দিগন্ত 26

দিগন্ত 26 Follow please

কেন্দুয়ায় চীনা নাগরিকসহ দুইজন আটক, পাচারের হাত থেকে রক্ষা পেল তিন তরুণীনেত্রকোনার কেন্দুয়া উপজেলার সলফ কমলপুর গ্রামে বিয়...
15/09/2025

কেন্দুয়ায় চীনা নাগরিকসহ দুইজন আটক, পাচারের হাত থেকে রক্ষা পেল তিন তরুণী

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সলফ কমলপুর গ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে তিন তরুণীকে চীনে পাচারের চেষ্টা ব্যর্থ হয়েছে। স্থানীয়দের সন্দেহ, সংবাদকর্মীর সতর্কতা এবং আইন-শৃঙ্খলা বাহিনীর দ্রুত তৎপরতায় রবিবার গভীর রাতে এ ঘটনা উদঘাটিত হয়।

আটককৃতরা হলেন চীনা নাগরিক লি ওয়েইহাও এবং বাংলাদেশি নাগরিক মোঃ ফরিদুল ইসলাম (৩৫), কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বাসিন্দা।

উদ্ধার হওয়া তিন তরুণীর মধ্যে রয়েছেন এক পোশাকশ্রমিক তরুণী, তার খালাতো বোন এবং জামালপুরের এক কিশোরী।

পুলিশ জানায়, বিয়ের ভুয়া কাগজপত্র ব্যবহার করে বিদেশে পাচারের পরিকল্পনা করা হচ্ছিল। ফরিদুলের মোবাইল ফোন থেকে অসংখ্য নারীর ছবি, জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট কপি, টাকা লেনদেনের প্রমাণ এবং পাচারের আলামত উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সাংবাদিকের তথ্যের ভিত্তিতে সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট শাহরিয়ার বিষয়টি থানাকে অবহিত করলে, রাত ২টা ১৫ মিনিটে ওসি (তদন্ত) মিহির রঞ্জন দেব অভিযান চালিয়ে দুজনকে আটক করে থানায় নিয়ে আসেন।

আইন অনুযায়ী, নোটারি এফিডেভিট দিয়ে বিয়ে বৈধ নয়। তাছাড়া, বিদেশি নাগরিকদের উপজেলা বা জেলায় প্রবেশে প্রশাসনের অনুমতি নেওয়া বাধ্যতামূলক হলেও আটক চীনা নাগরিক কোনো অনুমতি নেননি এবং পাসপোর্ট/ভিসার কপি তার কাছে ছিল না।

ওসি মিজানুর রহমান বলেন, “জিজ্ঞাসাবাদ চলছে, আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে। জেলা প্রশাসকও স্বীকার করেন, নিয়ম ভঙ্গ করে চীনা নাগরিক এলাকায় প্রবেশ করেছিলেন।

👉 প্রশাসনের মতে, এ ঘটনা স্পষ্ট করছে যে একটি সক্রিয় আন্তর্জাতিক পাচারচক্র বিদেশিদের সঙ্গে জোট বেঁধে দরিদ্র পরিবারের তরুণীদের টার্গেট করছে।

লোকসংগীতের বরেণ্যশিল্পী ফরিদা পারভীন আর নেই। শনিবার রাত ১০টা ১৫ মিনিটে তিনি মারা গেছেন বলে সমকালকে জানিয়েছেন তার মেয়ে জি...
13/09/2025

লোকসংগীতের বরেণ্যশিল্পী ফরিদা পারভীন আর নেই। শনিবার রাত ১০টা ১৫ মিনিটে তিনি মারা গেছেন বলে সমকালকে জানিয়েছেন তার মেয়ে জিহান ফারিহা।
দীর্ঘদিন ধরে কিডনি ও লাঞ্চের সমস্যায় ভুগছিলেন ফরিদা পারভীন। বেশ কিছুদিন ধরে তাকে সপ্তাহে দুই দিন ডায়ালাইসিস করাতে হতো। নিয়মিত ডায়ালাইসিসের অংশ হিসেবে ২ সেপ্টেম্বর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় তাকে। কিন্তু ডায়ালাইসিসের পর তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দেন। এর পর থেকে তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। গত বুধবার অবস্থার অবনতি হলে তাকে ভেন্টিলেশনে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। অবশেষে তিনি পাড়ি জমান না ফেরার দেশে।

১৯৫৪ সালে ৩১ ডিসেম্বর নাটোরের সিংড়া থানায় জন্ম নেওয়া ফরিদা পারভীন গানে গানে কাটিয়েছেন ৫৫ বছর। ১৪ বছর বয়সে ১৯৬৮ সালে ফরিদা পারভীনের পেশাদার সংগীতজীবন শুরু হয়।
শুরুতে নজরুলসংগীত, পরে আধুনিক গান দিয়ে ফরিদা পারভীনের যাত্রা শুরু হলেও জীবনের বেশির ভাগ সময় কেটেছে লালন সাঁইয়ের গান গেয়ে। ফরিদা পারভীন দীর্ঘদিন কুষ্টিয়া শহরে বসে লালনসংগীতের চর্চা করেছেন। লালনসংগীতে অবদানের জন্য ১৯৮৭ সালে বাংলাদেশ সরকারের একুশে পদক পান ফরিদা পারভীন। এর বাইরে ১৯৯৩ সালে ‘অন্ধ প্রেম’ চলচ্চিত্রে ব্যবহৃত ‘নিন্দার কাঁটা’ গানটির জন্য শ্রেষ্ঠ সংগীতশিল্পী (নারী) হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। তিনি ২০০৮ সালে জাপানের ফুকুওয়াকা পুরস্কার লাভ করেন। তার কণ্ঠে বেশ কটি আধুনিক ও দেশের গান জনপ্রিয় হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ‘তোমরা ভুলে গেছ মল্লিকাদির নাম’, ‘এই পদ্মা এই মেঘনা’ ইত্যাদি।

