19/09/2024
ফুলপুরে সাংবাদিকতা প্রশিক্ষণ:
সাংবাদিকতায় প্রেস্টিজিয়াস ও এলিট ক্যারিয়ার গড়তে "দৈনিক আমরাই বাংলাদেশ" ও "ফুলপুর প্রেসক্লাব" যৌথ উদ্যোগে নিয়ে এসেছে সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণের সুযোগ!
🌟 কোর্সের সময়সীমা এক মাস (১২ ঘন্টা)।
🌟 কোর্স ফি মাত্র এক হাজার টাকা।
⛔কোর্স শেষে রয়েছে সিভি ড্রপ করার সুযোগ।
⛔কোর্স শেষে সার্টিফিকেট প্রদান করা হবে।
⛔কোর্স শেষে দৈনিক আমরাই বাংলাদেশে লেখার সুযোগ দেয়া হবে।
আমাদের কাছে কেন কোর্স করবেন?
কারণ, আমরাদের রয়েছে তাত্বিক ও ব্যবহারিক ক্লাস। যার মাধ্যমে ছাত্র/ছাত্রীরা মাঠের সাংবাদিকতার পাশাপাশি রিপোর্ট রাইটিং, রিপোর্ট সংগ্রহ, তথ্য সংগ্রহের কৌশল সম্পর্কে বাস্তব অভিজ্ঞতায় জানতে পারবে ও শিখতে পারবে। এছাড়াও অভিজ্ঞ ও জাতীয় দৈনিক ও টেলিভিশনের তারকা সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে ক্লাস নিয়ে থাকবেন। এই কোর্সে দুই অফলাইন ও অনলাইন দুই ভাবে ক্লাস হবে।
✅✅আমাদের ক্লাস নিবেন যারা:
✅ শাহানা জাহান, প্রেজেন্টার এটিএন নিউজ
✅ এসএম রহমান, সিনিয়র রিপোর্টার, এনটিভি
✅ মো: নাজিম উদ্দিন, সভাপতি, ফুলপুর প্রেসক্লাব
সহ বরেণ্য সাংবাদিকগণ ক্লাস নিবেন।
🔥যোগাযোগের ঠিকানা: ফুলপুর প্রেসক্লাব, ফুলপুর, ময়মনসিংহ।
🔥অথবা বইমেলা লাইব্রেবী, থানা রোড, ফুলপুর, ময়মনসিংহ।
🔥 অথবা সরাসরি ফোনে যোগাযোগ করুন: 01735219210 ( What's app)