NIPU SEVEN

NIPU SEVEN সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি সৃষ্টিকুলের রব

31/08/2025

যে ব্যক্তি আল্লাহর জন্য রোজা রাখে










30/08/2025

হাই তোলা শয়তানের কাজ
আপনি কি জানতেন কমেন্টে বলে যাবেন
শেয়ার করে অন্য কে জানার সুযোগ করে দিন

#ইসলামিকতথ্য #হাদিস #শয়তান #হাইতোলা #ইসলামিকভিডিও

পানির অপর নাম জীবন পানি কিনতে টাকা লাগে তাহলে টাকার অপর নাম কি হবে...?  #পানিরঅপরনামজীবন #টাকারঅপরনামকি #ভাবনারখোরাক #লা...
16/08/2025

পানির অপর নাম জীবন
পানি কিনতে টাকা লাগে
তাহলে টাকার অপর নাম কি হবে...?

#পানিরঅপরনামজীবন
#টাকারঅপরনামকি
#ভাবনারখোরাক
#লাইফকোটস
#বাংলাকোটস
#ফেসবুকপোস্ট
#ক্রিয়েটিভভাবনা
#মজারকথা

14/08/2025

সত্যের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে — এটাই আমাদের গান 🎤
ভাল লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন
-------------------------------------------------------------
Song- Rajniti
Lyrics & Edit - Md Shoriful Islam Nipu
--------------------------------------------------------------

শিরোনাম - রাজনীতি
লিরিক্স - মোঃ শরিফুল ইসলাম নিপু
--------------------------------------------------------------
সাদা মনে লাগছে কাদা
মানুষ গুলো আস্ত গাধা
চোখের সামনে দিচ্ছে ধোকা
পেছনে দেখো সবি ফাকা

নেতা গুলো করছে চুরি
সুযোগ বুঝে মারছে ছুরি
চোরকে বলে রাজাকার
এই দেশের স্বৈরাচার

(রাজনীতির এই রঙ তামাশায়
দেখার বাকি কিছু নাই
বাঘে গুরু মিলে মিশে
একি ঘাটে পানি খায় (২)

২/
ভাল মানুষের মুখোশ পরে
নেতা গুলো দেখায় সম্মান
আসলে তারাই তো
ফকিরের থালা থেকে নেয় কমিশন

তাদের আছে অস্ত্র বোমা
উপর তলায় উঠা নামা
তাই তো আমাদের ডাকে
জনতা দেয়না সারা

(রাজনীতির এই রঙ তামাশায়
দেখার বাকি কিছু নাই
বাঘে গুরু মিলে মিশে
একি ঘাটে পানি খায় (২)

৩/
নেতা গুলো দেয় প্রতিশ্রুতি
মাদক মুক্ত করবে সমাজ
আসলে তারাই তো ছড়ায়
আছে যত মাদকের ভাইরাস

মন্দ লোকের সংখ্যা বেশি
শক্তি আছে আরও বেশি
তাই তো আমাদের বিপদে
পাশে আসেনা প্রতিবেশী

(রাজনীতির এই রঙ তামাশায়
দেখার বাকি কিছু নাই
বাঘে গুরু মিলে মিশে
একি ঘাটে পানি খায় (৪)
-------------------------------------------------------------

#রাজনীতি #বাংলা_গান #প্রতিবাদ_গান #বাংলা_মিউজিক
#বাংলাদেশ
#গান #বাংলা

-------------------------------------------------------------------

"আমাদের সমাজ, আমাদের দেশ—সবকিছু বদলে দেয় রাজনীতি। এই গানটি শুধু সুর নয়, এটি একটি প্রতিবাদের ভাষা, একটি সতর্কবার্তা। সত্য, ন্যায় আর মানুষের অধিকারের কথা বলছে প্রতিটি লাইনে। আপনার মতামত কমেন্টে জানান, আর শেয়ার করুন যেন সবাই শুনতে পায় এই কণ্ঠের ডাক।"
-----------------------------------------------------------------------
#রাজনীতি #প্রতিবাদ #গান #বাংলা_গান

🔥"
#পরিবর্তন

12/08/2025

সময় বদলে গেছে
কিন্তু স্মৃতিগুলো রয়ে গেছে ঠিক আগের মতো
বিপিন পার্কে হাঁটা নদীর ধারে বসা
চায়ের দোকানে গল্প
সবই এখন শুধু মনে পড়ার মতো মুহূর্ত ।
-------------------------------------------------------------
Song- Bipin Park
Lyrics & Edit - Md Shoriful Islam Nipu
--------------------------------------------------------------

