Mohiuddin Saydy

Mohiuddin Saydy Hello, I'm Mohi Uddin Saydy – Digital Marketing Expert | SEO | PPC | Social Media | WordPress Expert 🚀

Hello, I'm Muhi Uddin Saydy – Digital Marketing Expert | SEO | PPC | Social Media | WordPress Expert 🚀
With over 5 years of experience in the digital marketing industry, I specialize in helping businesses grow their online presence and achieve real, measurable results. I’ve worked with a variety of clients across different industries, creating customized strategies that drive traffic, boost engagement, and increase sales.

✅ Officially Certified!I’ve successfully passed the Digital Marketing for Freelancing – Level 4 assessment program under...
02/08/2025

✅ Officially Certified!
I’ve successfully passed the Digital Marketing for Freelancing – Level 4 assessment program under the supervision of NSDA (National Skills Development Authority), Prime Minister's Office – Bangladesh.

এখন শুধু অভিজ্ঞ নই, সরকারিভাবে স্বীকৃত।

This recognition means a lot to me as a freelancer and digital marketing professional.

শুধু ওয়েবসাইট থাকলেই হবে না—একটা প্রফেশনাল ফেসবুক পেজ ই-কমার্সের প্রাণ!আজই জেনে নিন, কীভাবে আপনি আপনার ফেসবুক পেজকে সাজি...
30/06/2025

শুধু ওয়েবসাইট থাকলেই হবে না—একটা প্রফেশনাল ফেসবুক পেজ ই-কমার্সের প্রাণ!

আজই জেনে নিন, কীভাবে আপনি আপনার ফেসবুক পেজকে সাজিয়ে তুলতে পারেন বিক্রির মেশিনে!

🚀 একটি সফল ই-কমার্স পেজে যা থাকা জরুরি:
✅ ব্র্যান্ডেড প্রোফাইল ও কভার ফটো
✅ পণ্যের ক্যাটাগরি অনুযায়ী সাজানো শপ সেকশন
✅ রেগুলার ও ইউনিক কনটেন্ট (ছবি, ভিডিও, রিভিউ)
✅ WhatsApp, Messenger বাটন ইন্টিগ্রেশন
✅ রিভিউ/রেটিং একটিভ করা
✅ দ্রুত রিপ্লাইয়ের জন্য অটো রেসপন্স
✅ Facebook & Instagram Shop সেটআপ
✅ এবং Boost করার উপযুক্ত কনটেন্ট স্ট্র্যাটেজি

🖥️ বেসিক কম্পিউটার শেখা কেন এত গুরুত্বপূর্ণ?আজকের ডিজিটাল যুগে কম্পিউটার জানা আর একটি অতিরিক্ত দক্ষতা নয় — এটা এখন জীবনে...
30/06/2025

🖥️ বেসিক কম্পিউটার শেখা কেন এত গুরুত্বপূর্ণ?

আজকের ডিজিটাল যুগে কম্পিউটার জানা আর একটি অতিরিক্ত দক্ষতা নয় — এটা এখন জীবনের অপরিহার্য অংশ।

🔹 চাকরির জন্য দরকার ✅
🔹 অনলাইনে আবেদন করতে ✅
🔹 ফ্রিল্যান্সিং/ঘরে বসে আয় করতে ✅
🔹 ডিজিটাল মার্কেটিং, ডিজাইন, অফিস কাজ শিখতে ✅
🔹 সন্তানদের পড়াশোনায় সাহায্য করতে ✅

👨‍💻 আপনি যদি এখনও বেসিক কম্পিউটার শিখে না থাকেন, তাহলে এখনই সঠিক সময়!
✅ Word, Excel, PowerPoint
✅ ইন্টারনেট ব্যবহার
✅ ইমেইল, অনলাইন ফর্ম পূরণ
✅ বাংলা/ইংরেজি টাইপিং
✅ ফ্রিল্যান্সিংয়ের প্রস্তুতি

👉 শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন!

Content Creator হবেন, না Freelancer?দুটোই বর্তমান যুগের চাহিদাসম্পন্ন ক্যারিয়ার, কিন্তু দুটো পথ এক নয়।🎥 Content Creator:...
20/06/2025

Content Creator হবেন, না Freelancer?
দুটোই বর্তমান যুগের চাহিদাসম্পন্ন ক্যারিয়ার, কিন্তু দুটো পথ এক নয়।

🎥 Content Creator: নিজের প্ল্যাটফর্ম, নিজের অডিয়েন্স, নিজের কন্টেন্ট
💼 Freelancer: অন্যের কাজ, ক্লায়েন্টের প্রজেক্ট, নির্দিষ্ট সময়সীমা

📌 একজন ব্র্যান্ড তৈরি করে, অন্যজন নির্ভর করে রেটিং আর ক্লায়েন্ট ফিডব্যাকের উপর।
🔍 আপনি কোন দিকে এগোচ্ছেন?

