16/06/2025
অনেকেই ভাবে, বইয়ের কভার শুধু বাইরের সাজসজ্জা।
কিন্তু সত্যি কথা হলো – একটি কভারই হলো একটি বইয়ের প্রথম পরিচয়, পাঠকের সঙ্গে লেখার প্রথম সংলাপ।
যখন কোনো পাঠক একটি বই তুলে নেন, তারা প্রথমে লেখকের নাম পড়েন না।
তারা প্রথমে দেখেন – রঙ, ফন্ট, ছবির আবহ, এবং সেই গল্প যা শব্দহীনভাবেই কভার বলছে।
একজন লেখক যেমন শব্দের মাধ্যমে গল্প বলেন,
তেমনি একজন ডিজাইনার চুপচাপ সেই গল্পকে রঙে, ফর্মে, আকারে রূপ দেন।
একটি সফল কভার ডিজাইন লেখকের ভাবনাকে পাঠকের হৃদয়ে পৌঁছে দেওয়ার সেতুবন্ধন।
আমি যখন একটি বইয়ের কভার ডিজাইন করি, তখন শুধু ছবি আঁকি না –
আমি সেই গল্পের ভেতরে ঢুকে যাই।
চেষ্টা করি, লেখার আবেগটাকে ধরতে, এবং সেটা এমনভাবে উপস্থাপন করতে—
যাতে পাঠকের মনে হয়, "এই বইটা আমাকে ডাকছে।"
আমার সাম্প্রতিক কাজের একটি কভার নিচে শেয়ার করলাম।
আপনারা যদি অনুভব করেন এই শিল্পের গভীরতা, যদি বোঝেন কভারের প্রতিটি রেখা আর রঙের পেছনে লুকানো কাহিনী –
তাহলে এই ডিজাইনটাও হয়তো আপনার হৃদয়ে একটা ছোট্ট স্পর্শ ফেলবে।
আপনার মতামত জানাতে ভুলবেন না। শিল্প তখনই পূর্ণতা পায়, যখন তা অন্য কারো অনুভবে ধরা দেয়।