শিরোনাম - বিপিন পার্ক
লিরিক্স - মোঃ শরিফুল ইসলাম নিপু
--------------------------------------------------------------

বিপিন পার্কে আর হয়না ঘুরা তোমায় নিয়ে
নদীর ধারে হয়না বসা চায়ের দোকানটাতে
সেলফি তোলা হয়না চায়ের কাপটা নিয়ে
ফেসবুকেতেও হয়না কথা অনেক দিন ধরে

হয় তো তুমি ভুলে গেছো আমায় খুব সহজে
তাই তো আর পড়েনা মনে আমায় ভুল করে
আমায় ভুল করে

আমার ভালো লাগা রেলস্টেশনে
তোমায় নিয়ে হাটা আমার সন্ধ্যা বেলাতে
ফ্লাইওভারে বসে থাকা নির্জনেতে
তোমার হাতটি ধরে রাখা আমার ভয় পাওয়াতে
আমার উচুতে ভয় লাগে
আমার উচুতে ভয় লাগে

তারা ছিল অনেক বেশি আকাশ জুড়ে
সময়টা অনেক ভালো ছিলো তোমায় ঘিরে
সেলফি তোলা ছিলো সেই ফ্লাইওভারে
স্মৃতি হয়ে আজও আছে
তোমার আমার ফেসবুকে
তোমার আমার ফেসবুকে

-------------------------------------------------------------

#বাংলাগান #বাংলাসং

-------------------------------------------------------------------

কে কি যে চায়...?
31/07/2025

কে কি যে চায়...?

23/06/2024

সময় তুমি জানতে চাওনি কখনো
তুমি কতটা শীতল

১ নভেম্বর ২০২৩ তারিখ  অবরোধের কারণে গাড়ি সব বন্ধগয়েশপুর,গফরগাঁও, ময়মনসিংহ এর শেষ সীমানা তারপর গাজীপুরের এরিয়া গয়েশপুর বা...
06/12/2023

১ নভেম্বর ২০২৩ তারিখ
অবরোধের কারণে গাড়ি সব বন্ধ
গয়েশপুর,গফরগাঁও, ময়মনসিংহ এর শেষ সীমানা
তারপর গাজীপুরের এরিয়া

গয়েশপুর বাজারের ব্রীজটা পাড় হয়ে কিছুটা হেটে গেলেই
কাওরাইদ রেলওয়ে স্টেশন
আমি ময়মনসিংহ থাকি এখানে কাজে এসেছি
কাজ শেষ হলে আবার চলে যাবো
নগদ এ কাজ করি TMS (ট্রেড মার্কেটিং সুপারভাইজার)

অনিকের সাথে গয়েশপুর এসেছি
বিকেল বেলায় অনিক বললো ট্রেনে গেলে
ময়মনসিংহ তাড়াতাড়ি যেতে পারবো
আমিও ট্রেনেই যাবো সিদ্ধান্ত নিয়ে নিলাম

আমি এখানে আগে কখনো আসিনি
এখানের কিছুই চিনিনা
আমি গয়েশপুর ব্রীজটা পাড় হয়ে
পকেট থেকে মোবাইলটা হাতে নিয়ে
গুগল ম্যাপ ওপেন করে
খুজতে লাগলাম রেলওয়ে স্টেশন কোথায়

গুগল ম্যাপকে অনুসরণ করে পৌঁছে গেলাম স্টেশনে
এখানে অল্প কিছু মানুষ ট্রেনের জন্য অপেক্ষায় আছে
তাদের মাঝে অল্প বয়সের একটি ছেলে ছিলো
১৩/১৪ বছর বয়স হবে
রেললাইন ধরে হাটছে তার সাথে একটি স্কুল ব্যাগ
দেখেই বুঝা যাচ্ছে স্টুডেন্ট
আমি ভেবেই নিলাম সে ময়মনসিংহ যাবে
কারণ অনিক বলেছিল ময়মনসিংহের ট্রেন আসবে

স্টেশনে বসার জন্য একটা জায়গা ছিলো
সেখানে সে বসে পড়লো
আরো ৩/৪ জন মানুষ বসে ছিলো
আমি ক্লান্ত ছিলাম সারাদিন মার্কেট ভিজিট করে
তাই ছেলেটার পাশে বসে পড়লাম

