি...
19/09/2024

পূর্বধলা রেলস্টেশনে ট্রেন অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. খবিরুল আহসান ও সেনাবাহিনীর ৮ ইস্ট বেঙ্গলের অধীনে পূর্বধলা ক্যাম্পের দায়িত্বরত ওয়ারেন্ট অফিসার মো. শহিদুল উল্লাহ ভূঁইয়া। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ময়মনসিংহ–নেত্রকোণার জারিয়া রেলপথে চলা লোকাল ট্রেনে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতরা ট্রেনের একটি বগির যাত্রীদ....

ব্যয় হয়েছে ৪৫০ কোটি টাকা। ধীরগতির খননকাজের ৪৬ ভাগ অগ্রগতির পরও ব্রহ্মপুত্র নদে প্রত্যাশিত পানির প্রবাহ ফিরে আসেনি।
19/09/2023

ব্যয় হয়েছে ৪৫০ কোটি টাকা। ধীরগতির খননকাজের ৪৬ ভাগ অগ্রগতির পরও ব্রহ্মপুত্র নদে প্রত্যাশিত পানির প্রবাহ ফিরে আসেনি।

ময়মনসিংহকে বিভাগ করার জন্য দীর্ঘদিন আন্দোলন করেন নাগরিকরা। এরপর ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাস...

Address

38, Natun Bazar
Mymensingh
2200

Alerts

Be the first to know and let us send you an email when Mymensingh ময়মনসিংহ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mymensingh ময়মনসিংহ:

Share