Netrakona district

Netrakona district Stay with us for getting true news of Bangladesh.

খুশি হয়ো না নেটানেয়াহু, ফি'লি'স্তিন এক জন্মদাত্রী ভূমি, তোমার দিকে ধেয়ে আসছে হাজার হাজার আবু ওবায়দা। (মিশরীয় সাংবাদিক)
01/09/2025

খুশি হয়ো না নেটানেয়াহু,
ফি'লি'স্তিন এক জন্মদাত্রী ভূমি,
তোমার দিকে ধেয়ে আসছে হাজার হাজার আবু ওবায়দা।
(মিশরীয় সাংবাদিক)

31/08/2025

ইসলাম শব্দটি শুনলেই ধনীরা ভয়ে পালায় কিন্তু এইটা ধনীদের জীবনকে আরামদায়ক করবে।
চিন্তা করেন,"কেউ আপনার স্ত্রীর গায়ে হাত দিলে তাকে বেত মেরে ছেড়ে দেওয়া হবে কিন্তু তার ব্যাগ থেকে আইফোন চুরি করলে হাত পর্যন্ত কেটে ফেলা হবে।"
আপনি বিশাল সম্পদ রেখে মারা গেছেন? "কেউ আপনার সন্তানদের সম্পদ ভক্ষণ করতে চাইলে তা হবে আগুন ভক্ষণ করার সমান।"
আপনার অনেক সম্পদ। মানুষ আপনাকে হিংসা করছে? ইসলাম তো বলে অন্যের সম্পদের দিকে ঈর্ষার দৃষ্টিতে চোখ পর্যন্ত না তুলে তাকাতে।
আপনি সম্পদ বিদেশে নিবেন? বর্তমান আইন বলবে পাচার। ইসলাম বলবে এইটা আপনার হক। যেখানে ইচ্ছা নিজের সম্পদ সেখানে নিবেন।
আপনি আয় করেছেন তার উপর কর বসাচ্ছে সরকার নিজের মন মত? আপনার টাকা আছে রাষ্ট্রে ইচ্ছা মতন নতুন টাকা তৈরি করে সেই মান নিয়ে নিচ্ছে? কোন সুযোগ নেই।

আপনার জমি সরকার দখল করবে এই ভয় পাচ্ছেন? তাহলে শুনুন একবার খলিফা উমর (রা.) মসজিদে নববী সম্প্রসারণ করতে গিয়ে পাশের এক ব্যক্তির জমি নিতে চাইলেন। জমির মালিক রাজি হচ্ছিলেন না। উমর (রা.) তাকে বাজারমূল্যের বেশি দাম অফার করলেন। মালিক তারপরও রাজি না হলে, তিনি ক্বাযিকে (বিচারক) মামলা পাঠালেন।
ক্বাযি রায় দিলেন যে, মালিকের সম্মতি ছাড়া জমি নেওয়া যাবে না।

সব মিলিয়ে আপনি ধনী হলে তো ইসলাম বেশি বেশি চাইবেন। এখন কর দেন ২৫% তখন যাকাত দিবেন মাত্র ২.৫% ।
এখন ভ্যাট দিচ্ছেন। তখন ভ্যাট থাকবে না।
খাজনা থাকবে না। সব মিলিয়ে ব্যাপারটি মজার না?ইসলাম শব্দটি শুনলেই ধনীরা ভয়ে পালায় কিন্তু এইটা ধনীদের জীবনকে আরামদায়ক করবে।
চিন্তা করেন,"কেউ আপনার স্ত্রীর গায়ে হাত দিলে তাকে বেত মেরে ছেড়ে দেওয়া হবে কিন্তু তার ব্যাগ থেকে আইফোন চুরি করলে হাত পর্যন্ত কেটে ফেলা হবে।"
আপনি বিশাল সম্পদ রেখে মারা গেছেন? "কেউ আপনার সন্তানদের সম্পদ ভক্ষণ করতে চাইলে তা হবে আগুন ভক্ষণ করার সমান।"
আপনার অনেক সম্পদ। মানুষ আপনাকে হিংসা করছে? ইসলাম তো বলে অন্যের সম্পদের দিকে ঈর্ষার দৃষ্টিতে চোখ পর্যন্ত না তুলে তাকাতে।
আপনি সম্পদ বিদেশে নিবেন? বর্তমান আইন বলবে পাচার। ইসলাম বলবে এইটা আপনার হক। যেখানে ইচ্ছা নিজের সম্পদ সেখানে নিবেন।
আপনি আয় করেছেন তার উপর কর বসাচ্ছে সরকার নিজের মন মত? আপনার টাকা আছে রাষ্ট্রে ইচ্ছা মতন নতুন টাকা তৈরি করে সেই মান নিয়ে নিচ্ছে? কোন সুযোগ নেই।