আমি এখানে আগে কখনো আসিনি
সব কিছু অচেনা আমার কাছে
মোবাইল থেকে আবার গুগল ম্যাপ ওপেন করে
বুঝার চেষ্টা করছি ট্রেন কোন দিক দিয়ে যাবে

হঠাৎ আমার মনে হলো কেউ উকি দিয়ে দেখছে
আমি কি করছি মোবাইল ফোনে
অপাশ ফিরতেই
ছেলেটা খুব দ্রুত অন্য দিকে মাথা ঘুরিয়ে নিলো
আমি যেন কিছুই না বুঝতে পারি

তারপর তাকে বললাম
ট্রেন কখন আসবে...?
ছেলেটা হঠাৎ থমকে গেলো
কারণ সে হয় তো এমন কথা শুনার জন্য প্রস্তুত ছিলনা
৬ টায় ।
তুমি কোথায় গেছিলে...?
মানে।
তুমি কি কোথাও বেড়াতে গেছিলে...?
না।
তাহলে এখানে কেন...?
এখানে স্কুলে পড়ি ।
তাহলে ট্রেনের জন্য বসে আছো কেন...?
প্রতিদিন স্কুলে আসি আবার ট্রেনে বাড়ি ফিরে যাই ।
তুমি কোন ক্লাসে পড়...?
ক্লাস সেভেন।
তুমি কোথায় যাবে...?
শ্রীপুর ।

আমি তো পুরোই অবাক হয়ে তার দিকে তাকিয়ে বললাম
তুমি ময়মনসিংহ যাবেনা...?
না ।
আপনি কোথায় যাবেন...?
আমি তো ময়মনসিংহ যাবো ।
এখন তো ময়মনসিংহের ট্রেন আসবেনা
তাহলে কখন আসবে...?

এর মাঝেই মাইকিং এর আওয়াজ টিকেট কাটার জন্য
ট্রেন আসার সময় হয়ে গেছে সবাই টিকেট কাটেন
টিকেট ছাড়া কেউ ট্রেনে উঠবেন না
টিকেট ছাড়া ধরা পরলে জরিমানা ও শাস্তি হতে পারে

ছেলেটা বললো শ্রীপুরের ট্রেন
আর ময়মনসিংহের ট্রেন নাকি ক্রসিং হবে
তারপর ময়মনসিংহের ট্রেন আসবে

তার সাথে কথা বলে খুব ভালই লাগলো
আমি ভাবলাম তার সাথে যোগাযোগ রাখলে মন্দ হয়না
মাঝে মধ্যে কথা বলা যাবে
কারণ ছেলেটার কথা অনেক সুন্দর ও ভদ্র ছিলো

আমি ফেসবুক চালাই না অনেক দিন ধরে
ফেসবুক অ্যাপ uninstall করে দিসি
ফেসবুকের পাসওয়ার্ড আমার মনে নেই
ফেসবুক অ্যাপস Play Store থেকে নামাতে চাচ্ছি
কিন্তু Play Store কাজ করছে না
অথচ আমার ফোনে MB আছে 4gb প্লাস
এমন কেন হচ্ছে আমি কিছুই বুঝতে পাচ্ছিনা

খুব তাড়াহুড়ো করছি ফেসবুক অ্যাপস টি নামানোর জন্য
কারণ ট্রেন আসার সময় হয়ে গেছে
যদি এই অল্প সময়ের মাঝে
ফেসবুক অ্যাপস ডাউনলোড না করতে পারি
তাহলে তার সাথে আমার আর কখনো কথা হবেনা
এটাই শেষ কথা আর এটাই শেষ দেখা হবে
কেন জানি চাচ্ছিনা
এই দেখাটাই শেষ দেখা হোক তার সাথে

আমি ফেসবুক অ্যাপস নামিয়ে আমার আইডি লগিন করে
তার আইডির সাথে অ্যাড ফ্রেন্ড করে রাখতে চাচ্ছি
যাতে আমি পরে যোগাযোগ করতে পারি
কিন্তু আমার সব চেষ্টাই যেন ব্যর্থ হয়ে যাচ্ছে
কিছুই বুঝতে পারছিনা কেন এমন হচ্ছে

