10/10/2025
✳️ কোয়ালিটি - QUALITY কী? কাকে বলে?
উঃ কোয়ালিটি ( QUALITY ) হলো ইংরেজি শব্দ। যার
অর্থ গুণগতমান।
** ক্রেতার চাহিদা অনুযায়ী পণ্যের গুণগতমান যাচাই
করাকেই কোয়ালিটি (Quality) বলে।
⚫ QUALITY এর পূর্ণরূপ হলো:
Q= Quite ( পুরোপুরি ভাবে, বাস্তবিক, ঠিক )
U= unity ( একতা )
A= Ability ( যোগ্যতা )
L= Liability ( দায়িত্ব, দ্বায়বদ্ধতা )
I= Intelligent ( বুদ্ধিমান )
T= Truthful ( সত্যবাদিক )
Y= Youthfulness ( তারুণ্য, উদ্যমীভাবে )
✒️ QUALITY এর সাথে সম্পর্কযুক্ত আর একটি বিষয় হলো : কোয়ালিটি ইন্সপেক্টর ( Quality Inspector ) । এখন প্রশ্ন হলো:
✳️কোয়ালিটি ইন্সপেক্টর ( Quality Inspector ) কী?
এবং কাকে বলে?
উত্তরঃ Quality অর্থ গুণগতমান,আর Inspector অর্থ পরিদর্শক। তাই Quality Inspector হলো গুণগতমান পরিদর্শক।
**উৎপাদিত পণ্যের গুণগতমান যাচাইকারি বা
পরিদর্শকেই Quality Inspector বলে?
✳️ কোয়ালিটি ইন্সপেক্টর ( Quality Inspector ) এর
কাজ কী?
উঃ গার্মেন্টসে কোয়ালিটির ইন্সপেক্টরের কাজ হলো পন্যের গুনগত মান ঠিক আছে কিনা তা নির্ধারণ করা।
✳️ গার্মেন্টস কোয়ালিটিতে চাকরি করতে হলে কি কি
জানতে হবে?
উত্তরঃ গার্মেন্টসে কোয়ালিটিতে বড় বড় পদে চাকরি করতে হলে আপনাকে অনেক বিষয় সম্পর্কে জানতে হবে। জানার জন্য অনেক বিষয় আছে। কিন্তু *গার্মেন্টস কোয়ালিটি ইন্সপেক্টর পদে চাকরি করতে হলে আপনাকে যে ৫ টি বিষয় অবশ্যই জানতে হবে?
১/ কোয়ালিটি বেসিক বিষয় সম্পর্কে?
২/ পোশাকের প্রসেস সম্পর্কে?
৩/ পোশাকের ডিফেক্ট সম্পর্কে?
৪/ পোশাকের মেজরমেন্ট সম্পর্কে?
৫/ পোশাক চেকের পদ্ধতি সম্পর্কে?
বি: দ্র: অন্যান্য আরো অনেক বিষয় আছে,যা আপনি
কাজের পাশাপাশি জানতে পারবেন।
✓নতুন নতুন তথ্য পেতে পেইজটি ফলো করে রাখুন। ধন্যবাদ।
∆কিছু গুরুত্বপূর্ণ তথ্য:
ইন্টারভিউ গার্মেন্টস কোয়ালিটি প্রশ্ন ও উত্তর।
১/ SSC এর মিনিং কি?
উঃ Secondary school certificate.
২/ HSC এর মিনিং কি?
উঃ Higher secondary certificate.
৩/ GPA এর মিনিং কি?
উঃ Great point average.
৪/ কোয়ালিটি ইন্সপেক্টর কি?
উঃ কোয়ালিটি ইন্সপেক্টর হচ্ছে মান পরিদর্শক।
৫/ গার্মেন্টস লাইন কোয়ালিটির কাজ কি?
উঃ গার্মেন্টস কোয়ালিটির কাজ হচ্ছে একটি লাইনে যেসব পোশাক গুলি তৈরি হয় সেগুলি চেক করা।
৬/ গার্মেন্টস কোয়ালিটির কাজ কি?
উঃ পণ্যের গুণগত মান ঠিক আছে কিনা তা নিশ্চিত করা।
৭/ গার্মেন্টস অর্থ কি?