আপনার জমি সরকার দখল করবে এই ভয় পাচ্ছেন? তাহলে শুনুন একবার খলিফা উমর (রা.) মসজিদে নববী সম্প্রসারণ করতে গিয়ে পাশের এক ব্যক্তির জমি নিতে চাইলেন। জমির মালিক রাজি হচ্ছিলেন না। উমর (রা.) তাকে বাজারমূল্যের বেশি দাম অফার করলেন। মালিক তারপরও রাজি না হলে, তিনি ক্বাযিকে (বিচারক) মামলা পাঠালেন।
ক্বাযি রায় দিলেন যে, মালিকের সম্মতি ছাড়া জমি নেওয়া যাবে না।

সব মিলিয়ে আপনি ধনী হলে তো ইসলাম বেশি বেশি চাইবেন। এখন কর দেন ২৫% তখন যাকাত দিবেন মাত্র ২.৫% ।
এখন ভ্যাট দিচ্ছেন। তখন ভ্যাট থাকবে না।
খাজনা থাকবে না। সব মিলিয়ে ব্যাপারটি মজার না?

Good evening
31/08/2025

Good evening

31/08/2025
চাপা কান্নায় ভেজা চোখে আজো ছোট্ট আছিয়া বাবার খোঁজ করে। বাবা নেই, তাই এক মুঠো ভাতও জোটে না তাদের। অসহায় মা শাহিনুর বেগম স...
31/08/2025

চাপা কান্নায় ভেজা চোখে আজো ছোট্ট আছিয়া বাবার খোঁজ করে। বাবা নেই, তাই এক মুঠো ভাতও জোটে না তাদের। অসহায় মা শাহিনুর বেগম সন্তানদের ক্ষুধার্ত মুখের দিকে তাকিয়ে দিশাহারা হয়ে পড়েন। তাঁর কণ্ঠ কাঁপতে কাঁপতে শুধু এ কথাই বলেন—

“আমার স্বামী যদি আজ বেঁচে থাকতেন, তবে আমার সন্তানরা না খেয়ে থাকতো না। মাইনসের পোলাপাইন কত ভাল খায়, ভাল থাকে, আর আমার পোলাপাইন ক্ষুধার কষ্টে দিন কাটায়।”

ভোলার সদর উপজেলার কন্দুবপুর গ্রামের এই দুঃখভরা সংসারে এখন শুধু বেঁচে থাকার লড়াই।

২০০৬ সালে ভোলার রামদাসপুরের কামাল হোসেনের সঙ্গে বিয়ে হয় শাহিনুর বেগমের। কামাল ছিলেন পেশায় জেলে। সংসারটা অভাবের হলেও ভালোই চলছিলো। কিন্তু ২০২২ সালের এক ভয়াল রাতে সবকিছু ওলট-পালট হয়ে যায়। মাছ ধরতে গিয়ে মেঘনা নদীর পানিতে তলিয়ে চিরতরে হারিয়ে যান কামাল হোসেন। শুধু প্রাণটাই নয়, ভয়ংকর সেই নদী গিলে নিয়েছে তাদের সামান্য জমিজমাও।