সময় খুব কম ট্রেন চলে আসবে
Play Store বাদ দিয়ে Chrome ব্রাউজার ওপেন করলাম
ফেসবুক লিখে সার্চ দিলাম
ইউজার নেইম দিলাম ইমেইল দিলাম
কিন্তু পাসওয়ার্ড কিছুতেই মনে করতে পাচ্ছিনা
আমি খুব তাড়াহুড়ো করছি
ছেলেটা আমার দিকে তাকিয়ে তাকিয়ে সব কিছু দেখছে
পাসওয়ার্ড ফরওয়ার্ড করতে চাইলাম তাও পারলাম না
সব কিছুতেই ব্যর্থ হলাম
আমি বুঝে গেলাম আর সময় নষ্ট করা যাবেনা
ট্রেন এখনি এসে পড়বে

আমি ছেলেকে বললাম
তোমার কি করতে ভাল লাগে...?
বুঝলাম না।
খেলাধুলা করো না...?
হ্যাঁ, ফুটবল খেলতে খুব ভাল লাগে।
তুমি ব্যাডমিন্টন খেলো না...?
এই প্রশ্নের উত্তর কি দিয়েছিল আমার মনে নেই
কারন তার সাথে যোগাযোগ রাখার
একটা মাধ্যম খুজছিলাম আর কিছুই না।
তুমি কি ফ্রি ফায়ার গেমস খেলো...?
হ্যাঁ খেলি।
এখন মনে হয়
যোগাযোগ রাখার একটা মাধ্যম খুজে পাওয়া গেলো

আপনিও ফি ফায়ার গেমস খেলেন নাকি...?
২/৩ বছর আগে খেলতাম এখন আর খেলিনা ।
তোমার গেমের ইউজার আইডির নাম্বার টা দেও
সে বললো- 83872394
আইডি কোড যখন ফোনে সেভ করবো তখন বললাম
তোমার নাম কি...?
রাহাত ৷
আমি লিখলাম Rahat Rahat দুই বার
আপনার ফ্রি ফায়ার আইডির নাম্বার কত
আমার মনে নেই ২/৩ বছর আগে খেলতাম ভুলে গেছি
তুমি আমার নাম লিখে সার্চ দিলে
আমার আইডি খুজে পাবে
আপনার নামটা বলেন
তুমি Nipu-7 লিখে সার্চ দিলে পাবে

তোমার ব্যাগে খাতা কলম আছে...?
হ্যাঁ আছে।
খাতা কলম বের করে নোট করো
সে ব্যাগ থেকে খাতা আর কলম বের করলো
আমি বললাম লেখো Nipu-7
সে নোট করে নিলো
ছেলেটা যখন ব্যাগ থেকে খাতা বের করলো
তখন দেখলাম খাতার প্রথম পৃষ্ঠায় লেখা (মোঃ রাহাত)

মনে হচ্ছিলো সে আমাকে গেমে খুজে পাবেনা
তাই আমি তাকে বললাম
তোমার ফেসবুক আইডি আছে....?
না ।
তুমি আমার ফেসবুক আইডির ইউজার নেইম লেখো
সে লিখবে এমন সময় বানান নিয়ে সমস্যা হচ্ছে
আমি নিজের হাতেই লিখে দিলাম খাতায় nipuseven

তবুও আমার মনে হচ্ছিলো সে খুজে পাবেনা
আমি আবার তাকে বললাম
তোমার ফোন নাম্বার দাও
01 বলেই
না দেওয়া যাবেনা
কেন..?
আমার তো ফোন নাই এটা আমার বোনের নাম্বার ।
ঠিক আছে দিতে হবেনা
সে বললো গেমে কথা হবে
ঠিক আছে। ।

তুমি আমার নাম্বার লেখো তাহলেই হবে
সে লিখলো 01778727377
তুমি কিন্তু আমাকে অবশ্যই কল দিবে
যদি কখনো ময়মনসিংহ যাও দেখা করবে...?
আচ্ছা..।
তোমার সাথে একটা সেলফি তুলি...?
হ্যা তুলেন ।
আমি ফোনের ক্যামেরা ওপেন করলাম
ছবি তুলবো এমন সময় সে বলে উঠলো
ছবি তুলার দরকার নেই
কেন...?
সে বললো ফেসবুকে নাকি একবার
একটা ছবি নিয়ে তার সমস্যা হয়েছিল
সে আমাকে কারণ টা সংক্ষেপে বলছিল
সে কি বলেছিল আমার মনে নেই
কারণ তার এসব কথা শুনার আমার ইচ্ছে নেই
আমি শুধু যোগাযোগের একটা মাধ্যম খুজছি

