14/08/2025
সত্যের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে — এটাই আমাদের গান 🎤
ভাল লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন
-------------------------------------------------------------
Song- Rajniti
Lyrics & Edit - Md Shoriful Islam Nipu
--------------------------------------------------------------
শিরোনাম - রাজনীতি
লিরিক্স - মোঃ শরিফুল ইসলাম নিপু
--------------------------------------------------------------
সাদা মনে লাগছে কাদা
মানুষ গুলো আস্ত গাধা
চোখের সামনে দিচ্ছে ধোকা
পেছনে দেখো সবি ফাকা
নেতা গুলো করছে চুরি
সুযোগ বুঝে মারছে ছুরি
চোরকে বলে রাজাকার
এই দেশের স্বৈরাচার
(রাজনীতির এই রঙ তামাশায়
দেখার বাকি কিছু নাই
বাঘে গুরু মিলে মিশে
একি ঘাটে পানি খায় (২)
২/
ভাল মানুষের মুখোশ পরে
নেতা গুলো দেখায় সম্মান
আসলে তারাই তো
ফকিরের থালা থেকে নেয় কমিশন
তাদের আছে অস্ত্র বোমা
উপর তলায় উঠা নামা
তাই তো আমাদের ডাকে
জনতা দেয়না সারা
(রাজনীতির এই রঙ তামাশায়
দেখার বাকি কিছু নাই
বাঘে গুরু মিলে মিশে
একি ঘাটে পানি খায় (২)
৩/
নেতা গুলো দেয় প্রতিশ্রুতি
মাদক মুক্ত করবে সমাজ
আসলে তারাই তো ছড়ায়
আছে যত মাদকের ভাইরাস
মন্দ লোকের সংখ্যা বেশি
শক্তি আছে আরও বেশি
তাই তো আমাদের বিপদে
পাশে আসেনা প্রতিবেশী
(রাজনীতির এই রঙ তামাশায়
দেখার বাকি কিছু নাই
বাঘে গুরু মিলে মিশে
একি ঘাটে পানি খায় (৪)
-------------------------------------------------------------
#রাজনীতি #বাংলা_গান #প্রতিবাদ_গান #বাংলা_মিউজিক
#বাংলাদেশ
#গান #বাংলা
-------------------------------------------------------------------
"আমাদের সমাজ, আমাদের দেশ—সবকিছু বদলে দেয় রাজনীতি। এই গানটি শুধু সুর নয়, এটি একটি প্রতিবাদের ভাষা, একটি সতর্কবার্তা। সত্য, ন্যায় আর মানুষের অধিকারের কথা বলছে প্রতিটি লাইনে। আপনার মতামত কমেন্টে জানান, আর শেয়ার করুন যেন সবাই শুনতে পায় এই কণ্ঠের ডাক।"
-----------------------------------------------------------------------
#রাজনীতি #প্রতিবাদ #গান #বাংলা_গান
🔥"
#পরিবর্তন