এখন শাহিনুর বেগম সন্তানদের নিয়ে আশ্রয় নিয়েছেন নানার বাড়িতে। কিন্তু সেখানেও নেই নিরাপত্তা। সকালের শুকনা উঠোন বিকালে নদীর জলে ভরে যায়। যেন প্রতিদিনই তারা মৃত্যুভয়ের সঙ্গে যুদ্ধ করে বেঁচে আছে।

বড় ছেলে হযরত আলী ষষ্ঠ শ্রেণীতে পড়তো। কিন্তু টাকার অভাবে স্কুল থেকে ঝরে গেছে। ছোট ছেলে আলামিনের অবস্থাও একই রকম। আর সবচেয়ে ছোট্ট মেয়ে আছিয়া—যে বাবার মুখ মনে রাখতে পারেনি—আজো বাবাকে খুঁজে বেড়ায়। তাদেরও স্বপ্ন আছে। কেউ হতে চায় ডাক্তার, কেউ হতে চায় ইঞ্জিনিয়ার। কিন্তু তারা কেউই বাবার মত জেলে হয়ে নদীতে হারিয়ে যেতে চায় না।

আজ প্রশ্ন দাঁড়ায়—
এই জাতি কি পারবে শাহিনুর বেগমের সন্তানদের স্বপ্নগুলো পূরণ করতে?
না কি তারা ক্ষুধা আর দুঃখের অন্ধকারেই হারিয়ে যাবে?...
💙🤲

31/08/2025

১১ বছর পর নেত্রকোনা জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে মো...

গলি সড়ক বা মহাসড়কে রাতের বেলা চলার পথে যদি রাস্তার পার্শ্বে দেখেন মোবাইল পড়ে আছে এবং লাইট জ্বলছে ভুলেও লোভে পড়ে দাঁড়াবেন...
31/08/2025

গলি সড়ক বা মহাসড়কে রাতের বেলা চলার পথে যদি রাস্তার পার্শ্বে দেখেন মোবাইল পড়ে আছে এবং লাইট জ্বলছে ভুলেও লোভে পড়ে দাঁড়াবেন না।
এটা একটা ফাঁদ মোবাইলের কেসিনের নীচে ম্যাচ (গ্যাস) লাইটারের ছোট্ট লাইট টি জ্বালিয়ে রেখে আপনাকে ফাঁদে ফেলার কৌশল এটি।
ছিনতাই কারী আশেপাশে অবস্হান করে আপনি মোবাইল উঠানোর জন্য দাড়ালে সবর্স্ব সবকিছু ছিনিয়ে নিবে চোখের পলকে।
সাবধান থাকুন সচেতন হয়ে পথ চলুন।
ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থতা নেয়ামত উপভোগ করবেন।

collected

31/08/2025
ব্রেকিংনিউজ : নেত্রকোণা জেলা বিএনপির দ্বিবার্ষিকী সম্মেলনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ডা. আনোয়ারুল হক  তিনি পেয়েছেন ১২৭...
30/08/2025

ব্রেকিংনিউজ :
নেত্রকোণা জেলা বিএনপির দ্বিবার্ষিকী সম্মেলনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ডা. আনোয়ারুল হক
তিনি পেয়েছেন ১২৭৫ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী
অ্যাডভোকেট মাহফুজুল হক পেয়েছেন ২১১ ভোট।

সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ড. রফিকুল ইসলাম হিলালী তিনি পেয়েছেন ৭৪৬ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুলাহ আল মামুন খান রনি তিনি পেয়েছেন ৭২১ ভোট।
-৩০ আগস্ট ২০২৫ শনিবার

Paap bap k chare na
30/08/2025

Paap bap k chare na

পাগলা মসজিদের বাক্সে

30/08/2025

Address

Netrakona
Mymensingh
2461

Alerts

Be the first to know and let us send you an email when Netrakona district posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Netrakona district:

Share