আমি শুধু তার দিকে তাকিয়ে কথা গুলো শুনছি
কিন্তু কিছুই বুঝতে পারিনি
আমার কাছে মনে হলো
বোবারা যেমন কানে শুনেনা
আমিও ঠিক তেমন অনুভব করছি

ট্রেনের হর্ন আমার কানে ভেসে আসলো
সময় শেষ বুঝে গেলাম

আমি তাকে হাত বাড়িয়ে দিলাম
সেও হাত বাড়িয়ে হাত মিলালো
তুমি যোগাযোগ রাখবে...?
হ্যা অবশ্যই ৷
ট্রেন এসে গেছে সে তাড়াহুরো করে চলে যাচ্ছে
আমি শেষ বারের মতো অপলক দৃষ্টিতে চেয়ে আছি
সে খুব দ্রুত চলে গেলো ট্রেনের কাছে

আমিও টিকেট কাউন্টার এ গেলাম
আমি জিজ্ঞেস কলাম ময়মনসিংহের ট্রেন কখন আসবে তারা বললো বসে থেকে লাভ নেই অনেক রাত হতে পারে
আমি হতাশ হয়ে বেরিয়ে আসলাম

রেলওয়ে স্টেশন থেকে আমি CNG স্ট্যান্ডে গেলাম
CNG দিয়ে জৈনা গেলাম অনেক্ষন হাটার পর
একটা বাস পেলাম মাস্টার বাড়ি নামিয়ে দিলো
তারপর আরেকটা বাস পেলাম
ভালুকা নামিয়ে দিলো আর যাবেনা ।
পরে একটা CNG পেলাম চলে এলাম ময়মনসিংহ
অবরোধ চলছে তো তাই রাস্তায় গাড়ি পাওয়া যাচ্ছেনা

বাসায় এসে ফ্রি ফায়ার গেমস ডাউনলোড দিলাম
তার দেওয়া কোড দিয়ে সার্চ দিলাম
কিন্তু কিছুই আসে নাই
তখন বুঝলাম সে কোড দিসে ৮ সংখ্যার
আসলে কোড হবে ১০ সংখ্যার
তাড়াহুরো করাতে এই ভুলটা হয়েছে
আমি গেমে একটু পর পর দেখলাম
সে কোন অ্যাড ফ্রেন্ড আমায় পাঠিয়েছে কিনা
কিন্তু পাঠাইনি
ফেসবুকে দেখলাম কোন মেসেজ দিয়েছে কিনা
inbox এ কোন নতুন মেসেজ পেলাম না

তাকে খুজে পাবার মতো আমার আর কোন অপশন নেই
কিন্তু সে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারে
কারণ, তার খাতায় লেখা আছে
১= আমার ফেসবুক আইডি
২= আমার গেমের আইডি
৩= আমার ফোন নাম্বার

কেন জানি তাও মনে হলো
আমায় কোথাও খুজে পাবেনা

না পাবার কারণ
১= সে হয়তো আমার নাম্বার লিখতে ভুল করেছে
2= গেমের আইডি কোড না দিয়ে, ইউজার নেইম দিসি
৩= সে ফেসবুক চালায় না

শুধু একটা মাধ্যম ছিল ১০০% শিওর যোগাযোগ করার
তা হলো ফেসবুক
আমি নিজের হাতে লিখেছি এখানে কোন ভুল নেই
কিন্তু ভাগ্যের কি পরিহাস সে ফেসবুক চালায় না
তার মানে ৩ টা অপশন ছিল যোগাযোগ করার জন্য
তাও সব বৃথা গেলো...

বাংলাদেশে কি আর সুন্দর নাম নাইএই নামটাই রাখতে হলো..🤣🤣🤣
07/09/2023

বাংলাদেশে কি আর সুন্দর নাম নাই
এই নামটাই রাখতে হলো..🤣🤣🤣

এই পৃথিবীর প্রতিটি মানুষ জীবনে কোনো না কোনো সময় কষ্ট বিরহ দুঃখের ও অবহেলার সম্মুখীন হয়...
16/08/2023

এই পৃথিবীর প্রতিটি মানুষ জীবনে কোনো না কোনো সময় কষ্ট বিরহ দুঃখের ও অবহেলার সম্মুখীন হয়...