ইবুক মানেই কেবল একটি ফাইল নয়—এটি একটি অনুভব, যা পাঠকের মন জয় করে স্ক্রিনের ওপাশ থেকে।আর সেই অনুভবের প্রথম জানালা হলো ইব...
18/06/2025

ইবুক মানেই কেবল একটি ফাইল নয়—
এটি একটি অনুভব, যা পাঠকের মন জয় করে স্ক্রিনের ওপাশ থেকে।
আর সেই অনুভবের প্রথম জানালা হলো ইবুকের কভার ডিজাইন।

একটা প্রিন্ট বই হাতে নিয়ে ওলটানো যায়, গন্ধ নেওয়া যায়—
কিন্তু ইবুক? সেখানে পাঠককে টানতে হয় দৃষ্টি আর ডিজাইনের স্পর্শে।
তাই ডিজিটাল যুগে কভার ডিজাইন শুধু শিল্প নয়,
এটা কনভার্সনের হাতিয়ার।

আমি যে ইবুক কভারটি ডিজাইন করেছি ,
তাতে চেষ্টা করেছি লেখার মূল মেসেজ ও আবেগকে ফুটিয়ে তুলতে—
সহজ, আধুনিক, মোবাইল এবং ট্যাব ফ্রেন্ডলি লুক বজায় রেখে।

🔹 রঙের ভারসাম্য
🔹 মিনিমালিস্ট অথচ ইনফ্লুয়েন্সিয়াল টাইপোগ্রাফি
🔹 থিমের সাথে সামঞ্জস্যপূর্ণ ভিজ্যুয়াল এলিমেন্ট
🔹 স্ক্রিনে অপটিমাইজড ফর্ম্যাট

এই ডিজাইনের মাধ্যমে আমি শুধু একটা কভার বানাইনি,
আমি একটা গল্পের দরজা খুলে দিয়েছি—যেখানে শব্দ শুরু হওয়ার আগেই পাঠক অনুভব করেন,
“এই বইটা আমার পড়া উচিত।”

আপনার মতামত জানালে খুব ভালো লাগবে।
শিল্পের সৌন্দর্য তখনই প্রকাশ পায়, যখন তা অন্য কারো চোখে ধরা দেয়।

📥 যদি আপনি নিজের ইবুকের জন্য এমন কভার ডিজাইন করাতে চান, ইনবক্সে যোগাযোগ করতে পারেন।

অনেকেই ভাবে, বইয়ের কভার শুধু বাইরের সাজসজ্জা।কিন্তু সত্যি কথা হলো – একটি কভারই হলো একটি বইয়ের প্রথম পরিচয়, পাঠকের সঙ্গে ...
16/06/2025

অনেকেই ভাবে, বইয়ের কভার শুধু বাইরের সাজসজ্জা।
কিন্তু সত্যি কথা হলো – একটি কভারই হলো একটি বইয়ের প্রথম পরিচয়, পাঠকের সঙ্গে লেখার প্রথম সংলাপ।

যখন কোনো পাঠক একটি বই তুলে নেন, তারা প্রথমে লেখকের নাম পড়েন না।
তারা প্রথমে দেখেন – রঙ, ফন্ট, ছবির আবহ, এবং সেই গল্প যা শব্দহীনভাবেই কভার বলছে।

একজন লেখক যেমন শব্দের মাধ্যমে গল্প বলেন,
তেমনি একজন ডিজাইনার চুপচাপ সেই গল্পকে রঙে, ফর্মে, আকারে রূপ দেন।
একটি সফল কভার ডিজাইন লেখকের ভাবনাকে পাঠকের হৃদয়ে পৌঁছে দেওয়ার সেতুবন্ধন।

আমি যখন একটি বইয়ের কভার ডিজাইন করি, তখন শুধু ছবি আঁকি না –
আমি সেই গল্পের ভেতরে ঢুকে যাই।
চেষ্টা করি, লেখার আবেগটাকে ধরতে, এবং সেটা এমনভাবে উপস্থাপন করতে—
যাতে পাঠকের মনে হয়, "এই বইটা আমাকে ডাকছে।"

আমার সাম্প্রতিক কাজের একটি কভার নিচে শেয়ার করলাম।
আপনারা যদি অনুভব করেন এই শিল্পের গভীরতা, যদি বোঝেন কভারের প্রতিটি রেখা আর রঙের পেছনে লুকানো কাহিনী –
তাহলে এই ডিজাইনটাও হয়তো আপনার হৃদয়ে একটা ছোট্ট স্পর্শ ফেলবে।