উঃ পোশাক।
৮/ Quality শব্দের অর্থ কি?
উঃ Quality একটি ইংরেজি শব্দ। কোয়ালিটি শব্দের অর্থ যেকোনো কিছুর গুণগত মান।
৯/ Alter বা Defect কাকে বলে?
বায়ারের অনুমোদিত স্যাম্পলের সাথে উৎপাদিতনে যে অমিল রয়েছে সে গুলোকে Alter বা Defect বলে।
১০/ Defect কত প্রকার ও কি কি?
উঃ Defect ৩ প্রকার।
Minor Defect
Major Defect
Critical Defect
১১/ তিন প্রকার ডিফেক্ট এর কয়েকটি উদাহরণ?
Minor Defect যেমনঃ
Joint Stitch, Uncut thread, Loose thread, Uneven topsin,
Major Defect যেমনঃ
Skip Stitch, Broken Stitch, Rawedge Out, Down Stitch, Any Spot.
Critical Defect যেমনঃ
Any Sharp item, Any insect, Size label mistake.
Quality প্রশ্ন ও উত্তর
১২/ সেলাই কি?
উঃ দুটি বন্ধনীর জোড়া দেওয়াকে সেলাই বলে।
১৩/ ব্রকেন স্টিচ কি?
উঃ সেলাইয়ের একটি স্টিচ কেটে গেলে তাকে ব্রকেন স্টিচ বলে।
১৪/ স্কিপ স্টিচ কি?
উঃ সেলাই করার পর নিচে সুতা যদি উপরের সুতা কে না ধরতে পারে তখন তাকে স্কিপ স্টিচ বলে।
১৫/ ওপেন স্টিচ কি?
উঃ সেলাইয়ের সময় কিছু সেলাই এড়িয়ে গেলে বা সেলাই না হলে তখন তাকে বলা হয় ওপেন স্টিচ।
১৬/ একটি মেজারমেন্ট টেপে কত কত ইঞ্চি ও কত সেএম থাকে?
উঃ একটি মেজারমেন্ট টেপে 60 Inch ও 150 CM থাকে।
১৭/ ১ ইঞ্চিতে কত সিএম?
উঃ এক ইঞ্চিতে 2.54 সিএম।
১৮/ ১ সি এম এ কত ইঞ্চি?
উঃ ১ ইঞ্চির ৮ ভাগের ৩ ভাগ।
১৯/ কত সিএমে ১ মিটার এবং ১ মিটার এ কত ইঞ্চি?
উঃ ১০০ সিএম = ১ মিটার এবং ১ মিটার = ৩৯.৩৭ ইঞ্চি।
২০/ ১ ইঞ্চিতে কত সুতা?
উঃ এক ইঞ্চিতে ৮ সুতা।
২১/= ১/৪ = কত? ৫/৮ = কত? ১/১৬ = কত? ১/৩২ = কত?
উঃ
১/৪ = ২ সুতা।
৫/৮ = ৫ সুতা।
১/১৬ = হাফ সুতো বা ১ ইঞ্চির ১৬ ভাগের ১ ভাগ।
১/৩২ = কোয়াটার সুতা বা ১ ইঞ্চির ৩২ ভাগের ১ ভাগ।
কোয়ালিটি ইন্টারভিউ
২২/ QI এর পূর্ণরূপ কি?
উঃ Quality inspector.
২৩/ SPI এর পূর্ণরূপ কি?
উঃ Stitch per inch.
২৪/ SKU এর পূর্ণরূপ কি?
উঃ Stock keeping unit.
২৫/ HPS এর পূর্ণরূপ কি?
উঃ High point shoulder.
২৬/ UPC এর পূর্ণরূপ কি?
উঃ Universal product code.
২৭/ DHU এর পূর্ণরূপ কি?
উঃ Defect Per hundred Unit.
২৮/ GSM এর পূর্ণরূপ কি?
উঃ Gram per square meter.
২৯/ TLS এর পূর্ণরূপ কি?
উঃ Traffic light system.
৩০/ AQL এর পূর্ণরূপ কি?
উঃAcceptable quality level.