10/08/2023

বিকাশের মার্কেট ডিরেক্টর বসেরা কি গাজা খেয়ে
মার্কেটে ভিজিট করতে যায়
নাকি সাথে আরও অন্য কিছু খায়
আমার তা জানা নেই
কিন্তু তাদের কাজ দেখে আমার তাই মনে হয়

গাজার পরিমাণ হয়তো বেশি
আর না হলে তারা প্রতিবন্ধী
আর না হলে তারা চোখে দেখেনা
যতো সব
রাত কানা দিন কানা লোক নিয়ে বিকাশের সংসার

আমার তো ভাবতেই অবাক লাগে
এতো বড় প্রতিষ্ঠান গাদার মতো কাজ করে কেমনে

রাত কানা দিন কানা প্রতিবন্ধী লোক রাখছে
তাও আবার মোটা টাকার বেতন দিয়ে

আপনারা কি চোখে দেখেন না
একটা দোকানে ১০০% ভিজিবিলিটি
বিকাশের কেমনে থাকে

মনে কি একবারও প্রশ্ন জাগেনা
নগদ আছে রকেট আছে উপায় আছে ট্যাপ আছে
তাদের POSM কোথায়
নাকি চোখে Problem আছে
আপনাদের বোকা বানাচ্ছে ধোকা দিচ্ছে তা কি বুঝেন না

১০০% visibility কেমনে হয় একটা দোকানে
নতুন নতুন POSM লাগানো কেনো দোকানে
পুরনো গুলো POSM কোথায় গেলো

তাহলে কি দাঁড়ায় আপনারা মার্কেট ভিজিটে আসবেন
আর তারা কাজ করা শুরু করবে
আপনাদের কাজ দেখানোর জন্য

আর আপনারাও কাজ দেখে খুশি হয়ে চলে যাবেন
পরে বিকাশের POSM দোকানে ১০০% থেকে ৬০/৭০% হয়ে যায়

এই POSM তো কিনতে টাকা লাগে নাই আপনাদের
গেছে তো মালিকের টাকা
মাস গেলেই তো মোটা টাকার বেতন পাবেন

তাই posm নষ্ট হলেই কি আর আসে যায়
আপনাদের তো আর বেতন কেটে দিবে না

একবারও প্রশ্ন জাগেনা মনে

১০০% যদি বিকাশের visibility থাকে দোকানে
তাহলে আপনাদের ১০০% লেনদেন কোথায়
১০০% আপনাদের গ্রাহক কোথায়

গাজা খেয়ে কি মার্কেট ভিজিটে আছেন
যত সব পাগলের দল...

09/08/2023

আমি নগদ এর TMS (ট্রেড মার্কেটিং সুপারভাইজার)

দায়িত্ব কাকে বলে আমি ভাল করেই জানি
TMS এ যতদিন আছি ততোদিন এভাবেই থাকবো
আমার POSM এ হাত দিলে তার পরিনতি
খুব খারাপ হবে
পরে কি হবে আমার জানার প্রয়োজন নেই

ক্ষমতার দাপট দেখিয়ে বা রাজনীতি করে নগদ এর POSM ভেনিস করে দিবে
আর আমি বসে থাকবো এটা ভেবো না
এমন ভাবনা মন থেকে দূর করে ফেলো
না হলে পরে পস্তাতে হবে

আর ধন্যবাদ বিকাশের (সুপারভাইজার আর DSO) কে
আমার ভিডিও ভাইরাল করার জন্য

Youtube আর Facebook এ কত কত ভিডিও বানিয়েও ভাইরাল হতে পারিনি
আর বিকাশ আমাকে ভাইরাল করেছে
তাই আবারও ধন্যবাদ

এবার যখন POSM কাটবো আপনাদের ফোন করে নিয়ে আসবো
আর আপনারা ভিডিও করে ভাইরাল করে দিবেন
ভিডিও করার জন্য পুরস্কার পাবেন (ললিপপ)

(আমি যদি বিকাশের POSM না ছিড়তে পারি
তাহলে আমি কিসের (TMS) হলাম...)

বুঝেন নাই ব্যাপারটা...?

Address

Mymensingh
2200

Website

Alerts

Be the first to know and let us send you an email when NIPU SEVEN posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share