নেত্রকোনায় ৮১ বোতল ভারতীয় মদসহ যুবক আটকনেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৮১ বোতল ভারতীয় মদসহ মো. হৃদয় ম...
13/09/2025

নেত্রকোনায় ৮১ বোতল ভারতীয় মদসহ যুবক আটক

নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৮১ বোতল ভারতীয় মদসহ মো. হৃদয় মিয়া (২৬) নামে এক যুবককে আটক করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় চল্লিশা ইউনিয়নের চন্দ্রপতিকিলা এলাকায় নম্বরবিহীন অটোরিকশা তল্লাশিতে মদ জব্দ করা হয়। এর বাজারমূল্য প্রায় ৩ লাখ ৩২ হাজার টাকা। এ ঘটনায় নেত্রকোনা মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন।
#নেত্রকোনা

ধনু নদে স্পিডবোট ডুবি, এক শিশুর লাশ উদ্ধারধনু নদে স্পিডবোট ডুবে যাওয়ার ঘটনায় নিখোঁজ তিন জন এক শিশুর লাশ উদ্ধার করা হয়ে...
13/09/2025

ধনু নদে স্পিডবোট ডুবি, এক শিশুর লাশ উদ্ধার
ধনু নদে স্পিডবোট ডুবে যাওয়ার ঘটনায় নিখোঁজ তিন জন এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজ চলমান, অন্যান্য নিখোঁজদের খোঁজে ডুবুরি দল কাজ করছে।
#নেত্রকোনা

13/09/2025

নেত্রকোনা ধনু নদীতে মর্মান্তিক দুর্ঘটনা
স্পিডবোট ডুবে নিখোঁজ হয়েছেন তিন শিশু ও এক নারী।
তাঁদের খুঁজে পেতে ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রাণপণ চেষ্টা চালাচ্ছে।
এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
#নেত্রকোনা

12/09/2025

নেপালের অর্থমন্ত্রী জনগণের কাছে ক্ষমা চাইলেন
#নেপালের

ফকিরের বাজারে সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরা চালুনেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার রায়পুর ইউনিয়নের ফকিরের বাজারে সার্বক্ষ...
01/09/2025

ফকিরের বাজারে সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরা চালু

নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার রায়পুর ইউনিয়নের ফকিরের বাজারে সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরা চালু হলো। দীর্ঘদিনের দাবি অবশেষে বাস্তবায়ন হওয়ায় বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষ আনন্দ প্রকাশ করেছেন।

এ উদ্যোগের ফলে বাজার এলাকায় সার্বিক নিরাপত্তা আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতারা। তাদের মতে, সিসিটিভি ক্যামেরা স্থাপনের মাধ্যমে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড অনেকাংশে কমে আসবে।

ফকিরের বাজার বণিক সমিতির পক্ষ থেকে জানানো হয়, এটি ছিল দীর্ঘদিনের দাবি। অবশেষে উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ দাবি পূরণ হওয়ায় তারা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

বিশেষ ধন্যবাদ জানানো হয় বারহাট্টা উপজেলা প্রশাসনকে, যারা বাজারের সার্বিক নিরাপত্তার স্বার্থে এ উদ্যোগ বাস্তবায়ন করেছেন।

https://www.facebook.com/share/19jPTHM31b/

01/09/2025

গত সপ্তাহে আমার একটি পোস্টে ১০টিরও বেশি প্রতিক্রিয়া পেয়েছি! আপনাদের সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ! 🎉

25/08/2025

অভাবী হইও...
তবুও নিচু 'স্বভাবী' হইও না..!!

খেলার খবর: বেতাটী স্পোর্টিং ক্লাবের দুর্দান্ত জয়!নেত্রকোনার বাঘরুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিতএক প্রীতি ফুটব...
24/08/2025

খেলার খবর: বেতাটী স্পোর্টিং ক্লাবের দুর্দান্ত জয়!

নেত্রকোনার বাঘরুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত
এক প্রীতি ফুটবল ম্যাচে বেতাটী স্পোর্টিং ক্লাবে ২-০ গোলে উড়াদীঘি ফুটবল দলকে হারিয়েছে।
প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি,
তবে দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বেতাটী স্পোর্টিং ক্লাবে।
ম্যাচের ৫২ মিনিটে দলের রাকিব প্রথম গোলটি করেন।
এরপর ৬৮ মিনিটে মিডফিল্ডার পাপ্পুর পা থেকে আসে দ্বিতীয় গোল,
যা দলের জয় নিশ্চিত করে।
খেলাটি দেখতে মাঠে প্রচুর দর্শকের ভিড় ছিল।
দর্শকরা উল্লাসে মেতে ওঠে এবং পুরো মাঠে একটি উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
আয়োজক কমিটি আশা প্রকাশ করেছে যে এই ধরনের আয়োজন গ্রামীণ ক্রীড়াঙ্গনকে আরও উন্নত করতে সাহায্য করবে।

https://www.facebook.com/share/15zMkekcPL/

24/08/2025

শুভ সকাল
কেমন আছেন আজ? ☀️

Address

Netrokona
Mymensingh
2400

Alerts

Be the first to know and let us send you an email when দিগন্ত 26 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share