৩১/ OQL এর পূর্ণরূপ কি?
উঃObservat quality level.
৩২/ DTM এর পূর্ণরূপ কি?
উঃ Dyed to match.
৩৩/ CBM এর পূর্ণরূপ কি?
উঃ Cubic meter./Carton box meter
৩৪/ CAD এর পূর্ণরূপ কি?
উঃ Computer aided design.
৩৫/ RPM এর পূর্ণরূপ কি?
উঃ Rotation per minute.
৩৬/ KPI এর পূর্ণরূপ কি?
উঃ Key performance indicator.
৩৭/ SOP এর পূর্ণরূপ কি?
উঃ Standard operating procedure.
৩৮/ QMS এর পূর্ণরূপ কি?
উঃ Quality management system.
৩৯/ GPQ এর পূর্ণরূপ কি?
উঃ Guideline for production quality and control.
৪০/ CTPAT এর পূর্ণরূপ কি?
উঃ Customs trade partnership against terrorism.
গার্মেন্টস কোয়ালিটি মেজারমেন্ট
গার্মেন্টস কোয়ালিটি প্রশ্ন
একটি মেজারমেন্ট টেপেঃ
১.৫ মিটার,
৫ ফুট,
৬০ ইঞ্চি,
১৫০ সিএম,
৪৮০ সুতা,
১৫০০ মিলিমিটার থাকে।
1 Meter / মিটার = 39.37 inch
১০০ CM =1000 mm
1 Feet / ফিট =12inch
1 Inch / ইঞ্চি = 2.54 cm
1 CM / সিএম =10 mm
1 Yds গজ = 36 inch
সুতা মেজারমেন্টঃ
1 Inch Divided by 8
⅛ = ১ সুতা
¼ = ২ সুতা
⅜ = ৩ সুতা
½ = ৪ সুতা
⅝ = ৫ সুতা
¾ = ৬ সুতা
⅞ = ৭ সুতা
1 Inch = ৮ সুতা
1 Inch Divided by 16
1/16 = হাফ সুতা
3/16 = দেড় সুতা
5/16 = আড়াই সুতা
7/16 = সাড়ে তিন সুতা
9/16 = সাড়ে চার সুতা
11/16 = সাড়ে পাঁচ সুতা
13/16 = সাড়ে ছয় সুতা
15/16 = সাড়ে সাত সুতা
16/16 = ৮ সুতা.
✓Alter Name
Skip Stitch
Broken Stitch
Down Stitch
Uneven Stitch
Joint Stitch
Short Stitch
Zam Stitch
Rwa Stitch
Open Seam
Bda Tention
Pleat
Rwaedge Out
Uneven Lob
Poor Shape
Spot
Slanted
sharp
Bartack Displaced
Bartack Missing
Lable Mistack
Size Mistack
1. Styling Mistake
2. Thread Mistake
3. Label mistake
4. Febric Mistake
5. Febric way mistake
6. Bandel No Mistake
7. Country mistake
8. Carton Mistake
9. Barcode Mistake
10. Price tag Mistake
11. Trims Mistake
12. Zipper Broken
13. Botton Broken.
14. Insect found in garments
15. Fungus found in garments
16. Minimum neck stich short
17. Sequence Wrong
18. Metal in Garments
19. Any Sharpe in Garments
20. Ineligible Print
21. Bad Smell found in garments
✓কোয়ালিটি বেসিক নলেজ:
একজন দক্ষ কোয়ালিটি হতে যা যা জানা জরুরি।
যারা দক্ষ কোয়ালিটি হতে চান ? শুধু তাদের জন্য আমার আজকের পোস্ট, যা আপনার কোয়ালিটি ক্যারিয়ারে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
*কোয়ালিটি (Quality):- সাধারণত বায়ারের চাহিদা অনুযায়ী পোষাকের গুণগতমান নির্ণয় করাকে কোয়ালিটি বলে।
১. কোয়ালিটি ইন্সপেক্টর কি?
