31/10/2025
এই অনলাইন যাত্রাকে যদি তুমি মনোযোগ দিয়ে মাত্র একটা বছর দাও, তোমার জীবন আর কখনোই আগের মতো থাকবে না।
মাত্র এক বছর।
• এক বছর শেখার।
• এক বছর প্রতিদিন কাজ করার (showing up)।
• এক বছর ধারাবাহিকতার (consistency)।
শুধু এটুকুই দরকার।
তুমি নিজের উপর সন্দেহ করা থেকে অন্যদের শেখানো পর্যন্ত পৌঁছে যাবে। দ্বিধা-দ্বন্দ্ব থেকে স্পষ্টতায়। শুধু আশা করা থেকে আয় করা পর্যন্ত।
কিন্তু তোমাকে অবশ্যই শৃঙ্খলাবদ্ধ থাকতে হবে।
কারণ ফলাফল প্রথম মাসে আসে না—
ফলাফল তাদেরই আসে যারা তৃতীয় মাসের পরেও হাল ছাড়ে না।
এটা যে সম্ভব, তার প্রমাণ পেতে তুমি মাত্র এক বছর দূরে আছো।
কিছুই না করে এই মূল্যবান বছরটা নষ্ট করো না।