11/09/2025
ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুতে পূর্বধলার দুই কৃতি ছাত্রের বিজয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার দুই কৃতি ছাত্র নাজমুল ইসলাম এবং ইফাদ হাসান গুরুত্বপূর্ণ পদে বিজয় লাভ করেছেন। নাজমুল ইসলাম বিজয় একাত্তর হল সংসদের সমাজসেবা সম্পাদক এবং ইফাদ হাসান স্যার এ এফ রহমান হল সংসদের সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। তাদের এই বিজয় পূর্বধলাবাসীর জন্য এক গর্বের মুহূর্ত নিয়ে এসেছে।
নাজমুল ইসলাম, সমাজসেবা সম্পাদক: স্বস্তির আবাস গড়ার প্রত্যয়
বিজয় একাত্তর হল সংসদ নির্বাচনে সমাজসেবা সম্পাদক পদে বিপুল ভোটে জয়লাভ করেছেন পূর্বধলা স্টেশনের পার্শ্ববর্তী এলাকার সন্তান নাজমুল ইসলাম। তিনি মোট ৪৭১ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী রুহুল আমিন রবিনকে (৪৪৫ ভোট) পরাজিত করেন। তার বাবা মোঃ তাহের আলী ব্যবসায়ী এবং মা মোসাঃ ফাতেমা খাতুন গৃহিণী। নেত্রকোণা দত্ত উচ্চ বিদ্যালয় ও শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজে পড়াশোনা করা নাজমুল বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে অধ্যয়ন করছেন।
বিজয়ী হয়ে নাজমুল বলেন, "বিজয় ’৭১ হলে সমাজসেবা সম্পাদক পদে নির্বাচিত হওয়া শুধু একটি পদ নয়, অনেকের স্বপ্ন ও প্রত্যাশার জায়গা। এটি এক বিশাল দায়বদ্ধতা।" তিনি হলের প্রতিটি শিক্ষার্থীকে পরিবারের মতো মনে করে তাদের পাশে থাকার অঙ্গীকার করেন। তার নির্বাচনী ইশতেহারে বিজয় একাত্তর হলকে রাজনৈতিক প্রভাবমুক্ত করে শিক্ষার্থীদের জন্য একটি স্বস্তির ও আদর্শ বাসস্থান হিসেবে গড়ে তোলার কথা বলা হয়েছে। তিনি তার ভবিষ্যত পরিকল্পনায় রাজনীতি সচেতন থেকে নিজেকে আরও যোগ্য করে গড়ে তুলতে চান।
ইফাদ হাসান, সাংস্কৃতিক সম্পাদক: এক ভোটের ব্যবধানে বিজয়
এদিকে, স্যার এ এফ রহমান হল সংসদ নির্বাচনে সাংস্কৃতিক সম্পাদক পদে মাত্র এক ভোটের ব্যবধানে বিজয় লাভ করেছেন পূর্বধলার লাউয়ারী গ্রামের সন্তান ইফাদ হাসান। তার প্রধান প্রতিদ্বন্দ্বী বুলবুল আহমেদ তানসেনকে হারিয়ে তিনি পেয়েছেন ৩২২ ভোট। ইফাদের পিতা মো. শহীদুল্লাহ একজন শিক্ষক এবং মাতা সেলিনা আক্তার গৃহিণী। ময়মনসিংহের শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করা ইফাদ বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত।
নির্বাচনে বিজয়ী হয়ে ইফাদ তার অনুভূতি প্রকাশ করে বলেন, "আলহামদুলিল্লাহ। এত মানুষের ভালোবাসা পেয়ে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। আমার পিতা-মাতা এবং হলের সকল সিনিয়র-জুনিয়রদের কাছে আমি কৃতজ্ঞ।" তিনি আরও জানান, তার নির্বাচনী ইশতেহারের মূল উদ্দেশ্য ছিল হলের শিক্ষার্থীদের মধ্যে দল-মত নির্বিশেষে সংস্কৃতি চর্চার পরিবেশ তৈরি করা। তার ভবিষ্যৎ পরিকল্পনা হলো হলকে সাংস্কৃতিক দিক থেকে সমৃদ্ধ করে দেশকে বিশ্ব দরবারে উপস্থাপন করা।
এলাকাবাসীর প্রতি বার্তা
দুই বিজয়ীই তাদের এলাকার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। নাজমুল ইসলাম তরুণদের প্রতি সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেন, "তরুণরাই আগামী দিনের বাংলাদেশ গড়বে। আমি চাই আমার এলাকা একটা ফুলের বাগান হয়ে উঠুক, যেখানে থাকবে শুধু মৌমাছি আর মৌমাছি।" ইফাদ হাসান বলেন, "এলাকা আমার সংস্কৃতি চর্চার শেকড়। আমি আপনাদেরই ছেলে, আপনাদের দোয়ায় আমি কাজ করার শক্তি পাব।"
দুই কৃতি ছাত্রের এই বিজয় পূর্বধলার শিক্ষাঙ্গনকে আরও উজ্জ্বল করেছে এবং নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
#পূর্বধলা #পূর্বধলার_দর্পন #ধলামূলগাও