উত্তরঃ কোয়ালিটি অর্থ গুন বা মান এবং ইন্সপেক্টর অর্থ পরিদর্শক। সুতরাং কোয়ালিটি ইন্সপেক্টর অর্থ মান পরিদর্শক।
*Defect শব্দের অর্থ ত্রুটি।
Defect সাধারণত তিন প্রকার, যথাঃ-
1. Major defect, 2. Minor defect, 3. Critical defect.
1. Major defect:- যে সমস্যা থাকলে কোন Buyer তা Accept করে না তাকে Major Defect বলে। যেমনঃ Broken stitch, Skip stitch, Down stitch, Fabric defect, Uncut thread, Join stitch, Shading, Rawedge out, Bartack missing, Dirty spot, Reject/Damage, etc.
2. Minor defect:- যে সমস্যা বিবেচনার মাধ্যমে Buyer Accept করে থাকে তাকে Minor defect বলে। যেমনঃ
Uncut Thread 1cm lees, loose thread,
fly yarn 1cm lees,
small spot, poor pressing, etc.
3. Critical defect :- যে সমস্যার কোন সমাধান থাকে না তাকে Critical defect বলে। যেমনঃ Order number missing,
RN number missing,
CA number missing,
Broken needle in garments,
Insect in Garments,
Styling mistake,
Wet Garments,
Zipper weavy,
Mould problem,
Sharp edge at Button & Zipper,
Two leg are uneven in same gmts, etc.
***Garments সাধারণত ২ প্রকার, যথাঃ-
1. Knit garment. 2, Woven garment.
1. Knit garment :- যে garment সরাসরি সুতার মাধ্যমে তৈরি করা হয় তাকে Knit garment বলে।
2. Woven garment :- যে garment fabric এর মাধ্যমে তৈরি করা হয় তাকে Woven garment বলে।
***Stitch এর অর্থ সেলাই।
Stitch সাধারণত ৫ প্রকার, যথাঃ-
1. Lock stitch, 2. Chain stitch, 3. Cover stitch, 4. Blaind stitch, 5. Safety stitch.
***মেজারমেন্ট টেপ সম্বন্ধে কিছু ধারণা #
১ ইঞ্চি টেপ =৬০ ইঞ্চি।
১ ইঞ্চি টেপ =১৫০ সি.এম।
১ ইঞ্চি টেপ =১.৫ মিটার।
১ ইঞ্চি টেপ =১৫০০মিলি মিটার।
১ মিটার =৩৯.৩৭ ইঞ্চি (প্রায়)।
১ ইঞ্চি =২.৫৪ সি.এম (প্রায়)।
১ সি.এম =০.৩৩৩৯ ইঞ্চি (প্রায়)।
১ ইঞ্চি টেপ = ৪৮০ সুতা।
১ মিটার = ১০০ সি.এম।
১ ইঞ্চি = ৮ সুতা।
১/৮ = ১ সুতা।
১/৪ (২/৮)= ২ সুতা।
৩/৮ = ৩ সুতা।
১/৪(২/৮)=২ সুতা।
৩/৮ = ৩ সুতা।
১/২ = ৪ সুতা।
৫/৮ = ৫ সুতা।
৩/৪ (৬/৮) = ৬ সুতা।
৭/৮ = ৭ সুতা।
১/১৬ = ১/২ সুতা।
***What is DHU?
DHU= Defects per Hundred Units.
DHU হচ্ছে একটি Defective পোশাকের মধ্যে কয়টি Defects রয়েছে তা শত হার নির্ণয় করা।
মনে করি, 15 পিচ ত্রুটিপুর্ণ (Defectives) পোষাকের মধ্যে 18 টি ত্রুটি (Defects) রয়েছে, তার শতকরা নির্ণয় করাকে DHU বলে।
⇨Check Quantity =220 pcs.
⇨Defective Quantity =15pcs.
⇨Defect Quantity =18pcs.
DHU formula :- Total defect Quantity × 100 ÷ Total check Quantity.
DHU=18×100÷220=8.18%
ফলো করে রাখার জন্য ধন্যবাদ।
__লাইক, শেয়ার, কমেন্ট করুন ধন্যবাদ।
___________My Social Media___________
✓page : https://www.facebook.com/qualityrashel
✓YouTube : Brand Rashel
✓Instagram : https://www.instagram.com/quality.help
✓Titok: https://www.tiktok.com/