31/08/2025
ইসলাম শব্দটি শুনলেই ধনীরা ভয়ে পালায় কিন্তু এইটা ধনীদের জীবনকে আরামদায়ক করবে।
চিন্তা করেন,"কেউ আপনার স্ত্রীর গায়ে হাত দিলে তাকে বেত মেরে ছেড়ে দেওয়া হবে কিন্তু তার ব্যাগ থেকে আইফোন চুরি করলে হাত পর্যন্ত কেটে ফেলা হবে।"
আপনি বিশাল সম্পদ রেখে মারা গেছেন? "কেউ আপনার সন্তানদের সম্পদ ভক্ষণ করতে চাইলে তা হবে আগুন ভক্ষণ করার সমান।"
আপনার অনেক সম্পদ। মানুষ আপনাকে হিংসা করছে? ইসলাম তো বলে অন্যের সম্পদের দিকে ঈর্ষার দৃষ্টিতে চোখ পর্যন্ত না তুলে তাকাতে।
আপনি সম্পদ বিদেশে নিবেন? বর্তমান আইন বলবে পাচার। ইসলাম বলবে এইটা আপনার হক। যেখানে ইচ্ছা নিজের সম্পদ সেখানে নিবেন।
আপনি আয় করেছেন তার উপর কর বসাচ্ছে সরকার নিজের মন মত? আপনার টাকা আছে রাষ্ট্রে ইচ্ছা মতন নতুন টাকা তৈরি করে সেই মান নিয়ে নিচ্ছে? কোন সুযোগ নেই।
আপনার জমি সরকার দখল করবে এই ভয় পাচ্ছেন? তাহলে শুনুন একবার খলিফা উমর (রা.) মসজিদে নববী সম্প্রসারণ করতে গিয়ে পাশের এক ব্যক্তির জমি নিতে চাইলেন। জমির মালিক রাজি হচ্ছিলেন না। উমর (রা.) তাকে বাজারমূল্যের বেশি দাম অফার করলেন। মালিক তারপরও রাজি না হলে, তিনি ক্বাযিকে (বিচারক) মামলা পাঠালেন।
ক্বাযি রায় দিলেন যে, মালিকের সম্মতি ছাড়া জমি নেওয়া যাবে না।
সব মিলিয়ে আপনি ধনী হলে তো ইসলাম বেশি বেশি চাইবেন। এখন কর দেন ২৫% তখন যাকাত দিবেন মাত্র ২.৫% ।
এখন ভ্যাট দিচ্ছেন। তখন ভ্যাট থাকবে না।
খাজনা থাকবে না। সব মিলিয়ে ব্যাপারটি মজার না?ইসলাম শব্দটি শুনলেই ধনীরা ভয়ে পালায় কিন্তু এইটা ধনীদের জীবনকে আরামদায়ক করবে।
চিন্তা করেন,"কেউ আপনার স্ত্রীর গায়ে হাত দিলে তাকে বেত মেরে ছেড়ে দেওয়া হবে কিন্তু তার ব্যাগ থেকে আইফোন চুরি করলে হাত পর্যন্ত কেটে ফেলা হবে।"
আপনি বিশাল সম্পদ রেখে মারা গেছেন? "কেউ আপনার সন্তানদের সম্পদ ভক্ষণ করতে চাইলে তা হবে আগুন ভক্ষণ করার সমান।"
আপনার অনেক সম্পদ। মানুষ আপনাকে হিংসা করছে? ইসলাম তো বলে অন্যের সম্পদের দিকে ঈর্ষার দৃষ্টিতে চোখ পর্যন্ত না তুলে তাকাতে।
আপনি সম্পদ বিদেশে নিবেন? বর্তমান আইন বলবে পাচার। ইসলাম বলবে এইটা আপনার হক। যেখানে ইচ্ছা নিজের সম্পদ সেখানে নিবেন।
আপনি আয় করেছেন তার উপর কর বসাচ্ছে সরকার নিজের মন মত? আপনার টাকা আছে রাষ্ট্রে ইচ্ছা মতন নতুন টাকা তৈরি করে সেই মান নিয়ে নিচ্ছে? কোন সুযোগ নেই।
আপনার জমি সরকার দখল করবে এই ভয় পাচ্ছেন? তাহলে শুনুন একবার খলিফা উমর (রা.) মসজিদে নববী সম্প্রসারণ করতে গিয়ে পাশের এক ব্যক্তির জমি নিতে চাইলেন। জমির মালিক রাজি হচ্ছিলেন না। উমর (রা.) তাকে বাজারমূল্যের বেশি দাম অফার করলেন। মালিক তারপরও রাজি না হলে, তিনি ক্বাযিকে (বিচারক) মামলা পাঠালেন।
ক্বাযি রায় দিলেন যে, মালিকের সম্মতি ছাড়া জমি নেওয়া যাবে না।
সব মিলিয়ে আপনি ধনী হলে তো ইসলাম বেশি বেশি চাইবেন। এখন কর দেন ২৫% তখন যাকাত দিবেন মাত্র ২.৫% ।
এখন ভ্যাট দিচ্ছেন। তখন ভ্যাট থাকবে না।
খাজনা থাকবে না। সব মিলিয়ে ব্যাপারটি মজার না?