আপনার মতামত জানাতে ভুলবেন না। শিল্প তখনই পূর্ণতা পায়, যখন তা অন্য কারো অনুভবে ধরা দেয়।

🌙 ত্যাগের মহান আদর্শে উজ্জ্বল হোক আমাদের জীবন।আল্লাহ্‌ যেন সকলের কোরবানি কবুল করেন এবংসবার ঘরে বয়ে আনেন শান্তি, আনন্দ ও ...
07/06/2025

🌙 ত্যাগের মহান আদর্শে উজ্জ্বল হোক আমাদের জীবন।
আল্লাহ্‌ যেন সকলের কোরবানি কবুল করেন এবং
সবার ঘরে বয়ে আনেন শান্তি, আনন্দ ও সমৃদ্ধি।

ঈদ মোবারক! 🕌✨

ওয়েবসাইট সার্ভার মাইগ্রেশন জিনিসটা কী? কেন এটা গুরুত্বপূর্ণ?অনেক সময় আমাদের ওয়েবসাইটের হোস্টিং সার্ভার পরিবর্তন করতে হয়।...
10/05/2025

ওয়েবসাইট সার্ভার মাইগ্রেশন জিনিসটা কী? কেন এটা গুরুত্বপূর্ণ?

অনেক সময় আমাদের ওয়েবসাইটের হোস্টিং সার্ভার পরিবর্তন করতে হয়। এটা হতে পারে স্পিড, সিকিউরিটি, বা ভালো সাপোর্টের জন্য।

এই সময় যেটা দরকার হয়:
✔️ WordPress Migration – পুরোনো সার্ভার থেকে নতুন সার্ভারে সাইট ট্রান্সফার
✔️ WordPress Backup – যাতে কোনো তথ্য হারিয়ে না যায়
✔️ Domain Change – যদি ওয়েবসাইটের নাম বা ঠিকানা পরিবর্তন করতে হয়
✔️ Website Transfer – সম্পূর্ণ সাইট নিরাপদে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া

যারা ওয়েবসাইট নিয়ে কাজ করেন, এটা জানা খুব দরকার। সঠিকভাবে মাইগ্রেশন না হলে ওয়েবসাইট কাজ বন্ধ করে দিতে পারে!

প্রযুক্তির দুনিয়ায় আপডেট থাকতে, প্রতিদিন একবার এই পেইজটা ঘুরে যান।

🌐 আপনার ওয়েবসাইট কি Google এ ঠিকভাবে দেখা যাচ্ছে?তাহলে একবারও Google Search Console ব্যবহার করে দেখুন!Google Search Cons...
05/05/2025

🌐 আপনার ওয়েবসাইট কি Google এ ঠিকভাবে দেখা যাচ্ছে?
তাহলে একবারও Google Search Console ব্যবহার করে দেখুন!

Google Search Console হলো একটি ফ্রি টুল, যেটা গুগল আমাদেরকে দিয়েছে যেন আমরা বুঝতে পারি –
✅ আমাদের ওয়েবসাইট গুগলে কিভাবে কাজ করছে
✅ কোন কোন পেজে ভিজিটর আসছে
✅ গুগল আমাদের সাইটে কোনো সমস্যা পাচ্ছে কিনা
✅ কোন কীওয়ার্ড দিয়ে মানুষ আমাদের ওয়েবসাইট খুঁজে পাচ্ছে

🎯 যারা SEO বা ডিজিটাল মার্কেটিং করছেন, তাদের জন্য এই টুলটি খুবই গুরুত্বপূর্ণ।
আপনি যদি একজন ওয়েবসাইট মালিক হন, তবে আজই এটি সেটআপ করে আপনার সাইটের পারফরম্যান্স ট্র্যাক করুন।

🛠️ টেক টিপস প্রতিদিন পেতে পেইজটি ফলো করুন।

জীবন শুধু দৌড় নয়, থেমে গিয়ে বুঝে চলাটাও একধরনের জয়।খরগোশ আর কচ্ছপ আজ একসাথে, কারণ গল্প বদলেছে!" 🐢🐇✨ #জীবন  #ভাবনা  #...
20/04/2025

জীবন শুধু দৌড় নয়, থেমে গিয়ে বুঝে চলাটাও একধরনের জয়।
খরগোশ আর কচ্ছপ আজ একসাথে, কারণ গল্প বদলেছে!" 🐢🐇✨

#জীবন #ভাবনা #বাংলাস্ট্যাটাস #খরগোশ_ও_কচ্ছপ

31/05/2022

Address

Mymensingh

Alerts

Be the first to know and let us send you an email when Mohiuddin Saydy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mohiuddin Saydy:

Share